নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
সুইজারল্যান্ড কান্ট্রি সাইড যে কতটা সুন্দর হতে পারে তা না গেলে উপলব্ধি করা যায় না। আমার মনে হয়েছিল হয়তো আমি সত্যিই স্বর্গে চলে এসেছি... এতোটাই সুন্দর। তাইতো হলিউড/বলিউড/ঢালিউডের ছবির স্যুটিং এখানে হয়। খারাপ ওয়েদারের কারনে আমি এ্যান্জেলেনা জলি বা শাহরুখ খানের দেখা পেলাম না ... আফসোস... । ... যেহেতু আমাদের টাইম ফিক্সড্ তাই ওয়েদার এর দিকে খুব একটা না তাকায়ে কাধেঁ ব্যাগ প্যাক নিয়ে বেড়িয়ে পড়েছিলাম। যাহোক ছবি দেখেন বাড়তি কথা না বলে.....
এগুলা লুজানের ছবি..... লেক, গাছ, গাংচিল/হাঁস... সব মিলিয়ে সে যে কি সুন্দর... আমার মনে হয়েছিল আমি যুগ যুগ এখানে এ নদীর ধারে কাটিয়ে দিতে পারবো
উপরের পেনোরমা রেস্টুরেন্টে কফি খেতে ঢুকছিলাম... সেখানে এক বাঙ্গালী ভাইয়ের দেখা পেয়েছিলাম... আমাদের দেখে সে কি খুশি .... দেশের টান আর কি...
এগুলা অলিম্পিক সিটির ছবি..... অলিম্পিক হিস্ট্রি আর স্কাপ্লচার সঙ্গে ন্যাচারাল ভিউ....ও মাই গড... নেচারের সাথে মনুষ্য সৃস্টি কম্বিনেশান... অপূর্ব অপূর্ব অপূর্ব...... নিজের চোখকেই বিস্বাস করতে পারছিলাম না ... এতোটাই সুন্দর।
এবার নদীর পাড় দেখা শেষ দেন পাহাড়ে চলেন..... পাহাড় কতটা সুন্দর হতে পারে তা এবার দেখবেন..!!!
এখানেই মেইনলি হলিউড/বলিউড/ঢালিউড এর স্যুটিং হয়। একটু খেয়াল করলে ইদানিং কালের ছবিগুলা বিশেষ করে বলিউড/ঢালিউড এর গানের সিনারি খুঁজে পাবেন।
এবার ওল্ড টাউনের ছবি দেখেন.... তারা কি যত্ন করে নিজেদের ঐতিয্য ধরে রেখেছে তা না দেখলে বিস্বাস হয় না। যাহোক আমাদের মতো ১৮ কোটি লোক থাকলে অবশ্য ঠেলাটা বুঝতো !!!!
বি:দ্র: সুইজারল্যান্ড এ বড় শহরগুলোর ছবি আগেই শেয়ার করেছি তাই এ পর্বে দিলাম না।
আগের পর্বের ছবি যদি দেখতে চান : Click This Link
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ...
২| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:০৯
লিখেছেন বলেছেন: আপনি switzerland এ থাকেন ? খুব lucky তাহলে !!
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪০
সোহানী বলেছেন: না আমি switzerland থাকি না তবে বছরে অফিসের কাজে যাওয়া হয়... তবে আমি lucky বটে ।
ধন্যবাদ লিখেছেন । বাট আপনি কি লিখেছেন !!!!
৩| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১২
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য.....................
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১
সোহানী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ হামিদ আহসান ।
৪| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৫
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪১
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ আজীব....
৫| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭
সুস্মিতা শ্যামা বলেছেন: খুব ভাল লাগল।
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ শ্যামা ।
৬| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৮
ঢাকাবাসী বলেছেন: ছবিসহ লেখাটি ভাল লাগল। হ্যাঁ আমাদের মত ২২/২৩ কোটি মানুষ থাকলে এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য আর থাকতোনা!
