![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক বন্ধু অতিসম্প্রতি ওয়াহাবপন্থী-বিরোধী আন্দোলনে যোগ দেওয়র আহবান জানিয়েছেন আমাকে। ভাবলাম, আমি তো অনেক আগে থেকেই রাজনীতি থেকে দূরে, তাই সেই ব্যাপারে কওমী মাদ্রাসা'র কোন বন্ধু'র কাছ থেকে পরামর্শ নিবো কিনা ভাবছিলাম। তা বন্ধুবর আবারো মুখ ঝামটা দিয়ে বললো- ওরা তো মৌলবাদী, ইসলামের কি বুঝে?
আমি এইবার খুব মুশকিলে পড়লাম। তাহলে কার কাছে যাব? আমার স্কুল-জীবনের এক স্যারে'র কথা মনে পড়লো এইবার। তিনি সুফি আদর্শে বিশ্বাসী। উনার কাছেই যাব কিনা ভাবছি, তা শুনে আবারো বন্ধুবরের বাগড়া। হতাশার সুরে বললো- ''আজকাল আসল সুফি পাবি কই রে?''
এবারে আমার বেশ রাগ হলো। বললাম- ''তাহলে তুই-ই বলে দে কার কাছে যাব।'' আমার কথা মাটিতে না পড়তেই বন্ধু আমার ঝাঁঝালো কন্ঠে বলে উঠলো- ''ব্যাটা আমি আলিম নাকি? তোকে কিভাবে আমি বলবো কার কাছে যাবি?''
আমি আরো গোস্বা হয়ে বললাম, ''আলিমরা তো উপরে উল্লেখিত কোন না কোন দলের সাথে। আমি যাব কই?''
''তার আমি কি জানি''- এই বলে সেইখান থেকে তার দ্রুত প্রস্থান।
২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪৬
বিদেশী বাঙালী বলেছেন: আমার মনে হয় আমাদের ইসলাম বুঝার ক্ষেত্রে ভুল রয়েছে। আলিম-রা হয়তো কোন না কোন দলে বিভক্ত, কিন্তু নিজেদের মাঝে অনেক মিল উনাদের। তবে, এক্ষেত্রে আহলে বায়াত তথা রাসুলে পাক (সাঃ)-এর বংশধরদের পদ অনুসরণ করা যেতে পারে।
আর আমি যত দূর জানি, মুসলমানরা একটা বিশেষ সময় পর্যন্ত এক হবে না।
২| ২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪৮
মোহাম্মদ জামিল বলেছেন: ভাই কোর আন এর প্রথম যে আয়াত টা নাজিল হয়েছিল সেটা কি ছিল? জানেন.... "পড়" তোমর প্রভুর নামে... এই কথা মানে কি..আপনাকে পড়তে বলা হয়েছে.. কোরান এর কাছে যান..বাংলায় পড়েন..৩ বার খতম দেন..অনেক কিছু বঝুবেন ইনশাআল্লাহ..
২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৫৬
বিদেশী বাঙালী বলেছেন: আপনার উপদেশের জন্যে ধন্যবাদ।
৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:২১
হানিফঢাকা বলেছেন: Follow Quran. This is God's message and you will be judged only by Quran, nothing else. But, very few people are able to follow the way of Quran.
২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:১২
বিদেশী বাঙালী বলেছেন: সত্য বলেছেন। আর কোরআন শেখার জন্যে একজন আলেমের দরকার হয়।
৪| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:০৯
মুদ্দাকির বলেছেন: সূরা মুজাদালাহ আয়াতঃ২১,২২
(كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ)
(لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ)
"আল্লাহ লিখে দিয়েছেনঃ আমি এবং আমার রসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।
যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাদেরকে আপনি আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তাঁর অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথায় চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম হবে।"
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
বিদেশী বাঙালী বলেছেন: আমিন।
৫| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সুফীবাদ সাম্য, উদারতা, মানবতা, পারস্পরিক ভক্তি ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় । উপমহাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে সুফীবাদের কল্যানে । ওয়াহাবী কিংবা মওদুদী মতবাদ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, সহিংসতার দিকে ধাবিত করে মানুষকে বিপথগামী করে ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৯
বিদেশী বাঙালী বলেছেন: আসলে আমরা যখন ইসলামকে সুফিবাদ, ওয়াহাবী কিংবা মওদুদী মতবাদে বিভক্ত করি তখনই কিন্তু আমরা নিজেরা পরস্পর হতে বিভক্ত হয়ে যাই। আমার লেখার উদ্দেশ্য ছিল এইটাই বুঝানো।
৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৯
জাহিদ আহমেদ বলেছেন: আপনি কেউ না, আপনি মানুষ, বাংগালী।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
বিদেশী বাঙালী বলেছেন: তারও আগে আমি আপনি একজন মুসলমান যে, ভাইটি। এইটি কিন্তু ভুলে গেলে চলবে না।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৫ রাত ৯:২৭
মোহাম্মদ জামিল বলেছেন: আপনি মুসলিম... যারা ধর্মকে দলে উপদলে বিভক্ত করে তাদের স্থান হবে জাহান্নাম (আলকোরআন)