নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ শিশু একাডেমীকে রক্ষার দায়িত্ব সবার..... প্লিজ আপনারা এ প্রতিষ্ঠানটি কেড়ে নিবেন না

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২





মাননীয় রাস্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা শিশুদের এ প্রতিষ্ঠানটি কি রক্ষা করুন........ শিশুদের প্রাণের প্রতিষ্ঠানটি বন্ধ হতে দিবেন না...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ......



বাংলাদেশ শিশু একাডেমীকে একটি চমৎকার প্রতিষ্ঠান। শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য এ প্রতিষ্ঠানটির তুলনা হয় না। এখানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা ছাড়াও তিন বছন মেয়াদি বিভিন্ন সাংস্কৃতি কর্মকান্ড যেমন নাচ, গান, চিত্রাংকণ, কবিতা, নাটক, হাতের লিখা, কম্পিউটার সহ অনেক বিষয়ে শিশুদের শিক্ষা দেয়া হয়। এটি এমনই একটি চমৎকার প্রতিষ্ঠান যা আপনার আমার বাচ্চাদের ইট-পাথরের নগরে কম্পিউটার গেইমস্ এর বাইরে সৃজনশীলতা বিকাশের জন্য কিছু করার চেস্টা করে। আমার জানা মতে এটিই একমাত্র শিশুদের জন্য সরকারি প্রতিষ্ঠান।







কিন্তু কিছু বছর ধরে এ প্রতিষ্ঠানটি কেড়ে নেয়ার জন্য বিভিন্ন ভাবে চেস্টা করা হচ্ছে। আমি আপনি কি পারি না এর বিরুদ্ধে রুখে দাড়াতে???



হাঁ এটা সত্য যে জমি দখলের মামলায় হাইকোর্ট জিতে গেছে কারন হাইকোর্ট এর কিছু জমি শিশু একাডেমী এর মধ্যে পড়েছে কিন্তু হাইকোর্টের জমির মধ্যে মাজার বা আরো অনেক প্রতিষ্ঠান ও তো আছে। সেই সব প্রতিষ্ঠান থেকে ও কি শিশুদের এ প্রতিষ্ঠানটি কম গুরুত্বপূর্ন !!!!!!!!!!!!!



আপনারাই বলুন, শিশুদের এ প্রতিষ্ঠানটি এভাবে কেড়ে নেয়া কি ঠিক হবে???? হাইকোর্ট এর প্রচুর জায়গা আছে চারপাশে.... এ ছোট্ অংশটুকু কেড়ে না নিলেই কি চলে না???? এ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে আমাদের শিশুরা কোথায় যাবে বলবেন কি????



গত ২১ ডিসেম্বর এ একাডেমীর শিশুরা সকলকে বিষয়টি জানানোর জন্য মানব বন্ধন করেছেন। এবং এ বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন... আপনাদের জানানোর উদ্যেশ্যেই আমার এ লিখা।







মাননীয় রাস্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা শিশুদের এ প্রতিষ্ঠানটি কি রক্ষা করুন........ এটি কেড়ে নিবেন না.......... শিশুদের প্রাণের প্রতিষ্ঠানটি বন্ধ হতে দিবেন না......... শিশুদের সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে বাধাঁ হয়ে দাড়াবেন না ........... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ...... প্লিজ....প্লিজ....প্লিজ....প্লিজ....প্লিজ....



আপানাদের সহযোগীতার হাতই পারে এ প্রতিষ্ঠানটি রক্ষা করতে। প্লিজ, প্রতিষ্ঠানটি ধ্বংস করবেন না, একে রক্ষা করুন। শিশুরাই আমাদের ভবিষ্যত কান্ডারী তাই নয় কি.................

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

সোহানী বলেছেন: পোস্টাটা স্টিকি করতে কার সাহায্য লাগবে, বলবেন কি..............

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

প‌্যাপিলন বলেছেন: উচ্চ আদালতের কাছে অনুরোধ শিশুদের স্বার্থে এই জমিটুকু ফিরিয়ে দিতে

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০

সোহানী বলেছেন: হা ঠিত তাই.... আমাদের ও শিশুদের অনুরোধ....

উচ্চ আদালতের কাছে অনুরোধ শিশুদের স্বার্থে এই জমিটুকু ফিরিয়ে দিতে

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

সুমন কর বলেছেন: উচ্চ আদালতের কাছে অনুরোধ, শিশুদের এ প্রতিষ্ঠানটি বন্ধ করবেন না।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

সোহানী বলেছেন: হাঁ, শিশুদের এ প্রতিষ্ঠানটি বন্ধ করবেন না...... প্লিজ........প্লিজ......প্লিজ

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

রমিত বলেছেন: বীর উত্তম জিয়াউর রহমান এই এ্যাকাডেমিটির প্রতিষ্ঠা করেছিলেন, এ জন্যই কি এর উপর ঝাঁপিয়ে পড়া?

