নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বোকাদের নিয়ে সাতকাহন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯


''মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়। তারপর আবার সে স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমন ভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনও মরবে না। কিন্তু, সে এমন ভাবে মরে যেন সে কখনো জন্মায়নি!''

আজ থেকে হাজার বছর আগে কিছু মানুষের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে হযরত আলী(রাঃ) এ কথাগুলো বলেছিলেন। আজ কি এসব মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে?

মানুষের এই বোকামীপনা ইসলামী ঘরানার মনীষীদেরই শুধু ভাবায়নি, এমনকি বিজ্ঞানীদেরও ভাবনায় ফেলে দিয়েছে। তাই, হয়তো আলবার্ট আইনস্টাইন আক্ষেপ করে বলেছিলেন- ''দু'টি বিষয় অবিনশ্বর। যার একটি বিশ্বব্রহ্মাণ্ড, আর একটি হল গিয়ে মানুষের বোকামী এবং আমি বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষেত্রে এ ব্যাপারে নিশ্চিত নই।'' অর্থাৎ, মানুষের বোকামী'র ব্যাপারে তিনি এতটাই ওয়াকিবহাল ছিলেন যে, এ সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো বলেছিলেন- ''বোকামী আর প্রতিভার মাঝে পার্থক্য হচ্ছে প্রতিভার একটি সীমা আছে।''

মানুষের বোকামী সম্পর্কে সাহিতিকরা-ও বিস্তর চিন্তা-ভাবনা করেছেন। এ সম্পর্কে লোরেল কে, হেমিল্টনের বক্তব্য হচ্ছে যে, মানুষের বোকামী মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ নয়। যদি তা হতো, তাহলে এ পৃথিবী'র জনসংখ্যা অনেক কমে যেত।

আর মারটিন লুথার কিং জুনিয়র এ সম্পর্কে যা বলেছেন, তা চির স্মরণীয়। তিনি মানুষের বোকামী সম্পর্কে মন্তব্য করেন- ''এ পৃথিবীতে আন্তরিক অজ্ঞতা আর ন্যায়বান বোকামী'র চেয়ে ক্ষতিকারক আর কিছু নেই।''

বোকাদের আহাম্মকিপনা সম্পর্কে কনফুসিয়াস বলেছেন- ''একমাত্র সবচেয়ে বিজ্ঞ আর বোকালোক কক্ষনও বদলায় না।''

এ বোকারা আহাম্মক হলে কি হবে, তারা কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। তাই তো বারট্রান্ড রাসেল আক্ষেপ করে বলেছিলেন- ''এ ধরাকে নিয়ে বিপত্তি হচ্ছে, বোকারা খুবই আত্মবিশ্বাসী আর বুদ্ধিমানরা দ্বিধায় ভরপুর।''

বোকাদের সম্পর্কে কিন্তু একটি মজার চৈনিক প্রবাদ রয়েছে। তা হচ্ছে- ''চালাক স্ত্রী একজন বোকা স্বামী'র সাথে কমই ঘুমায়।''

বোকা চেনার রাস্তা পেলেন তো? এবার আসুন মানুষের চরিত্র সম্পর্কে একটি উক্তি শুনাই।

মানুষের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে মার্ক টোয়েন বলেছেন- ''প্রত্যেকটি মানুষই এক একটি চাঁদ এবং তার একটি অন্ধকার পৃষ্ঠ বা দিক রয়েছে যা সে অন্য কাউকে দেখায় না।''

বোকাদের নিয়ে একটু আক্ষেপ হচ্ছে কি? ওরাও তো মানুষ। তাই তো? কিন্তু, মানুষের বোকামী যখন দেশ ও দশের জন্য শুধু নয়, তাদের নিজের জন্যেই ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, তখন তা নিয়ে শুধু আক্ষেপ নয়, আশ্চর্যবোধের ভাবনা মনের মাঝে জাগ্রত করতে হয়।

কেন জানি মনে হয়, মানুষের আশ্চর্যজনক এসব কাজ-কারবার দেখেই হয়তো আল্লাহ বলেছেন- ''আমি মানুষের বিস্ময়, আর মানুষ আমার বিস্ময়।''

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.