নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

আমার নিকটতম প্রতিবেশীরা.............

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

আমার কুকুর প্রতিবেশীরা....


কুকুর প্রজাতিকে সবসময় আমি সমীহের চোখে দেখি কারন আপনি তাদের বিরুদ্ধে কোন আইন প্রয়োগ কতে পারবেন না। মানে কোন আইনেই তাদেরকে জেলে ভরতে পারবেন না, এমনকি তারা কামড়ালে আপনি তাদের কামড় ও দিতে পাবেন না। তাই আমি তাদের কখনই কুত্তা নামে ডাকি না, সবসময় কুকুরই বলি আর ১০০ হাত দূরে থাকার চেস্টা করি। কিন্তু ভাগ্য চক্রে আমার চর্তুদিকের প্রতিবেশীদের এক বা একাধিক কুকুর আছে আর তারা মনে হয় জানে যে অামি তাদের বিশেষ সমীহের চোখে দেখি তাই তারা কেন যেন আমাকে সহ্যই করতে পারে না। অামি কেন আমার ছায়া দেখলও তারা এমনভাবে চেচানো শুরু করে যে তাদের জাতভাইরা যারা জিমুচ্ছিল তারা ও ঘর ছেড়ে বের হয়ে চেচায় যেন বিখ্যাত চোরের সন্ধান পেয়েছে এইমাত্র। আর বিশেষকরে রাতের বেলা এক যন্ত্রনা তৈরী হয়েছে কারন তাদের চেচামেচিতে সবাই মোটামুটি ঘর থেকে বের হয়ে আসে ..... আমি যতই চুপিসারে আসি না কেন, ওদের হাত থেকে মুক্তিই মেলে না।

আমার এ দূরাবস্থা দেখে অবশেষে এক প্রতিবেশী এর সমাধান বের করে..... তো ওর ভাষ্য মতে এ পাড়ার সবা্রই কুকুর আছে শুধুমাত্র আমার ছাড়া, কুকুর প্রজাতিরা এটা জেনেগেছে তাই আমি কুকুর পালা শুরু করলেই এ অবস্থা থেকে মুক্তি মিলতে পারে :( :( :( .. সুখে থাকতে ভুতে কিলায় আর কি !!!!

আমার বৃদ্ধ প্রতিবেশী....


আমার ঠিক পাশের বাসায় এক ৮০ উর্ধ্ব বৃদ্ধা বাস করেন। সকাল বিকাল রাত দিন সারাক্ষনই তাঁকে বারান্দায় বসে থাকতে দেখি আর মাঝে মাঝে হৃইল চেয়ারে ঠেলে ঠেলে বাজার করতে দেখি। আমাকে দেখলেই একগাল হেসে হাই বলে তার কুকুরটাকে সামাল দিতে ব্যাস্ত হয়ে পড়ে। খুব কৈাতুহল হয়, একা একা অতিশয় এক বৃদ্ধা বাজার করে, রান্না করে, ঘর পরিস্কার করে বাইরের ঘাস পরিস্কার করে। কখনই কাউকে দেখিনি তার কাছে আসতে। একদিন বন্ধের দিন তার পাশে যেয়ে বসলাম, খুব খুশি হলো... এতো কথা একসাথে বলা শুরু করলো যে কথার খেই হারিয়ে ফেললো। কখনো মেয়ের ছবি দেখিয়ে তার গল্প শুরু করলো তারপরেই নাতি নিয়ে শুরু করলো.... . সে যে কি দুস্ট তোমাকে বলে বোঝাতে পারবো না.....কোনটা ছেড়ে কোনটা বলবে সেটাই বুঝতে পারছে না। অনেক গল্প শোনার পর অনেক ছবি দেখার পর ওকে প্রশ্ন করলাম তোমার মেয়ে নাতি কয়দিন পর আসে। ও একগাল হেসে বললো, নাতির যখন বয়স ৬ তখন একবার একদিনের জন্য এসেছিল, এসব গল্প সে সব বয়সের আর এখন তার বয়স ২৮। মানে ??? তোমার মেয়ে কখন আসে?? শেষ ১৪ বছর আগে এসেছিল আর আসতে পারেনি। কারন জব, সংসার নিয়ে এতো ব্যাস্ত থাকে যে আমাকে দেখতে আসতে পারে না। কেন গত মাসেই তো সামার ভেকেশোন গেলো... পাল্টা প্রশ্ন করলাম.... বৃদ্ধা একগাল হেসে বললো এতো চমৎকার সামার ছেড়ে আমার কাছে কেন আসবে?... এতো সহজভাবে কথাগুলো বললো নিজেই মনে মনে আমার দেশের বাবা-মায়ের কথা মনে করলাম। আমরা অনেক ভাগবান ও আমাদের বাবা-মা ও ভাগ্যবান।

আমার ইয়াং প্রতিবেশী....


