![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি,পি,এল-এর আজকের খেলা যারা দেখেছেন, তারা বুকে হাত দিয়ে বলুন তো, খেলার পাশাপাশি আর কি কি জিনিষ আপনাদের চোখকে টিভি পর্দায় আটকে রেখেছিলো? আর কেউ না হোন, আমি কিন্তু ধারাভাষ্যকার পামেলা'র খুল্লাম-খুল্লা পোশাকে দারুন আকৃষ্ট হয়েছি।
শুধু আমি কেন, উনার ধারাভাষ্যের সময়, আশে-পাশের অনেককে হা করে টিভি'র দিকে তাকিয়ে থাকতে দেখেছি। কাউকে কাউকে আবার লজ্জায় মাথা নত অবস্থায়ও পাকড়াও হতে দেখে করুনা বোধ করেছি মনে মনে এই ভেবে যে- ''ভাগ্যিস, এই কাপড় পড়েছে। যা দিন কাল পড়েছে, তার প্রভাবে পোশাক আরো ছোট হতে পারতো!''
জানি, অনেকেই বলবেন, সে তার ইচ্ছে মতো পোশাক পড়েছে। আপনি তাকাতে যান কেন!
উত্তর একটাই- ''আমি তো মানুষ, নাকি? বৌ-এর চোখ ফাঁকি দিয়ে এদিক-ওদিক এক-আধটু তাকালে কি এমন ক্ষতি হয় সেই ব্যাপারটা এখনো খুব একটা বুঝে উঠতে পারিনি ঠিকই, কিন্তু, বাচ্চা-কাচ্চাদের সামনে এই ১৮+ পোশাক দেশের সংস্কৃতিকে কতটুকু খাটো করছে তা বুঝার মত বুদ্ধি যে এখনো মনের মাঝে জেগে আছে তা ভালো মত টের পাচ্ছি এখন।''
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
বিদেশী বাঙালী বলেছেন: চিয়ার লিডার হোন আর না হোন, এই পোশাক পড়ার অর্থ কি তা এখনো বুঝে উঠে উঠতে পারিনি।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: এইটার কোন অর্থ হলো? সে যা-ই পড়ুক, আপনার তাতে কি? দেশের ফ্যাশন-জগতে তো আরো ছোট ছোট পোশাক পড়া হয়, সেই দিকে খেয়াল না করে বি,পি,এল-এ কোন মেয়ে কি পড়লো সেই নিয়ে হা-পিত্যেশ!
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭
বিদেশী বাঙালী বলেছেন: আপনার চোখ তখন কোন দিকে ছিলো বলুন না একবার! ঐ পোশাকটি কি আপনার উপভোগ্য মনে হয়েছে? একবারের জন্যেও কি নিজের মনে অপরাধবোধের উদ্রেক হয়নি মনে?
৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
আরণ্যক রাখাল বলেছেন: খেলা দেখি নাই| আচ্ছা কাল দেখবো, পামেলার বডি আর খেলা! দুইটাই দেখতে খারাপ লাগবে না| দেখাইতে প্রবলেম না থাকলে, দেখতেও নাই
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯
বিদেশী বাঙালী বলেছেন: ইয়া সর্বনাশ। আরেকজন ভক্তের সংখ্যা বাড়লো! তবে, গুনাহ কিন্তু আমার হবে না।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৫
জাহিদ আহমেদ বলেছেন: ভিডিওটা দেখলাম। তেমন কিছু তো দেখলাম না। ভাইয়্যা, ডাকতার দেখান।
http://www.youtube.com/watch?v=cuW7kRxjnYQ
২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
বিদেশী বাঙালী বলেছেন: কি বলেন!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
অশুভ বধ বলেছেন: ওনি তো বি,পি,এল এর চিয়ার লিডার্স