![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবার চীনের সামরিক বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবাদ থাকে। সেনাবাহিনীর পেছনে নাকি অনেক টাকা খরচ করা হয়। এটা তো স্বীকৃত সেনাদের ক্ষেত্রে।
আমেরিকা কি জানে চীনের সৈন্যসংখ্যা আসলে কত?
প্রথমদিন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় দেখি অনেক ছেলে মেয়ে নীল, হলুদ, কমলা রংয়ের টি শার্ট গায়ে। এখানে ইউনিভার্সিটির তো কোন ইউনিফর্ম নেই। তাহলে এরা কারা?
এক চীনা বন্ধুকে জিজ্ঞেস করতেই বললো, এরা আসলে নুতন ছাত্রছাত্রী। এদের বিশেষ টিশার্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে, এর অর্থ, এদের নতুন, এদের সাহায্য দরকার। কি দারুণ ব্যাপার!
তারপর দেখা গেলো দলগত হাকডাক, চিৎকার....। এরা আসলে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। সামরিক বাহিনীর লোকেরা এসে তাদের প্রত্যক্ষ তত্বাবধানে প্রতিটা শিক্ষার্থীকে বাধ্যতামূল প্রাথমিকভাবে সামরিক কায়দায় প্রশিক্ষণ নিতে হয়।
আমরা জানি বাংলাদেশে বিসিএস ক্যাডার অফিসারদের মিলিটারি একাডেমিতে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র চালানোও শিখানো হয়। আর এখানে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশের সাথে সাথেই প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা জানি না। আমার বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস শেষে আসার সময় দেখলাম, সামরিক বাহিনীর লোকজন এসে এদের প্রশিক্ষণ দিচ্ছে। শুক্রবারে বৃষ্টির মধ্যেও এদের মার্চ পাস্ট করতে দেখলাম।
এরা সবাই আসলে সামরিক বাহিনীতে কাজ করার উপযোগি। প্রয়োজনে এরা সামরিক বাহিনীর স্থলাভিষিক্ত হতে প্রস্তুত। তাই চীনের সৈন্যসংখ্যা যে আসলে মাথার গণনায় প্রয়োজনের সময় কততে দাড়াতে পারে তা চীন সরকারও বোধহয় জানে না। আমেরিকা তো দূরের কথা!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের ওতো ছিল এমন.. বিএনসিসি.. যারা রিজার্ভ ফোর্সরে কাজ করতে পারতো...
এখন কি হাল কে জানে???
কোরিয়ান এক বস বলেছিল- তাদের বাধ্যতাশূলক ২ বছর ট্রেনিং করতে হয়। ফলে তারা ফিট থাকে।!!
আমাদেরও জাতীগত ফিটনেসে জণ্য এইরকম করলে মনে হয় মন্দ হয়না!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩
পেইচিং বলেছেন: চীনের প্রত্যেকটা ছেলেমেয়ে প্রয়োজনে সামরিক বাহিনীতে কাজ করার মতো যোগ্য হয়ে গড়ে ওঠে.... এটাতেই আমি অবাক হয়েছি। আমাদের ক্যাডেট স্কুল/কলেজের মতো এখানেও আছে। স্কুলের ছেলেরা আমাদের সেনাবাহিনীর পোষাকের মতো পোষাক পড়ে ঘুরে বেড়ায় :-)
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ঢাকাবাসী বলেছেন: খালি চীনাদের মত রেজিমেন্টাল ডিসিপ্লিনড হতে পারলে, আইন মানতে জানলে আর 'এক পরিবারে একটা বাচ্চা থাকবে' আইনটা চালু করে মানলেই আমরা মনে হয় অনেক ভাল থাকতুম। আফসোস একটাও হবেনা!!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
পেইচিং বলেছেন: হ্যা, আমরাও ভালো হতে পারতাম। আফসুস, আমরা বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের মতো নেতা পেয়েছিলাম কিন্তু মাও সে তুং বা কামাল আতাতুর্ক এর মতো নেতা পেলাম না।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
একাকী বালক বলেছেন: আমরা জানি বাংলাদেশে বিসিএস ক্যাডার অফিসারদের মিলিটারি একাডেমিতে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র চালানোও শিখানো হয়।
>>> এইটা তো ভূল তথ্য দিলেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
পেইচিং বলেছেন: সঠিক তথ্য কোনটা 'একাকী বালক'?
অবশ্য সব ক্যাডারদের দেয় কি না এটা আমি পুরোপুরি নিশ্চিত না। তবে প্রশাসন ক্যাডার তো অবশ্যই, নিশ্চিত।
আপনার তথ্য আশা করছি।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
একাকী বালক বলেছেন: চীনে কি এইটা বাধ্যতামূলক সব ছাত্র ছাত্রীদের করতে হয়? নাকি শুধু যাদের ইচ্ছা? আমাদের দেশে কিন্তু বিএনসিসি ক্যাডেট আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
পেইচিং বলেছেন: চীনেও ক্যাডেট আছে। তবে, আমি যেটা বলেছি সেটা বাধ্যতামূলক, সবার জন্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
পেইচিং বলেছেন: আমার চীনা বন্ধু অস্কার তার গার্লফ্রেন্ড ওয়েন চিয়া, দুজনেই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।