![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় রাসূলুল্লাহ (সাঃ),
আজ স্কুলে আপনাকে আঁকতে বললেন আমাদের শিক্ষিকা…
আমি আপনাকে আঁকতে চাইলাম...কিন্তু আমি তো কোনদিন আপনাকে দেখিনি!
তাই, আমার চোখ দু’টো বন্ধ করলাম…
দেখতে পেলাম আপনার জীবনী পড়তে পড়তে আমার মায়ের দু’ চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু বিন্দু…আমি দেখলাম আমার বা্বা’র সারা রাত ধরে প্রার্থনা।
আমি দেখতে পেলাম আমার বোনের হাসি, যদিও সে কয়েক মুহূর্ত আগে পাশের গলিতে লাঞ্ছিত হয়েছে।
আমি দেখলাম আমার প্রিয় বন্ধু-কে মাপ চাইতে…… যদিও অপরাধটা আমারই ছিলো।
জানেন, ইয়া হাবিবাল্লাহ (সাঃ)!
এখানে, মানুষরা সবকিছুই দেখতে চায়… পর্যবেক্ষণ করতে চায়!
কিন্তু, আমি চোখ বন্ধ করলে......
দেখি আপনি আমার দিকে এগিয়ে আসছেন... আমি দেখতে পাই আপনি আমাদের দিকে আসছেন...
জগতের সবচেয়ে নিস্পাপ, নির্ভুল, জ্যোতির্ময় হাসি নিয়ে।
আমি জানি না কেমন করে এরকম জ্যোতির্ময় একটি হাসিকে আঁকা যায়।
শিক্ষিকা আমাকে কথা বলতে দিলেন না যখন এই ব্যাপারটা বুঝাতে চাইলাম।
অবশ্য, এরজন্যে আমি তাকে দোষ দেই না।
তিনি হয়তো কোনদিন শিখেন নাই কিভাবে কোন ব্যক্তিকে না দেখেই ভালবাসতে হয়।
কিন্তু……আমি?…… আমি ভালবাসি আপনাকে না দেখেই।
আমি হয়তো ভালো আঁকতে পারি না…… কিন্তু আমি লিখতে পছন্দ করি।
আমি আপনা্র কাছে লিখতে পছন্দ করি, ইয়া রাসূলুল্লাহ (সাঃ)……
আপনি যদি ফিরে আসতেন আমাদের কাছে… কয়েক ঘণ্টার জন্যে…… কয়টা সেকেন্ড…… কিংবা…… মুহূর্তের জন্যে…
তিনি (আমার শিক্ষিকা) হয়তো ব্যাপারটা বুঝতে পারতেন।
ইতি,
আপনারই এক খাদেম
মুলঃ Mokhtar Awards: Dessinez Le Prophete (একটি ছোট গল্প)
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২
বিদেশী বাঙালী বলেছেন: আমারও অনেক কষ্ট হয়।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯
প্যারিস থেকে আমি বলেছেন: পড়ে ভালো লেগেছে।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ। লিংকে দেওয়া ছোট মুভি-টি আশা করি দেখেছেন। অসাধারণ লেগেছে আমার কাছে।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
আমিই মিসির আলী বলেছেন: বদমাশ মহিলা।
অন্যায়ের সাথে আপোষ না করাই উত্তম।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬
বিদেশী বাঙালী বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটি মুভির মাধ্যমে কিভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
সজিব হাওলাদার বলেছেন: খুব ভালো লেগেছে।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫
রক্তিম দিগন্ত বলেছেন: ভাল লাগলো।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪
বিদেশী বাঙালী বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্যে।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭
গ্রিন জোন বলেছেন: ওরা কি বুঝতে পারে না বহু আগের মানুষের ছবি আছে কিন্তু রাসুলের (স.) ছবি নেই?
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
বিদেশী বাঙালী বলেছেন: বুঝতে পারার মত জ্ঞান তো তাদের থাকার কথা।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০
ধমনী বলেছেন: চমৎকার.
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
বিদেশী বাঙালী বলেছেন: মুভিটি সত্যিই চমৎকার
৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আমি অপেক্ষায় করতাছি সামুর মেধাহীন ছুপা প্রগতিশীলগুলা কখন এই পোস্টে মাল্টি নিয়া ঝাপায় পরে !
বাই দা ওয়ে আমরা ব্লগারে আপ্নার শেয়ার করা লিংকটা এপ্রুভ করা হইছে !
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
বিদেশী বাঙালী বলেছেন: লেখাটি এপ্রুভ করার জন্যে অনেক ধন্যবাদ।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৬
আলভী রহমান শোভন বলেছেন: পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা নিবেন।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
বিদেশী বাঙালী বলেছেন: ধনয়বাদ। আপনার প্রতিও অনেক শুভেচ্ছা থাকলো।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপূর্ব
এটাই ঈমান
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
বিদেশী বাঙালী বলেছেন: সত্যিই অপূর্ব।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫
তাল পাখা বলেছেন: ঐতিহাসিক চিঠি। পড়ে চোখে জল এসে গেল।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
বিদেশী বাঙালী বলেছেন: আমিও কেঁদেছি।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
আজাদ মোল্লা বলেছেন: মনে দাগ কেটে যায় ,
খুব খারাপ লাগে , যাহারা রাসুল্লাহ (সাঃ )এর ছবি বানাতে বলে ।
অনেক কষ্ট হয় ।