নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
ক'দিন আগে আমার পিয়নটা হঠাৎ আমার কাছে এসে হাউমাউ করে কান্না... কি ব্যাপার কি হয়েছে... কান্না থামাও.... এভাবে মিনিট পাঁচেক হেইচকি সহকারে কান্না থামার পর বললো, গ্রামের বাড়ি থেকে তার বাচ্চারা (দু'টি বাচ্চা ৩ ও ৫ বছর) ফোন করে বললো সকাল থেকে ঘুম থেকে উঠার পর তাদের মাকে তারা কোথাও খুজেঁ পাচ্ছে না। কোথাও তার চিহ্ন পর্যন্ত নেই ... এমন কি তার কাপড়/চোপড় ব্যবহার্য জিনিস ও নেই এবং তার মোবাইল ও বন্ধ।
এখনই বাড়ি যেতে হবে, ম্যাডামের যদি দয়া হয় ///// ...... কি আর করা মাসের শেষ........ কিছু দিয়ে ছুটি সহকারে বাড়ি পাঠালাম। তিনদিন পর ফিরে এসে জানালো তার বউ তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে..... এবং গোপন সূত্রে খবর পেয়েছে যে পাশের বাজারের মোবাইল দোকানের এ্যাসিসটেন্ট এর সাথে দীর্ঘদিন মোবাইলে প্রেম করার পর এবার পালিয়েছে...... (বাহ্ ভালো তো..... মোবাইলের উপকারিতা !!!!!! (((()
যাহোক সপ্তাহ খানেক তাকে দিয়ে কোন কাজই করাতে পারলাম না... যখনই ডাকি কান্নাকাটি...... ভ্যা ভ্যা করার পর, বউকে কত ভালোবাসতো ....... বউকে কত সুখে রাখতো...... তার ফিরিস্তি তুলে ধরতে থাকে...... বিরক্ত হয়ে তাকে দিয়ে কাজই করানো বন্ধ করে দিলাম। ( ( ( ( ( (
এভাবে সপ্তাহ পার হবার পর বৃহস্পতিবার বিকেলে আবার কাচুমাচু করে রুমে আসলো.... কি ব্যাপার, কি চাও.... একটা ধমক দিতেই বললো, ম্যাডাম অনেক পাত্রীইতো দাঁড়াইয়া গেছে আমারে বিয়া করার লাইগা... তয় বুঝবার পারতাছি না কারে বিয়া করুম .... তয় একটা মাইয়া খুব ঘুরাঘুরি করতাছে... তার আবার আগের ঘরের একটা মাইয়া আছে.... হে আমার পোলা মাইয়ারে নাকি খুব দেইখা রাখবো .... : ম্যাডাম একটা বুদ্ধি দেন কি করুম..... পোলা মাইয়ার দিকে তাকান যায় না ..... আশে পাশের সক্কলে খালি পরামর্শ দেয় বিয়া করার লাইগা, হেরে (আগের বউ) বুঝানোর লাইগা যে আমি ও কম না.......... আমি তো পোলা মাইয়ার লাইগাই শুধু বিয়া করবার চাই......
আমি বললাম হারামজাদা..., ভাগ সামনের থেকে... তুই কি খাল কেটে কুমির আনবি................
যাহোক পরের সপ্তাহ হরতালে ঢামাডোলে তাকে অফিসে দেখলাম না...... রবি বার বন্ধ ছিল, সোমবার দেখি দাঁড়ি কেটে চমৎকার স্মার্টভাবে হাসিমুখে আমার রুমে ঘন ঘন আসছে....... কি ব্যাপার কি চাই??? ম্যাডাম, সক্কলে ধরলো তাই বিয়াটা কইরাই ফালাইলাম...... .... নতুন বউ কইলো তার মাইয়ারে যেরকম আদর যত্ন করবে আমার পোলা মা্য়ারে ও সেরকম দেখবে... কুনু চিন্তা না করতে এই মাইডা কিন্তু ভালা... তার আগের জামাইডা ছিল বড...... ইত্যাদি ইত্যাদি । চোক পাকায়ে রুম থেকে বের করে দিলাম........
