![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ্পনি কি কক্ষনো শুনেছেন কোন পিতা-মাতা নিজ সন্তানের নামে রেখেছেন 'পরাজয়'? 'জয়-পরাজয়' মানুষের জীবনে সাফল্যের মাপকাঠি হতে পারে কি? জয় যদি সুখেরই হবে আর পরাজয় দুঃখের, তাহলে ''Failure is the pillar of success'' কথাটি কেন আসলো? এতে বোঝা যাচ্ছে, পরাজয়ও সুখের কারণ হতে পারে। কিন্তূ, কথা হচ্ছে, তাহলে 'জয়'-এর অর্থ কি? মানুষ সব সময় জয় আশা করে কেন? আর কেনই বা শখ করে নিজের সন্তানের নাম রাখে 'জয়'?
©somewhere in net ltd.