| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোহানী
	আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
ভূমিকা : আজকাল ডিজুস প্রেমের যুগে রবীন্দ্রীয় মার্কা প্রেম কেউ পছন্দ করে না। এখন হলো ধর ধর মার মার কাট কাট টাইপ প্রেম...ডাইরেক্ট একশান। গুল্টু গুল্টু কবি কবি রবি বাবু মেঝদি টাইপের প্রেম এ কোন মেয়ে পড়েও না আবার ছেলেরাও ফেলে না....তাও আমি একটু ওল্ড মডেলের...ভাবনা সমৃদ্ধ প্রেমের দৃশ্য আঁকার চেষ্টা করলাম। আমি জানি নেটিও (নেটওয়ার্ক যুগের) পোলাপান এটা একটুও পছন্দ করবে না তারপরেও লিখলাম আরকি...............
দৃশ্য-১
বাস থেকে নেমে ঘড়ি দেখতেই ফযরের আজান কানে এলো। চারিদিন নির্জন অন্ধকার। আমাদের গন্তব্য আরও ১৮ কি:মি: দূরে। রিক্সাই একমাত্র বাহন। অনেক চেষ্টায় একটা রিক্সা পেলাম। রিক্সায় উঠে হাত বাড়ালাম। তুমিও উঠে বসলে। প্রচন্ডে শীত পড়েছে। রিক্সা ফাকা রাজপথের মধ্যে ছুটে চলছে। আরও ঠান্ডা লাগা শুরু হয়েছে, নি:শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তোমার পড়নে সাদা লাল পাড়ের তসর শাড়ী ও মেরুন উলেন শাল। আমার পরনে জিন্সের সাথে ঘিয়া পান্জাবী। ১০/১৫ মিনিট পার হয়ে গেল আমাদের মধ্যে একটি কথাও হলো না। ঠান্ডায় আমি প্রায় জমে যাচ্ছিলাম, আমার অসহায় অবস্থা দেখে তুমি তোমার চাদরের এক অংশ আমার গায়ে জড়িয়ে পরম মমতায় আমার হাতটি ধরে রাখলে।
দৃশ্য-২
রিক্সা রাজপথ ছেড়ে আস্তে আস্তে মেঠো পথে প্রবেশ করলো। এরমধ্যে চারদিকে হালকা আলো ছড়িয়ে পড়ল। গ্রামের মাঝে রাস্তা, এমনিতেই কাঁচা তারপর আকাঁবাকাঁ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। রাস্তার দুপাশে বড় বড় হিজল গাছগুলো একটি আরেকটিকে যেন ছুয়ে আছে। দুরে ছড়িয়ে আছে কয়েকটি গ্রাম। অদ্ভুত লাগছিল চারদিকটা। শহরের কোলাহল থেকে এযেন এক অন্য জগত। ২/১ জন সকালে হাটতে বের হয়েছে। আমারো খুব হাটতে ইচ্ছে হচ্ছিল কিন্তু এ ঠান্ডায় তোমাকে বলতে সাহস হচ্ছিল না। হঠাৎ তুমি বললে, বাকিটা আমরা হেটে যাব। আমরা হাটতে শুরু করলাম। তোমার পড়নে জিন্সের সাথে গোলাপী ফতুয়া আর দুই বেনী দুলিযে তুমি হাটছো, কখনো তোমার কাধ স্পর্শ করছে কখনো করছে না। পায়ে হেটে চলছি দু’জনে, সকালের সবুজ ঘাসে তোমার পা ছুয়ে ছুয়ে যাচ্ছে। ভোরের মৃদু বাতাসের সাথে আমাদের মনও আন্দোলিত হচ্ছে। কখন যে তোমার হাত ধরেছি বলতে পারবো না। গুনগুন করে তুমি গাইছো, ”এই লভিনু সঙ্গ তবে, সুন্দর হে সুন্দর”।
পরবর্তী দৃশ্যের জন্য অপেক্ষায় থাকুন.....
বি:দ্র: ছবিগুলোর জন্য ব্লগার রানার কাছে কৃতঙ্গতা।
 
১০ ই মার্চ, ২০১৩  সকাল ১০:৫৮
সোহানী বলেছেন: ওকে......নেক্সট....
২| 
১০ ই মার্চ, ২০১৩  রাত ১১:১৯
একজন আরমান বলেছেন: 
অপেক্ষায় রইলাম।
পড়ে তো ভালোই লাগলো। 
 
তবে কি আমি ডিজুস পুলাপাইন না? আমার তো একটা ডিজুস সিমও আছে ! 
 
১১ ই মার্চ, ২০১৩  সকাল ৯:২৬
সোহানী বলেছেন: হাহাহা...সন্দেহ....
৩| 
১১ ই মার্চ, ২০১৩  দুপুর ২:২৯
ডানাহীন বলেছেন: প্রেম যারই হোক, এই পথ এই মায়া সবারই ..
 