আজ সকালে এসেই দেখি রুমের চারপাশ ঘোরাঘুরি করছে.... চুল উস্খু খুস্কু.... খুবই খারাপ অবস্থা.... কি ব্যাপার, কি হয়েছে, কিছু বলবা !!! ম্যাডাম, আমার আগের বউতো ফিইরা আইছে... তার তালাকের কাগজ ও উঠাইয়া নিসে..... এখন বাড়িতেতো দু'জনে চুলাচুলি করতাছে.... আশে পাশের লোকজন ফোন দিতাছে.... বাচ্চারা কান্নাকাটি করতাছে ... কি করুম !!!!!!!!!! আমি ঠান্ডা গলায় বললাম "জাহান্নামে যাও"...............
!
!
!
যথারীতি আমার তোলা ছবি শেয়ার করলাম, চায়না টাউন, জার্মান..... আমার সেখানে যেয়ে হুমায়ুন আহমেদের কথা মনে হয়েছিল নদীর ঘাট দেখে.......
মোরাল : ভালো থাকেন আর বেশী বেশী মোবাইলে কথা বলেন রাত দিন... কাজ কর্ম ফেলে..... সংসার ধর্ম ফেলে............ আর মোবাইল কোম্পানীগুলারে বিলিয়নিয়ার বানান....
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
সোহানী বলেছেন: ওওও আমার কালেকশানে দেশী যা ছিল তা অলরেডি শেয়ার করে ফেলেছি তাই এগুলা দিলাম নাহলে বলতেন এক মুরগী কয়বার দেখাবো !!!
অনেক ধন্যবাদ ঢাকাবাসী।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭
প্রামানিক বলেছেন: হুম অনেক কিছু শুনলাম এবং দেখলাম। ধন্যবাদ
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামািনক.....
আপনার নামের বানান ঠিক করে নিলে ভালো হতো................
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮
আরমিন বলেছেন: রাস্তার ছবিটা সুন্দর!
কাহিনী তো দেখি একদম মেসাকার অবস্থা !
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯
সোহানী বলেছেন: হাহাহাহা...... আসলেই মেসাকার অবস্থা !
আমার অবশ্য রাস্তা না, নদীর পাড় বেশী ভালো লেগেছে.....
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
সাইফুর রহমান পায়েল বলেছেন: ম্যাডাম, আমার আগের বউতো ফিইরা আইছে... তার তালাকের কাগজ ও উঠাইয়া নিসে..... এখন বাড়িতেতো দু'জনে চুলাচুলি করতাছে.... আশে পাশের লোকজন ফোন দিতাছে.... বাচ্চারা কান্নাকাটি করতাছে ... কি করুম !!!!!!!!!! আমি ঠান্ডা গলায় বললাম "জাহান্নামে যাও"[/sb
হাহাহাহাহা
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
সোহানী বলেছেন: হাহাহাহাহা
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা। বাস্তব গল্প ও ছবির জন্য।
আপনি কোন ব্যাংকে আছেন, আমি উত্তরা ব্যাংকে।
যে মহিলা সন্তান রেখে চলে যায় তার সাথে সংসার না করাই ভাল।
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১
সোহানী বলেছেন: হায় হায় আমি ব্যাংকে আছি আপনেরে কে কইলো .....
সেটা ঠিক তবে ভুলতো মানুষেই করে... তাই নয় কি !!!!!!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
অবাক ভালবাসা বলেছেন: আমি কিন্তু খুব মজা পাইছি,.।
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১
সোহানী বলেছেন: কারো পৈাষ মাস কারো সর্বনাশ !!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! দারুন কাহিনী।
ছবিগুলোও চমৎকার। ইচ্ছে করছে এখুনি চলে যাই!!
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩
সোহানী বলেছেন: হায় হায় এক্ষুনি যাবেন !!!! একটু দাঁড়ান... ব্যাগটা নিতে তো দেন......
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
আবু শাকিল বলেছেন: ছবিগুলা সুন্দর।
কাহানী এত্ত ইমোময় কেনু
মজার ঘটনা।
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪
সোহানী বলেছেন: আরে ইমো না দিলে আমার পিয়ন যে মাইনকার চিপায় আছে তা এক্সপ্রেস করবো কেমনে !!!!
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: দু:খিত। আমি ভুলেই গিয়েছিলাম আপনি ৬জন ডাক্তার পরিবারের একজন সদস্য।
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা............ ডাক্তার পরিবারের একজন সদস্য বাট ডাক্তার না ... তাদের এ্যাসিসটেন্ট... B B B B
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১
হাসানুর বলেছেন: নদী বয়ে যায়...তরঙ্গ জানেনা সমুদ্র কোথায় । সুন্দর নদী...
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭
সোহানী বলেছেন: হুম...... অসাধারন...........
