নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

আজ আমার ছেলের জন্মদিন.. ওর কিছু প্রশ্ন আর ..কোনটা সঠিক উত্তর???

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭





আজ আমার ছেলের ৯ম জন্মদিন... কখন যে ও এতো বড় গেল... ৮টি বছর ছেলের সাথে.... আমি টেরই পেলাম না। এখনো ওর জন্মের প্রতিটি ক্ষণ চোখে ভাসে মনে হয় এইতো সেদিনের ঘটনা। প্রথম ওর নড়ার অনুভূতি, জন্মের ক্ষণ, আমাকে মা বলে ডাকা, হাটতে শিখা, লাইট বন্ধ করে বারান্দায় শুয়ে শুকুমার রায়ের কবিতা শুনা, দুজন মিলে চোর পুলিশ খেলা, মিথ্যে স্পাইডারমেনের জালে জড়ানো খেলা, দুজনে মারামারি করা, হঠাৎ দুজনে মিলে রাতে কেএফসি তো যাওয়া, সুপারমলের ১০০ টাকা বাজেটের চকলেট কেনা বা বসুন্ধরায় থ্রিডি ছবি দেখে ক্যাপসুল লিফ্ট দিয়ে বারবার উঠা নামা করা (কখনো কখনো বাবা মনে মনে বিরক্ত হলেও আমাদের পাগলামীকে কিছু বলতো না)।



সত্যিই আজ আমার সাইন্টিস্ট ছেলের জন্মদিন। সাইন্টিস্ট কারন ও নাকি বড় হয়ে আইনাইস্টাইন হবে। আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে .. ওর খেলার ধরন ও পাল্টে যাচ্ছে.. এখন আর আমার সাথে খেলতে পছন্দ করে না.. নিজে নিজে বিভিন্ন কাল্পনিক যন্ত্রপাতির ছবি আকেঁ, কম্পিউটারে গেইমস্ খেলে..... গল্প লিখে... কবিতা লিখে...নাটক লিখে। মাঝে মাঝে আমার মন খারাপ হলে ও ছেলের নতুন কাজে কিছু বলি না। এখন আর আগের মত হুটো পুটি করে না একা থাকতেই বেশী ভালোবাসে।



কয়দিন থেকে আমার ছেলের কেন যেন খুব মন খারাপ.... অনেক ভাব করে জিঙ্গাসা করতেই বললো... আমার বন্ধুরা প্রায় গল্প করে ওদের নাকি ৩/৪ টা গাড়ি আছে... ইউএসএ, ইউকেতে ছুটির সময় ঘুরে বেড়ায়.... ওদের কেন এতো অহংকার..... আমাকে কেন টিজ করে???



ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম সে কারনে ইংলিশ মিডিয়ামে আমি তাকে পড়াইনি.... আমি প্রাচুর্য়ের মাঝে হয়তো ছেলেকে বড় করতে পারতাম কিন্তু মানুষ কি করতে পারতাম....... আমি শুধু চাই ও যেন মানুষের মত মানুষ হয় আর সেই কারনে আমি সবসময় খুব সাবধানে থাকার চেস্টা করি..............



ওর কিছু ছবি শেয়ার করলাম বিশেষ করে ছোট্ট বেলার ও বড় বেলার...............







মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

রুচি বলেছেন: আপনার ছেলের জন্য শুভকামনা!!
জয়া আহসানের সাথে কি সে কোন নাটকে অভিনয় করেছিল??

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

সোহানী বলেছেন: হুম আগে করতো এখন পড়ার চাপে দিতে পারি না...

ধন্যবাদ...

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমি শুধু চাই ও যেন মানুষের মত মানুষ হয় আর সেই কারনে আমি সবসময় খুব সাবধানে থাকার চেস্টা করি

-সব মায়েরা এই দিকটা ভাবেন না। কেউ কেউ ভাবেন, সন্তানরা ভালো খাবে ভালো পরবে এটাই যাবতীয় সুখ। কিন্তু সন্তানরা নষ্ট হয়ে গেলে বা বখে গেলে মাকে দোষ দিবে না কেউ, বাবাটার নিয়ে বলবে ওমুকের ছেলেটা গোল্লায় গেছে একেবারে।

আপনার বাবুটার জন্য অনেক শুভ কামনা।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

সোহানী বলেছেন: আসলেই তাই... সবাই এই দিকটা নিয়ে ভাবে না... জোর করে নিজের হারানো স্বপ্নের বাস্তবায়ন চায় বাচ্চাদের দিয়ে.....

