নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

জীবনের অর্থ কি?

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২১


জীবনের অর্থ কি? বাসা-অফিস-খাওয়া-ঘুম? মাঝে মাঝে বেড়াতে যাওয়া, আড্ডা জমানো কিংবা বই পড়া বা গান শুনা? ব্যস! আর কিছু না? আর কিছু তো বটেই। বিয়ে কিংবা সমাজকল্যাণও তো জীবনের অংশ। অবাক করা বিষয় হচ্ছে, এই শেষোক্ত বিষয়টি আবার সবার জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবু কারো কারো জীবনে এই বিষয়টি বিশেষ প্রাধান্য পায়। যেমন- মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

আমার আজকের ব্লগের উদ্দেশ্য কিন্তু কোন বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে লেখা নয়, বরং জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে আমার চিন্তা-ভাবনায় বাকিদের শরিক করা। তাই, প্রশ্নটা আবারো করি। মানুষের জীবনের অর্থ কি হতে আরে? জন্ম-মৃত্যু’র মধ্যিখানে এই যে বিরাট সময়, এই সময়টা মানুষ আর কিভাবে অতিবাহিত করতে পারে? এই কাজগুলোর পিছনের হেতুই বা কি?

আমার মত অতীতে অনেকেই এই জীবন সম্পর্কে ভাবাতুর হয়েছেন। উত্তর খুঁজে ফিরেছেন হন্যে হয়ে। সমাধান পেয়েছিলেন কিনা জানি না, তবে সেই সকল মহান ব্যক্তিত্ব রেখে গিয়েছেন অমর কিছু বাণী।

উইলিয়াম শেক্সপিয়র যেমন বলেছিলেন- ''জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ।”

কার্লাইল জীবন সম্পর্কে বলেছেন- ''জীবন হচ্ছে একমাত্র সত্যি ইতিহাস।''

জন গে'র জীবন সম্পর্কে মত প্রকাশ করতে গিয়ে মন্তব্য করেছিলেন- ''মানুষের জীবন কত সংক্ষিপ্ত কত ক্ষণভঙ্গুর।''

এ প্রসঙ্গে লিথা গোরামের বাণী মনে রাখার মত। তিনি বলেছেন- ''আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান।”

আরো অনেকেই অনেক বাণী দিয়েছেন জীবন সম্পর্কে বলতে গিয়ে। সবারটা লিখতে গেলে পোস্ট-টি অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই, আমার সবচেয়ে প্রিয় বাণীগুলোর একটি দিয়ে আজকের প্রসঙ্গটির ইতি টানতে চাই। নাম না জানা কোন এক মণিষী'র এই উক্তিটির মাঝে কেন জানি না নিজেকে খুঁজে ফিরি বারে বারে-

“সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার।”

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৬

আরণ্যক রাখাল বলেছেন:
“সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার।”


সুন্দর বলেছেন

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭

বিদেশী বাঙালী বলেছেন: সত্যিই সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.