![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিক্ত শূন্য জীবনে সামান্য পাওয়াই অসামান্য লাগে,তাই মৃদু ভালবাসায়'ই ভাসতে ইচ্ছে করে অনেক সময়।
পরক্ষনেই ব্যর্থ হতে হয় নিজের অযোগ্যতা আর অসামঞ্জস্যতা'য়,নিমেষে'ই টুকরো হয়ে যায় ইচ্ছে গুলু। হৃদয় গহনে জমতে থাকে না বলা সব কথার পাহাড়। জমে জমে পঁচে এক সময় দুর্গন্ধ ছড়ায়,আরু বিষিয়ে তুলে শূন্য জীবন।
ভালবাসাহীন ভাবে বাঁচতে বাঁচতে এক সময় ভাললাগা,আবেগ অনুভূতি'র মৃত্যু ঘটে।তখন জীবিত আর মৃত শব্দ দুটি সমার্থক হয়ে যায়,অন্তহীন শূন্যতা'য় ভাসা ছাড়া কিছুই করার থাকে না,কিচ্ছু না।।
এক সময় নিজের অজান্তেই একটা ঘড় তৈরি হয়ে যায়,কল্পনাতে। যখন তখন আসা যাওয়া হয় সেখানে।
দিন দিন আসক্তি বেড়েই যায়,ফিরে আসতে আর ইচ্ছে হয় না,ফিরে আসা যায় না।
সব বিক্ষত অনুভূতি'র সমাপ্তি ঘটে,সহস্র বছর ধরে জমে থাকা কথা গুলু বলা যায়,আলোক বর্ষ দুরত্ব অতিক্রম করতেও ভয় লাগে না প্রিয় মানুষ'টির হাত ধরে।
©somewhere in net ltd.