মেয়েটির সাথে প্রায় প্রতিদিনই বাস এ দেখা হয়। আমার থেকে দু'বাসা পড়ে থাকে। ওকে চোখে পড়ে কারন ওর ড্রেস-আপ। মোটামুটি সংক্ষিপ্ত ড্রেস এর সংজ্ঞা আবার নতুন করে শিখছি। আমি জানি উইরোপ কান্ট্রিতে ড়্রেস নিয়ে কমেন্ট করা বা সরাসরি তাকানো অন্যায় কিন্তু প্রতিদিন এরকম খোলামেলা ড়্রেস পড়লে চোখের আর কি দোষ বলুন :P :P :P :P ...... ও তো তাকাবেই। যাহোক একদিন নিজ থেকেই বললো, তুমি এশিয়ান? তোমাদের দেশের ছেলেরা অনেক স্লিম বাট হ্যান্ডসাম... মজা করে বললাম, পাত্র কি দেখে দিব?...

একদিন বলেই ফেললাম, তুমি এ ধরনের ড়্রেস পড়ো কেন?
ওর সহজ উত্তর, ছেলেরা পছন্দ করে তাই।
বললাম; তাতে তোমার লাভ? ওরা কি কেউ তোমাকে বিয়ে করবে?
ওর উত্তর: একদিন না একদিন করবে।
মানে কি? আর তুমি ততদিন ফ্লাট করে যাবে!!!
কি করবো বলো, ছেলেরা তো শুধু ফ্লাটই করে বিয়ে আর করে না।
আমি বললাম, তোমাদের দেশে ৭ বছর থেকে স্কুলে এডাল্ট এডুকেশান শেখায়, ফ্রি কনডম বিলি করে!!!!!! আর তোমাদের সংসার সর্বোচ্চ ৩ থেকে ৫ বছর টিকে কারন তোমরা বোর হয়ে যাও.... একই মুখ প্রতি বছর দেখতে ভালো লাগে না তাই ড্রেস এর মতো তোমরা বয় ফ্রেন্ড/গার্ল ফ্রেন্ড পাল্টাও। লিভ টুগেদার করতে করতে ও বয় ফ্রেন্ড/গার্ল ফ্রেন্ড পাল্টাতে পাল্টাতে বিয়ে করার কথা ভুলে যাও। যখন শেষ বয়সে এসে বিয়ে করো তখন বাচ্চা জন্ম দেয়া বা পালার তো অবস্থা থাকে না। হায়রে উন্নত দেশ !!! আমরাতো দেখি অনেক ভালো আছি সে তুলনায়। পরিবারিক মূল্যবোধ অনেক বড় ব্যাপার আমাদের কাছে। বাবা-মাকে ওল্ডহোমে নয় নিজের কাছে রাখতেই বেশী ভালোবাসি। বিয়ে করি ভাঙ্গার জন্য নয় গড়ার জন্য.... সেক্সই মূল বিয়য় নয় আমাদের কাছে... ভালোবাসা/শ্রদ্ধাবোধ/সেক্রিফাইস আমাদের সংসারকে টিকিয়ে রাখে বছরের পর বছর।
.
.
.
.

এ লিখাটা আমার বাবা-মায়ের জন্য.... তাদের ৫০তম বিবাহ বার্ষিকী পালন করেছেন গত ২৭ এ সেপ্টেম্বর এ।

সবাই ভালো থাকুন।

মন্তব্য ৯৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

রিকি বলেছেন: আপু অনেকদিন পরে ব্লগে আসলেন। পোস্টে অনেক অনেক ভালোলাগা রইল :) :)

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিকি। অসম্ভব ব্যাস্ততার মাঝে ও আসলাম যাতে সবাই আমাকে ভুলে না যায়।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম। আপনার বাবা মা এর বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ কাভা ভাই সাথে থাকার জন্য।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭

লেখোয়াড়. বলেছেন:
তাদের ৫০তম বিবাহ বার্ষিকী পালন করেছেন গত ২৭ এ সেপ্টেম্বর এ।

উনাদের স্যালুট।
আপনাকে ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...........

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮

মায়াবী রূপকথা বলেছেন: অনেক ভাললাগলো। আঙ্কেল আন্টির প্রতি শুভেচ্ছা রইল :)

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ রুপকথা (মায়াবী).....

৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার বাবা মায়ের জন্য অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

সোহানী বলেছেন: ধন্যবাদ তনিমা.........

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

আবু শাকিল বলেছেন: বাবা, মায়ের জন্য অনেক দোয়া রইল।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই। আপনার মতো কাউকে আমার ব্লগে দেখলে খুব ভালো লাগে.........

৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: খুব কিউট একটা পোস্ট। আপনার বাবামার জন্য শুভেচ্ছা রইলো। :)

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

সোহানী বলেছেন: হাহাহাহা.........পোস্ট ও যে কিউট হয় জানতাম না.....অনেক অনেক ধন্যবাদ শতদ্রু.......

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

জেন রসি বলেছেন: আপনার বাবা মা এর বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা এবং আপনাদের জন্য শুভকামনা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ জেন......

৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

রোষানল বলেছেন: ভালই

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সোহানী বলেছেন: কোনটা ভালো... লিখা না বাবা-মায়ের অর্ধশত বার্ষিকী পালন !!!!!!!!!!!!!

১০| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪

রানা আমান বলেছেন: আপনার বাবা মায়ের জন্য অনেক শুভেচ্ছা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ রানা............

১১| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

গেম চেঞ্জার বলেছেন: আপনার মা ও বাবা দুজনেই ভাল থাকুন, সুস্থ থাকুন কামনা রইল। তবে কুকুর সমস্যা নিয়া আমারও ব্যাপক ঝামেলা। অনেক কিউট কিন্তু শয়তানেরও ওস্তাদ ওগুলো।

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সোহানী বলেছেন: এইতো আপনারে পাইলাম.... বাট ওদের বিরুদ্ধে কোন এ্যাকশানে যেতে পারবেন না ... যাহোক তারা কিউট এই ব্যাপারে াামারো কোন আপত্তি নেই শুধু ঘেউ ঘেউ টা একটু কম করলেই তো হয়............

১২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চ্যাং বলেছেন: আঙ্কেল আন্টির প্রতি শুভেচ্ছা রইল :)

আর ডগরা আমার ফেভারিট। ওঁদের নিয়ে তো আমি খুব মজা করি। হাঃ হাঃ

০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সোহানী বলেছেন: মানে কি চ্যাং ভাই...... মজা কেমন করেন কারন ওরা তো মজা পায় না.............

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

চ্যাং বলেছেন: পায় না? কে কইছে??

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: ওওওওওও সেটাইতো কথা!!!!!!!!!!!!!!!!১

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

আলোরিকা বলেছেন: ৫০ বছর ! আপনি ওনাদের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে এরকম অসংখ্য মজার পোস্ট লিখুন - এই কামনা । সবার জীবন হোক ভালবাসাময় :)

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলোরিকা............

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: * যেন বিখ্যাত চোরের সন্ধান পেয়েছে এইমাত্র। হাহাহা মজা পেলাম । আমার পোষা একটা আছে , এখনো আমার দুই হাত দূরে শুয়ে আছে ।

* ইউরোপে বৃদ্ধদের অবস্থা ''পারমাণবিক বজ্যের মত''।

* ভালোবাসা/শ্রদ্ধাবোধ/সেক্রিফাইস আমাদের সংসারকে টিকিয়ে রাখে বছরের পর বছর। সুন্দর বলেছেন !

৫০তম বিবাহ বার্ষিকী পালন চারটি খানি কথা নয় , তাঁদের জন্য শুভ কামনা ।

অনেক দিন পর আপনার পোস্ট পেলাম , আপনার জন্যও শুভ কামনা ।

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৫

সোহানী বলেছেন: গিয়াস ভাই কি খবর???? বহুত পেরেশানির মধ্যে আছি তাই আপনাদের লিখা পড়তে পারি না... তাই আমি যে আছি সেটা জানান দেয়ার জন্য লিখলাম........... অনেক অনেক ধন্যবাদ... সত্যিই ..৫০তম বিবাহ বার্ষিকী পালন চারটি খানি কথা নয় ... প্রয়োজন অনেক অনেক ভালোবাসা.........

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১১

এস কাজী বলেছেন: অনেকদিন পরে দেখলাম আপু আপনাকে।

আপনার মা বাবার জন্য শুভেচ্ছা রইল।

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৮

সোহানী বলেছেন: কি করবো বলুন কি যে গ্যাড়াকলে আছি... সময় এখন মহা মূল্যবান। সবসময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কাজী ভাই।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রতিবেশিদের কথা জেনে ভালো লাগলো। কোনটা রেখে কোন বলবো, বুঝতে পারছি না। প্রথমটি বেশ মজার ছিল, কিন্তু বৃদ্ধা প্রতিবেশির গল্পটি বেশি দুঃখজনক (মানে এশিয়ানদের কাছে!)। বাকি কথা কী আর বলবো.... আমাদের দেশেও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে... বিশ্বায়ন... উষ্ণায়ন... হুম! পারিবারিক বন্ধনও আগের মতো নেইরে বোন!



আপনার বাবা-মাকে শ্রদ্ধাসহ অভিনন্দন! :)

০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬

সোহানী বলেছেন: ভাইরে ইউরোপ আমেরিকা থেকে আমরা মানসিক দিক থেকে কতযে উন্নত তা আর কি বলবো... আরেকদিন হবে সে গল্প!!! হাঁ অনেক কিছুতে আমরা পিছিয়ে বাট এখনো সামাজিক বন্ধন অনেক বেশী আমাদের। তবে ইদানিং এ জি বাংলা আর স্টার প্লাসের দৈাড়াত্বে যা শুরু হয়েছে তা দেখে আতংকিত হই... আমরা ও কি নস্ট সমাজের দিকে চলে যাচ্ছি?????

প্লিজ সবাই এসে দাঁড়ান এক কাতারে,এ সমাজকে ধ্বংসের হাত থেকে বাচাঁন!!!!!!!!!!!!!!

