নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
১ম পর্বে সময়ের শুভংকরের ফাকির কথা বললাম, এবার আসি টাকার কথা...
১ম পর্ব..
Click This Link
CAT বা ACCA এর ব্যাপক প্রচার প্রচারনা এক পর্যায় বলা হয় CAT টোটাল কোর্স এ এক থেকে দেড় লাখ আর ACCA তে দেড় থেকে দুই লাখ খরচ হবে কিন্তু তারা (প্রচারক ইনিস্টিটিউশান) আসল খরচ উজ্জ্ রাখে। সত্যিকার CAT বা ACCA তে দুই থেকে তিন লাখ শুধু টিউশান প্রোভাইডারের ফি। ACCA রেজিস্ট্রেশান, প্রতি বিষয়ের এক্সাম ফি (যতবার পরীক্ষা দিবেন ততবার) সেগুলার কথা কেউ বলে না...। সত্যিকারে টাকার অংক অনেক বেশী। আমি এমনও দেখেছি কোন কোন ছেলেপেলে ৪/৫ বার পরীক্ষা দেয় কিছু কিছু বিষয়ে। বিশেষ করে F4, F9 বা প্রফেশনাল বিষয়গুলো অর্থাৎ F11 থেকে F14 পর্যন্ত। আর এই টাকার অংক এবার যোগ করুন দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটির টোটাল টিউশান ফি কেও ছাড়িয়ে যাবে। তবে আপনি যদি ধৈর্য্য ধরে পাশ করতে পারেন তাহলে অবশ্যই এর ফল পাবেন।
যাহোক আমি আপনাদেরকে ভয় দিচ্ছি না শুধু সত্যটা তুলে ধরছি। এই দেড় থেকে দুই লাখ এর ফাদে পা দেয়ার আগে সত্যিকারের হিসেবটা করে নিবেন একবার । আমি আপনাদের হতাশ হতে বলছি না এর সত্যিকারের সমাধানের পথে হাটতে বলছি। বিদেশে যখন একটা ২২/২৩ বছরের যুবককে পুরোদমে পড়াশুনা শেষ করে চাকরী করতে দেখি তখন নিজের দেশের ছেলেপেলেদের হতাশ চেহারা দেখে বুকের ভীতরতা হুহু করে উঠে। কারন কেই তাদের সদুপোদেশ দেয় না। সবাই শুধু ওদেরকে ভেঙ্গে খাওয়ার ধান্দায় থাকে.... Simply exploit করার চেস্টা করে।
আমি বার বার অনুরোধ করবো নিজের কেরিয়ার ডিসিশান অন্যের হাতে ছেড়ে দিবেন না... নিজের হাতেই রাখুন। অনেক ভেবে চিন্তেই ডিসিশান নেন। প্রয়োজনে অভিজ্ঞ জনের পরামর্শ নেন। সাফল্য আসবেই....
আজ এতটুকুই......... আগামী পর্বে (শেষ) আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ন টিপস্ নিয়ে আসবো যারা অলরেডি ACCA পড়ছেন অথবা যারা ভর্তি হবার চিন্তা করছেন.............
বি:দ্র: আমি ভয় দেখাচ্ছি না আপনাদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করছি আর আপনাদের ভবিষ্যত খারাপতো পুরো জাতির ভবিষ্যত খারাপ তাই নয় কি...........
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
সোহানী বলেছেন: সেইটাইতো বুঝানোর চেস্টা চালাইতেছি... দোষগান করছি না সঠিক তথ্য তুলে ধরছি.....
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
অজানাবন্ধু বলেছেন: আরও বিস্তারিত আশা করছি।
তবে
আপনাকে অনেক অনেক........... ধন্যবাদ।
যে কোন সিদ্ধান্ত নেয়ার পূর্বে বাস্তব অভিজ্ঞদের পারামর্শ নেওয়া উচিৎ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
সোহানী বলেছেন: বিস্তারিত জানানোর জন্য অনেক সময় প্রয়োজন..... যেটা আমার জন্য টাফ। তারপরে ও মূল কথা কিনতু বলছি।
ধন্যবাদ....
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
আমিনুর রহমান বলেছেন:
ভালো পোষ্ট +++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
সোহানী বলেছেন: ধন্যবাদ....