অনেক ধন্যবাদ

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

একজন আরমান বলেছেন:
ভাগ্নেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
শেষ ছবিটা জাস্ট ওয়াও।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

সোহানী বলেছেন: মেনি থ্যাংকস্.................

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

মামুন রশিদ বলেছেন: আপনার ছেলের জন্য শুভকামনা । ওর নামটি জানা হলো না ।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

সোহানী বলেছেন: আমি ডাকি জানটুস... কাজিনরা ছোট পাখি..অফিসিয়ালি প্রত্যয়...

৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

ঢাকাবাসী বলেছেন: আপনার ছেলের জন্য আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ ছেলেকে প্রাচুর্য্যের মধ্যেই বড় করুন, না হলে তার মধ্যে হীনমন্যতা আসে। এ নিয়ে বিতর্ক আছে তবে একটু লাগামে রেখে অভাব না রেখে বড় করলে আখেরে ভালই হয় ।

০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

সোহানী বলেছেন: সত্যিই কি তাই? আমার চারপাশের আত্বীয়দের বাচ্চাদের দেখেই আমি ওর ব্যাপারে সাবধান হয়েছি.......

৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

এম আর ইকবাল বলেছেন: ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম সে কারনে ইংলিশ মিডিয়ামে আমি তাকে পড়াইনি.... আমি প্রাচুর্য়ের মাঝে হয়তো ছেলেকে বড় করতে পারতাম কিন্তু মানুষ কি করতে পারতাম....

আপনার এই কথাগুলোর সাথে সহমত হতে পারলাম না ।কেউ কেউ অহংকারী হতে পারে । বেশীর ভাগ নয় ।

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সোহানী বলেছেন: হয়তো ...... কিন্তু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরকে আমি বেশরিভাগই অহংকারী পেয়েছি।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

মেঘলা আমি বলেছেন: প্রত্যয়কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

সূর্য হাসান বলেছেন: আপনার রাজপুত্রের জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ

৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

স্বপনচারিণী বলেছেন: হবু সাইন্টিস্ট প্রত্যয় সোনা, তোমার জন্য অনেক আদর ও ভালবাসা।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

সোহানী বলেছেন: সাইন্টিস্ট প্রত্যয় সোনার পক্ষ থেকে অনেক ধন্যবাদ

১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

মদন বলেছেন: যে প্রাচুর্যে বড় করছেন, আমার মনে হয় যথেষ্ঠ আছে। অতি প্রাচুর্য্য/অতি দারিদ্র দুটিই ক্ষতিকর।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

সোহানী বলেছেন: হা ঠিক তাই.. আমার ও তাই বিস্বাস.....অনেক ধন্যবাদ

১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

ডরোথী সুমী বলেছেন: প্রত্যয় সোনা অনেক ভাল আর লক্ষ্মী থেকো মা-বাবার স্বপ্নের মতো। অনেক অনেক ভালবাসা আর শুভ কামনা।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১

সোহানী বলেছেন: এতো চমৎকার দোয়া..... অনেক ধন্যবাদ।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রত্যয়ের সকল প্রত্যাশা পূর্ণ হোক। জন্মদিনের অনেক অনেক শুভ কামনা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

সোহানী বলেছেন: আমার ও বিশ্বাস ওর প্রত্যাশা পূর্ণ হবে....

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

ওবায়েদুল আকবর বলেছেন: শুধু ইংলিশ মিডিয়াম কেন বাংলা মিডিয়ামেরও বিত্তবানের ছেলেরা অহংকারী হয় অথবা কারো কারো বিত্তবৈভবের প্রতি একধরণের বিতৃষ্ণা তৈরী হয়। কিন্তু ইংরেজী মিডিয়ামে সবচেয়ে খারাপ যেটা হয় সেটা হল বাংলাদেশ, বাংলা ভাষা আর এদেশের মানুষের প্রতি এক ধরণের অবজ্ঞা এদের মধ্যে ছোটবেলা থেকেই গ্রো করতে থাকে। পরে বড় হতে হতে একসময় দেখা যায় নিজের ছেলেমেয়েকে নিজের বাবা-মাই চিনতে পারেনা। আমার এক কাজিনের দুই ছেলে মেয়ের জন্য সেদিন সে আফসোস করল। বি আই টি তে পড়া ওর ছেলেমেয়েদের ধারণা বাংলাদেশীরা ডার্টি এদের বিশ্বের কোথাও দেখতে পারেনা। ওরা বড় হয়ে এদেশে থাকবেনা। আমার কাজিনের কথা বড় হয়ে বিদেশে যাক কোন সমস্যা নেই কিন্তু তাই বলে নিজের দেশ নিয়ে এরকম একটা রেসিস্ট মনোভাব নিয়ে তার ছেলেমেয়েরা বড় হবে। ছেলেমেয়েদের এরকম হওয়ার জন্য ও বিআইটি কেই দায়ি করল।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