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩০
আহলান বলেছেন: একেই বলে মারবো এখানে পড়বে শ্বসানে ....
ঘটনা একখানের ছবি আরেকখানের ....
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯
সোহানী বলেছেন: আরে ছবিটাতো ঘুষ ............
ওই ব্যাটার বউ এর ছবিতো দিতে পারুম না তাই এ গুলান দিলাম....... দাড়াঁন আরো কিছু ছবি দেই.......
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২
তুষার কাব্য বলেছেন: মজার কাহিনী...এবার জমবে খুব..
ছবিগুলোও সুন্দর...
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫
সোহানী বলেছেন: আরে জমার কথা বলছেন আর ওর জান প্রায় যায়...........
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪
সুমন কর বলেছেন: ঘটনা মজার। অার.......
ছবি সুন্দর।
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫
সোহানী বলেছেন: কারো পৈাষ মাস কারো সর্বনাশ !!!!!!!!!!!!!!!!!!!!!
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
বাকি বিল্লাহ বলেছেন: প্রথমে আপনি একটা বুদ্ধি দিয়ে দিলেই পারতেন, তাহলে বেচারার এতো ঝামেলা পোহাতে হত না
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: প্রথমত: কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা কি ঠিক? (আমার বন্ধু/বান্ধব আর স্বামী ছাড়া)
দ্বিতীয়ত: স্টাফদের বিশেষত: এ শ্রেনীকে বুদ্ধি দিলে ও বিয়ে করতো.... তারপর ও আমার এ্যাসিসটেন্টরা সবাই মানা করেছিল ..........
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০
সোহানী বলেছেন: হায় হায় ..........
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
একজন আরমান বলেছেন:
এক বউ নিয়াই সুখে আছি।
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
সোহানী বলেছেন: হাহাহা...............
কাউরে যখন বিপদে ফেলতে হয় তখন আরেকটা বিয়া করার পরামর্শ দেয়া হয়.................... সেটা কি জানেন !!!!!!!!
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৮
জাফরুল মবীন বলেছেন: আমি বললাম হারামজাদা..., ভাগ সামনের থেকে... তুই কি খাল কেটে কুমির আনবি...... ; শব্দটা ‘মহিলা কুমীর’ হলে ভাল হতো না? ...হাঃ হাঃ হাঃ... জাস্ট ফান করে বললাম।আশা করি মাইন্ড করবেন না।
বেশ মজা পেলাম লেখাটা পড়ে!মানুষের মন বড়ই বিচিত্র!!!
অনেক অনেক শুভকামনা জানবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
সোহানী বলেছেন: ‘মহিলা কুমীর’
মাইন্ড করি নাই... মজা পেলাম.........
আপনাকে আমার ব্লগে দেখা মানেই বিশেষ কিছু...
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩
মনিরা সুলতানা বলেছেন: একদম মিচুয়াল
হাহাহা
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯
সোহানী বলেছেন: হাঁ মনিরা....... ঠিক কলেছেন.........
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২
নেক্সাস বলেছেন: চমৎকার..
০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০
সোহানী বলেছেন: কোনটা !!! আবার বিয়ে করা ???????
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
ঘোর বলেছেন: বাংলাদেশের প্রথম সামাজিক গণমাধ্যম
http://madeinbangladesh.biz
ক্লিক করুন, সঙ্গে থাকুন
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪
জনাব মাহাবুব বলেছেন: যার মাথায় বিয়ার ভূত চাপে, হেরে যতই বুঝান না কেন সে বিয়া করবোই।
আপনার ঘটনাটায় কিন্তু সেই বাস্তবতায় ফুটে উঠেছে।
০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
সোহানী বলেছেন: হাহাহাহা...ঠিক তাই......... সেটাইতো বাকি বিল্লাহ ভাইরে বুঝাইতে চাই ............
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৬
মহান অতন্দ্র বলেছেন: খুব মজার ঘটনা। অনেকক্ষণ হেসেছি । ছবিগুলোও সুন্দর । ভাল থাকবেন ।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ অতন্দ্র। হায়রে কারো কারো পৈাষ মাস কারো সর্বনাশ !!!!!!!!
২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৮
যোগী বলেছেন:
আপনি ঐ পিওনটার যায়গায় থাকলে কি করতেন জানতে মুঞ্চায়
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
সোহানী বলেছেন: আমি আরো বিয়ে করার উপায় খুঁজতাম !!!!!!!!