সকলের কাছে অনুরোধ, শিশুদের এ প্রতিষ্ঠানটি বন্ধ করবেন না।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

সোহানী বলেছেন: জানি না ভাই, শুধু এটুকু জানি যে এ প্রতিষ্ঠানটি বন্ধ করা কোনক্রমেই উচিত হবে না।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

রমিত বলেছেন: পোস্টটা স্টিকি করা হোক।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

সোহানী বলেছেন: পোস্টটা স্টিকি করার জন্য অনুরোধ রইলো।

অনেক ধন্যবাদ.........

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

ইউরো-বাংলা বলেছেন: সরকার সবকিছু নিয়েই টালবাহানা করছে, দেখি শিশু একাডেমী নিয়ে তাদের শুভ বুদ্ধির উদয় হয় কিনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

সোহানী বলেছেন: শিশু একাডেমী নিয়ে সরকারের শুভ বুদ্ধির উদয় হোক...........

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

সাইবার অভিযত্রী বলেছেন: ভাই প্রতিষ্ঠানের নাম বংগবন্ধু শিশু একাডেমী বা শেখ রাসেল একাডেমী করে দেন, টিকে যাবে, কারো বাবাও এর কিছু করতে পারবেনা !

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

সোহানী বলেছেন: যার নামেই হোক, প্রতিষ্ঠানটি টিকলেই হোল............

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

আমিনুর রহমান বলেছেন:



পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

সোহানী বলেছেন: পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।...

ধন্যবাদ.............

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

শায়মা বলেছেন: শিশু একাডেমী!!!!


কত স্মৃতি হারিয়ে যাবে ??? :(


২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

সোহানী বলেছেন: সেই স্মৃতি যাতে হারিয়ে না যায় তাই এ প্রচেস্টা...........

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

মশিকুর বলেছেন:
এতোগুলা প্লিজ লিখলে কি দাবী আদায় হবে? এদের ভদ্র ভাবে বললে কোন কাজ হবে না? আর একটু কঠোর ভাবে বলতে পারেন।

শিশু একাডেমীর জমি ফিরিয়ে দেয়া হোক অথবা অনতিবিলম্বে ভিন্ন ব্যবস্থা করা হোক।



পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: শিশু একাডেমীর জমি ফিরিয়ে দেয়া হোক অথবা অনতিবিলম্বে ভিন্ন ব্যবস্থা করা হোক...........

পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি......

ধন্যবাদ......

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিও শিশু একাডেমিতে গিয়েছি , সে হিসেবে একাডেমির স্টুডেন্ট । বিষয়টা আমার জানা ছিলো না ।

আপনার পোস্টের সাথে সহমত । হাইকোর্টের কি শিশু একাডেমির অংশটা লাগবেই লাগবে ?? যদি লাগেই সেক্ষেত্রে অন্য কোন জায়গায় শিশু একাডেমি স্থানান্তরের ব্যাবস্থা করা উচিৎ ।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: অন্য জায়গার খোঁজে পি ডাব্লিউ চেস্টা করেছে কিন্তু ঢাকা শহরের মধ্যে কোন জায়গা পায়নি তাই কেরানী গন্জের দিকে প্রপোজ করেছে স্থানান্তরের। কিন্তু আপনারাই বলুন কেরানীগন্জে শিশু একাডেমী হলে কি শিশুরা যেতে পারবে?????

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

এম মশিউর বলেছেন:


পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

সোহানী বলেছেন: পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি..............

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

ৎঁৎঁৎঁ বলেছেন: বলেন কি? এত কিছু থাকতে শিশু একাডেমী ঊঠিয়ে দিতে চায়!

পোস্ট স্টিকি করা হোক! যাদের অনেক শৈশব স্মৃতি, তারা ব্যক্তিগত ভাবে এগিয়ে আসুন, ঢাকা শহরে এমনিই শিশুদের বিকাশের তেমন কিছু নেই, এক ছিল একাডেমী, এখন ওইটারে তুলে কেরানীগঞ্জ বা এরকম দূরে নিলে সেটা শিশুদের জন্য কোন অর্থে ভালো হবে?

আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

সোহানী বলেছেন: হাঁ সত্য, এই সিদ্ধান্ত কোনক্রমেই ভালো হবে না শিশুদের জন্য। আমি এই প্রতিস্ঠানের কেউ নয় কিন্তু নিজের বিবেকের তাড়নায় এগিয়ে এসেছি।

আপনাকে অনেক ধন্যবাদ............

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ফেবুতে শেয়ার দিলাম পোস্টটা।



পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি............

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি............

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

সোহানী বলেছেন: পোস্ট স্টিকি করা হোক..............