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

সাহসী সন্তান বলেছেন: লেখাটা অনেক সুন্দর লেগেছে! শুভকামনা জানবেন, আর সেই সাথে আপনার বাবা-মায়ের বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা!

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৮

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাহসী সন্তান ..........

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

ওয়্যারউলফ বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন। আপনার বাবা মার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩০

সোহানী বলেছেন: আপনাদের দোয়ায় উনারা সবসময় ভালো থাকেন.... আরেকদিন বাবা-মায়ের মজার গল্প করবো শান্তির উল্ফ ভাই....

২০| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো লেখাটা।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৫

সোহানী বলেছেন: ওরে বাবা.. হাসান ভাই যে... আপনার একেকটা লিখা পড়ে মোটামুটি ৩ রাত ঘুম হয় না... অনেক অনেক ধন্যবাদ আমার মতো এতো ক্ষুদ্র লেখকের লিখা পড়ার জন্য।

২১| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার পোস্ট পেলাম। কেমন আছেন?

বেশীর ভাগই দেখি লেখা নিয়ে নয়, শুধু শুভেচ্ছা জানিয়ে চলে গেছে। তবে এটা ঠিক ৫০বছর !!! চারটি-খানিক কথা নয় !!

আপনার বাবা-মা'র জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। !:#P !:#P

হায়রে উন্নত দেশ !!! আমরাতো দেখি অনেক ভালো আছি সে তুলনায়। পরিবারিক মূল্যবোধ অনেক বড় ব্যাপার আমাদের কাছে। বাবা-মাকে ওল্ডহোমে নয় নিজের কাছে রাখতেই বেশী ভালোবাসি। বিয়ে করি ভাঙ্গার জন্য নয় গড়ার জন্য.... সেক্সই মূল বিয়য় নয় আমাদের কাছে... ভালোবাসা/শ্রদ্ধাবোধ/সেক্রিফাইস আমাদের সংসারকে টিকিয়ে রাখে বছরের পর বছর।

চমৎকার বলেছেন। +।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০০

সোহানী বলেছেন: সুমন ভাই কি যে বলবো.... মাঝে মাঝে দেশের বেকুবদের কাঠগড়ায় দাঁড় করাতে ইচ্ছা করে এতো সুন্দর এ দেশটাকে ধ্বংস করার জন্য।

সত্যিই তাই ৫০ বছর অনেক অনেক দীর্ঘ সময়.... কতটা সেক্রিফাইস/কম্প্রমাইজéভালোবাসা দরকার তা সত্যিই বিস্বয়কর.....

২২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
আপনার বাবা মা ভাল থাকুক । :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

সোহানী বলেছেন: ওওওওওও সেলিম ভাই, ইদানিং গদ্য একদম দেখি ছেড়ে দিয়েছেন..... বাট পদ্য ও কিন্তু দারুন হচ্ছে..........

অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:১৫

কলাবাগান১ বলেছেন: যে সমস্ত মেয়েরা ব্যক্তিক্তহীন, তারাই ছেলে 'ধরার' জন্য এ রকম পোশাক পড়ে। আমেরিকার অধিকাংশ মেয়েরা ই ব্যক্তিক্তপূর্ন।

যে সমাজে নিজের ইচ্ছায় বাস করি, সেই সমাজ নিয়ে সমালোচনা না করে সমাজ ই ছেড়ে দিব।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০১

সোহানী বলেছেন: আপনি কি ভাই আম্রিকা থাকেন!!! কোন সমাজ ছেড়ে দেয়ার কথা বলছেন ????????

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: একদিন বলেই ফেললাম, তুমি এ ধরনের ড়্রেস পড়ো কেন?
ওর সহজ উত্তর, ছেলেদের আকর্ষ্যন করানোর জন্য।
বললাম; তাতে তোমার লাভ? ওরা কি কেউ তোমাকে বিয়ে করবে?
ওর উত্তর: একদিন না একদিন করবে।
মানে কি? আর তুমি ততদিন ফ্লাট করে যাবে!!!
কি করবো বলো, ছেলেরা তো শুধু ফ্লাটই করে বিয়ে আর করে না।
অনেক গভীর.......চিন্তার অবকাশ আছে
নব দম্পতিকে ৫০তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা :) !:#P

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০০

সোহানী বলেছেন: গভীর চিন্তার অবকাশ !!! হেহেহেহে সেই জন্যইতো বলি এ সমাজটা ছেলেদের জন্য :P :P :P :P

হাহাহাহা... নব দম্পতিকে শুভেচ্ছা পৈাছায়ে দিলাম.....