১১ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৮
সোহানী বলেছেন: ঠিক তাই......ডিজুস প্রেমের যুগে যে সত্যিকারের প্রেম হারিয়ে যাচ্ছে।
৪| 
১১ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: একদিন পরে চোখে পড়লেও পড়তে পেরেছি এতেই খুশি----------- এবার পরের পর্ব চাই।
 
১১ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৩৯
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ। কাল পোস্ট করবো....
৫| 
১১ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর তো!  
 
চলতে থাকুক
 
১২ ই মার্চ, ২০১৩  দুপুর ১:৫২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ.........
৬| 
১১ ই মার্চ, ২০১৩  রাত ৯:৩৬
একজন আরমান বলেছেন: 
হা হা হা
তবে বাংলালিঙ্ক চালাই। 
 
 
১২ ই মার্চ, ২০১৩  দুপুর ১:৫৩
সোহানী বলেছেন: তাইলেতো আরোও সমস্যা........বাংলালিঙ্ক দামে প্রেম কিনতে চাইবেন.......হাহাহা
৭| 
১২ ই মার্চ, ২০১৩  দুপুর ২:৫০
একজন আরমান বলেছেন: 
উহু। 
প্রেমে আর বিশ্বাস নেই।
ভালবাসতে ভালো লাগে,
আর ভালোবাসা পাওয়ার অপেক্ষায়... 
 
১২ ই মার্চ, ২০১৩  বিকাল ৪:৪২
সোহানী বলেছেন: প্রেমে আর বিশ্বাস নেই !!!!!!!!!!! ঠিক না.....
৮| 
১২ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:১৭
একজন আরমান বলেছেন: 
মানুষ যে সব সময় ঠিক থাকবে এমন কোন কথা নেই।
হয়তো আমি ভুল কিংবা না !
 
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:৫৫
সোহানী বলেছেন: মানুষ ঠিক থাকে শুধুমাত্র সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়...আবার কখন ও যদি ফুসরত মেলে তবে সেই আমি আগের আমিই হয়ে যাই......ঠিক তাই নয় কি??
৯| 
১৩ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:১১
একজন আরমান বলেছেন: 
জানি না, ঘোরের মধ্যে আছি হয়তোবা ! 
 
১৩ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:২৪
সোহানী বলেছেন: হুম....ঠিক না...
১০| 
১৪ ই মার্চ, ২০১৩  দুপুর ১:৫৬
এম হুসাইন বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর তো!   
চলতে থাকুক 
পরের পর্ব পরে পড়বো---  
  
 
ভালোলাগা। 
 
১৪ ই মার্চ, ২০১৩  বিকাল ৩:২৫
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...
১১| 
২৫ শে মার্চ, ২০১৩  বিকাল ৩:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
অসম্ভভম রকম হয়েছে। +++++ 
 
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৯:৪৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ.....
১২| 
২৫ শে মার্চ, ২০১৩  বিকাল ৪:০১
বোকামানুষ বলেছেন: ধর ধর মার মার কাট কাট টাইপ প্রেম...ডাইরেক্ট একশান প্রেমের চেয়ে রবি বাবু, শরৎ বাবুদের কোমল সুন্দর প্রেমই বেশি ভাল লাগে  
 
যদিও আমি  ডিজুস সময়েরই মানুষ  
তবে আমার কোন ডিজুস সিম নাই  ![]()
লিখতে থাকুন +++
 
২৬ শে মার্চ, ২০১৩  রাত ৯:৪৭
সোহানী বলেছেন: সেটাই সত্যিকারের প্রেম তাই নয় কি... কিন্তু আমরা ভুলতে বসেছি...ধন্যবাদ
১৩| 
২৬ শে জুলাই, ২০১৮  সকাল ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: সেই যুগের প্রেমকাব্য, প্রেমিক প্রেমিকা এবং প্রেমের গান- সবকিছুই ভাল ছিল বলে মনে হয়! 
প্রেম যারই হোক, এই পথ এই মায়া সবারই .. - ডানাহীন এর এ কথাগুলো (৩ নং মন্তব্য) ভাল লেগেছে।
 
