![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রিক্ত আহবান"
*************
তুমার জন্য কতশত গান লিখেছি
মনকাননে ফুল ফুটিয়ে
যত্ন করে মালা গেঁথে
বসে আছি প্রতিক্ষাতে;
দেখলে না তা
একবার ও না
পাষাণ তুমি!
কার স্বপ্নে বিভোর থাকি
সকাল দুপুর সন্ধারাতে
দেখলে না তা,
চাইলে না এই অশ্রুভরা চোখের পাতে
একবার ও না
পাষাণ তুমি!
বলছি না যে
বাসতেই হবে ভাল মোরে,
বলছি শুধু
দেখে যেও সময় করে;
তুমার জন্য একটা মানুষ
সহস্র রাত তন্দ্রাহারা,
অস্থির সব এলোমেলো
দিকভ্রান্ত বাঁধনহারা।।
©somewhere in net ltd.