![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের অবস্থা সত্যিই খারাপের দিকে। বাংলাদেশে যদি আই,এস আছে বলে প্রমাণ হয়, তাহলে আমেরিকা তথা পশ্চিমা বিশ্বকে আর ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। বাংলাদেশে ঢুকে পড়বে পশ্চিমা বাহিনী। হয়তো সিরিয়ার মতই বাংলাদেশও ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে বোমারু বিমানের আঘাতে। ভারতের দিকে ঢল নামবে বাংলাদেশী শরণার্থীদের। এইটাই কি আমরা চাই?
যদি না চাই, তাহলে কলাম সামলাতে হবে জাতির বিবেক বলে পরিচিত ব্লগারদের। ধর্মকে খোঁচা দিয়ে কি লাভ হচ্ছে সেইটা বোঝার সময় হয়েছে আমাদের। নাহলে সামনে সমূহ বিপদ দেখতে পারছি আমি। সরকারও ব্যাপারটি ধরতে পারছে বোধকরি। সুশীল সমাজকেও এই ব্যাপারটি বুঝতে হবে আরো ভালো করে।
আমার পোস্ট-টিকে কেউ চরমপন্থীদের পক্ষের কোন লেখা হিসেবে ধরে নিবেন না যেন।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫
বিদেশী বাঙালী বলেছেন: ব্লগারদের কলম আরো বুঝে শুনে চালাতে হবে। মেধার অপচয় করা চলবে না।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
চাঁদগাজী বলেছেন:
দেশ অপরাধীদের আড্ডাখানা হয়ে গেছে; পুলিশ আনন্দে আছে।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
বিদেশী বাঙালী বলেছেন: দেশের মানুষ যে আনন্দে নেই।
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
পিচ্চি হুজুর বলেছেন: দেশের মানুষের মনোভাব হচ্ছে " বাদ দে না , কার কি হচ্ছে হোক নিজে তো ঠিক আছি " এইটাই এই দেশরে একদিন খাবে।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
বিদেশী বাঙালী বলেছেন: দেশের সব মানুষ কিন্তু এক রকম নয়। যারা বুঝেন তাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্বগুলোর একটি হচ্ছে দেশে নাবুঝ মানুষদের বুঝানো।
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১:১৮
পিচ্চি হুজুর বলেছেন: ভাই এই দেশের মানুষ বুঝবে না। আমাদের মাঝে কোন কিছুর মানার যোগ্যতা নাই, রাস্তার লালবাতি জললে যেই দেশের মানুষ দেখে ট্রাফিক পুলিশ আছে কিনা না থাকলে টান দিয়া পার হয়ে যাবে সেই দেশের মানুষরে বোঝানোর চেষ্টা করা টা বোকামী।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
বিদেশী বাঙালী বলেছেন: তারপরও চেষ্টা করে যেতে হবে যতদিন না তারা আবু জেহেলের মত আমাদের উপর অত্যাচার করছে, ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৮
জাহিদ আহমেদ বলেছেন: চমৎকার লেখা।
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
অমিত বসুনিয়া বলেছেন: দেশের মানুষের মনোভাব হচ্ছে " বাদ দে না , কার কি হচ্ছে হোক নিজে তো ঠিক আছি "