নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

চলেন মমি দেখে আসি ..... রয়েল অন্টারিও মিউজিয়াম, কানাডা (ROM)

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৫১

বহুত রাগ-দু:খ, উপদেশ পর্ব হলো, আসেন এবার মিউজিয়াম ঘুরে আসি। মমি আর ডাইনোসার দেখে আসি.... অনেকদিন আমার তোলা বিরক্তিকর ছবি দেখাই না তাই আসলাম ছবি নিয়ে........(সরি, অনেক হাটতে হবে এবং ভারী বলে এসআরএলটা নিয়ে যাইনি তাই সাধারন ডিজিটালের তোলা ছবি খুব একটা ভালো আসেনি)...

!!!!!!সতর্কবার্তা, জুনা আপু যেন কোনক্রমেই এ বাজে ছবিগুলা না দেখে, তাহলে হয়তো হাসতে হাসতে খুন হবে এ আজেবাজে পোস্ট দেখে.....!!!!!!!!

রয়েল অন্টারিও মিউজিয়াম (ROM) হলো বিশ্বের প্রথম সারির একটি মিউজিয়াম.... কি নেই সেখানে!!!! কানাডার টরেন্টো সিটির মিউজিয়াম সাবওয়ে থেকে ৫ মিনিটের হাঁটা পথ তবে দেখার শুরু মিউজিয়াম স্টেশন কারন সেটিই আরেকটি দেখার মতো জায়গা... যাহোক স্টেশনের ছবি দিয়ে শুরু করি। মিউজিয়ামে আমাদের দেশের মতো না ক্যামেরা নিয়ে যেতে পারেন তাই মনের আনন্দে ছবি তুলতে পারেন যত খুশি...... (আর হাঁ বেশি নিরাপত্তার কারনে আমাদের মিউজিয়াম থেকে অহরহ চুরি হয় যা এখানে অসম্ভব.....!!!!)

কি নেই সেখানে মমি থেকে হিরা, আফ্রিকা থেকে এশিয়া, কোনটা ছেড়ে কোনটা দেখবো B:-)B:-)B:-)B:-) .........

সরি ছবিগুলা কোনক্রম্ই সোজা করতে পারছি না...... ৩০ বার আপলোড করে ক্ষেমা দিয়েছি.... আপাতত উল্টা ছবি দেখেন, যদি নেক্সট্ ঠিক হয় তাহলে আবার দিবো.... তবে টেকি ভাইরা পারলে আওয়াজ দিয়েন, কেমনে ছবি সোজা করুম........


আমার পোলা এ ছবি দেইখা কইলো, মা আমাগো দেশে এতাে বাঁশ অথচ এরকম বাশেঁর ফ্রেম দেখি না কেন???? পোলারে কইলাম আমরাতো সব বাঁশ অন্যেরে দিতেই শেষ কইরা ফালাই ফ্রেম বানামু কেমনে :P :P :P :P



এগুলো স্টেশনের ছবি আর মিউজিয়ামে ঢুকার ছবি...

আসুন এবার হিরা জহরত দেখি..... এগুলা দেখার পর বুঝলাম আগের দিন রাজা বাদশারা কেন মারামরি করতো এর লাইগা...... আমিতো সুপার গ্লু হয়ে হিরার সামনে দাড়িয়ে ছিলাম.... ছেলে আমারে ঢাক্কা দিয়ে বের করছে.....




আসুন মঙ্গলের কিছু পাথর দেখি.....


আসেন হিরা দেখা শুরু করি.....


সোনার খনি দেখি.... কি বলেন..... একবারে কাঁচা সোনা থেকে পাকা সোনা....


বাকি পাথর ও দেখি রুবি, জিরকন !!!!!


আসেন মমি দেখা শুরু করি....

প্রথমেই আন্টিরে দেখেন.... আমিতো সত্যিই মানুষ ভাবছিলাম....


আসল মমি দেখেন.... কলিজা, ব্রেন, নখ... সবই আছে, কিছুই দেখি পচেঁ নাই !!!!!!!!!!!!!


আরো কিছু দেখি.....


আজ এ পর্যন্ত.... নেক্সট্ ডাইনোসার দেখুম যদি আপনাগো ভালো লাগে আর জুন আপু আর দোস্ত ব্লগার যদি হাসাহাসি না করে আমার ছবি দেইখা..........

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৯

পবন সরকার বলেছেন: ছবি বর্ননা ভালো লাগল। ধন্যবাদ

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সোহানী বলেছেন: ধন্যবাদ পবন.........

২| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৩০

সুমন কর বলেছেন: দোস্ত ব্লগারটা কে ? বললেন না !!

পঁচা পোস্ট ভালো লেগেছে। !:#P

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সোহানী বলেছেন: ওওওওওওও সরি, বলা উচিত ছিল.... বোকা ভাই.... ''বোকা মানুষ বলতে চায়''...........

