![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটা পরীর মত সুন্দরী। কথা প্রসঙ্গে প্রায়ই আমরা এ কথাটি বলে থাকি। এখন এমন যদি প্রশ্ন করা হয়- ''আচ্ছা, বলুন তো, পরী ইংরেজি কি?'' অনেকেই চটপট বলে উঠবেন- ''কেন! Angel!'' আসলেই কি উত্তরটা তাই! আমার তা মনে হয় না। কারণ?
জগতের রহস্যময় বিষয়গুলো নিয়ে অনেকেরই মত-বিভেদ আছে। যেমন, অনেকেই জীনের অস্তিত্ব বিশ্বাস করতে চান না। ফেরেশতাদেরও অনেকে অস্বীকার করেন। করুন আর না-ই করুন, ডিকশনারী খুঁজলে 'Angel' শব্দের যে অর্থ পাওয়া যায়, তা হচ্ছে 'ফেরেশতা' বা 'দেবদূত', পরী নয়!
তাহলে? আসলে পরী ইংরেজী কি?
এর অর্থ জানতে আমাদের আর একবার ধর্ম ও বাংলা অভিধানের শরণাপন্ন হতে হবে।
আমরা যারা ভূত বা জীন আছে বলে বিশ্বাস করি, তারা জানি যে জীন একটি পুং-বাচক নাম। আর, ভূত বা জীনের স্ত্রীলিঙ্গ হচ্ছে পেত্নী বা পরী। এই পরীর ইংরেজী-ই হচ্ছে- 'Sprite'।
তাহলে, 'মেয়েটি পরীর মত সুন্দরী', এর অর্থ কি দাঁড়ালো? 'The girl is beautiful like a sprite'!
এখানে মজার ব্যাপার হচ্ছে, 'আমরা পরীর মত সুন্দরী' বলে একটি মেয়েকে 'পেত্নী' বা 'ভুতনী'-র সাথে তুলনা করছি! এবার দেখি কার কত বুকের পাঠা, নিজের পছন্দের মানুষকে একবার বলে দেখুন- ''তুমি দেখতে ভুতনী'র মত সুন্দরী''।
[লেখার আইডিয়াটি ইন্টারনেট থেকে ধার করা]
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮
বিদেশী বাঙালী বলেছেন:
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
মাছুম আহমদ বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
বিদেশী বাঙালী বলেছেন:
৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: একটু চিন্তা করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
মোঃ আলামিন বলেছেন:
