নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছুই একটু আলাদা চোখে দ্যাখা।

পুরাই পাগল একটা মানুষ.. :-P

ব্যাকুল পথিক

পুরাই পাগল একটা মানুষ.. :-P

ব্যাকুল পথিক › বিস্তারিত পোস্টঃ

কে হারে কে জিতে

১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

পৃথিবীতে যত মানুষের বসবাস, প্রতিটা মানুষই কোন না কোনভাবেজয়ী হতে চায়। সবাই জয়ের মুকুটটা নিজের করে নিতে চায়, এর ব্যতিক্রম কেউ হতে পারে বলে আমি মনে করিনা।
মানুষ মাত্রই জয়ের জন্য ছুটতে থাকে, এই ছোটাছুটির মাঝে অনেকেই ছিটকে পরে, আবার কেউ কেউ পৌঁছে যায় কাঙ্ক্ষিত সেই জয়ের শিখরে।
আর যারা ছিকটে পরে এই জয়ের রাস্তায় তাদের অনেকেই থমকে যায়, স্তব্ধ হয়ে যায় তাদের পথচলা। সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা থেকে তারা থমকে দাঁড়ায়। নিজেদেরকে ব্যর্থ মনে করে নিথর হয়ে যায়।
আমার এই লেখা এই চিন্তা শুধু তাদেরই জন্য। তারা ভয় পেয়ে যায় ।
আমি শুধু তাদের একটা কথা বলতে চাই, দুনিয়ার কোন মানুষই হারতে আসে নাই।
সবার জন্য কোন না কোন জয়ের মুকুট অপেক্ষা করছে, শুধু নিজেরটা খুঁজে পেতেই যতটা কষ্ট।

আপনি খুঁজতে থাকুন, একদিন আপনি অবশ্যই আপনার জয়ের মুকুট খুঁজে পাবেন, এবং জয়ী হবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.