অনেক ধন্যবাদ সুমন...

৩| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:২৫

রোয়ানু বলেছেন: কেমন আউলা ঝাউলা লাগলো ....

আহলান

২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সোহানী বলেছেন: ঠিক.... আসলেই আউলা ঝাউলা পোস্ট...... কিন্তু উপরে রোয়ানু আর নীচে আহলান কেন???

৪| ২৯ শে মে, ২০১৬ সকাল ৯:৪২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

আপা এইডা কিছু হইলো? আমার বাড়ির পাশ দিয়া ঘুইরা গেলেন আমরা জানবার পারলাম না :(( রয়েল অন্টারিও মিউজিয়াম (ROM) এর বিল্ডিংটার ছবি দিয়া পোষ্ট শুরু করেন নাই এই জন্য মাইনাস। এ পার্যন্ত ৩ বার ঢুকেছি কোনবারও শেষ করতে পারি নাই। সকাল থেকে সন্ধা পর্যন্ত ঘুরেও মনে হয় ২ দিনে শেষ করা সম্ভব না। মমি এর পাশের আন্টির লাগে আমি ও ছবি তুলছিমা হে হে হে। আন্টি তো সেই রকম সাজু গুজু করে দাঁড়াইয়া আছে সেখানে। আন্টির সাজু-গুজু লেডি গাগার সাজু-গুজু এর কাছে ফেইল =p~

চাইনিজ ও মোঙ্গলিয়ান সেকশনে গিয়েছিলেন?

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৫

সোহানী বলেছেন: আরে মাইনাস পরে দিয়েন আগে বাড়ির ঠিকানা দেন.... সেই যে স্যামন চাইলাম বইলা ভাগলেন আর দেখা নাই :((:((:((.... আমিই স্যামন খাওয়ামু আপনারে...........

চাইনিজ ও মোঙ্গলিয়ান সেকশনে ও গেছি.... বাট সত্যিই একদিনে শেষ করা দূরহ!!! এতো সুন্দর লাইটিং মিস করতে চাইনি বলে ন্যাচারাল ছবি তুলেছিলাম তাই অত্যন্ত বাজে ছবি আসছে...... আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম......

৫| ২৯ শে মে, ২০১৬ সকাল ১১:২৮

সায়ান তানভি বলেছেন: ভালো লেগেছে পোস্ট ,তবে কিছু ছবি উল্টা দেখাচ্ছে তাই ভালো ভাবে দেখতে পারি নি ।শুভ কামনা ।

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৬

সোহানী বলেছেন: সত্যিই তাই... খুবই বিরক্ত লাগছে কিন্তু কোনভাবেই সোজা করতে পারছি না ছবি গুলো...........

অনেক ধন্যবাদ সায়ান!!!!!!!!!

৬| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৯

বৃতি বলেছেন: এই মমির পাশে আমারও ছবি আছে :) খুব ভাল লাগলো ছবিগুলো, সোহানী আপু।

৩০ শে মে, ২০১৬ সকাল ৯:৫৯

সোহানী বলেছেন: আরে ছবি কোথায়....দেখতে চাই অবশ্যই। ছবিগুলো ভালো আসেনি, তারপর ও দিলাম কারন অনেকদিন পোষ্ট দিই না তাই আজে বাজে পোষ্ট দিচ্ছি আর কি...........

ধন্যবাদ বৃতি...........

৭| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৩২

আলোরিকা বলেছেন: রয়েল অন্টারিও মিউজিয়াম (ROM) সম্পর্কে কিঞ্চিৎ ধারণা লাভ করিলাম ! আন্টি কি মমি না ডামি ? ভাল থাকুন । শুভকামনা :)

পুনশ্চ : ডাইনোসরের বেশি বেশি সুন্দর ও পরিষ্কার ছবি আপলোড করুন ---- আমার ছেলেকে দেখাব :)

৩১ শে মে, ২০১৬ রাত ৩:৫৪

সোহানী বলেছেন: আন্টি ডামি, মমি এখানে দু'টো। বাচ্চার একটি ও আরেকটি বয়স্ক। তবে আন্টির ডামি অসাধারন, কাছে না গেলে বুঝতেই পারবেন না যে ডামি.......

অনেক ধন্যবাদ আলোরিকা কিন্তু ছবি উল্টো আসায় খুবই বিরক্ত, সোজা করার চেস্টা করছি। সোজা হলে পোস্ট দিব....

৮| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:০১

মহা সমন্বয় বলেছেন: অঅঅনেক ............ সুন্দর............. !:#P

ডাইনোসার দেখার অপেক্ষায় রইলাম। :)

৩১ শে মে, ২০১৬ রাত ৩:৫৯

সোহানী বলেছেন: ইস্ আপনাদের যদি এখানে দেখাতে পারতাম ....... সত্যিই দেখার মতো মিউজিয়াম....

