![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।
এখানেই যদি সীমাবদ্ধ করে রাখো আমাদের সম্পর্ক
আমি সে সীমালঙ্ঘন করবনা ।
আমি ফিরবো তোমার নীরব ভাষায় বলা ভালবাসার কথা শুনতে ,
তুমি কি বুঝতে পারো আমি তোমার থেকে দুরেইতো থাকি
তার উপর বাক্সবন্দী ভালবাসাটা যখন
বাক্সের বাইরে পাই না তখন আমি পোড়ে মরি...
বিষণ্ণতা আমাকে আঁকড়ে ধরে...
হাঁসি-গাই যেভাবেই সুখি হইনা কেন ''তুমি''কাছে নাই
এইটা আমার মনের মৃত্যুর কারন!
তুমিহীনা আমি প্রতিটা মুহূর্তেই সুখহীন হই,
তুমি খুব শৌখিন!
এভাবেই কষ্ট দেয়া তোমার নিছকই শখ অথবা সুখ! বিদায়!!!
তবে আবারও জানি ভালবাসা ফিরবে আপন হয়ে ভোরে
হাজারওবার হারাবার যন্ত্রণা ভুলে জড়াবে আপন করে,
জানি আবারও আগামন হবে তোমার এই মনঘরে।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।