নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
আসসালামালাইকুম। কেমন আছেন আপনারা। আমি খুব একটা ভালো নেই। কারন কিছুদিন যাবৎ খুব অস্বস্তিতে আছি আমি ... মারাত্বক অস্তিত্ব সংকটে ভুগছি। তাই আপনাদের কাছে এ চিঠি। আপনারাই পারেন আমার এ প্রশ্নের উত্তর দিতে। আপনারা কি বলবেন আসলে আমরা কার শত্রু ?
একবার আমাদের নাস্তিক উপাধি দিয়ে দায়ের কোপের নীচে ফেলা হয় আবার ইসলামের শত্রু আখ্যা দিয়ে মোল্লারা ফাঁসির দড়ি নিয়ে ছুটাছুটি করে ঝুলানোর জন্য আবার অন্যদিকে সরকার আমাদের আইপি নিয়ে টানাটানি করছে হয়তো জেলের ভাত খাওয়ানোর জন্য। কোথায় যাবো বলতে পারেন। আগে স্বতস্ফুর্তভাবে লিখতাম এখন লিখতে মারাত্বক ভয় পাই কখন যে কার রোষানলে পড়ি বলাতো যায় না।
কেন এ অবস্থা আমাদের। আগে কজনই বা খবর রাখতো আমাদের, মনের সুখ দুঃখের কথা লিখতাম ব্লগে কিন্তু শাহাবাগ আন্দোলনের পর আমাদের অস্তিত্ব জানলো সবাই.... শুরু হলো এ সংকট। এভাবে কতদিন চলবে কেউ কি বলতে পারেন??
ভালো থাকেন। শুভ ব্লগিং।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
সোহানী বলেছেন: হা ঠিক তাই...
২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৮
গোবর গণেশ বলেছেন: সম্মানিত মুরুব্বীগণ,
[Please don't take it as বেয়াদবি]
ব্লগার শব্দটা খুব সম্মানিত কোন পদের নাম নাকি আমি জানিনা। ব্লগার কে বা কারা সেটা নিয়েও আমার কোন মাথাব্যাথা নাই। অস্তিত্বের সংকটে তো তারাই পড়ে যারা কোন না কোনভাবে কারো না কারো বিরুদ্ধাচরণ করে। চাচা আপন জান বাঁচা। সুস্থ পরিবেশ ও সুস্থ মানসিকতা দুটোরই চরম অভাব আমাদের।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯
সোহানী বলেছেন: এক সময় ব্লগার পদটি সম্মানিতই ছিল। এখন আর তা নেই। এখন ব্লগার মানেই নাস্তিকতা বুঝায়......এখন ব্লগার মানেই ইসলাম বিরোধিতা বুঝায়...... একবার কি আমরা সবাই একঝোগে প্রতিবাদ করতে পারিনা...ব্লগার মানে নাস্তিকতা নয় ....ব্লগার মানে ইসলাম বিরোধি নয় ... ব্লগার মানে নিজের মনের কিছু কথা বলা...ব্লগার মানে নিজের মনের কিছু কস্টের কথা বলা...
ধন্যবাদ.....অনেক বড় বক্তৃতা দিয়ে ফেললাম....
৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এর পেছনে আমরা নিজেরাই দায়ী।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
সোহানী বলেছেন: এর পেছনে কিছু স্বার্থান্নেসীর দায়ী... আমরা সবাই নই...
৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আসলে মত ব্লগিং করার যো আর রইলো না।
০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১
সোহানী বলেছেন: হুম সেলিম ভাই... ঘরের খেয়ে আর বনের মোষ তাড়াতে হবে না...... কি বলেন....
৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১
নতুন বলেছেন: ব্লগ রাজনিতিকদের জন্য বিপদজনক হয়ে উঠছিলো....
কারন হলুদ সাংবাদিক দিয়ে জনগনকে বোকা বানানো সহজ... কিন্তু ব্লগের প্রসার হলে জনগনের মাঝে সত্যপ্রকাশ হয়ে পড়বে সহজেই...
তাই সরকার এবং বিরোধী দলও চাইবে ব্লগের গলাচেপে ধরতে.....
আর আমাদের াবাল জনগন আস্তিকতার পেছনে দৌড়াবে আর মিছিলে স্লোগান দেবে ব্লগারের ফাসি চাই...
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
সোহানী বলেছেন: সহমত ১০০%.. সহজ ভাষায় সত্য কথন....
৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
নাজিম-উদ-দৌলা বলেছেন: কি বলব বলেন? আমাদের শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই! একমাত্র সময়ই বলতে পারে এভাবে কতদিন চলবে !
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
সোহানী বলেছেন: কিন্তু এভাবে আসলেই চলা উচিত নয়..... তাই নয় কি..
৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: হ্যা এভাবে আসলেই চলা উচিত নয়। কিন্তু কিছু করতে গেলে উল্টো নিজের বিপদ! শাহবাগে আন্দোলনে গেল ব্লগাররা, তাদের কে ঢালাওভাবে নাস্তিক বলা হল। রুমি স্কোয়াড অনশনে বসল, মুরুব্বি টাইপের লোকজন বলতেছে পোলাপান নষ্ট হয়ে গেছে! কি করার আছে বলেন? নিজেকে ব্লগার পরিচয় দেওয়াই এখন মুশকিল হয়ে গেছে!
