![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।
পাশে আসা হাঁসি মুখে ভালবাসা
অল্প ছোঁয়া, গল্পে গল্পে
তিন চাকায় ছুটে চলা...
নিরবতা আর কিছু
না বলা কথা!
লালচে চেহারা, প্রথম চুম্বন
বেড়ে যাওয়া সে হৃদস্পন্দন
চুলের মৃদু গন্ধে দীর্ঘক্ষণ
হয়ে যায় নিমিষেই শেষ...।
চুপ থাকা,ডান বাম দেখা
দুজন দুজনাতেই...তবুও একা!!
পৃথিবী,সুখ,ভুল আর শুদ্ধ
মনের বিপরতে নিরব যুদ্ধ...
আমি মুগ্ধ,বাঁকা চোখের চাহনিতে
নীরব শহর, উজ্জ্বল আকাশ
হেডলাইটের আলোয় দেখা
আমার সর্বনাশ...
আমি ক্ষুব্ধ,সমাজের নিয়মের উপর
অনুভূতির বাইরে কিছুই নয় আমার!!
তুমিও না...এ কেবলই নিছক মিথ্যে
সবকিছুই কাঁকতলিও ভাবে বেড়ে উঠছে
কিছু কিছু সম্পর্ক নিওম মাফিক হয়
আমি নিয়মের ধার না ধেরে কি ঠিক করেছি?
আমি কি আবারো ভুল ভালবেসেছি?
ক'দিন পরেই হারাতে হবে জেনেও
তোমার কাছে ছুটে এসেছি!
না কি টেনেছিলে তুমি?
অদৃশ্য কোন মায়াজালে ?
প্রথম ভার্স এর শেষ চারটে লাইন মুছে বাস্তবে আসো! বাড়ির পথে এসে গেছি। তোমায় নামিয়ে দিয়ে একটু আয়েশ করে বসবো, অনেক্ষন ধরেই নিকোটিনের নেশাটা তারা করে বেরাচ্ছে। তোমায় ছাড়লেই যে সিগারেটটা জ্বালাতে হয়! এক নেশায় আরেক নেশা মারে...।।
(ছবিঃ Google)
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৯
বিয়িং হাই বলেছেন: ধন্যবাদ আপনাকে। উৎসাহিত হলাম
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭
নকীব কম্পিউটার বলেছেন: নিয়মিত লিখুন। ভালোই লিখেন গদ্যময় কবিতা!
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭
মোঃ অলিন্দ শেখ বলেছেন: ভালো লিখেছেন। সুন্দর হয়েছে।