![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেনা চীন অচেনা চীন : কুত্তা পর্ব
ওই পোস্টে ছবি দিতে পারিনি। আজকে সকালে আবার ওই পথ দিয়ে যাওয়ার সময় ছবিগুলো তুলেছি। কুত্তাটা বোধহয় বাক্সের ভেতরে, কাছে যাই নি।
কুত্তার নতুন বাসস্থান। বাচ্চা হওয়ার আগে তার বাসস্থান আরো আরামদায়ক ছিল!
বাচ্চা কুত্তাটাকে মায়ের কাছ থেকে চুরি না করার আহ্বান
পলিথিনের মধ্যে খাবার.... আগে হরেক রকম খাবার দেওয়া হতো..... কিছু শয়তান পোলাপান এখন উচ্ছিষ্টও ফেলে সেখানে
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
পেইচিং বলেছেন: নানা সূত্র তা ই বলে। বাস্তব অভিজ্ঞতা এখনো হয় নি।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
ওবায়েদুল আকবর বলেছেন: ভাই মেয়েরা যে কত নোংড়া আর অশ্লীল তা ওদের স্বাধীনতা না দিলে বুঝা যায়না।
১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
পেইচিং বলেছেন: মানুষের জীবনের দুইটা অধ্যায়। একটা প্রকাশ্য, আরেকটা গোপন।
প্রকাশ্য অবস্থান থেকে দেখলে, গোপনটা সবসময়ই নোংরা আর অশ্লীল। মেয়েরা স্বাধীনতা পেলে গোপনটা প্রকাশ্যে করতে ছেলেদের চেয়ে তুলনামূলক বেশি আগ্রহী। আমার মনে হয় বিষয়টা এরকমই।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কুত্তা দিয়ে তো ওদের সব কিছুই হয়, তাই নয় কী?
ধন্যবাদ।