নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে লেখালেখির কোন শেষ নেই। মানুষের মন অনেক রকমের রুপ নেয়! কখনও ভালো, কখনও খারাপ। আমার মনও রং বদলায় আর তখন মনে যা ঘুরে তাই লেখি।অতটা পরিপাটি না আমার লেখা।আমি লেখক বা কবি নই। মনের ভাবসম্প্রসারণ করি কীবোর্ডটায় আর পর্দায় আমার লেখা দেখে আমি নিজেকে অনুমান করি

বিয়িং হাই

আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।

বিয়িং হাই › বিস্তারিত পোস্টঃ

দেশ আমার!

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫০

''ভারত মাতা কি জায়হো'' বললেই সারা ভারতের জাত,ধর্ম,দল মত নির্বিশেষে সবাই এক হয়ে যায়। পাকিস্তান জিন্দাবাদ বললে সকল পাকিস্তানির রক্ত গরম হয়ে যায় এবং ওরা ভারতের মতো বড় দেশের উপর হামলা করে। আমি আমরা বাঙালি! আমাদের রক্ত গরম করার মতো শব্দ কোনটি? জয় বাংলা? না বাংলাদেশ জিন্দাবাদ? মুক্তিযুদ্ধ ভিত্তিক সব ছবিতে দেখতে পাই জয় বাংলা বলে বলেই দেশ স্বাধীন হইসে,ডকুমেন্টারিগুলোতেও এইটা দেখা যায় তবে আজ কেন ''জয় বাংলা'' শুধুই একটি রাজনৈতিক শ্লোগান? আমরা আমাদেরকে আমাদেরই কাছ থেকে আলাদা করে ফেলি তাই আমরা ভারত,পাকিস্তান এর মতো স্বাধীনতা পেয়েছি ঠিকই তবে তা রক্ষা করতে পারি নাই। শহীদ দের স্মরণে ফুল দিলে নাস্তিক না দিলে রাজাকার আসলে আমি দুইটার একটাও না,আমি বেকার।আর বেকার বলেই হয়তো এইসব চিন্তা মাথায় আসে।দেশ স্বাধীন করা সেই সব শহীদ দের ফুল দিয়ে শ্রদ্ধা বা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল করার চেয়ে ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের।ওদের স্বপ্নের সোনার বাংলাকে কালো তেলের বাংলা বানানোর জন্য,এবং যদি কিছু করতেই হয় তবে ওদের স্বপ্ন সত্যি করে ওদের সমাধি শহীদ মিনারে নাচ গান করেন ''মরার কুকিলে'',এর আগে এইসব করা ওদের সাথে ফাইজলামি সমতুল্য (একান্তই নিজেস্ব মতামত) আবার যদি যুদ্ধ হয় তবে আমি ''জয় বাংলা'' বলেই অস্ত্র নিবো।''জয় বাংলা'' ধ্বনি এখনও রক্ত গরম করে দেয়। ''শেখ হাসিনার দলে আমি ভর্তি হতে আসি নাই সারা বাংলা এক করার জন্য "জয় বাংলা" ধ্বনি চাই''- লাল মিয়া

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি কত সময় অবধি বেকার? আপনার ব্যাকগ্রাউন্ড কিসে, আপনার কোন বিষয়ে দক্ষতা আছে? আপনি কি করতে চান?

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

বিয়িং হাই বলেছেন: আমি আমার পছন্দের যে কোন কাজের জন্যই বেকার জনাব। আমার ব্যাকগ্রাউন্ড আমার মতাদর্শে। দক্ষতা ঠিক কিসে আছে আমি কখনও ভাবি নাই। আমি ছোটবেলা থেকেই বড় হয়ে আমি কিছু বললে সেইটা একটা উক্তি হবে সে রকম মানুষ হওয়ার ইচ্ছে রাখি। :)

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০১

তপোবণ বলেছেন: প্লিজ আমার মন্তব্যটা ডিলিট করে দিন। এটা এই লেখার মন্তব্য নয়।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় বাংলা দলীয় শ্লৌগানে পরিণত করার দায় আওয়ামীলীগের!

তারা যেমন মুক্তি যুদ্ধকেও কেবলই ব্যক্তিক, দলীয় অর্জনে পরিণত করতে চায় তেমনি বঙ্গবন্ধু, জয বাংলা, মুক্তিযুদ্ধের চেতনাকে সার্বজনীন না করে রাজনীতির এদো গলীপথে গিয়ে দলীয় ব্রান্ডিং করেছে যুগে যুগে!

আজ জাতির পিতার মেয়ে স্বৈরাচারিতায় ক্ষমতার মসনদ আকড়ে থাকে! কেন? লোভ? মোহ?
কতদিন? অনির্বাচিত স্বৈরাচারিতার ইতিহাস আজ না হয় পুলিশী রাষ্ট্র বানিয়ে মূখ বন্ধ করে রেখৈছ- চিরদিনকি এ্কই যাবে?
ইতিহাসে সত্য যখন সত্যের রংয়ে লেখা হবে - কোন চামচা দিয়ে নয়, কোন মোসাহেব দিয়ে নয় তখন তাঁর রুপটা কি তাঁর পিতার অর্জনকে কালিমা লিপ্ত করবে না!!!!???

আর বাংলা এপার োপার হওয়ায় এবং জাতীয়তার পরিচয়ে দেশা্ত্ব পরিচিতি আবশ্যিক থাকাতেই বাংলাদেশ জিন্দাবাদ সময়ের প্রয়োজনে এসেছে।
োপার বাংলার বাঙালীর জয় বাংলা আর আমাদের ভীন্ন স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জয় বাংলা আকাশ জমিন ব্যভধান বহন করে। তারা ভারতীয় আনুগত্যে থেকেও জয় বাংলা বলতে পারে ! কিন্তু আমাদের স্বাধীন দেশৈ আমাদের স্বকীয়তায় তা একার্থ বহন করে না। তাই জাতীয়তার সূত্রেই বাংলাদেশ জিন্দাবাদ এসেছে।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

আবু তালেব শেখ বলেছেন: হুমম

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.