নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বাদলা দিনে বিখ্যাত মানুষদের ফেসবুক স্ট্যাটাস (কাল্পনিক)

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১

আজ বেশ বৃষ্টি হয়েছে। অফিসের ভিতরে থাকায় খুব একটা বুঝতে পারিনি। বুঝতে পারলেও খুব একটা লাভ হতো না। অফিস চলাকালে সারভারে ফেসবুক ব্লক থাকায় স্ট্যাটাস দেওয়া সম্ভব নয়। সে যা-ই হোক, বাসায় আসার পথে মনকে এই বলে সান্তনা দিলাম যে, আগের কালে বিখ্যাত লোকরা যখন বেঁচে ছিলেন, তখন তো ফেসবুক ছিলো না। তারা তখন মনের ভাব প্রকাশ করতেন কিভাবে?

মনের মাঝে হঠাৎ একটি প্রশ্ন জেগে ঊঠলো। আচ্ছা, সে সময় যদি ফেসবুক থাকতো, তখন বাদলা দিনে বিখ্যাত লোকরা কেমন স্ট্যাটাস দিতেন? ইন্টারনেট খুঁজতেই, কিছু মজার কাল্পনিক উক্তি ভেসে উঠলো স্ক্রীনে।

মার্ক টোয়েন হয়তো স্ট্যাটাস দিতেন- ''বৃষ্টি দেখলেই ভিজতে চাইবেন না, তারা আপনাকে লোভ দেখিয়ে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে যাবে এবং তারপর ঠাণ্ডা জ্বর বাঁধিয়ে দিবে।''

বার্নাডশ হয়তো লিখতেন- ''প্রেম হলো বৃষ্টির মতো, যার আরম্ভ ফেসবুকে আর শেষ পরিণতি রাস্তার কোমর সমান পানিতে।''

আর, আলবার্ট আইনস্টাইন কি লিখতেন? এমন কি?--- ''বৃষ্টির পানি ড্রেনে চলে যাওয়ার পরও যতটুকু রাস্তায় অবশিষ্ট থাকে তাই হলো জলাবদ্ধতা।''

নেপোলিয়ানের স্ট্যাটাস-টাও হয়তো মন্দ হতো না- ''আমাকে এক পসলা বৃষ্টি দাও আমি তোমাদের একঝাঁক ফেসবুক স্ট্যাটাস উপহার দেব।''

শেক্সপিয়রের স্ট্যাটাস কি এমন হতে পারতো- 'ভিজবো নাকি ভিজবো না'?

হয়তো তারা এমন লিখতেন, হয়তো না। কিন্তু, বৃষ্টি'র দিনে কিছু না কিছু লিখতেন, তাতে কোন সন্দেহ নেই। যেমন কবিগুরু লিখেছিলেন-

“তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।”

[ঊক্তিগুলো সংগৃহীত]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এটা কি!!!

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.