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৩
সোহানী বলেছেন: সেটাই কথা।
আমাদের দেশ এতো সুন্দর কিন্তু শুধুমাত্র এতো মানুষের জন্য সৌন্দর্য আর থাকছে না।
আমার সবচেয়ে বাজে লেগেছে সুইস ওয়েদার!!! হরিবল !!!! আমরা যে কি সুখে আছি ওয়েদারের দিকে তা সুইসে না গেলে বোঝা যায় না।
অনেক ধন্যবাদ ঢাকাবাসী, নিয়মিত আমার ব্লগে আসার জন্য।
৭| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: নদীর ছবি গুলো বেশি ভালো লাগলো।
panoroma নামে কি বড় শপিং মলও আছে ? আমাদের দেশের মতো জনসংখ্যা বাড়তি হলে প্রাকৃতিক সৌন্দর্য থাকতো না এ কথার সাথে হালকা দ্বিমত আছে আপু। লোকসংখ্যার পাশাপাশি আইনের প্রয়োগের যথাযথ ব্যবস্থা থাকলে আমাদের দেশটাও দর্শনিয় হতে পারতো বলে মনে করি। তাহএল যত্রতত্র নোংরা হতো না এবং ট্যুরিজমের দিক থেকেও দেশ লাভবান হতো।
আপনার ছবি পোস্ট দেখে সত্যিই খুব ভালো লাগলো। শুভকামনা রইলো।
১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩
সোহানী বলেছেন: প্যানোরমা শপিং মল আছে কিনা জানি না তবে এ প্যানোরমা রেস্টুরেন্ট খুব জনপ্রিয় নদীর ধারে হবার কারনে। কিছু ছবি এ রেস্টুরেন্টর দিতে চাইলাম বাট আপলোড হচ্ছে না।
ভাইরে এত্তো লোক থাকলে আইন প্রয়োগ হবে কিভাবে?? আইন তো তারাই খেয়ে ফেলছে।
অনেক ধন্যবাদ অপর্ণা।
৮| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২
নতুন বলেছেন: জটিল ++
যাইতে হইবো... কিন্তু অনেক দেশেই আমাদের ভিজিট ভিসা দিতে চায়না...
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ নতুন।
ভিজিট ভিসার জন্য কিছু পেপারস্ চায় ওরা। প্রয়োজনীয় পেপার, ব্যাংক সলভেন্সী দিলে ভিসা নিয়ে ঝামেলা করে না।
৯| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০
ভিটামিন সি বলেছেন: সুইজারল্যান্ড ভালা না। একটাও গাড়ি দেখলাম না আপনার ছবি বা রাস্তায়। আমগো দেশে কত্ত কত্ত গাড়ি!!!! ঠেলা, ভ্যান, রিকশা, অটো, সিএনজি ......... লও ঠেলা।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭
সোহানী বলেছেন: খাইছে... ভিটামিন সি যে......
গাড়ি কেন মানুষ ও তো আমি খুজেঁ পাইনি লজান বা ইন্টালকান সিটিতে। আমার প্রথমবারের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম এ ব্যাপারে.............. খোদ জেনেভাতেই রবিবার পুরাই অন্ধকার খালি রাস্তা বা ওভার ব্রিজের চিপায় কিছু কালা পোলা আর সাদা টিন এজ মেয়ে ছাড়া !!!!!
১০| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০
নতুন বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নতুন।
ভিজিট ভিসার জন্য কিছু পেপারস্ চায় ওরা। প্রয়োজনীয় পেপার, ব্যাংক সলভেন্সী দিলে ভিসা নিয়ে ঝামেলা করে না।
ঠিক আছে... ইউরোপ টুরে যাইতে হইবো...
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯
সোহানী বলেছেন: চলে যান। সেনজান ভিসা নিবেন এক সাথে ইউরোপের সব দেশ ঘুরতে পারবেন।............ অগ্রীম শুভকামনা।
১১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৩
শুঁটকি মাছ বলেছেন: উফ কত সুন্দর দেশ!!!!!
