![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে অবুঝ
ঝরা পাতা;
তোর জন্য বড়-ই কষ্ট হয় আমার। ।
কত ইচ্ছেই না ছিল তোর
সামনের ফাল্গুনটাকে দেখে যাবার,
অথচ পারলি না;
মিছে হল তোর সব আশা।
গ্রীষ্মের তীব্রতা, ধূসর আর মরুময়তা কাটিয়ে
বরষার জলে ভিজে ভিজে
শরতের রিক্তশূণ্য মেঘ পার করে
হেমন্তের পরে তুই-
শীতে এলি;
আর শীতের দিনগুলো
কত কষ্টেই না কেটেছে তোর,
ফাল্গুনের জন্য শুধুই অপলক অপেক্ষায়।।
আজ শীতের শেষদিন;
অথচ আজকেই তুই ঝরে গেলি?
একটি দিন,
শূধু আর একটি দিন
অপেক্ষা করতে পারলিনা
তুর প্রিয়তমর জন্য??
©somewhere in net ltd.