নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

বিদেশী বাঙালী

সাতটি মহাদেশ, আরো পাঁচটি মহাসাগরের ভিড়ে, পদ্মা আর মেঘনা, সুরমা-যমুনার তীরে, বঙ্গোপসাগরের ফেনিল প্রান্তরে, আমার জন্মভূমি.........

বিদেশী বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বিবাহিতদের নিয়ে মজার গল্প

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

আমার স্ত্রী অনেক দূরে থাকেন বলে আমাকে বিবাহিত ব্যাচেলর বললে অত্তুক্তি হবে না...আজ কেন যেন বিবাহিতদের নিয়ে কিছু মজার গল্প শেয়ার করতে মন চাচ্ছে।

মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক, ‘'এই যে শুনুন।’'
ভদ্রমহিলা: বলুন

লোক: এখানে এসে ভিড়ের মাঝে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?

লোক: না মানে…আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!

এই রসিক লোকের স্ত্রী-ও কম রসিক ছিলো না। একবার বান্ধবীদের আডায় স্ত্রী গল্প করছে-

স্ত্রীঃ জানিস, একবার না আমাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হযেছিল
বান্ধবী: তাই নাকি তারপর কি হলো?

স্ত্রী: ডাকাতরা আমাদের দিকে অস্ত্র ধরতেই ভয়ে আমার স্বামী ছাড়া আমাদের সবার মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল।
বান্ধবী: তোর স্বামী তো তাহলে খুব সাহসী লোক!

স্ত্রীঃ আরে না, আমার স্বামীর মাথায় যে টাক!

বুঝুন ঠেলা।

তো এই দম্পতির একটা ছেলে ছিলো। বাবা-মা যেমন, ছেলে তার চেয়েও কয়েক ডিগ্রী উপরে ।

একদিন ছেলে বসে পড়ছিলো। তখন বাবা ছেলের পাশে বসে বলল-
বাবা: তুই সারাদিন এমন চুপ চাপ থাকিস কেন?
ছেলে: কেন বাবা আমিতো কথা বলি।

বাবা: তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না। প্রতিবাদ করিস না।
ছেলে: কেন বাবা, আমি তো প্রতিবাদ করি।

বাবা: কই করিস? আমি যে দেখি না।
ছেলে: কেন বাবা তুমি বকা দিলে আমি টয়লেটে যাই।

বাবা: টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস যে রাগ কমে?
ছেলে: টয়লেট গিয়ে ব্রাশ করি।

বাবা: কি বলিস! টয়লে্টে গিয়ে দাঁত ব্রাশ করলে কি রাগ কমে রে পাগলা?
ছেলে: আরে না আব্বু, আমি তো তোমার ব্রাশ (দাঁতের) দিয়ে টয়লেট ব্রাশ করি।

(গল্পগুলো সংগৃহীত)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

মশার কয়েল বলেছেন: :#)

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

বিদেশী বাঙালী বলেছেন: :)

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হা হা হা খুব সুন্দর লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

আরণ্যক রাখাল বলেছেন: +++++
হেব্বি মজা পাইছি

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

বিদেশী বাঙালী বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: খুব মজা পেলাম।

৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: দুষ্টু ছেলে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.