কত দেশ ঘুরেছেন! আপনাকে হিংসা হয় আপু।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭
সোহানী বলেছেন: হিংসিত হবেন না শুটঁকি মাছ !!!! আপনি ও একদিন যেতে পারবেন ইনশাল্লাহ্ ।
১২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কত্ত সুন্দর দেশ।+++
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮
সোহানী বলেছেন: ভাইরে আমাগো দেশ ও সুন্দর খালি সুন্দর রাখার ইচ্ছার অভাবে এই অবস্থা... নাইলে সবাই আমাদের দেশেই আসতো সুইস বাদ দিয়া.....
১৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কত্ত সুন্দর দেশ।+++
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯
সোহানী বলেছেন: উত্তর উপরে...
১৪| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার একটা ছবিব্লগ ...
যাওয়ার ইচ্ছেটা বাড়িয়েই দিচ্ছে .....
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০
সোহানী বলেছেন: ঘুরে আসেন। এই সময় কিন্তু হাই টাইম... সামার। পরে ঠান্ডায়তো জমে জমে ঘুরতে হবে।
১৫| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৭
মূহুর্ত বলেছেন: চরম। খালি যাইতে মুন্চায়।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪
সোহানী বলেছেন: চলে যান মূহুর্ত ভাই। ইচ্ছা থাকলেই উপায় হয় সঙ্গে দরকার চেস্টা।
ধন্যবাদ।
১৬| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭
এম এম কামাল ৭৭ বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট! বড়ই সৌন্দর্য............
ছবি দেখে ভাষা হারিয়ে ফেলেছি।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১১
সোহানী বলেছেন:
এটা আপনার জন্য। আগে আপলোড হয়নি, এখন অনেক ঝামেলা করে আপলোড করলাম।
১৭| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৪
চড়ুই বলেছেন: সুইজারল্যান্ড অনেক সুন্দর আপু। আপনি কি লাকি!!!!!!!!!!
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৫
সোহানী বলেছেন: সুইজারল্যান্ড শহর নয় কান্ট্রি সাইড সুন্দর বেশী। আর সত্যিই আমি লাকি !!!!!!
১৮| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২১
সুমন কর বলেছেন: সুন্দর !!
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৩
সোহানী বলেছেন: আসলেই সুন্দর !!!!!!
১৯| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২
নীল বরফ বলেছেন: দেখতে খুবই সুন্দর একটা দেশ। আপনার তোলা ছবিগুলোও ভালো হয়েছে।
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৯
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ নীল বরফ। আরো কিছু ভালো ছবি আছে বাট সামু কেন জানি আপলোড করতে দিচ্ছে না.........
২০| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৩
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩০
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দীপান্বিতা ।
২১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালো লাগা
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪২
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ..................
২২| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: [img|]http://www.picgifs.com/graphics/c/coffee/graphics-coffee-264046.gif
২৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন:
১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৭
সোহানী বলেছেন: ওওওওওওওও আমি নাই !!!!!! এমনিতে ব্লাক কফি আমার খুব পছন্দ তার উপর রোজা রমজানের দিনে যদি তা অফার করেন তাহলে তো আমি আর নাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তারপর ও অসাধারন কফি ও বিস্কিটের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
২৪| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ, চমৎকার সব ছবি আর বর্ননার জন্য। আসলেই অসম্ভব সুন্দর একটা দেশ। চোখে না দেখলে এ সুন্দর্য্যকে পুরুপুরি উপভোগ করা যায় না।
২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৩
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ক্যপ্রিসিয়াস .... সত্যিই তাই। ..... আপনার নেক্সট্ লিখা কবে আসবে ???
