নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

আমার কাজের বুয়া কাহানী.....পর্ব-২ X( X( X( X( X(

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩



আমাদের এ জীবনে কাজের মেয়েদের ভূমিকা যে কি পরিমান তা আমরা যারা চাকরী করি তারা হাড়ে হাড়ে বুঝি। তারা যে শুধু নির্যাতীত তাই না সুযোগ পেলে নির্যাতন ও করতে পারে তার বর্ননায় আমার এবারের পর্বগুলো। আশা করি ভবিষ্যতে সাবধানতার জন্য এ পর্বগুলো আপনাদের ভালো লাগবে।

পর্ব-২

বুয়া শাশুড়ি আর যাই হোক একটা উপকার করে গেছে আমাদের..... আমরা দুজনে রান্নার সাহস সন্চয় করেছি আর আমার বর তো এই ফাঁকে মহা খুশি..... বাসায় খাওয়ার উপকারিতার উপর সকাল বিকাল নাতিদীর্ঘ বক্তৃতা দেয়া শুরু করেছে।

যাহোক এভাবেই চললো কিছুদিন আমার বর ভালোই সাহায্য করতো কিন্তু কয়দিন যাওয়ার পর মানে নতুন বউ কিছুটা পুরোন হওয়ার পর বন্ধু বান্ধবের খোজ শুরু হলো ...আড্ডা শুরু হলো... আর মোটামুটি আমার ঘাড়ের উপর সব কিছু ছেড়ে দিয়ে এই ১০ মিনিটে আসছি বলে ঘন্টা তিনেকের জন্য নিয়মিত উধাও হতে থাকলো সে।

এভাবে আর কয়দিন ঝগড়া করে পারা যায়... দিলাম শাশুড়ি মাকে নালিশ করে। উনি তো শুনে মহা ক্ষেপা....... তক্ষনি তার এক ছুটা বুয়াকে ম্যানেজ করে পাঠিয়ে দিলেন। শুরু হলো আমার নতুন অধ্যায়।

মেয়েটি মধ্যবয়সী হলেও দেখতে খারাপ না। কয়দিনের মধ্যে মোটামুটি কাজ বুঝে নিল। আমিও মহা খুশি। মাসখানেকের মধ্যেই আমাকে এসে খবর দিল তার এক আত্বীয়ের খোজ পাওয়া গেছে রায়ের বাজার বস্তিতে। আমি কিছু বললাম না... তার সপ্তাহ পরে বাসায় ফিরে দেখি বাচ্চা একটা মেয়ে শাড়ী পড়া আমার বাসায় ঘুর ঘুর করছে... জিঙ্গাস করতেই বললো আমার ভাবী এখানে বেড়াতে এসেছে।.... আচ্ছা থাকুক কয়দিন এ ঘোষনা দিয়ে নিজের কাজে মন দিলাম। কিন্তু কয়দিনের মধ্যেই টের পেলাম কত গমে কত আটা... সে আসার পর থেকে বাসার বাজার করতে করতে আমরা দুজন মোটামুটি কাহিল। সপ্তাহের বাজার দুদিনেই শেষ হয়ে যায় আবার আনি আবার শেষ .... এভাবেই চলছে। কিন্তু ননদ ভাবী ভালোই চলছে........ আমার বাসাও সুন্দর গুছিয়ে পরিস্কার করে রাখে, রান্না বান্না চমৎকার করে.. কিছু বলার আগেই সব হাজির যেন আমার মনের কথা বুঝতে পারে.. আমিওতা মহা খুশি।:):):):):) তাই বাজার নিয়ে তেমন কমপ্লেইন করি না তার সাথে।

তবে কয়দিন থেকে খেয়াল করলাম যে বাসার দাড়োয়ান এতদিন আমাদের পাত্তাই দিত না আজকাল দেখি আমাকে দেখে লম্বা লম্বা সালাম দেয় .......কিছু সমস্যা আছে কিনা তার ব্যাপক খোজ খবর নেয়......আর বলে আপা আপনার ননদ খুবই ভালো বংশের মেয়ে....... এমন ননদ জোটা ভাগ্যের ব্যাপার................।

