![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভীষণ রকম ইচ্ছে করছে
তুমার সাথে গল্প বলি,
ভর জোছনায় সিক্ত হয়ে
পাশাপাশি একটু চলি।
পাশাপাশি একটু চলি
নির্জন কোন রাস্তা ধরে,
ক্লান্ত হয়ে বসি দুজন
চোখ রেখে চোখের পরে।
চোখ রেখে চোখের পরে
তাকিয়ে থাকি হাজার বছর,
চোখেচোখে হোক কথা আজ
সকাল দুপুর অষ্টপ্রহর।।
(Dedicated to A.N.)
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১২
বাড্ডা ঢাকা বলেছেন: কবিতা ভালো লাগলো ।