২৫| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ আপু সেমিস্টার ফাইনাল চলছে, তার মাঝে ৩ দিন প্রাগে ক্লাস পার্টি ছিল । আগামি মাসে প্রগের নিয়ে কিছু লেখার ইচছা আছে।
২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৫
সোহানী বলেছেন: প্রাগে ক্লাস পার্টি .... দারুনতো !!! প্রাগ যাওয়া হয়নি .... আমার ভাইয়ের খুব একটা পছন্দের জায়গা না তাই আপনার লিখায় প্রাগ দেখার অপেক্ষায়......
২৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১
সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার সব ছবি। সুইজারল্যান্ডকে যে পৃথিবীর স্বর্গ বলা হয় - তা এমনি এমনি না। আমার বাসা থেকে কিছুদূর হেটে গিয়ে এই লেকটায় মাঝে মাঝেই যাই। খুব ভাল লাগে।
২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৪
সোহানী বলেছেন: ও মাই গড... দারন ছবি। এটা কি জেনেভা লেক ??? ওপারে কি ফ্রান্স????
২৭| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৮
সীমানা ছাড়িয়ে বলেছেন: না আপু, এটা লেক জুরিখ। আমার বাসা একটু কান্ট্রি সাইডের দিকে।
২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৪
সোহানী বলেছেন: জুরিখ যাওয়া হয়নি.......... তবে আপনি দারুন জায়গায় থাকেন নি:সন্দেহে।
২৮| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪২
শায়মা বলেছেন: সুন্দর!!!
২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা।
২৯| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৪
সৃষ্টিশীল আলিম বলেছেন: আপনার ছবিগুলো এবং বর্ণনা শুনে পুরাই তো সুইজারল্যান্ডের প্রেমে দিওয়ানা হইয়্যা গেলাম!!!
ইস! পৃথিবীর স্বর্গে যদি একবার যেতে পারতাম!!!
অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪০
সোহানী বলেছেন: খুব কিন্তু খরচ না। প্লেন ফেয়ার বাদ দিলে ১১০ (*৯০) সুইস ফ্রা তে পাবেন ইবিস হোটেলগুলা...চ্রায় ৩/৪ জন শেয়ার করতে পারবেন রুম। আর ও কমে পাবেন কিছু গণ হোটেল আছে। আর জেনেভার বাইরে ইকোনমি ক্লাসে ট্রেন ভ্রমন। কারন কান্ট্রি সাইডই বেশী সুন্দর।
অামার সাথে এক গ্রুপ ইন্ডিয়ান পোলাপানের দেখা হয়েছিল... তারা ক্রস পোগামে এসেছিল। তারা লাগেজ নিয়েই ঘুরছিল আর যেখানে রাত সেখানেই কোন হোটেলে রাত কাটিয়েছে......
অবশ্যই যেতে পারবেন একদিন.....
৩০| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আহা !!!!!
২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৪
সোহানী বলেছেন: কেন রে ভাই কান্ডারি...... কার ভাগ্যে যে কি আছে!!!!!...... যাহোক ইনশাল্লাহ্ একদিন যেতে পারবেন ও বিশ্ব ভ্রমনে বের হবেন। ও কান্ডারি অথর্ব এর ভ্রমন কাহানি পড়বো অনেক আনন্দ নিয়ে.. ...
৩১| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপাগো এই সুখ কি আর আমার কপালে আছে
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫০
সোহানী বলেছেন: আছে আছে........... পরিশ্রম আর চেস্টাই যে ভাগ্যের নির্ধারক............
৩২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:২৭
সোহানী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা এহসান সাবির....
৩৩| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:০০
মৃদুল শ্রাবন বলেছেন: সত্যিই চমৎকার। আপনার ব্লগবাড়ীতে এলে মনে হয় কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা!!!
