![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্য-দিনের আলোর দোহাই ,নিশির দোহাই,-ওরে!
প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে।
অতীতের চেয়ে নিশ্চয় ভাল হবেরে ভবিষ্যৎ,
একদিন খুশী হবি তুই লভি’ তাঁর কৃপা সুমহৎ।
অসহায় যবে আসিলি জগতে তিনি দিয়েছেন ঠাই,
তৃষ্ণা ও সুধা,-দুঃখ যা ছিল ঘুচায়ে দেছেন তাই,
পথ ভুলে ছিলি,- তিনিই সুপথ দেখায়ে দেছেন তোরে,
সে কৃপার কথা স্মরনে রাখিস,- অসহায় জনে ওরে!
দলিসনে কভু; ভিখারী আতুর বিমুখ না যেন হয়,
তাঁর করুনার বার্তা ঘোষণা কর রে জগতময়।
সূত্র: view this link
৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৮
বিদেশী বাঙালী বলেছেন: ইউ আর ওয়েলকাম।
২| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার বঙ্গানুবাদ !!
ধন্যবাদ আপনাকে
শেয়ার করার জন্য
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৫
বিদেশী বাঙালী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ রাত ৮:২৪
তানভীরএফওয়ান বলেছেন: Thanks ++++++++++্