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

দার্শনিক ফিনিক্স বলেছেন: শিশু অ্যাকাডেমি বন্ধ করবেননা প্লীজ.হতে পারে শহীদ জিয়া শিশু অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা কিন্তু এটা কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়.তাই দয়া করে শিশুদের এই তীর্থস্থান বন্ধ করবেননা প্লীজ

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫২

সোহানী বলেছেন: এটা কোন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়.তাই দয়া করে শিশুদের এই তীর্থস্থান বন্ধ করবেননা প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ

ধন্যবাদ................

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪

নষ্ট অবতার বলেছেন: আমরা কি সবকিছুই নষ্ট করে ফেলব ?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: অনেকটাই.......

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

ইখতামিন বলেছেন:
পোস্টটা কি স্টিকি করা হয়েছিল?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: না স্টিকি করা হয়নি...........

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: এ ব্যাপারে লেটেস্ট আপডেট কী?
এগুলো হচ্ছে ডার্ক সাইড অভ ব্যাড পলিটিক্স।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

সোহানী বলেছেন: জানি না খায়রুল ভাই। দেশের বাইরে থাকার কারনে খবর কাগজের বাইরের খবর পাওয়া কঠিন। আগে জড়িত ছিলাম তাই অনেক কিছুই জানতাম কিন্তু এখন আউট অব সাইট আউট অব মাইন্ড আউট অব খবরাখবর।

অনেক দিন পরে মনে পড়ে গেল খবরটা......

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিশু একাডেমি বন্ধ করা চলবেনা চলবেনা

হাইকোর্টের আর কত জমি চাই! বিশাল বিশাল ময়দানতো খালিই পড়ে থাকে!
রমিত ভাইয়রে কথা আর খায়রুল আহসান ভায়ার কথাই সত্য মনে হচ্ছে!!!! অতীব দু:খজনক

@লেখক, পোষ্টটাকে আরেকটু বিস্তারিত করলে মনে হয় ভাল হবে। শিশু একাডেিমর প্রতিষ্টা থেকে এর কার্যক্রম
শিশুএকাডেমি থেকে বেরিয়ে আসা বিখ্যাত ব্যক্তিত্ব। শিশুদের মনোজাগতিক চর্চায় এর অবশ্য প্রয়োজনীয়তা
হালকা করে যোগ করে দিন। সাথে এ সম্পর্কিত ডকুমেন্ট থাকলে- নির্দেশনা, চিঠি বা সংবাদ ক্লিপ যোগ করে দিতে পারেন।
আর কার্যকর হবে।

ষ্টিকি আবেদনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

সোহানী বলেছেন: বিগু, তুমি হয় চোখের ডাক্তার দেখাও নতুবা মলা ডেলা মাছ খেয়ে চোখের জ্যোতি বাড়াও ;) ;)

দয়া করে লিখার ডেইট দেখো!!!!!!!!!!!!

আর খায়রুল ভাইরে তুমি দোষ দিতে পারবা না কারন উনি আমাকে অতি স্নেহ করেন। আমার সব পুরোনো লিখা পড়ে সামুতে উকিঁ দিতে বাধ্য করেন।

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধূর! এইটা কিছু হইল :(( :-/ :-B

প্রিয় মানুষের সবকিছু কি সবসময় ওয়াচম্যানের মতো চেক করা যায়!
এখানে বিল গাইবে ইয়াকিনেই চলতে গিয়ে যত্ত বিভ্রাট! :P

নেক্সট টাইম- কমেন্টের আগে ওয়াচম্যানই হতে হবে বুঝলাম! B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০১

সোহানী বলেছেন: নো প্রবলেমক বিগু........... । তুমি না হয় মাঝে মাঝে ভুল করে খায়রুল ভাইরে ফলো করে আমার দু'একটা পুরান পোষ্টে ঢুকেই পড়লা। এতে তেমন কিছু ক্ষতি বৃদ্ধি হবে না।:P :P :P :P :P

প্রিয় মানুষদের কমেন্টের ছোয়া পেলে সমসময়ই ভালোলাগে, সেটা ২০১৩ এর পোষ্ট কিংবা ২০১৮ এর পোষ্ট ........................

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

পদ্মপুকুর বলেছেন: আজব! এই দেশে ভণ্ডামীর জন্য মাজার থাকতে পারে কিন্তু মননশীলতা বিকাশের জন্য শিশু একাডেমি থাকতে পারে না...

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

সোহানী বলেছেন: ঠিক একথাই আমি সবসময়ই বলি। শুনতে খারাপ লাগলে ও সত্যটা হলো আমরা শিশু বিকাশ নিয়ে মোটেও মাথা ঘামাই না। তাই আদতে মোটা মাথার বিকাশই হচ্ছে দিনের পর দিন!

ভালো থাকুন প্রিয় পুকুর ভাই............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.