সোহানী বলেছেন: চমৎকার ভাবে আমার মনের কথাই বলেছেন। হা ঠিক তাই ওদের মনে এদেশের প্রতি কেমন যেন ঘৃনা কাজ করে যাতে আমি খুব আহত হই। তাই আমি ইংলিশ মিডিয়াম থেকে দূরে। ওর দাদা-দাদী সবা্ই দেশের বাইরে থাকে... সবাই চায় ও তাড়াতাড়ি বাইরে আসুক.. আমি তা চাই না বলেই এ মিডিয়াম থেকে দূরে।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

মানবীয় বলেছেন: আকবর ভাইকে বলছি, দেশের প্রতি অবজ্ঞা কিন্তু একদিনে আসে নাই, খুব ধীরে ধীরে এটা তৈরি হয়, প্রতেক বাব-মা'র উচিত তার বাচ্চাদের এটা ভালমত বুঝানো যে, তার জন্মভূমিটা এতটা খারাপ না।
সমস্যা হচ্ছে, আমাদের চারদিকে এত অসঙ্গতি যে, শিশুমনে তার প্রভাব পরবেই। টিভি খুললেই দেখা যায় মারামারি, বোমাবাজি, হরতাল এই সমস্ত জিনিস। বাচ্চাদেরকে আমরা কতটুকু সুস্থ বিনোদন দিতে পারছি। তাই এই সব অসঙ্গতি দেখে তার মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা খারাপ। তখন আবার আমাদেরই দায় যে তাকে আমাদের কিছু ভাল মানুষের কথা শুনাতে হবে, ভাল কথা বলতে হবে।
তবে হ্যাঁ, কিছু বখাটে যে নেই তা না, এটা সব দেশের সব সমাজেই আছে। আর একটা বখাটে তৈরির প্রথম দোষ কিন্তু তার পরিবারের উপরই বর্তায়।

সোহানি, আপনার জানটুস'র জন্য রইল অনেক আদর। আমার মতে কিছুটা কম প্রাচুর্য্যের মধ্যে বড় করা উচিত, এতে করে কিছু না পাবার কষ্ট সহ্য করার ক্ষমতা তৈরি হয়। অনেকটা, প্রয়োজনে অভাব নেই কিন্তু অপ্রয়োজনে অভাব আছে। আর কোনটা প্রয়োজন সেটা আপনিই নির্ধারণ করুন।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

সোহানী বলেছেন: আমার মতে কিছুটা কম প্রাচুর্য্যের মধ্যে বড় করা উচিত, এতে করে কিছু না পাবার কষ্ট সহ্য করার ক্ষমতা তৈরি হয়। অনেকটা, প্রয়োজনে অভাব নেই কিন্তু অপ্রয়োজনে অভাব আছে। আর কোনটা প্রয়োজন সেটা আপনিই নির্ধারণ করুন। ...

একেবারেই সত্য কথা। কিছুটা অভাবের মধ্যেই ওদের মানুষ করা উচিত.. নতুবা দুদিন পর ইয়াবা ধরবে......

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভ জন্মদিন!! আপনার ছেলের জন্য রইলো একরাশ শুভ কামনা।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

আশফাকুল তাপস বলেছেন: প্রথম ছবি দেখে মনে করসিলাম আপনি বোধহয় জয়া আহসান....LOL

হ্যাপি বার্থডে প্রত্যয়।

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

সোহানী বলেছেন: প্রথম ছবি দেখে মনে করসিলাম আপনি বোধহয় জয়া আহসান....LOL......

মেনি থ্যাংকস্................. ফর নাইস কম্লিমেন্ট... হাহাহাহা

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: প্রত্যয় এর জন্য শুভ কামনা রইলো! ভাল থাকুক সব সময়!

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

সোহানী বলেছেন: many thanks...........

