![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতির এই সময়ের ক্রেইজ ডিজুস জেনারেশনের দুই তরুণ চাপাবাজ হাটতে বের হয়েছে। চুলগুলো তাদের জেল দিয়ে এমন ভাবে খাড়া করা দেখলে মনে হয় স্টিল ভেঙ্গে যাবে (ঠিক স্যাটেলাইট চ্যানেলের Set-Wet-এর Ad-এর মত)। পরনে পশ্চাতদেশ দেখানো বিখ্যাত সেই 'যায় খুলে যায়' প্যান্ট'। এই প্যান্টের বিশেষত্ব হচ্ছে- এটির কোমর তিনজনের সমান হবে, আর সেই সাথে কোমর থেকে প্যান্ট এমন ভাবে খুলে খুলে পড়ে যেতে হবে যাতে আন্ডারপ্যান্টের পিছনদিক সবাই দেখতে পারে। আর জাঙ্গিয়া না থাকলে তো কথাই নেই!
ছেলে দু'টো বাংলিন্দ (বাংলা + ইংলিশ + হিন্দি) ভাষায় তাড়স্বরে চাপাবাজি করে চলেছে। চাপাবাজির বিষয়- 'দু-জনে কে কত জাতির জন্য ত্যাগ স্বীকার করেছে’. এ নিয়ে তাদের তুমুল বস্যা। দু'জনেই নিজ নিজ অভিজ্ঞতা বর্ণনা করে নিজকে বেশি ত্যাগী বলে দাবী করছে।
তুমুল তর্কের এক পর্যায়ে তাদের একজন বলে বসল,
''তুমি জানো, Yesterday কেয়া হুয়া? হামারা nation-এর জন্য মে Yesterday যাহা করা, টুমি টা কখনো খরতে পারবে না, কাভি নেহি।''
দ্বিতীয় ছেলেটি এবারে একটু অবাক হয়ে শুধালো কি এমন কাজ সে করেছে যা সে কখনো করতে পারবে না!!!
প্রথম ছেলেটি উত্তরে বললো,
''Yesterday 'কৌন বনেগা ক্রোড়পতি-তে অমিতাভ বচ্চন হামকো কোটি টাকা কো সাওয়াল পুছা। He asked me, ''এই পৃথিবীর সাবসে বড়া অভাগা country কৌন হায়?''
দ্বিতীয় ছেলেটি এবারে বেশ আগ্রহান্বিত স্বরে আবার শুধালো, ''তুই কি বললি?’’
ছেলেটি চোখ গোল গোল করে একটু থেমে ঠোট বাঁকা করে বলে,
''ঠুমি জানো হামি খি করেছি? হামি কোটি টাকা কো ছোড় দিয়া, but, নিজের country-র নামকো মিডিয়ার সামনে বলে, আখ্খা জাতির প্রেস্টিজকো ফালুদা নেহি বানায়া, you know?''
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
বিদেশী বাঙালী বলেছেন: আপনাকেও ধন্যবাদ, প্রামানিক ভাই।
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫২
বিজন রয় বলেছেন: বাহ!
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
প্রামানিক বলেছেন: সুন্দর ডায়লগ। ধন্যবাদ