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৯
যোগী বলেছেন:
বাই দ্যা ওয়ে, হ্যাপি বার্থ ডে!
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......
২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
জাফরুল মবীন বলেছেন: “শুভ জন্মদিন”
১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
সোহানী বলেছেন: মবীন ভাই..... অনেক অনেক ধন্যবাদ স্মরন করার জন্য.....
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ জন্মদিন , আগত প্রুতটি দিন হোক আরো আনন্দময়।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ স্মরন করার জন্য.....
২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
শায়মা বলেছেন: শুভ জন্মদিন আপুনি।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮
সোহানী বলেছেন: ধন্যবাদ শায়মা.......
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১১
কলমের কালি শেষ বলেছেন: মজার গল্পের সাথে চমৎকার ছবি ।
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০০
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কলমের কালি শেষ বাট নতুন কলম কিনেন .........
২৯| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮
জাফরুল মবীন বলেছেন: আপনার জন্মদিন নিয়ে আমার ফেসবুক পেজে একটা শুভেচ্ছা স্ট্যাটাস দিয়েছিলাম।সেখানে অনেকেই এবং বিশেষ একজন আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।কেক-মিষ্টির আবদারও আছে।
সুযোগমত একবার দেখে আসবার আমন্ত্রণ রইলো
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭
সোহানী বলেছেন: ওওওও আমার জন্মদিন নিয়ে আপনার ফেসবুক পেজে শুভেচ্ছা স্ট্যাটাস ..... ও মাই গড !!!!!!!!! আমি আপ্লুত... অভিভুত......
আপনার ফেউসবুক আইডিটা কি পেতে পারি ????
আর বিশেষ একজনকে আমার সাথে যোগাযোগ করতে বলেন...... সবার জন্যই মিস্টি কেক রেডি ..... শুধু সুযোগের অপেক্ষায়......
৩০| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন । দেরী হয়ে গেল ! সরি । ভাল লিখেছেন ।+
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সেলিম ভাই........
৩১| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
আমি তুমি আমরা বলেছেন: হা হা হা, বেশ মজার ঘটনা। দেখেন দুজনের জ্বালায় অস্থির হয়ে আপনার পিয়ন কবে ঘর থেকে ভেগে যায়
১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
সোহানী বলেছেন: দু'জনকে ঠান্ডা করতে ৩য় জনকে নিয়ে আসবে ........
৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা বিয়া করলেও ঝামেলা। দুইটাতেও ঝামেলা।
কনফিউজড। কয়টা করা উচিত?
ছবি + গল্প এ ভালো লাগা রইল।
চতুর্থ +++
ভালো থাকবেন।
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১
সোহানী বলেছেন: আপাতত: ৪টা.... তারপর একটা ছেড়ে আরেকটা ........
অনেক ধন্যবাদ রাজপুত্র.........
৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
সোহানী বলেছেন:
৩৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
জুন বলেছেন: বাহ মজার ঘটনা সোহানী । শুভ জন্মদিন
বেটার লেট দেন নেভার
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
সোহানী বলেছেন: মজার ঘটনা জুন আপু...
অনেক ধন্যবাদ...
৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
খুব বাস্তব একটি গল্প (ঘটনা) শুনিয়েছেন । রস ও মিশিয়েছেন বেশ ।
তবে এই গল্পে যে আবহ তৈরী হতে যাচ্ছিলো পাঠকের মনে , তা মনে হয় খানিকটা হোচট খেয়েছে প্রসঙ্গান্তরের ছবি সংযোজনে । অন্তত আমি খেয়েছি ।
আলাদা পর্ব (১, ২, ৩ ) হিসেবে দিতে পারতেন । যদিও স্পেস দিয়েছেন কিন্তু তা মানানসই হয়নি বোধহয় ।
যাক আপনার "জন্মদিন" বলে এটা হিসেবের মধ্যে নিলুম না ।
এলোমেলো ভাবনার লেখিকাকে শুভ জন্মদিন ।
১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪
সোহানী বলেছেন: ঠিক বলেছেন জী এস ভাই...... তবে আমার আগের লিখা দেখলে টের পাবেন আমি কিছু ছবি এড করি যা ঘটনার সাথে কোনক্রমেই সামন্জস্য (বানান ভুল কারন পারিনা) পূর্ন নয়। কারন আমার ভালো লাগে ছবি তুলতে ও তা সবাইকে জোর করে দেখাতে ....হাহাহাহা... তাই কোন সুযোগই মিস করি না.........
