![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরীর ভালো করতে শেষ পর্যন্ত ডঃ বঙ্গোপসাগর-এর শরণাপন্ন হতেই হলো...উনার নির্মল, লবনযুক্ত হাওয়ায় তৈরী টনিকের সংস্পর্শে শরীরটা এখন বেশ ঝরঝরে...কিনতু, দ্রুত সুস্থ হওয়ার এই দাওয়াই নিতে গিয়ে পকেটের অবস্থা যে পুরো ফাঁকা!...যা বেতন পাই, তার তিন ভাগের এক ভাগ যদি শরীর ভালো করার পিছনেই খরচ হয়ে যায়, তাহলে তো বেগতিক অবস্থা হবেই......তবে, বেগতিক অবস্থা সোজা হতে খুব একটা সময় লাগেনি আসার পথে রোন্ডা বায়ারনের 'দ্যা সিক্রেট' পড়ে...মনের মাঝে এখন দারুন কিছু চিন্তার আঁকি-বুঁকি চলছে...মন বলছে,
দেখা হয়নি চক্ষু মিলিয়া,
মনের দ্বারটি একটু ঠেলিয়া।
যে দিকে দেখো হয়েছে আধারী,
কে যাবে সখা হয়ে কান্ডারী?
সত্যি, অনেক কিছু শেখার বাকি যে! কে হবেন মোর গুরু?
©somewhere in net ltd.