নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে লেখালেখির কোন শেষ নেই। মানুষের মন অনেক রকমের রুপ নেয়! কখনও ভালো, কখনও খারাপ। আমার মনও রং বদলায় আর তখন মনে যা ঘুরে তাই লেখি।অতটা পরিপাটি না আমার লেখা।আমি লেখক বা কবি নই। মনের ভাবসম্প্রসারণ করি কীবোর্ডটায় আর পর্দায় আমার লেখা দেখে আমি নিজেকে অনুমান করি

বিয়িং হাই

আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।

বিয়িং হাই › বিস্তারিত পোস্টঃ

বিদায় ভালবাসা আবারও স্বাগতম ।

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭

এখানেই যদি সীমাবদ্ধ করে রাখো আমাদের সম্পর্ক
আমি সে সীমালঙ্ঘন করবনা ।
আমি ফিরবো তোমার নীরব ভাষায় বলা ভালবাসার কথা শুনতে ,
তুমি কি বুঝতে পারো আমি তোমার থেকে দুরেইতো থাকি
তার উপর বাক্সবন্দী ভালবাসাটা যখন
বাক্সের বাইরে পাই না তখন আমি পোড়ে মরি...
বিষণ্ণতা আমাকে আঁকড়ে ধরে...
হাঁসি-গাই যেভাবেই সুখি হইনা কেন ''তুমি''কাছে নাই
এইটা আমার মনের মৃত্যুর কারন!
তুমিহীনা আমি প্রতিটা মুহূর্তেই সুখহীন হই,
তুমি খুব শৌখিন!
এভাবেই কষ্ট দেয়া তোমার নিছকই শখ অথবা সুখ! বিদায়!!!
তবে আবারও জানি ভালবাসা ফিরবে আপন হয়ে ভোরে
হাজারওবার হারাবার যন্ত্রণা ভুলে জড়াবে আপন করে,
জানি আবারও আগামন হবে তোমার এই মনঘরে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.