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



পাশ্চাত্যের সমাজটাই অমনি । পারিবারিক মূল্যবোধ ওদের বোধের ভেতরেই নেই হয়তো ।

সম্ভবত শংকরের এক বইয়ে পড়েছিলুম, এক মা গর্ব করে আরেক মা কে বলছিলো - " জানো আমার ছেলে কত্তো ভালো ! ওর একটা হেয়ার কাটিং পার্লার আছে । এই তো গেল ক্রীসমাসে ওর দোকানে চুল কাটতে গেছি । অনেকদিন পরে সে কি আদর আমাকে আর আসার সময় ২০% বিল কম রাখলো । এত্তো ভালো ছেলে কি আজকাল পাবে কোথাও ? "

০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সোহানী বলেছেন: হাহাহাহা.... অাহমেদ ভাই একটা ছোট্ট গল্পে পুরো সমাজকে তুলে ধরেছেন। সত্যিই তাই... সে কারনেই তো দু:খ, আমরা কেন আমাদের এ সুন্দর সমাজকে ধ্বংস করে দিচ্ছি.... এখনকার পোলাপান স্টার প্লাসের নেশায় সব ভুলে গেছে.... ওদেরকে বোঝাতে হবে পরিবার অনেক অনেক বড়... হিংসামি, কুটনামী শুধু স্টার জলসা আর জি বাংলায় থাকে আমাদের পরিবারে না....... রাস্ট্র কি বুঝবে !!! এ স্টার জলসা আর জি বাংলার হাত থেকে দেশকে বাচাঁবে !!!!!!!!!!!

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

কলাবাগান১ বলেছেন: In America,
"According to the census statistics, more than half of the nation’s married couples have been together at least 15 years. About a third have marked their 25th anniversaries"
Link
আমেরিকা তে আমার নিজের প্রতিবেশি এমন ডজন কাপল আছে যারা ৫০ বছর ধরে এক সাথে আছে। এদের পারিবারিক মূল্যবোধ আমাদের চেয়ে কম নয় বরং বেশীই আছে.......ব্যক্তি স্বাধীনতার জন্য ই এরা স্বাধীন চিন্তাধারার অধিকারী আর আমাদের মত লোকেরা এদের ভাল টা না দেখে যেটা আমাদের জীবন যাত্রার সাথে যায় না তা তুলে নিয়ে আসে।

আজ পর্যন্ত্য এমন আমেরিকান দেখি নাই যারা আমাদের পোশাক নিয়ে কোন মনতব্য করতে। হিজাব পড়েও ক্লাশ করছে চাকরী করছে..।আর যদি আমেরিকান ড্রেস পড়ে কোন মেয়ে বাংলাদেশে যায়, তখন দেখা যাবে আপনাদের মত লোকেরা কি বলেন।

আমেরিকার মেয়েরা ছেলে ধরার জন্যই ছোট পোশাক পড়ে না। পারলে ইংরেজীতে লিখে দেখুন, তখন দেখবেন তাদের চিন্তাধারা তাদের শিক্ষিত গুছানো ঊত্তর। একজন পারর্সোনালিটি ছাড়া মেয়ের কথাতে ই আপনি জেনেরালাইজড করে বসেছেন পুরা জাতির মেয়েদের কে। কয়টা মেয়ে ছেলে ধরার জন্য এমন পোশাক পড়ে???

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

সোহানী বলেছেন: যেহেতু আমি ব্লগে ক্যাচাল এড়িয়ে চলি তাই আপনার লিখার উত্তর দিলাম না।

পারলে ইংরেজীতে লিখে দেখুন, তখন দেখবেন তাদের চিন্তাধারা তাদের শিক্ষিত গুছানো ঊত্তর.......... হাহাহাহা!!! ইংরেজীতে লিখলে সামুতে কেন লিখবো!!!!!!

আর ক'দিন ধরে আমেরিকা আছেন, যদি ১০ বছরের অধিক থাকেন তাহলেই একমাত্র আপনার সাথে তর্কে যাবো ....

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অন্ধবিন্দু বলেছেন:
আধুনিক শিক্ষা নৈতিক মূল্যবোধ নিশ্চিত করে এমনটি নয়। প্রচণ্ড গতি কেড়ে নেয় সময়ের সাথে মানুষের বন্ধন। পশ্চিমে তাই হচ্ছে। আপনার লিখাটি পড়ে আমাদের শিক্ষা হোক ...

সোহানী, কেমন আছেন ? মুরুব্বিদের আমার সালাম পৌছে দিবেন।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সোহানী বলেছেন: অন্ধবিন্দু ভাই ভালো আছি আপনাদের দোয়ায়।মুরুব্বিদের আমার সালাম পৌছে দিবেন।

হাঁ আধুনিক শিক্ষা নৈতিক মূল্যবোধ নিশ্চিত করে এমনটি নয় । এর জন্য দরকার পারিবারিক শিক্ষা, ভালোবাসা, সুন্দর পরিবেশ যা জন্ম থেকেই একটু একটু করে শিখে।

অনেক অনেক ভালো থাকেন।

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

ঢাকাবাসী বলেছেন: বিদেশে বসে লেখাটি ভাল লাগল্ । হ্যাঁ ওদের সামাজিক সিস্টেম ওদের কাছেই ভাল. আমরা ওদের থেকে ভাল আছি কিনা সেটা বিতর্কের ব্যাপার হতে পারে। আপনার বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সোহানী বলেছেন: হাঁ সত্য, সবাই সবারটা নিয়ে ভালো আছে বলেই চলছে। তারপরও আমরা এখন অনেক কিছু নিয়ে ওদেরকে অনুসরন করি । তাই সবসময় ভালোমন্দ দেখে অনুসরন করা উচিত।

