![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি গ্রামে এক গরীব কৃষক বাস করতো। তার দু'টো ছাগল ছিলো। একদিন কজন সাংবাদিক ঘটনাক্রমে সেই কৃষকের সাক্ষাৎকার নিতে এলো-
সাংবাদিকঃ তুমি ছাগলগুলোকে কি খেতে দাও?
কৃষকঃ কোন ছাগলটাকে, সাদাটাকে নাকি কালোটাকে?
সাংবাদিকঃ কালোটাকে ?
কৃষক: ঘাস
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দেই।
সাংবাদিক: তুমি ছাগলগুলোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদা টা কে না কালো টাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষকঃ ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
সাংবাদিক: তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিস্কার রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদাটাকে না কালোটাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: জল দিয়ে চান করাই।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও জল দিয়েই চান করাই।
সাংবাদিকরা এবার প্রচণ্ড রেগে গিয়ে বললো: হারামী, দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাদের জিজ্ঞাসা করছো কেন যে সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষক: কারণ কালো ছাগলটা আমার।
সাংবাদিক: আর সাদা ছাগল টা ?
কৃষক: ওটাও আমার।
একটি গ্রামে এক গরীব কৃষক বাস করতো। তার দু'টো ছাগল ছিলো। একদিন কজন সাংবাদিক ঘটনাক্রমে সেই কৃষকের সাক্ষাৎকার নিতে এলো-
সাংবাদিকঃ তুমি ছাগলগুলোকে কি খেতে দাও?
কৃষকঃ কোন ছাগলটাকে, সাদাটাকে নাকি কালোটাকে?
সাংবাদিকঃ কালোটাকে ?
কৃষক: ঘাস
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও ঘাস খেতে দেই।
সাংবাদিক: তুমি ছাগলগুলোকে কোথায় বেঁধে রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদা টা কে না কালো টাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: গোয়ালে, একটা খুঁটির সাথে।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষকঃ ওটাকেও গোয়ালে ওই একই খুঁটির সাথে।
সাংবাদিক: তুমি ছাগল দুটোকে কি দিয়ে পরিস্কার রাখো?
কৃষক: কোন ছাগলটাকে,সাদাটাকে না কালোটাকে?
সাংবাদিক: কালোটাকে ?
কৃষক: জল দিয়ে চান করাই।
সাংবাদিক: আর সাদাটাকে ?
কৃষক: ওটাকেও জল দিয়েই চান করাই।
সাংবাদিকরা এবার প্রচণ্ড রেগে গিয়ে বললো: হারামী, দুটো ছাগলের সাথেই যখন সব কিছু একরকম হচ্ছে তখন বার বার আমাদের জিজ্ঞাসা করছো কেন যে সাদা ছাগলটা না কালো ছাগলটা?
কৃষক: কারণ কালো ছাগলটা আমার।
সাংবাদিক: আর সাদা ছাগল টা ?
কৃষক: ওটাও আমার।
[সংগৃহীত]
০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২০
বিদেশী বাঙালী বলেছেন: ধন্যবাদ, প্রামানিক ভাই।
২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১৬
অশ্রু কারিগর বলেছেন: হা হা হা..।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৪৬
রায়হানুল এফ রাজ বলেছেন: মজার গল্প।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: দারুণ রাসালো গল্প।