১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

জুন বলেছেন: প্রত্যয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা সোহানী :)

কি জানি আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামেই পড়েছে এখনো বাইরে পড়ছে। অত্যন্ত পোশাক আসাক সবদিক দিয়েই চুড়ান্ত সিম্পল। তার মত দেশ প্রেমিক রাজনীতি সচেতন তো আমি দেশে থেকেও হতে পারলাম না।
সে তো প্রয়োজন ছাড়া ইংরাজী দেশে থাকতেও বলতো না । এখন বিদেশী বন্ধু আর স্যারদের সাথে যা বলার কিন্ত আমাদের সাথে একটা অক্ষরও না। যার জন্য মাঝে মাঝে দুষ্টামী করে আমি বলি 'তোমাকে এত পয়সা খরচ করে ইংলিশ মিডিয়মে পড়ালাম কি বাংলায় কথা বলার জন্য'।

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

সোহানী বলেছেন: হয়তো তাই বিদেশে থাকলে ওদের চেইন্জ আসে কিন্তু দেশে থাকলে ওদের মানসিকতা একটু আলাদা মনে হয়। আবারো বলছি এটা আমার সম্পুর্ন ব্যাক্তিগত ধারনা।...... আমার চারপাশের বাচ্চাদের দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি।


অনেক ধন্যবাদ..

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
জয়া আহসানের সাথে কোন নাটকের দৃশ্য ওটা?

আপনার ছেলএর জন্য আমার স্নেহাশিস রইল, আপু। :)

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ....

নাটকের নাম কফি উইথ সল্ট... এখন এতো নাটক হয় আপনি কয়টা আর দেখবেন.......................................হাহাহাহা

২০| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আপনার ছেলের জন্য শুভ কামনা রইলো

ভালো থাকুক সে
পূর্ন হোক সব স্বপ্ন :)

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ........

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছেলের জন্য শুভকামনা!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সোহানী বলেছেন: many many thanks....

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনার ছেলের জন্য শুভকামনা রইল :)

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

সোহানী বলেছেন: ধন্যবাদ..............

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

একলা ফড়িং বলেছেন: আপু, আমারও মনে হয় বিত্ত-বৈভব আর প্রাচুর্যের মাঝে যারা বড় হয় তারা ঠিক পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই।



পিচ্চির জন্য লেট শুভ জন্মদিন আর অনেক শুভকামনা। :) :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: হাঁ ঠিক তাই..... অনেক ধন্যবাদ..............

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধুর, আমিতো ভাবলাম, এটা জয়া আহসানের ব্লগ ! আর প্রথম মন্তব্য পড়েই হতাশ হলাম !! X( X( :P :P B-)) B-))

আপনার ছেলের জন্য শুভকামনা। :)

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: হায় হায় কন কি.....................
ধন্যবাদ..............

২৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৬

প্রিয় জন বলেছেন: আপনার ছেলের জন্য শুভকামনা!!

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:০৬

সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ................

২৬| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আনিস৫১ বলেছেন: @সোহানী আপা, আপনার "জানটুস" এর অফিসিয়ালি "শুভ কামনা" রইলো । আমার সারা জীবনের স্বপ্ন ছিলো নিউটনের এর মত সাইন্টিস্ট হওয়ার। অনেকেই "শাহরুখ খান, সালমান খান " । আর আমার সারা জীবনের স্বপ্নের নায়ক "নিউটন" । অলটাইম আমি নিউটনের ফ্যান। আমি তো আর সাইন্টিস্ট হতে পারলাম না তবে দোয়া "প্রত্যয়" যেন "আইনস্টাইন" এর মত বিরাট বিজ্ঞানী হয়ে উঠে ।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৫

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আনিস। আপনাদের শুভকামনায় হয়তো সে সাইন্টিস্ট হতে পারবে একদিন.....

আসলে সে তার মামাকে দেখে সাইন্টিস্ট হতে চেয়েছে..... ওর মামা একজন সাইন্টিস্ট............ যদিও গত দু'দিন ধরে সে খুব এক্সাইটেড কারন তার বড় খালার একটা পেপার ইন্টারন্যাশানাল মেডিকেল জার্নাল এক্সেপ্ট করেছে....