অনেক অনেক ভালো থাকেন ঢাকাবাসী।

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর লেখা । ভাল লেগেছে খুব ।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন।

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

ক্যান্সারযোদ্ধা বলেছেন: সব কিছুই প্রাকৃতিক। ভালোবাসা সেটাই কেবল অতিপ্রাকৃত।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

সোহানী বলেছেন: হাহাহাহা............... এটা কি বললেন ক্যান্সারযোদ্ধা।... আপনার নামের কারনটা কি জানতে পারিঁ।

৩১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

মহান অতন্দ্র বলেছেন: অনেক ভাল লাগলো, সুন্দর লেখা।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অতন্দ্র।

৩২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: ২০ বছরের মত আমেরিকাতে। আপনার মত সংকীর্ন মানসিকতার লোকের সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছা ও নাই। শুধু একটা কথা বলতে চাই... আপনি ভাল যায়গায় বাস করুন (যদি আমেরিকাতে থেকে থাকেন) এই সমস্ত বিম্ব, ট্রেইলার পার্কে থাকা মেয়েরা ই শুধু ছেলে ধরার জন্য পোশাক পড়ে থাকে.... ব্যক্তিত্তপূর্ন মেয়েদের সাথে বোধহয় আপনার চলাফেরা নাই তাই এমন ঢালাও ভাবে অভিযোগ।

ইংরেজীতে লিখলে লিং দিবেন, নিজের মেয়ের কাছে পাঠায়ে আপনাকে উত্তর দিতে বলতাম জীবনে কোনদিন কি ও ছেলে ধরার জন্য পোশাক পড়েছিল কিনা সেটা আপনাকে ছবি সহ দেখিয়ে দেওয়ার জন্য।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

সোহানী বলেছেন: সংকীর্ন মানসিকতার লোক কে তা নিয়ে তর্কে যেতে চাই না। ব্যক্তিত্তপূর্ন মেয়েদের সাথে চলাফেরা করেছি কিনা এ বিষয়ে আপনার সাথে কথা বলার কোন ইচ্ছে নেই কারন ব্যাক্তিগত ঢোল পিটানো পছন্দ করি না।

যাহোক আপনার মেয়েকে বলবেন বাংলা শিখে এসে আমার লিখা পড়তে ও উত্তর দিতে।

ভালো থাকুন।

৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


চাচা-চাচীর জন্য শুভেচ্ছা রইল অনেক।

আপনার ইয়াং প্রতিবেশীর ফটুকটা খুব সুন্দর হইছে। বর্ণনা অনুযায়ী মনে হইতেছে ফুল ফটোই দিয়েছেন। এখন তার জন্য বিবাহ উপযুক্ত পাত্র খোঁজা লাগবে।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

সোহানী বলেছেন: আরে সেটাইতো বলছি...... আছে নাকি সেইরকম!!!!!!!!!!!!!!!

চাচা-চাচীকে জানায়ে দিলাম.........

৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইহা কি সইত্য? !!! আপনি কি সত্যি সোহানী!!!!!!!

রাজিন রিভিউ: Prem Ratan Dhan Payo পড়তে গিয়ে আপনার কমেন্ট দেখে চমকে গেলাম, সারপ্রাইজড। আপনার ব্লগে এসে দেখি পোস্ট দিয়েছেন সেই ০৭ অক্টোবর, ঠিক সেদিন থেকেই আমি সামু'তে অনিয়মিত ছিলাম, অদ্ভুত কাকতালীয়তা....

আপনার বৃদ্ধ প্রতিবেশিনীর কাহিনী শুনে মনটা আদ্র হয়ে গেল, আমার খুব ভয় হয় বৃদ্ধ বয়সের জীবনকে। কেননা এমনটা এখন আমাদের দেশেও দেখা যাচ্ছে, বাসা ভরা মানুষের মাঝে সত্তোরর্ধ্ব বয়সের মানুষ একরাতে তিনবার বাথরুমে পড়ে জায়, স্ট্রোক করে, এরপর তার সেবার জন্য কাউকে পাওয়া যায় না, খোঁজ পড়ে নার্স জাতীয় কারো। :((

আপনার ইয়াং প্রতিবেশিনী টাইপের জন্য করুণা আর কিছুই নয়।

আপনার বাবা-মা'কে বিলম্বিত শুভেচ্ছা আর সালাম জানাবেন।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

