নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

Short Film রিভিউঃ La vie dure 3 jours (Life lasts three days)...সাড়ে পাঁচ মিনিটের একটি ছবি

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

মোবাইলের অ্যালার্মের আওয়াজ শুনে ছেলেটি'র ঘুম ভেঙ্গে গেলো। স্ক্রিনে ভেসে উঠা রিমাইন্ডারের লেখা পড়ে তার মনে পড়লো, আরে আজ তো খুব জরুরী একটি ক্লাস রয়েছে। এক লাফে বিছানা ছেড়ে জুতো জোড়ায় পা গলিয়েই দরজার দিকে দৌড় লাগালো সে। কাঁধে ব্যাগ। সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ির সদর দরজা দিয়ে তাড়াহুড়ো করে বেরোবার সময় ডর্মের ক্লিনারের সাথে ধাক্কা খেলো ছেলেটি। লোকটির হাতের ব্যাগটি মাটিতে পড়ে গেলো এতে। সেদিকে মোটেই ভ্রুক্ষেপ না করে দরজা দিয়ে বেরিয়ে গেলো সে।


এভাবেই চলতে চলতে পার্ক দিয়ে যাওয়ার সময় এক গরীব লোককে পাশ কাটালো সেই ছেলেটি। বেঞ্চে শুয়ে থাকা মানুষটির সাহায্যের আবেদনও তাকে থামাতে পারলো না। দু'হাত দুদিকে ঝুলিয়ে জানিয়ে দিলো নিজের অপারগতার কথা।

এভাবেই কলেজে পৌঁছে যায় ছেলেটি। ক্লাস শুরু হয়। কিন্তু, সেখানেও তার অস্থিরতা। ক্লাস চলার মাঝেই সামনে বসা সহপাঠী'র গায়ে পিছন থেকে কাগজ ছুড়ে মারে সে।

আর এই ছেলেটিই কিনা হঠাৎ করে বদলে গেলো! এখন সে আর আগের মত অস্থির নয়। মানুষের সাথে ভালো ব্যবহার করে সে, সাহায্য তো করেই।

কিভাবে এ পরিবর্তন সম্ভব হলো তার?

এটিই ছবি'র মূল গল্প। সংলাপবিহীন মাত্র সাড়ে পাঁচ মিনিটের এই শর্ট ফিল্মটি ক্রমে ক্রমে ফুটিয়ে তুলে ছেলেটির সেই পরিবর্তনের কাহিনী।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: আপনার রিভিউ চমৎকার| দেখছি

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭

বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.