নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর কিআ কিশোর ম্যাগাজিন ও এক লোকের সাত স্ত্রী B-)B-)B-)

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩





আজই প্রথম বের হলো প্রথম আলোর কিআ কিশোর ম্যাগাজিন। আমার খুবই ভালো লাগলো এমন একটি প্রত্রিকা আমার বাচ্চা হাতে দিতে পারার জন্য। কিন্তু পাঠকরা .......... প্রত্রিকাটা আমার ছেলের হাতে পড়ার কিছুক্ষন পর আমার ছেলে প্রশ্ন করলো, মা একজন লোকের কয়টি স্ত্রী থাকে????? X(X(X(X(



আমি অবাক হয়ে জিঙ্গাসা করতেই সে ম্যাগাজিনটি এনে দেখালো যে ১২৮ নং পৃস্ঠায় বুদ্ধির ব্যায়ামে একটি ধাধা দেয়া আছে। সেখানে এক লোকের সাত স্ত্রীর গল্পাকারে ধাধা দেয়া আছে। তাই তার জানার আগ্রহ কয়টা পর্যন্ত বউ রাখা যায় যাতে সে ভবিষ্যতে এ ব্যাপারে আগে থেকেই ব্যবস্থা নিতে পারে... হাহাহাহাহাহাহা:-/:-/:-/:-/:-/:-/



প্রথম আলোর মত এমন দায়িত্বশীল পত্রিকার এমন অ-দায়িত্বশীল লিখা কি আশা করা যায়...X(X(X(X(X(X(X(

মন্তব্য ৪৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: একজন লোকের কয়টি স্ত্রী থাকে????? হাহাহাহাহাহাহা
:D :D :D

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

সোহানী বলেছেন: আর বইলেন না ভাই.. এতদিন জানতাম চারটার কথা এখন দেখি সাতটা....কই যাই....

২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭

হেডস্যার বলেছেন:
আপনি কি বললেন আর ছেলের ইচ্ছা কি সেইটা ও একটু বলেন ;)

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

সোহানী বলেছেন: আমার ছেলে আমার বেস্ট ফ্রেন্ড.. আমি বলেছি তুমি বড় হয়ে হয়ে তবেই সিদ্ধান্ত নিবে। আপাতত এ ব্যাপারটা ক্ষেমা দাও... আর হোমওয়ার্কে মন দাও।

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-B :-B :-B :D :D :D :D

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: :-B :-B :-B :D :D :D:-B :-B :-B :D :D :D:-B :-B :-B :D :D :D

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম আলো আবার দায়িত্বশীল হইল কবে ?? X(( X((

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: তাও কথা......

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

ডট কম ০০৯ বলেছেন: দামী প্রশ্ন কিন্তু হাহহাহাহাহ ;)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: আসলেও তাই..........

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

মাগুর বলেছেন: গিয়াসলিটন বলেছেন: প্রথম আলো আবার দায়িত্বশীল হইল কবে ?? X(( X((

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: হাহাহাহা.......তাও কথা.....

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:০৬

কেএসরথি বলেছেন: ভেরি ইন্টারেস্টিং, নতুন উপায়ে এখন বাংলাদেশকে ধসাবে!

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

সোহানী বলেছেন: কেএসরথি বলেছেন: ভেরি ইন্টারেস্টিং, নতুন উপায়ে এখন বাংলাদেশকে ধসাবে! ........মানে..........(??)

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: নির্মল বিনুদন।

প্রথম আলোর মত পত্রিকার দায়িত্ব শীলতা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই।

:)

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: আসলেই তাই..................

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৯

শহুরে আগন্তুক বলেছেন: ভালোই তো , ভালো না ? :#) :D

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

সোহানী বলেছেন: আসলেই ভালো... আমার ছেলে অবশ্য ছোট থাকতেই কাকে কাকে বিয়ে করবে তার তালিকা করেছিল .. সব কাজিন/মামী/চাচি বাদ ছিল না...হাহাহাহা

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

শহুরে আগন্তুক বলেছেন: আপনার এই ব্লগ আনিসুল হক এবং কিআ এর সম্পাদক দেখেছেন ।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪

সোহানী বলেছেন: তাই নাকি.... যাক দেখলে নেক্সট্ এ সচেতন হবেন আশা করি.....

১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৪

বশর সিদ্দিকী বলেছেন: শিবিরের কিশোর কন্ঠকে কাউন্টার দেয়ার জন্য কিশোর আলো বাইর করছে। ভালো কিন্তু এটা তো এখন দেখি উল্টা শিবির এর জন্য সহায়ক হিসাবে ব্যবহৃত হওয়া শুরু হইছে। শিবির তো কমতেছে নাই উল্টা শিবির বারতেছে।

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

সোহানী বলেছেন: তাই নাকি!!!!!!!!

১২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

তাসজিদ বলেছেন: মার্কেটিং

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

সোহানী বলেছেন: মার্কেটিং !!!!!!!!!!!!

১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩০

স্বপ্নসমুদ্র বলেছেন: প্রথম আলোর দায়িত্বশীল সাত বউ।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৮

সোহানী বলেছেন: :-B :-B :-B :D :D :D

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
:)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

সোহানী বলেছেন: এইটা কি হইলো............ খুব খুশি তাই না.........................চার এ যায়গায় সাত.......

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দোয়া করি আপনার ছেলে যাতে ৪ এর বেশী না যায়... :P :P :P

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: বলেন কি ৪!!!!!!!!!!! আমার ছেলের জীবনতো তাহলে শেষ...........

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

শ।মসীর বলেছেন: হা হা হা

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: :D :D :D:D :D :D

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বেনিটিশ গাঙচিল বলেছেন: কী করবেন, কিছু করার নাই। সময় যাঁর, দায়ও তাঁর। তাঁরা যদি এটা মাথায় না রাখে আমাদের কী করার আছে?

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

সোহানী বলেছেন: আমরা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি.... আমরা যে চোখ বুঝে থাকি না তা বলে দিতে পারি....

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২১

বেনিটিশ গাঙচিল বলেছেন: কীভাবে? সুযোগ কই?

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৮

সোহানী বলেছেন: কলমই আমাদের ভাষা...

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

বেনিটিশ গাঙচিল বলেছেন: আংশিক ঠিক বলেছেন। একটু কাজের ক্ষেত্রেও দেখাতে হবে। লিখে লিখে বাসায় ফেলে রাখলে তো হবে না।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮

সোহানী বলেছেন: হুম তা ঠিক.....

২০| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

বেনিটিশ গাঙচিল বলেছেন: অবশ্যই

২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

সোহানী বলেছেন: হুমমমমমমম

২১| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :D :D :D

২২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: প্রথম আলো দায়িত্বশীল না হোক, আপনি এই পোস্টের মাধ্যমে দায়িত্বশীলতার পরিচিয় দিয়েছিলেন যথাসময়ে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় খায়রুল ভাই, পুরোনো একটি বিষয়কে মনে করিয়ে দেবার জন্য। আসলেই আমি খুব অবাক হয়েছিলাম কিভাবে একটি কিশোর পত্রিকায় এ ধরনের কৈাতুক ছাপা হয়। আমার এ ছোট ছেলেটি যেখানে বিষয়টি ধরতে পেরেছে অথচ তাদের মাথায় কেন এলো না।...............

অনেক ভালো থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.