![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসে আছি সরে আছি
কোলাহল থেকে দূরে।
জীবন সেথা হচ্ছে জড়
বাজছে না কোন সুরে।
শেষতক হাতে-পায়ে
বাজাচ্ছি বসে ঢোল,
আর খাচ্ছি রুটি দিয়ে
ঝাল মাংসের ঝোল।
রুটি গেলা বড় কষ্ট
গলায় লেগেছে কাটা,
তাইতো বসে জিহবা দিয়ে
ঝো্লে দিচ্ছি চাটা।
চাটার চোটে নাক দিয়ে
বেরুলো গরম পানি,
সবার কাছে বিষয়টা খুব
লাগলো ভীষণ ফানি।
বললো সবাই হাসি দিয়ে
করছো এসব কি!
মা বললেন তুমি হচ্ছো
বুদ্ধির বড় ঢেঁকি।
কাছে এসে মা বললেন
ভাতের ঢেলা গিল,
গলার কাটা যাবে চলে
লাগবে ভালো দিল।
ভাতের ঢেলা খেয়ে যখন
কাঁটা গেলো চলে,
জীবন লাগলো বড় সুখের
চোখ ভরলো জলে।
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
বিদেশী বাঙালী বলেছেন: দুটো'র মিশেল বলতে পারেন।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
বাকা পথ বাকা চোখ বলেছেন: বেশ বেশ বেশ
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
অন্ধবিন্দু বলেছেন:
মজার ছড়া না দুঃখের! একটু খানি চাটার শেষটা বড় সুখের হলো। ছোট কষ্টেও বড় সুখ আসতে পারে বুঝলুম।