০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
সোহানী বলেছেন: আসলেই সত্য......নিজেকে ব্লগার পরিচয় দেওয়াই এখন মুশকিল হয়ে গেছে!!!!!!
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
এম হুসাইন বলেছেন: এই সঙ্কট আমরা নিজেরাই তৈরি করেছি...... আমরাই দায়ি...
২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
সোহানী বলেছেন: না আমরা দায়ী না.... আমাদেরকে ব্যবহার করা হয়েছে.........
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
লেজ কাটা শেয়াল বলেছেন: Ami obak hoye gelam jokhon sunlam amar kicu sohopathi bondu amake nastik bollo!
Pore jante parlam tara 'nastik' bole 'blogar'kei nirdes korlo. Ami taderke amar kicu likha and kicu dormio vaier blog porie tader vul vangalam and sei sathe tader maje uddipona corie dilam j bolo- 'kafer blogarer fasi cai'.
Dormopran sadaron manus blog porena bolei ei soytan kafer murtadgulo blog kei tader nostamir kendrosthol baniece!
cinnito rajakarder fasir maddome jemn bangla kolonkomukto hobe temni cinnito murtadder fasir maddome blog kolonko mukto hobe... Insaallah!
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯
সোহানী বলেছেন: আমি আপনার সাথে পুরোপুরি একমত নই। ব্লগ কি জিনিস মনে হয় দেশের ৯০% মানুষ জানে না... কিন্তু শাহাবাগকে দমন করতে একেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আর নাস্তিকতা প্রসঙ্গ আমি এখানে আনবো না এটা এখন একটি বিতর্কিত ইস্যু।
১০| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:০০
দেহঘড়ির মিস্তিরি বলেছেন: রাজনীতিতে ম্যাঙ্গ পিপলদের মাথায় কাঠাল ভেঙ্গে খাবার ইতিহাস সুপ্রাচীন , ব্লগিং এর মত অপ্রচলিত একটা বিষয় কে টার্গেট হিসেবে অনেক সহজ , আর আমাদের মাঝে কিছু অতিনিন্ম শ্রেণীর লোক মত প্রকাশের স্বাধীনতাকে বুলিং এর হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে কলঙ্ককিত করতে সাহায্য করেছে
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২
সোহানী বলেছেন: হা ঠিক...... মত প্রকাশেন স্বাধীনতা থাকা উচিত কিন্তু তা যেন কাউকে আঘাত না দেয়।
১১| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
খায়রুল আহসান বলেছেন: সাড়ে পাঁচ বছর আগের এ পোস্টটা আজও প্রাসঙ্গিকতা হারায়নি।
একটা নিরাপদ উপদেশ দেয়া যায়- গরু মহিষ নিয়ে রচনা লিখুন, গাছ, ফুল, লতা-পাতা ইত্যাদির সৌন্দর্য নিয়ে লিখুন, বর্ষা-বসন্ত ঋতু নিয়ে লিখুন- তাহলে কারো রোষানলে পড়বেন না। অবশ্য, গরুকে নদীতে ফেলে রচনা লিখার অভ্যেস থাকলে এসব নিয়ে রচনা লিখেও বিপদে পড়তে পারেন।
ঈদ মুবারক! আশাকরি আনন্দেই কাটিয়েছেন ঈদের দিনটা, সপরিবারে।
২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৪
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........ আমারতো আবার গরুকে নদীতে ফেলে নদীর রচনা লেখার অভ্যাস। তার উপর ঘাস ফুল লতা পাতা লিখার মাঝেও আমি আবার গরুকে টেনে এনে তাকে আবার নদীতে ফেলি। অঅর বিপদের যন্ত্রনায়ইতো দেশ ছাড়া। ঘরপোড়া গরুর আর ভয়!!!!!!!!
এবারের ঈদ জঘন্য কেটেছে। সাপ্তাহের মাঝে বলে এক বিপদ, তারউপর নতুন জবে জয়েন করেছি তাই ছুটির প্রশ্নই আসেনি। এর চেয়ে খারপ ঈদ এ জীবনে আসেনি। আপনাদেরকে হিংসে করা ছাড়া কোন উপায় নেই............। কোরবানী দিয়েছি কিন্তু চারদিন হয়ে গেল মাংস আনার মতো সময়ই করতে পারছি না। বুঝেন অবস্থা..............
১২| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২
উদাসী স্বপ্ন বলেছেন: আপনি যে নাস্তিক এটা তো জানতাম না। গ্রেট তো
২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫৪
সোহানী বলেছেন: কেনরে ভাই????????? কোপাকুপির দিনতো শেষ!!!!!!!! তাই নয় কি???????
১৩| ২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২০
উদাসী স্বপ্ন বলেছেন: কেডা কইলো শেষ? কয়দিন আগেও তো দুর্বার বাপরে গুলি কইরা মারলো। শুনেন নাই? দেশে নাকি? নাকি বৈদেশ থাকেন?
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অস্তিত্বের সংকটে ব্লগাররা