নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

\'\'মেয়েটি পরীর মত সুন্দরী\'\'-এর ইংরেজী কি?

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

মেয়েটা পরীর মত সুন্দরী। কথা প্রসঙ্গে প্রায়ই আমরা এ কথাটি বলে থাকি। এখন এমন যদি প্রশ্ন করা হয়- ''আচ্ছা, বলুন তো, পরী ইংরেজি কি?'' অনেকেই চটপট বলে উঠবেন- ''কেন! Angel!'' আসলেই কি উত্তরটা তাই! আমার তা মনে হয় না। কারণ?

জগতের রহস্যময় বিষয়গুলো নিয়ে অনেকেরই মত-বিভেদ আছে। যেমন, অনেকেই জীনের অস্তিত্ব বিশ্বাস করতে চান না। ফেরেশতাদেরও অনেকে অস্বীকার করেন। করুন আর না-ই করুন, ডিকশনারী খুঁজলে 'Angel' শব্দের যে অর্থ পাওয়া যায়, তা হচ্ছে 'ফেরেশতা' বা 'দেবদূত', পরী নয়!

তাহলে? আসলে পরী ইংরেজী কি?

এর অর্থ জানতে আমাদের আর একবার ধর্ম ও বাংলা অভিধানের শরণাপন্ন হতে হবে।

আমরা যারা ভূত বা জীন আছে বলে বিশ্বাস করি, তারা জানি যে জীন একটি পুং-বাচক নাম। আর, ভূত বা জীনের স্ত্রীলিঙ্গ হচ্ছে পেত্নী বা পরী। এই পরীর ইংরেজী-ই হচ্ছে- 'Sprite'।

তাহলে, 'মেয়েটি পরীর মত সুন্দরী', এর অর্থ কি দাঁড়ালো? 'The girl is beautiful like a sprite'!

এখানে মজার ব্যাপার হচ্ছে, 'আমরা পরীর মত সুন্দরী' বলে একটি মেয়েকে 'পেত্নী' বা 'ভুতনী'-র সাথে তুলনা করছি! এবার দেখি কার কত বুকের পাঠা, নিজের পছন্দের মানুষকে একবার বলে দেখুন- ''তুমি দেখতে ভুতনী'র মত সুন্দরী''।

[লেখার আইডিয়াটি ইন্টারনেট থেকে ধার করা]

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

মোঃ আলামিন বলেছেন: :-P :-P :-P :-P =p~

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

বিদেশী বাঙালী বলেছেন: :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

মাছুম আহমদ বলেছেন: :) :) :)

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

বিদেশী বাঙালী বলেছেন: :)

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: একটু চিন্তা করতে হবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.