সোহানী বলেছেন: কি যে বলবো দোস্ত ব্লগার.... আপনার পোস্টগুলোর জিস্ট পড়ে যাই, ভীতরে ঢুকতে পারি না। শুধুমাত্র অস্তিত্ব জানান দেয়ার জন্য লিখাটা দিলাম.......... খুব অগোছালো সময় কাটাচ্ছি.... একটু গুছিয়ে নেই তারপর ফিরে আসবো নতুন উদ্যোমে। আমি জানি আমি পারবো............ খুব মিস্ করি প্রতিদিন সকালে আপনাদের অসাধারন পোস্টগুলো..........সরি পোস্টে মন্তব্য না করলেও আমি একটু হলে ও চোখ বুলিয়ে যাই.............. কারন আগে অফিস যেতাম বসে এখন যাই ঝুলে....হাহাহাহাহা।

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিন্তু ভাগ্য চক্রে আমার চর্তুদিকের প্রতিবেশীদের এক বা একাধিক কুকুর আছে আর তারা মনে হয় জানে যে অামি তাদের বিশেষ সমীহের চোখে দেখি তাই তারা কেন যেন আমাকে সহ্যই করতে পারে না। অামি কেন আমার ছায়া দেখলও তারা এমনভাবে চেচানো শুরু করে যে তাদের জাতভাইরা যারা জিমুচ্ছিল তারা ও ঘর ছেড়ে বের হয়ে চেচায় যেন বিখ্যাত চোরের সন্ধান পেয়েছে এইমাত্র।

এই লাইনটা সেই লেভেলের মজাদার... +++

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

সোহানী বলেছেন: আর বইলেন না ওদের অত্যাচারে বাসাই চেইন্জ করলাম!!! তবে আমার এখনকার বাসার বারান্দায় দাড়ালে মনে হয় ঠিক স্বর্গের মাঝে আছি কারন অসাধারন ভিউ..... ওওওও বেশী বলা যাবে না হিংসা হবে .............

৩৬| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

মাধব বলেছেন: যখন আমার ষাট হবে তখন আমি একাই থাকবো। থাকতে পারবো তো ?

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

সোহানী বলেছেন: না পারবেন না.... মানুষ যত বৃদ্ধ হয় তত প্রয়োজন হয় সাপোর্টের........... তাই সময় থাকতে তার ব্যবস্থা করে নেন,,,,,,,,,,

৩৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পোষ্ট অনেক সুন্দর , ভাল লাগা রইল।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই........................

৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

বাংলার ফেসবুক বলেছেন: গ্রামে একটি কুকুর যদি কারো রান্না ঘরে প্রবেশ করে তাকে ধুর ধুর করে তাড়িয়ে দেওয়া তো দুরের কথা হাতের কাছে যা পাবে তাই দিয়ে ঠেঙিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। আর যদি কাউকে ভুলক্রমে হাছর দেয় বা দাত বসায় তাহলে সেই মানুষটাকে ৬টি ইনজেকশন দিতে হয় তাতে খরচ পড়ে ৩ হাজার টাকা। তখন বুঝুন ওই কুকুরটা বা কুকুরের পরিবারের কি অবস্থা হয়। আপনার পিতা মাতার বিয়ে বাষকীতে দেরি হলেও অনেক শ্রদ্ধাভরা দোয়া রইল।

২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২০

সোহানী বলেছেন: ছোটবেলায় পন্ডিত মশায়ের তিনঠেং কুকুরের কথা মনে করিয়ে দিলেন। কোথায় আমাদের নেড়ি কুত্তা আর কোথায় গুলশানের কুত্তা!!! এক ঠেং এর পিছনে যা খরচ হয় তা কুকুর পরিবার কেন গ্রামের ১০ টা পরিবারের ১ মাসের খরচ। তবে আমাদের দেশে কুকুর পালা ফ্যাশন, ফেইসবুকে ছবি পোস্ট আর বড়লোকি দেখানে বাট বিদেশের একটা ভিন্ন কারন আছে, অনেকটা প্রয়োজন। সে গল্প আরেকদিন।

ভালো থাকেন অনেক অনেক.............

৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

অচেনাঅামি বলেছেন: " সে গল্প আরেকদিন।" .... শুনা হোলনা....

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

সোহানী বলেছেন: ওওওও ভুলেই গেছি......... সংক্ষেপে বলি, বিদেশে কুকুর পালে ৩টা কারনে;

১) এরা বিয়ে করে না, লিভ টুগেদার করতে করতে জীবনে বিয়ে করার ইচ্ছাই মরে যায়। তারপর একা থাকার যন্ত্রনা থেকে মুক্তি পেতে কুকুর পালে। কারন এরাই তখন এদের জীবনের সঙ্গী।
২) এরা খুব স্বার্থপর, কেউ কাউকে দেখে না.... তাই বাধ্য হয়ে কুকুর রাখে প্রয়োজনে সে কুকুরই তাকে সাহায্য করে।
৩) এরা জানে এখানে সবাই নিজেকে নিয়ে ব্যাস্ত, কেউ কাউকে সময় দেয় না.... প্রতিটা মিনিট আওয়ারলি রেটে ভাগ করা। একমাত্র কুকুরই আওয়ারলি রেট বুঝে না.... সবাই চলে গেলে ও সে থাকে...........

বিস্তারিত পরে.................