যেহেতু ফ্লাট এ একা থাকি ও চাকরী করি তাই কারো সাথে তেমন চেনার সুযোগ হয়নি। যাহোক একদিন পাশের ফ্লাটের এক ভাবী সন্ধায় বাসায় ঢুকতেই দেখি দাড়িয়ে আছে দরজার পাসে।বললো....ভাবী, আপনার অপেক্ষায় আছি। যদিও আপনার সাথে পরিচয় নেই তারপরও কিছু কথা বলতাম আপনি যদি আমার ফ্লাটে একটু আসেন। .একটু চিন্তা করে ভাবীর বাসায় গেলাম......উনার ফ্লাটে বসতেই বললো, ভাবী আপনার ননদ যা শুরু করেছে তাতে তো আমাদেরই ফ্লাট ছেড়ে দিতে হবে... মানে (!!!!) আমি তো আকাশ থেকে পড়লাম.... আমার ননদ কোথা থেকে আসবে ওতো ইউএসতে...। বিস্বয় প্রকাশ করতেই বললো কেন আপনার ফ্লাটে যে মেয়েটা থাকে সেইতো বলে বেড়ায় সে আপনার ননদ ....আমরা তো সবাই জানি যে সে আপনার ননদ আর আর খুব সেজেগুজে ফিটফাট থাকে সবসময়....তাই আমরা বিশ্বাস করি.......আর আপনি যে ড্রেস পড়ে বাইরে যান তাই তো তাকে পড়তে দেখি প্রতিদিন..........প্রায় প্রতিদিন দুপুরে সে বাসায় পার্টি দেয়....হইহূল্লোর করে খুব...... কি সব অদ্ভুত লোকজন আসে আপনার বাসায়.....মনে হয় পাশের কোন বস্তি থেকে আর এতো জোরে সিডি ছাড়ে যে আমার নিজের ফ্লাটেও থাকা দায়। দাড়োয়ানকে কম্লেইন করেছি কিন্তু সে কিছু বলে না কারন প্রায় প্রতিদিনই তার খাবার আপনার বাসা থেকে যায়। আমি কিছু বলার চেষ্টা করেছিলাম কারন আমার মেয়েটার পরীক্ষা চলছে কিন্তু আপনার ননদ এতো বাজে ব্যবহার করেছে কি আর বলবো.........আমি তো আকাশ থেকে মাটিতে পড়লাম আর কি...... আমার ননদ.....!!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

মোটামুটি হার্টফেইল করার অবস্থা আমার। তাইতো বলি আমার বাজার যায় কই....দুজনের সংসারে যা বাজার লাগে তা শুনে সবাই মাথায় হাত দেয়..... প্রায় প্রতিদিন অফিস যাওয়ার সময় কোন ড্রেসই ঠিকভাবে আয়রন করা পাই না কেন.... আমার কসমেটিক্স কোনদিনই ঠিকভাবে পাই না কেন.......প্রতিদিন সন্ধায় সে গায়ে হলুদ মেখে গোসল করে কেন (যদিও আমি হলুদ মাখি না কখনই)......হঠাৎ অফিসে না গেলে প্রায় অপরিচিত লোকজন বাসায় নক করে কেন...(একদিনতো এক লোক আমাকে ধমক লাগালো এই বলে যে আপনি কে? ঘরের মালিককে ডাকেন..)......ফ্রিজে প্রতিদিনই কোকের ক্যান পাওয়া যায় কেন (যদিও আমি কোক আনি না তেমন).... প্রায় পাশের বাসার এতো বদনাম করার চেস্টা করে সে ...???? সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে মিলাতে পারলাম......

এবার শাশুড়ি মাকে ফোন দিলাম তার কাহিনী বর্ননা করে........ এবং ২য় পর্বের শেষের পর আমার ৩য় পর্বের দিকে পা বাড়ালাম আর কি.....

আমার আগের পর্ব...
http://www.somewhereinblog.net/blog/belablog/29804363

পরের বর্ননার অপেক্ষায় থাকুন...যদি ধৈর্য্য থাকে আরকি....
বিদ্র: ছবির জন্য ধন্যবাদ ব্লগার বাকাট্টা ......

মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

টানিম বলেছেন: ও এম জি !!!

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

সোহানী বলেছেন: হাহাহাহা..... হা ভাই হা.......

২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কঠিন।


আরো শুনতে চাই।


২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

সোহানী বলেছেন: আসিতেছে..............নেক্সট পর্ব মহা সমারহে...

৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


চলুক সাথে আছি

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

সোহানী বলেছেন: হুমমম..তাইলে চালাই.. কি বলেন....

৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪২

সবুজ মহান বলেছেন: আ হা রে ! ! !

আপনার ননদকে কি তাড়িয়েই দিলেন !

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

সোহানী বলেছেন: সে আর বলতে.............

৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

শামীম আরা সনি বলেছেন: আপু আমার মেইড একদিন আসে তো ৩ দিন আসেনা

:((


:((

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

সোহানী বলেছেন: ছুটা বুয়াদের তো এ সমস্যা কমন.......... আর চুরিতো বললেন না....

৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের একটি লিঙ্ক দিলাম, পড়ে দেখতে পারেন - Click This Link

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

সোহানী বলেছেন: হা আমি আগেই পড়েছিলাম... এইসব শুনতে ভালো লাগেনা..

৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

শায়েরী বলেছেন: Onnek moza Pelam, interesting
Bt asolei voyonkor

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

সোহানী বলেছেন: আসলেই তাই....

৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

রুমি চৌধুরী বলেছেন: unique story

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

সোহানী বলেছেন: আরে না ভাই কমন... খোজ নিয়ে দেখেন ..আমার মত আবুল পেলে সব বুয়াই একই পার্ট নেয়....

৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

বাতিস্তা বলেছেন: আমাদের বুয়া অনেক ভালো। B-)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

সোহানী বলেছেন: আপনি ভয়ানক ভাগ্যবান......

১০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

শুকনোপাতা০০৭ বলেছেন: হায় হায় আপু!!!কি ভয়াবহ অবস্থা! :( তুমি তো দেখি প্রায় যুদ্ধ করেছো!কাজের মানুষদের নিয়ে যে কি ঝামেলা তা ভুক্তভুগি ছাড়া আসলেই কেউ বুঝে না!!

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

সোহানী বলেছেন: আসলেই তা ভুক্তভুগি ছাড়া আসলেই কেউ বুঝে না!! ...

১১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: কি সর্বনাশ!!!


আল্লাহ বাঁচাইছে আপুনি!!!!!!!!!




তুমি যে তবুও জানতে পেরেছো......


নইলে তো কদিন পরে .............:(

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

সোহানী বলেছেন: আরে ভাই তা আর বলতে......

১২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

লোকমান বিন আলী বলেছেন: তারপরও ভাল, আপনার স্বামী নিয়ে টানাটানি করেনি! (ডোন্ট মাইনইড)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

সোহানী বলেছেন: আরে নাহ সেটার সম্ভাবনা নাই... বেচারা খুবই ভালো মানুষ......মাইন্ড করি নি মজা পেলাম...

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: ননদ !!!

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

সোহানী বলেছেন: হুমমমমমমমম.......

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

ভ্রমন কারী বলেছেন: :( :( :( =p~ =p~ =p~ X(( X(( X(( :-< :-< :-<

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

সোহানী বলেছেন: :( :( :(

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

যাযাবর ০১ বলেছেন: Apu jotil hoise..:p

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

সোহানী বলেছেন: সে আর বলতে....

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
খালি হাসতেই আছি আপনার ননদের কাহিনী পড়ে ! =p~ =p~ =p~

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

সোহানী বলেছেন: কি আর কমু......ভাইজান.....

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

নীল-দর্পণ বলেছেন: আপনার ননদ তো দেখছি মহা.....ফুর্তিবাজ :-P

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

সোহানী বলেছেন: আসলেই তাই.......মহা.....ফুর্তিবাজ :-P

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

মিত্রাক্ষর বলেছেন: হাহাহা এই পর্বও অসাধারণ লেগেছে। ৩য় পর্বের অপেক্ষায় রইলাম :P

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

সোহানী বলেছেন: ধন্যবাদ.........আসছে ৩য় পর্ব...অপেক্ষায় থাকুন..

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৭

অচিন.... বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

সোহানী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২০| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

প্রকৌশলী আতিক বলেছেন: মজাই মজা। আপনার ননদ ভারী দুষ্টু............

২১| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সোহানী বলেছেন: সে আর বলতে....

২২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২

বইয়ের পোকা বলেছেন: এই বুয়া দেখি আপনার আগের বুয়ার চেয়ে এককাঠি সরেস!!!

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

সোহানী বলেছেন: আরে পরের গুলোতো আরো কঠিন......

২৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বুয়া এখন অমাবস্যার চাঁদ..কাজের বুয়া হাতছাড়া হলে নতুন বুয়া পাওয়া অনেক কঠিন!!

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

সোহানী বলেছেন: ও সে আরেক ইতিহাস.... কি খবর সেলিম ভাই......কনের খোজ কি চলছে...

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:১১

এম হুসাইন বলেছেন: মজা পেলাম............

দুই পর্ব পড়লাম আর হাসতে হাসতে প্লাসায়িত করলাম :) =p~
পরের পর্বের অপেক্ষায়............


০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ....

২৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮

দুঃখিত বলেছেন: আজকালের বুয়া
উঠতে বসতে দেয় ঠুয়া :(

যারা কাজের লোক রাখেন তাদের চাইতেও এদের দাম বেশী। বেস্ট অফ লাক আপু

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

সোহানী বলেছেন: সে আর বলতে .......

২৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭

স্পাইসিস্পাই001 বলেছেন: কি আর করবেন আপু ডিজিটাল বুয়া তো ......

মজা পেলাম ++++++ ...পরের পর্বের অপেক্ষায় রইলাম

ধন্যবাদ .... ভাল থাকবেন..... :)

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

সোহানী বলেছেন: আসলেই ডিজিটাল বুয়া.....হাহাহা :):):)

২৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

ব্লগার রানা বলেছেন: নতুন পোস্ট দেন X( X(

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

সোহানী বলেছেন: রাজনীতির ঢোলে কিছু লিখতে ইচ্ছা করে না... এতো লাশ+আগুন+হরতালে মন খুব খারাপ.... একটু মন ভালো হলেই লিখবো........... অনেক ধন্যবাদ...

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

রুদ্র মানব বলেছেন: বেশ মজার তো , বাকি পর্বগুলোর অপেক্ষায় রইলাম B-)

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

সোহানী বলেছেন: আসছি আপনাদের কাছে খুব শীঘ্রই........

২৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

আরমিন বলেছেন: এটা কি সত্যি ঘটনা!! এরকমও সম্ভব? :|

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

সোহানী বলেছেন: আরে এটাতো শুরু মাত্র...বাকী কাহানীতো আরো কঠিন....

৩০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

রুপ।ই বলেছেন: আপনার মত আমারো এই রকম সব ভয়ঙ্কর অভিঙ্গতা আছে, চাকুরীজীবি হলে এরা পেয়ে বসে। আমার বাসায় তো ১৪/১৫ বছরের এক মেয়ে রীতিমত দেহব্যবসা করত যা আমি জানতে পারি এপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে। তখন আমার স্বামী প্রায়ই দেশের বাইরে থাকতেন আর বাসায় আমি আর ঐ কাজের মেয়ে । সারাদিন অফিস করে সন্ধ্যাবেলায় বাড়ী ফিরে আমি বুঝতে ও পারতাম না আমার বাসায় আসর বসে ।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

সোহানী বলেছেন: বলেন কি এতো ভয়াবহ... আমার ও এরকম অভিঙ্গতা আছে কিছুটা এক বুয়াকে নিয়ে... পরবর্তী পর্বে আসছি আমি..... ধন্যবাদ..

৩১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ডিস্কো বুয়া =p~ =p~ =p~ =p~

আপনার বুয়া সিরিজটা অস্থির হইছে :)

আমার পুরনো অভ্যাস মত শেষ থেকেই শুরু করলাম =p~ =p~ :-P :-P B-)) B-)) B-))

২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৯

সোহানী বলেছেন: মেনি থ্যাংস ভাইজান.......

৩২| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: মূল পোস্টে যেমন, মন্তব্যগুলোতেও তেমন সব ভয়ঙ্কর তথ্য জেনে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ছি।
যাক, সময়মত হুঁশিয়ারী পেয়ে বড় বিপদ থেকে বেঁচে গেছেন বলা যায়।

২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৯

সোহানী বলেছেন: সত্যিই তাই। দেশে কাজের লোকদের কাছে আমরা জিম্মি এক প্রকার। রো যেমন আমাদের কাছে অত্যাচারিত তেমনি সুযোগে ওরাও ভয়ংকর।

অনেক ভালো থাকেন প্রিয় লেখক।

৩৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



ধরে পুলিশে দেওয়া দরকার এই ক্রিমিনালদের....

২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০০

সোহানী বলেছেন: সত্যিই তাই। কিন্তু কোন লাভ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.