নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে লেখালেখির কোন শেষ নেই। মানুষের মন অনেক রকমের রুপ নেয়! কখনও ভালো, কখনও খারাপ। আমার মনও রং বদলায় আর তখন মনে যা ঘুরে তাই লেখি।অতটা পরিপাটি না আমার লেখা।আমি লেখক বা কবি নই। মনের ভাবসম্প্রসারণ করি কীবোর্ডটায় আর পর্দায় আমার লেখা দেখে আমি নিজেকে অনুমান করি

বিয়িং হাই

আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।

বিয়িং হাই › বিস্তারিত পোস্টঃ

আমরা কেউ পোড়া কপাল নিয়ে জন্মাইনি, কপাল আমাদের পুড়িয়ে যাচ্ছে ...

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

সূর্য তার সমস্ত তেজে জ্বালিয়ে মারে; তাতে কি ? আমিত আর ন্যালা-খ্যাপা নই,
রুপালী আলোর জোনাকিদের ডেকে এনে শীতল আবেশে হিয়ার মাঝারেই রই।

তেজের ক্ষ্যাপা সূর্য আমায় পুড়িয়ে মারুক, সে তার ক্ষমতার প্রতিপালক।
এই আমি সেই কবে থেকেই এক ভস্মস্তূপ যা জন্ম সুত্রেই জ্বলে পোড়ে আঙার!
আমারে পোড়ানোর ক্ষমতা সূর্যের নাই তবুও সে প্রতিদিন পুনরায় জন্মায়।
তার ক্ষমতা আমি পর্যন্ত আসতে পরার রাত,মেঘ বা কুয়াশা এলেই ফুরায়

সূর্যের তেজ এখনও প্রখর,তুমি কেবলই মুক্তি চাও ঘামে ভেজা অভিশাপ থেকে ?
আমার কোন আক্ষেপ নাই কারন সৃষ্টির সবটুকুই বাস্তবতায় সত্যতা পাবেই...
এখানে অবেগ আর অনুভূতিতে আঘাত পেলে অভিযোগুলো তাদের জাত চেনায়
সহ্যশক্তি প্রকৃতির নিয়মে বিরক্ত হয় আর মন ও মগজ তাদের সভ্যতা হারায়।

পরিশেষে আছ কেমন জানতে চাইলে ''আলহামদুলিল্লাহ্'' উচ্চারণকারীরাই শক্তি ও শান্তনার উৎসের খোঁজ পায় হোক সে ভণ্ড বা পীর অথবা ভণ্ডপীর......

বলতে পারো?? আসল সুখটা নকল হওয়ায় নাকি আসল হওয়াই নকল সুখের জামিনদার ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমায় ১০০% ধার্মিক বানিয়ে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.