নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

মাশরাফি বা সাকিবের বোলিং নিয়ে কোন প্রশ্ন উঠেনি কেন?

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

বাংলাদেশের দুই বোলারের অ্যাকশান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দুই আম্পায়ার। আইসিসিও সাথে সাথে এ নিয়ে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে। কিন্তু গোল বেঁধেছে বাংলাদেশের সমর্থকদের নিয়ে। তারা এতে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। হতে পারে, এতে ষড়যন্ত্র থাকতেই পারে। আম্পায়ার-রাও তো মানুষ। তাই, উনাদের প্রভাবিত করা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। সেই সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা'র মত নয় যে, শ্রীলঙ্কা ক্রিকেট দলের তৎকালীন আধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আর ক্রিকেট বোর্ড যেমন ইস্পাত কঠিন ভাবে মুরালিধরনের পাশে দাড়িয়েছিল, তেমনি বাংলাদেশও বোলারদের পাশে দাঁড়াতে পারবে। বাংলাদেশ এক বিলিয়ন মানুষ বসবাসকারী শক্তিধর ভারতের মতও নয় যে ইচ্ছে করলে আই,সি,সি-কেও খামোশ করে দিতে পারবে।

কথা সেটা নয়। যে বিষয়টি নিয়ে বাংলাদেশের সমর্থকরা সন্দেহ প্রকাশ করছেন 'ষড়যন্ত্র' বলে, আমার খটকা সেখানেই। সাকিব আল হাসান বাংলাদেশ দলের সেরা পারফর্মার। তার বোলিং স্টাইলও কিছুটা বৈচিত্র্যময়। বিশ্বের তাবৎ বড় বড় ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন তিনি। তাঁর হাত ধরেই অনেক বড় বড় ম্যাচ বাংলাদেশের হাতে ধরা দিয়েছে। মাশারাফির গতিও কিন্তু এক সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছে।

তাই, প্রশ্নটা করতেই হচ্ছে, বাংলাদেশের এই দুই গ্রেট-দের দিকে একবারও আঙুল ঊঠেনি কেন? তাদেরকে 'চাকার' হিসেবে সম্বোধন করার সাহস হয়ে উঠেনি কেন কোন আমাপায়ারের?

দেশের মানুষকে এই দিকটাও ভেবে দেখতে হবে দেশপ্রেমে অন্ধ হয়ে কোন মন্তব্য করার আগে।

তবে, এই কথা ঠিক যে, আই,সি,সি বিশ্বকাপের ঠিক আগে আগে এমন একটি বিষয় নিয়ে এমন ভাবে জল ঘোলা করছে, তাতে সন্দেহ জাগতে পারে যে কারোরই মনে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

মুসলিম বাঙালী বলেছেন: নিচের কথাটার সাথে উপরের কথাগুলোর মিল খুঁজে পেলামনা!

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বিদেশী বাঙালী বলেছেন: সন্দেহ করা আর ষড়যন্ত্র হিসেবে ধরে নিয়ে মন্তব্য করার মাঝে মৌলিক পার্থক্য রয়েছে।

২| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

এন.এ.আনসারী বলেছেন: ভাই আমার মনে হয় যতদিন বিগথ্রী ফরমুলা থাকবে আমারা ঠকতেই থাকবো, বিগথ্রী বিলুপ্ত হওয়া প্রয়োজন

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

বিদেশী বাঙালী বলেছেন: কথাটা সেইখানেই। আমরা প্রতিপক্ষ-কে অনেক বড় করে দেখছি। ওরা নিজের দেশের কথা ভাববেই। প্রশ্নটা হচ্ছে, আমরা ভাবছি না কেন? ওরা যদি 'বিগ থ্রি' বানাতে পারে, আমরা নিদেনপক্ষে 'স্মল থ্রি' তো বানাতে পারি। ওরা নিজেদের দেশের স্বার্থ দেখে গ্রুপিং করলে, আমাদেরও পারা উচিৎ।

আমরা তা করতে পারছি কি?

৩| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

অরন্য সামির বলেছেন: বাংলা দেশের বর্তমান কোচ কতটা আত্ম বিশ্বাসী হলে বলতে পারে যে আইসিসি যদি এই দুই বোলার এর বোলিং নিয়ে সংশয় প্রকাশ করে তাহলে ওদের(Icc) কর্মকাণ্ড নিয়েও আমার প্রশ্ন আছে।

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬

বিদেশী বাঙালী বলেছেন: কোচ এজন্যে ধন্যবাদ পাবার যোগ্য। তবে, বাংলাদেশের অধিনায়ক মাশারাফি আর বোর্ডকে এ ব্যাপারে আরো শক্ত হতে হবে। মনে রাখতে হবে যে, বোলার দু'জনের কোন একজন চাকার হিসেবে প্রমাণিত হওয়া মানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতা প্রমাণিত হওয়া। কারণ, বোলারদের সিলেকশন করার দায়িত্ব উনাদের। একজন চাকারকে উনারা চিনতে পারলেন না দলে নেওয়ার আগে?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.