২৭| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্টটায় ২য় বারের মতোন হাজিরা দিয়ে গেলাম। জয়া আমার প্রিয় নায়িকা। উনারে আমার সালাম দিয়েন।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০১

সোহানী বলেছেন: জয়ার সাথে অনেকদিন যোগাযোগ নেই কারন ছেলেকে এ লাইন থেকে দূরে সরিয়ে রেখেছি। মিডিয়া জগৎ নেশার মতো.......... আমার ছেলের এতে অপরিসীম আগ্রহ তাই এ ব্যবস্থা।

অনেক অনেক ধন্যবাদ।

২৮| ১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬

জহিরুল লাইভ বলেছেন: হাঁ, প্রশ্ন ও তৎসংশ্লিষ্ট বিষয় মন দিয়ে পড়লাম। ভাল লাগল।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০২

সোহানী বলেছেন: অনেকের কাছে বিষয়টি ভালো না লাগলে ও আমি বিস্বাস করি নিজ ভাষায় শেখাটা বাচ্চাদের অনেক অনেক জরুরী।

অনেক ধন্যবাদ জহিরুল লাইভ ।

২৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: হবু আইনস্টাইনের আসল নামটা কী, তা তো বল্লেন না। যাহোক, ও এখন ১৪, জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। ওর জন্য অনেক শুভকামনা---
ওহ, ৪ নং প্রতিমন্তব্যে এসে ওর নামটি পেলাম- প্রত্যয়, খুব সুন্দর নাম!
প্রাত্যহিক জীবনে একটু একটু করে মানবিকতার দৃষ্টান্ত ওর গোচরে আনবেন। একটা কাজ কি করে ভাল করে করা যায়, আবার খারাপ করেও করা যায়, দৃষ্টান্ত দিয়ে সেটা বুঝিয়ে দেবেন।
প্রত্যয় এর জন্য জন্মদিনের বিলম্বিত শুভকামনা...

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

সোহানী বলেছেন: প্রিয় খায়রুল ভাই, গত ৭ তারিখেই তার জন্মদিন ছিল। লিখাটি কিছু এড করে রিপোস্ট করবো কিনা একবার ভেবেছিলাম। তারপর ভাবলাম, থাক ব্যাক্তি আমিকে আবার নাই প্রকাশ করি।

সত্যিই ভাই, আমি জীবনটা খুব সাধাসিধে দেখতে চাই। আমার দরকার নেই কেউকাটা হবার। আটপৈারে জীবন আমার ভালোলাগে। খুব সাধারন জীবন, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানো, ওদের প্রিয় কিছু রান্না, শপিং আর ভদ্রগোছের একটা জীবনধারনের জব। আর তাইতো অনেক ভেবে লাস্ট ইর্ন্টান্যাশানাল অফারটা রিজেক্ট করলাম। এক জীবনে এতো দৈাড়ে কি হবে!!

খুব চেস্টা করি মানবিক গুনগুলো যেন ধারন করে আন ভদ্রটা সভ্যটা বজায় রাখে। হয়তো সফল এ পর্যন্ত, কারন এ পর্যন্ত সে প্রতি বছরে স্কুলে টিচার্স এ্যাপ্রিসিয়েশান এ্যাওয়ার্ড পেয়ে আসছে। আমার পাড়া প্রতিবেশী একবাক্যে ওর প্রশংসা করে। সবচেয়ে বড় কথা আমাকে খুব ফিল করে। আমার স্যাক্রিফাইসগুলো বোঝে। ভবিষ্যত জানি না তবে চেস্টা করে যাবো।

অনেক ভালো থাকেন।

৩০| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

নতুন বলেছেন: এখন আর আগের মত হুটো পুটি করে না একা থাকতেই বেশী ভালোবাসে।

সবার সাথে মিশতে দেবেন। নতুবা ইন্ট্রোভাট হয়ে গেলে পরে বাইরের দুনিয়ায় তাল মেলাতে সমস্যা হয়।

দোয়া "প্রত্যয়" যেন "আইনস্টাইন" এর মত বিরাট বিজ্ঞানী হয়ে উঠে ।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সোহানী বলেছেন: কানাডিয়া লাইফে ইন্ট্রোভাট হতে অনেকটা বাধ্য। কারন এখানকার বাচ্চাদের এতোবেশী পার্সোনাল শেখানো হয় যে ওরা কারো কিছুতেই ইন্টাফেয়ার রীতিমত অন্যায় ভাবে। আমরা ছোটবেলায় মারামারি কাটাকাটি করতাম ভাইবোন কাজিনদের সাথে। সবার জিনিস না বলে নিয়ে যেতাম, যা ইচ্ছে তা করতাম। এখানে জন্ম থেকেই মেখানো হয় এটা অন্যায়.........। খুব বিরক্তিকর।

আপনাদের প্রার্থনায় সত্যিই সে একদিন কিছু হয়ে উঠতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.