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
একজন আরমান বলেছেন:
এহহ আইছে জ্ঞান দিতে।
পরমু না।
এমবিএ টা কোন মতে শেষ করতে পারলেই বাঁচি। :-< :-< :-<
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: জ্ঞান দিতে আসি নাই ভাই সত্যটা তুলে ধরছি। যদি এই লাইনে আসেন তখন আমার কথা প্রতি মূহূর্তে মনে পড়বে..............
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: ধন্যবাদ..
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
একজন আরমান বলেছেন:
ইচ্ছা নাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
সোহানী বলেছেন: হুমমমম
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার এক ফ্রেন্ড একাউণ্টিং এ মাস্টার্স করে ICMAB'তে পড়ছিল। ২০০৫ এ তার CMA কোর্সের ১০০০ কপ্লিট ছিল, তখন ভূত চাপল ACCA করবে এবং তা লন্ডন গিয়ে। ৭ বছর পর লন্ডন থেকে ফিরে এখন প্লাস্টিকের দানার ব্যাবসা করে। একাডেমিক ক্যারিয়ারের আম-ছালা দুটোই হারায়ে এখন করে ব্যাবসা!!! তার সাথের পোলাপাইন কিন্তু CMA কোয়ালিফাই করে ভালো পজিশনেই আছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
সোহানী বলেছেন: যদি সত্যিই এসিসিএ পাশ করে থাকে তাহলে তো মার্কেটে ডিমান্ড থাকার কথা.. প্লাস্টিকের ব্যাবসা করার কথা না (যদি নিজের আগ্রহে করে থাকে সেটা ভিন্ন কথা)। কারন প্রফেশনার কোর্স হিসেবে এসিসিএ এর মার্কেট ভালো। যদিও আমাগো এসিসিএ ওয়ালারা এ কোর্স টির অলরেডি বারোটা বাজিয়েছে।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধুর দোস্ত, ঐ ব্যাটা (আমার বন্ধুটি) ফাউেন্ডশন এর ২টা পেপার পাশ কইরা পড়া বাদ দিছে। ছয় বছর বারে আর গ্রসারি শপে কাজ করে টাকা জমায়া দেশে আসছে, বিয়ে করছে আর করছে ঐ প্লাস্টিকের ব্যাবসা। বলে অনেক কঠিন!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
সোহানী বলেছেন: হাহাহাহা.... হাঁ ঠিক তাই। অনেক কঠিন কিন্তু ধৈর্য্য নিয়ে পড়লে কিন্তু আখেরে ভালো.....
আর হাঁ, অনেক দিন পর লিখাগুলো পড়ছেন আর মন্তব্য করছেন বলে আমার ও ঝালাই হয়ে যাচ্ছে কি সব আবোল তাবোল লিখেছি। অনেক অনেক ধন্যবাদ দোস্ত বোকা (চালাক) মানুষ।
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: শেষ মন্তব্যের ঠিক চার বছর পর আপনার এ পোস্টে এলাম।
"ভয় দেখাচ্ছিনা, সাবধান করছি" - সাবধানের মার নেই। নিজ উদ্যোগে আপনার দেয়া এসব ফ্রী উপদেশ কারো না কারো কাজে লেগেছে/লাগবে বলে আশা করি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
সোহানী বলেছেন: আপনি না হলে চারবছর আগের পোস্ট অার কে পড়বে বলেন...........।
সাবধান করেছিলাম এবং এর ফলাফল দেখছেন নিশ্চয়। আসলে আমরা গুটি কয়েক বেনিয়ার হাতের পুতুল। যেভাবে নাচাবে সেভাবেই নাচবে।
সরি, আপনার কোন পোস্টেই ঢুকতে পারছি না। এতো বেশী বিজি হয়ে পড়েছি ক'দিন ধরে, রাত দিন এর চেহারাও দেখতে পারছি না।
শীঘ্রই ব্রেক নিব..............
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
তুরাগ হাসান বলেছেন: CAT বা ACCA কি জিনিশ এইটা আজ ও বুঝলাম না, শুধু সবাইকে এইগুলার গুনগান আর আপনাকে দোষগান করতে দেখতাছি :p