"যাক আপনার "জন্মদিন" বলে এটা হিসেবের মধ্যে নিলুম না ........."
অনেক অনেক ধন্যবাদ....... কেক রেডি... মবীন ভাই সহ সবাইকে নিয়ে চলে আসেন
৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮
এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ
মোরাল ভালো লেগেছে আপু।
সুন্দর ছবি।
১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
সোহানী বলেছেন: এই আপনিই একমাত্র আমার লিখার গুঢ় অর্থ ধরতে পেরেছেন..... অনেক অনেক ধন্যবাদ সাবির.........
৩৭| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা। রসময় ঘটনা বর্ননায় খুব মজা পেলাম।
১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮
সোহানী বলেছেন: হায় হায় আপনি রস কোথায় পেলেন. এতো সম্পূর্ণ বিরস!!!!!!!!
৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬
তূর্য ঢাকা বলেছেন: ব্যাফক বিনুদুন.............. lol........... Last part
২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
সোহানী বলেছেন: ব্যাটার জান যায় আর আফনি বিনোদিত হোন !!!!!
৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮
ভূতের কেচ্ছা বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩
সোহানী বলেছেন:
৪০| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
ইমরান হক সজীব বলেছেন: 'ম্যাডাম, আমার আগের বউতো ফিইরা আইছে... তার তালাকের কাগজ ও উঠাইয়া নিসে..... এখন বাড়িতেতো দু'জনে চুলাচুলি করতাছে.'
হেহেহে বিয়াপুক হাসলাম
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
সোহানী বলেছেন: আপনি তো বিয়াপুক হাসলেন বাট বেচারারতো জান যায় যায় অবস্থা....
৪১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
নীল ভোমরা বলেছেন: ভাল!......
২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯
সোহানী বলেছেন: হায় হায় কি ভালো.... অধিক বিয়ে কি সুস্বাস্থ্যের জন্য ভালো !!!!
৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরাই লুল পিয়ন আপনার। ঘটনা শতভাগ লুলায়িত।
ছবিগুলো খুব সুন্দর। +++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১
সোহানী বলেছেন: হাহাহাহা............. ... !!!!!!!!!!
৪৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২১
মীর সজিব বলেছেন: ম্যাডাম, আমার আগের বউতো ফিইরা আইছে
৩১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩১
সোহানী বলেছেন:
৪৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৪
মেহবুবা বলেছেন: চেনা জানা ঘটনা।
০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৬
সোহানী বলেছেন: হুম ঠিক তাই.... তবে বারবার ঘটে এই আর কি.........
৪৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০০
সোহানী বলেছেন: হিহিহিহিহিহি..................
৪৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯
শাহারিয়ার ইমন বলেছেন: খুব মজা পেলাম
২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২০
সোহানী বলেছেন: বেচারার সর্বনাশ আর আপনার পৈাষমাস !!!!!!!!!!!!
৪৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০
জনৈক অচম ভুত বলেছেন: বেচারার আর কি দোষ বলেন? সে তো তার পোলা-মাইয়ার লাইগাই...
২৮ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২১
সোহানী বলেছেন: আহা আহা সঠিক কথাইতো বলেছেন...........
৪৮| ০২ রা মে, ২০২১ রাত ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: কাহিনীটা মেজাজ খারাপ করা হলেও ("জাহান্নামে যাও", ছবিগুলো চমৎকার। রাস্তা, নদী, সবই ভাল লেগেছে। + +
০৩ রা মে, ২০২১ রাত ১২:৩০
সোহানী বলেছেন: সেদিনই মাত্র এ পুরোনা লিখাটা অন্যপ্রকাশে পোস্ট করলাম। নিজের লিখাগুলো এখন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পোস্ট করি।
ছবিগুলো কিছু ড্রেসডান ও চায়না টাউন এর। করোনায়তো কোথাও যাবার উপায় নেই, তাই নতুন কোন ছবি তুলতে পারছি না।
আপনারা কেমন আছেন? কানাডায় ভারত নিয়ে রীতিমত হৈচৈ হচ্ছে। আর আমি দেশ নিয়ে আতংকে আছি। যেভাবে সবাই গা ছাড়া ভাবে ঘুরে বেড়াচ্ছে!! সারাক্ষনই টেনশানে আছি।
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: বেশ মজার ঘটনা। ছবিগুলোও সুন্দর। কথা হলো প্রথম ঘটনাটা বাংলাদেশের আর ছবিগুলো জার্মানীর!