আসবো ডাইনোসার নিয়ে...........

অনেক ধন্যবাদ মহা সমন্বয়।

৯| ৩১ শে মে, ২০১৬ রাত ১২:২৬

সেলিম মোঃ রুম্মান বলেছেন: উফ্ ঘাড় বাঁকা হয়ে গেল!

৩১ শে মে, ২০১৬ ভোর ৪:০১

সোহানী বলেছেন: হাহাহাহাহা...... সে কারনেই এক মাস পর পোস্টা দিলাম ঘাড় বাকা অবস্থায়। বুঝছি না এটা আমার দোষ নাকি সামুর.... ছবিগুলা উ্ল্টা করেও আপলোড করেছি বাট সেই একই বাকাঁ।

আশা সামুর টেকি ভাই-বোনেরা সাহায্য করবে........

১০| ৩১ শে মে, ২০১৬ ভোর ৫:৪১

ফারগুসন বলেছেন: বাহ- ভাল-কিন্টু আরো ভাল করতে হবে :-B :-B :-B

অসাধারণ পোস্টের জন্য ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৬ সকাল ১০:৪৮

সোহানী বলেছেন: হুম আরো ভালো করতে হবে !!!!!!!!!!!! ট্রাই করছি...........

ধন্যবাদ ফারগুসন ..........

১১| ১০ ই জুলাই, ২০১৬ ভোর ৬:২৯

পুলহ বলেছেন: ডায়মন্ড/ রত্ন-পাথরের তুলনায় মঙ্গলের শিলা দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে.।
বাশ নিয়ে করা আপনার রসিকতা পড়ে মজা পেয়েছি
পাঠক হিসেবে একটা সাজেশন থাকবে আপু, ছবিগুলো গায়ে গা লাগিয়ে না দিয়ে এক লাইন স্পেস দিয়ে দিয়ে দিতে পারেন।
ঈদের শুভেচ্ছা রইলো আপনার জন্য!

১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৪

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ পুলহ অত্যন্ত বিরক্তিকর ছবিগুলো দেখার জন্য। পরেরবার অবশ্যই তা করবো.....

ঈদের শুভেচ্ছা দেয়ার সময় এবার পাইনি.... রহিমার মা হিসেবে এবার প্রথম ঈদ করেছিতো.....হাহাহাহা

১২| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৯

জুন বলেছেন: সোহানী প্রথমেই দু:খ প্রকাশ করছি পোষ্টটি নজর এড়িয়ে যাবার জন্য। সামুর বিভিন্ন সমস্যা যার কারন :P আপনার তোলা ছবিগুলো দেখে চমকৃত হোলাম। আপনার চোখে না দেখা একটি মিউজিয়াম দেখার সৌভাগ্য হলো আমার :)
থাইল্যন্ডের জেমস এন্ড জুয়েলারীতে গেলে হীরে জহরত দেখে চোখ ঝলসে যায়, পৃথিবী বিখ্যাত কায়রো মিউজিয়াম জানিনা বর্তমানে তার কি দশা। সেই প্রাচীন ইতিহাসের কত যে নিদর্শন যা দেখে বার বার ক্লান্ত হয়ে পাশে থাকা বেঞ্চগুলোতে বসে পড়েছি। কথা হলো এই যে এইসব মিউজিয়ামের ভেতরে আমাদের ক্যমেরা নিয়েই ঢুকতে দেয় নি। তাই ক্লিওপেট্রা আর টুটেনখামুনের সারকোফেগাস বা জেমস জুয়েলারির চোখ ধাধানো হীরে জহরতের ছবি দিতে পারি নি :(
আমাকে এই পোষ্টে মনে করার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩০

সোহানী বলেছেন: আচ্ছা ক্ষমা করলাম দেরীতে পোস্টে আসার জন্য...হাহাহাহাহা

সত্যিই তাই.. কোথাও ক্যামেরা নিতে পারিনি বাট কানাডায় সব মিউজিয়ামে নিতে দেয় দেখে খুবই ভালোলেগেছে।

থাইল্যন্ডের জেমস এন্ড জুয়েলারীতে যাওয়া হয়নি এখনো , আপনার কথা শুনে মনে হচ্ছে নেক্সট যেতেই হবে তবে কায়রো যাবার ইচ্ছা অনেকদিন থেকে সব কিছু মিলে পারছি না কিছুতেই।....