২৮ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: সেই যুগের প্রেমকাব্য সব সেই যুগেই শেষ!!!!! এখনতো নেটিও প্রেম ... সকালে শুরু বিকেলেই শেষ!!!!!!!!!! সবকিছুতে শুধু দেনা পাওনার হিসেব।
হুম ঠিক তাই.......... "প্রেম যারই হোক, এই পথ এই মায়া সবারই"।
অনেক পুরোনো একটি লিখা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৪| 
২৮ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: এখনতো নেটিও প্রেম ... সকালে শুরু বিকেলেই শেষ!!!!!!!!!! সবকিছুতে শুধু দেনা পাওনার হিসেব। - হা হা হা, চমৎকার বলেছেন কথাটা! একদম ঠিক কথা।
 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:০৩
সোহানী বলেছেন: পশ্চিমা বিশ্ব অনুকরন, হিন্দি সিরিয়াল অনুকরন.............!!!!
আমরা ভালো কিছু অনুকরন করি না, করি খারাপ কিছু।
অনেকদিন থেকেই মাথায় এ নিয়ে লিখা ঘুরছে কিন্তু সময় করতেই পারছি না। যদি পেটের ধান্দা না থাকতো তাহলে হয়তো লিখালিখিই আমার পেশা হতো............হাহাহাহাহা
১৫| 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: যদি পেটের ধান্দা না থাকতো তাহলে হয়তো লিখালিখিই আমার পেশা হতো............হাহাহাহাহা - ভাল লাগ্লো কথাটা জেনে।
 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৩
সোহানী বলেছেন: কি করবো খায়রুল ভাই, স্ট্রাগল টাইম অলওয়েজ। আর সমস্যা আমার টার্গেট থাকে আকাশের চাঁদ তাই ওটা ছুতে এতো বেশী ছুটতে হয় যে ত্রাহি ত্রাহি অবস্থা।........... ভাবছি সব কিছু ছেড়ে দিবো।
১৬| 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: যদি পেটের ধান্দা না থাকতো তাহলে হয়তো লিখালিখিই আমার পেশা হতো............হাহাহাহাহা - ভাল লাগ্লো কথাটা জেনে।
 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৪৮
সোহানী বলেছেন: আর দেশের বাইরে এসে হয়েছে যন্ত্রনা... বুয়ার কাজ করতে করতেই জীবন শেষ। সাথে বাচ্চাদের ফুটফরমায়েশ খাটি সারাদিন...........হাহাহাহা। বাট আই রিয়েলি এনজয় দিস লাইফ। বাচ্চাদের সাথে এতোটা সময় দেশে কখনো দিতে পারি নাই।
১৭| 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
যেন হারানো সোনালী সখাল খেঁজে পেলাম!
হাই, হাবি, জান্টুস, ইয়ো- ইয়ার ভীরে যেন এক টুকরো স্বপ্নিল স্বপন ![]()
পরের পর্বের অপেক্ষায় 
+++
 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৯:০৫
সোহানী বলেছেন: ওই বিগু তুমি মন্তব্য করার আগে লিখার টাইম দেইখা নিও.......  
 
তুমি দীর্ঘ সাড়ে পাচঁ বছর পর মন্তব্য করছো...........
১৮| 
১৫ ই আগস্ট, ২০১৮  রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আমার কুন দুষ নাইক্যা![]()
সব দুষ প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়ার  
 
আমি কি কল্পনাও করেছি ইহা কটকটি সালের পোষ্ট!  
  
  
 
সাম্প্রতিক মন্তব্যে প্রিয় সিনিয়র ভায়া খুঁজে খুঁঝে নিয়ে আসেন দারুন দারুন পোষ্ট
তাইতো কট খাই 
 আর ভালু ভালু জিনিষ পুরানোরে নতুন রুপে ফিরিয়া পাই ![]()
নেক্সট টাইম আগে টাইম লাইন দেখীতে হইবেক!  
 
 
১৬ ই আগস্ট, ২০১৮  রাত ১:৪০
সোহানী বলেছেন: হাহাহাহাহা......... আমি জানিতো সব দুষ প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভায়ার!!!!!
আমার যত অখাদ্য সব পোষ্টু তিনি পড়েন.... আসলে এটা গভীর স্নেহ ছাড়া কিছু না। এটাই যে ব্লগে দিনের পর দিন টিকে থাকার মূল কারন। ভালোবাসার মতো শক্ত বাধঁন আর কিছু নাই।
হাহাহাহাহা.... সত্যিই ই্হা কটকটি সালের পোষ্ট! যখন রঙ্গীন প্রজাপতিরা উড়ে বেড়াতো পড়তে পড়তে..............। আর এখন চারপাশের কালো বাদুড়দের দেখে সব প্রজাপতিরা যে পালিয়ে গেছে............ ![]()
১৯| 
০৩ রা আগস্ট, ২০২১  রাত ৯:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপু ইতিমধ্যে আমি পরের পর্বে কমেন্ট করে এসেছি। সুন্দর অভিব্যক্তি এক্কেবারে যথার্থই আধুনিক পোলাপাইনের জন্য উপযোগী। তবে এই সাত আট বছরে পৃথিবীটা অনেকটা বদলে গেছে। তৃতীয় পর্বে শীঘ্রই হাত দেওয়ার অনুরোধ রইলো
 
ভালো থাকবেন আপু সবসময় এই দোয়াই করি।
 
০৪ ঠা আগস্ট, ২০২১  রাত ৩:৫০
সোহানী বলেছেন: মাতা খাপর এইসব লুতুপুতু মার্কা প্রেমের লিখায় হাত দেবার বয়স আছে নাকি। এগুলো বাচ্চাকালের লিখা  ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩  সকাল ১০:৫১
আমিনুর রহমান বলেছেন: পরবর্তী দৃশ্যের জন্য অপেক্ষায় রইল ......