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
সোহানী বলেছেন: হাহাহাহা.... অশেষ ধন্যবাদ।
আমি খুব চেস্টা করি যতটুকুই লিখি তা যেন আপনাদের আনন্দ দেয় বা কোন ইনফরমেশান দেয় ..............।
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
সোহানী বলেছেন: অশেষ ধন্যবাদ মৃদুল শ্রাবন ।
সত্যিই তাই .. আমি খুব প্রানপনে চেস্টা করি আমার লিখাটি যেন আপনাদের কিছুটা হলেও আনন্দ দেয় অথবা কোন ইনফর্মেশান দেয় যা আপনাদের কিছুটা হলেও কাজে লাগে।
৩৪| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৩
মাহমুদ তূর্য বলেছেন: সুন্দর......... তবে আমাদের এই প্রিয় মাতৃভূমিই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা।
০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
সোহানী বলেছেন: অবশ্যই আমাদের এই প্রিয় মাতৃভূমিই আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কিন্তু আপনি দেশের বাইরে না গেলে কিভাবে তুলনা করবেন। তবে পার্থক্য তারা রক্ষা করে আর আমরা ধ্বংস করি। আমরা যদি আরেকটু সচেতন হতাম তাহলে আমাদের দেশ আজ বিশ্বের প্রধান পর্যটন কেন্দ্র হতো।
ধন্যবাদ মাহমুদ তূর্য ।
৩৫| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
ক্যপ্রিসিয়াস বলেছেন: @সোহানী আপু, আমার লাস্ট প্রাগ ট্যুর নিয়ে কিছু একটা লেখার চেস্ট করেছি, আপাতত ইনট্রোটা লিখলাম । সময় করে দেখে আসবেন- Click This Link ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৯
সোহানী বলেছেন: অবশ্যই ক্যপ্রিসিয়াস ... এখনি দেখছি।......
৩৬| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭
রোদের গল্প বলেছেন: ইউ আর সো লাকি!
অনেকগুলো দেশ ঘুরেছেন!
ছবিগুলো সুন্দর! ভ্রমন অব্যাহত থাকুক! শুভেচ্ছা!
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০
সোহানী বলেছেন: সত্যিই আমি লাকি। আপাতত: রেস্ট দেন আবারো বেড়িয়ে পড়বো।
অনেক ধন্যবাদ রোদের গল্প সাথে থাকার জন্য।
৩৭| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫
বৃশ্চিক রাজ বলেছেন: ৩ নং লাইকটা দিয়ে গেলাম।
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫
সোহানী বলেছেন:
৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
যমুনার চোরাবালি বলেছেন: দারুন সব জায়গা, ছবি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০১
সোহানী বলেছেন: সত্যিই তাই। দারুন সব জায়গা তবে মেইন শহর থেকে কান্ট্রি সাইড অনেক বেশী সুন্দর। বিশেষ করে লুজানে বা ইর্ন্টালকান.... যেন স্বর্গের কাছাকাছি।
৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
লাবনী আক্তার বলেছেন: আহা! কি সুন্দর দেশ।
ছবি ভাল হয়েছে আপু।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ লাবনী আক্তার .........
৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
খায়রুল আহসান বলেছেন: লুজানের ছবিগুলো খুব সুন্দর! পাহাড়ের গুলোও। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৬ নং মন্তব্যে দেয়া সীমানা ছাড়িয়ে এর দেয়া লেক জুরিখ এর ছবিটাও অসম্ভব সুন্দর!
পোস্টে পঞ্চম ভাল লাগা + +।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৩
সোহানী বলেছেন: আরে এখানেও আপনি পঞ্চম ভাল লাগা!!! কাকতলীয় কিন্তু!!
লুজানে সত্যিই সুন্দর। পারফেক্ট প্রাকৃতিক সৈান্দর্য্য। আর সবকিছু এতোটা ছিমছাম যে ভালো না লেগে উপায় নাই।
তবে যদি কম্পেয়ার করি তাহলে বলবো কানাডা অনেক বেশী সুন্দর। জেনেভা বা মেইন সিটিগুলো অনেক ক্লাম্জি মনে হয়েছে। সে তুলনায় কানাডা অনেক সুন্দর ও গোছানো।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোষ্ট