অনেক ধন্যবাদ দেরীতে হলেও আসার জন্য।

১৩| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




বাঁকাত্যাড়া ছবিগুলো ৩০ বার আপলোড করে ক্ষেমা দিয়েছেন । বলেছেন - আপাতত যেন উল্টা ছবি দেখে পাবলিক । আমি বেকুব পাবলিক বলে প্রথমে হেটমুন্ড উর্দ্ধপদ হয়ে হিরে জহরত দেখবো কিনা ভাবলুম । কিন্তু কথায় আছেনা --- হেকমতে চীন, বুদ্ধিতে বাঙালী ?
তাই করেছি কি জানেন ? জিজ্ঞেস করেন ...করেন ... !!! :(

বলি - বাঁকাত্যাড়া ছবিগুলোকে কপি করেছি তারপরে ডেস্কটপে পেষ্ট । ফটো ভিউয়ারে নিয়ে ঘুরিয়ে ব্যাট চালিয়েছি ... ব্যাস কেল্লা ফতে .. !:#P ওভার বাউন্ডারী !

তা আর একটু বর্ণনা দিলে ভালো হতোনা ? অতৃপ্তি রয়ে গেলো ।
শুভেচ্ছান্তে ।

১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা জী ভাই!!!!!! এইনা হলে আপনার বুদ্ধি....

সত্যিই বলছি গতবার প্রথমবার গেছিতো তাই এ্যক্সাইটেড ছিলাম এতো হীরা জহরত আর মমি দেখে। তাই ভাবলাম আবার যাই.... নেক্সট্ মাসে ইউনিভার্সিটি ব্রেক পেলে আবার যাবো ও ভালো পোস্ট দিব আশা করি। আর বর্ননা দেই না কেন কারন আমার মনে হয় পাঠককূল আমার থেকে অনেক বেশী জানে তাই শুধু তাদের বিরক্ত কেন করি..... তবে অবশ্যই দিব পরবর্তীতে....


অনেক অনেক ভালো থাকেন....

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৭

পাকাচুল বলেছেন: এখনো মমি দেখা হলো না।

আচ্ছা, এই মমি দেখে কি ভয় লাগে?

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

সোহানী বলেছেন: মিশরে পিরামিডের ভীতরে দেখলে হয়তো ভয় লাগতে পারে কিন্তু রোমের এতো আলোর মাঝে মমির ভুততো পালিয়ে যাবার কথা !!!

সত্যিই অসাধারন। মিশরে যাওয়া হয়নি এখনো, চেস্টায় আছি .... দেখে আবার ব্লগ দিব।

১৫| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

পাকাচুল বলেছেন: আজকে রোম দেখে আসলাম, মমি দেখলাম।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৪

সোহানী বলেছেন: ওয়াও...... তাই নাকি। আমার সবচেয়ে পছন্দ জুয়েলারী পার্ট।

এখন ব্লু হোয়াইল গ্যালারি করেছে নতুন.. দেখেছেন? আমার মেয়ে ক্যাচক্যাচ করছে যাবার জন্য.... দেখি ফ্রি সময় পেলে আবার যাবো। পকেটে এখনো ফ্যামিলি ফ্রি টিকেট আছে।

১৬| ০৮ ই মে, ২০১৭ ভোর ৫:৩৬

পাকাচুল বলেছেন: মোটামোটি সবই দেখেছিলাম। মমির পর সবচেয়ে ভালো লেগেছে ১ মিলিয়ন ডলারের গোল্ড কয়েনটা। আমার হাতে সময় ছিল কম। সিটি পাস নিয়ে একদিনে রোম, কাসালোমা আর সায়েন্স মিউজিয়াম দেখতে হল।

০৯ ই মে, ২০১৭ রাত ১২:১৯

সোহানী বলেছেন: আসলে রোম দেখার জন্য পুরো একটা দিন দরকার। আপনি আসল জিনিসই দেখে গেছেন.... তিনটাই অসাধারন সাইট। এই সামারে আবার আসেন.....

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: রয়েল অন্টারিও মিউজিয়াম (ROM) সম্পর্কে কিছুই জানা ছিল না। এখন আপনার পোস্ট পড়ে কিছুটা ধারণা লাভ করলাম।
"কাঁচা সোনা থেকে পাকা সোনা" - কৌতুহল বেড়ে গেল। মঙ্গল গ্রহের পাথর দেখেও।
পোস্টে অষ্টম প্লাস। + +

০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৩

সোহানী বলেছেন: অব্যশই কানাডায় আসলে রোম না ঘুরে যাবেন না। আপনার ছেলের সময় ম্যানেজ করতে না পারলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করবো। অনেক কিছু একসাথে দেখার সুযোগ পাবেন। অবশ্যই আপনার ভালো লাগবে। আমার ছেলে মিউজিয়াম খুব পছন্দ করে তাই সুযোগ পেলেই আমরা এ ধরনের মিউজিয়াম ঘুরে বেড়াই।

অসংখ্য ধন্যবাদ আবারো পুরোনো লিখা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.