![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন যে করে উচাটন, উড়াল দেয় সে পাখি,
কখন যে হয় অঘটন, শান্ত না করে আঁখি।
এদিক পালায়, ওদিক পালায়, কোথায় তারে বাধি,
বইছে আরবে সাইমুম ঝড়, মন ওখানে আঁধি।
চোখ খুলে দেখো শত্রু সকল, হামলে পড়েছে সেথা,
মোহাম্মদ বলে- ''ও মুমিন নকল, পাচ্ছ কি তুমি ব্যথা?''
নেয়ামতী-রা নয় যে সেথায়, নাই গো তাদের রেখা,
মনটা কেন হলো অশান্ত , কারণ হল যে শেখা।
বল তুমি, কর্দম চুমি, কোথায় গেলো সে ঢাল
শত বর্ষে, কত হর্ষে, শত্রু করতো বেসামাল?
নকলরা আজ, পড়ে রণসাজ, পিঠ দেখায় সেথা,
বাংলার বাঘ, বুকে নিয়ে আগ, তালি দিচ্ছে এথা।
©somewhere in net ltd.