৪০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

রাতুল_শাহ বলেছেন: এত কম প্রতিবেশী!!!!!!!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

সোহানী বলেছেন: সবার কথা লিখতে গেলেতো মহাকাব্য হয়ে যাবে আর আপনি ও পড়বেন না............. ধন্যবাদ রাতুল।

৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

রাতুল_শাহ বলেছেন: সেটা অবশ্য ঠিক ভাই পোষ্ট লম্বা হলে পড়ার সময় আলসেমী চলে আসে।

পর্ব আকারে দিলেও মন্দ হয় না।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

সোহানী বলেছেন: ইচ্ছে আছে প্রবাস জীবনের ভুলগুলো নিয়ে লিখতে যা সচরাচর আমরা করে থাকি অথচ কেউ তা নিয়ে বলে না।............... ধন্যবাদ রাতুল।

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪১

রুদ্র জাহেদ বলেছেন:
পোস্টে অনেক অনেক ভালো লাগা রইল আপুনি।আর বাবা-মায়ের জন্য অনেক অনেক শুভকামনা।পৃথিবীতে নিজের কথা বলতে গেলেতো পিতামাতার কথায় প্রথমে আসে।উনারাইতো জীবন...

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

সোহানী বলেছেন: হাঁ রুদ্র, ঠিক বলেছেন.... অনেক অনেক ধন্যবাদ।

৪৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২

ফয়সাল রকি বলেছেন: তুমি এশিয়ান? তোমাদের দেশের ছেলেরা অনেক স্লিম বাট হ্যান্ডসাম ... হে হে হে
তবে ঠিকই বলেছেন, ওরকম উন্নত দেশের চাইতে আমাদের গরীব দেশে বাবা মা ভাই বোন নিয়ে একসাথে থাকার অর্থাৎ যৌথ ফ্যামিলীর আনন্দ অনেক অনেক বেশি।
পোষ্টে +++

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ রকি।

আরে আমাদের দেশর ছেলেরাতো আসলেই স্মার্ট।

৪৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ফয়সাল রকি বলেছেন: হা হা হা... ভাল বলেছেন।
ভাল থাকবেন, লিখতে থাকবেন।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

সোহানী বলেছেন: :`> :`> :`> :`> :`> :`>

৪৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

চানাচুর বলেছেন: সুন্দর পোস্ট।

কুকুর আমিও ভীষণ ভয় পাই।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

সোহানী বলেছেন: ধন্যবাদ চানাচুর..... কিন্তু ঝাল নাকি বার-বি-কিউ!!!!!!!! :P :P :P :P :P :P

৪৬| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সোহানী বলেছেন: অনেক ধনবাদ রাজীব ভাই...........

৪৭| ২৯ শে মে, ২০২১ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: মা-বাবার পরিণয়ের স্বর্ণ জয়ন্তিতে এ এক চমৎকার নৈবেদ্য। দোয়া করি, ওনারা আরো বহুদিন একসাথে থাকুন!

বৃদ্ধা প্রতিবেশীর কথা পড়ে মনটা খারাপই হয়ে গেল। এই তো তাদের জীবন। ফ্লোরিডায় এক আশি বছর বয়স্কা নারীর সাথে আলাপ হয়েছিল। তিনি একটি ছোট্ট পাপ্পিকে কোলে করে শপিং মলে এসেছিলেন। নিজেও ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে সেজেগুজে এসেছিলেন, কুকুরছানাটিকেও কাপড় পরিয়ে এনেছিলেন। তিনি আমায় বলেছিলেন, তার বাসায় একাধিক কুকুর রয়েছে, ওরাই তার সন্তান, তিনি ওদের মা। ওদের ছাড়া তিনি বেঁচে থাকার কথা ভাবতেও পারেন না। বহুবছর ধরে উনি ওদেরকে নিয়ে তার নিঃসঙ্গ জীবন যাপন করে চলেছেন। এতে ওনার কোন অসুবিধে হয় না।

৩০ শে মে, ২০২১ ভোর ৬:৫০

সোহানী বলেছেন: আমার মা মাত্র ৫২টি বছরই কাটাতে পেরেছিলেন বাবার সাথে। আপনি কি আমার বইটি সংগ্রহ করেছেন? সেখানে উনাদের ছবি দেয়া আছে।

আসলে এখানে পরিবার এক সাথে থেকেও বিচ্ছিন্ন। আর বেশীর ভাগইতো একা থাকে। তাই এ ধরনের সঙ্গীর বিক্ল্প নেই। আরেকটি লিখায় আমার এমন প্রতিবেশীর গল্প বলেছিলাম। ওদের এ জীবনচর্চা এখন আমাদের দেশেও দেখা যায়।

৪৮| ২৯ শে মে, ২০২১ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: ৩৯ নম্বর প্রতিমন্তব্য আর ৪০ নম্বর মন্তব্য- দুটোই ভাল লেগেছে।

৩০ শে মে, ২০২১ ভোর ৬:৫৪

সোহানী বলেছেন: কত লিখা যে ড্রাফটে আছে তার ইয়াত্বা নেই। কোনটাই শেষ করতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.