নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

হায় হায় এতো পপুলার নায়ক আমার ক্লায়েন্ট বাট চিনবার পারি নাই B:-) B:-/ B:-) :P

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১



গতকাল মারাত্বক বিজি ছিলাম অফিসে। হঠাৎ ই ঝড়ের মতো আগমন ঘটিল একজন ভদ্রলোকের। বললো, তুমি কি আমাকে চিনো?
কিঞ্চিত বিরক্ত সহকারে কহিলাম, তুমারে কি আমার চিনিবার কথা X( ?
ও আচ্ছা, হাত বাড়ায়ে হ্যান্ডশেক করিয়া কহিল, আমি Sebastian Maclean।
ভালো, কাগজ পত্তর রাখিয়া যাও। হাতের কাজ শেষ করিয়া পরে যোগাযোগ করিবো।
কিঞ্চিত মনে হলো দু:খিত হইলো, বলিল, আমি একজন নায়ক, প্রডিউসার ও লেখক।
আমি বলিলাম, ভালো কথা, আমি এখন বিজি আছি, তুমি কাগজ পত্তর রাখিয়া যাও এখন।
মনে হলো আবারো কিঞ্চিত সকড্ হইলো, বলিল, আমি কি তোমার সাথে কথা বলতে পারি?
আহ মোর জ্বালা... কহিলাম, যদি ৩০ মিনিট বসতে পারো দেন তোমার সহিত কথা বলিতে পারিবো।
আচ্ছা আমি অপেক্ষা করছি, বলিয়া বসিল। :(

যাইহোক, অসম্ভব অমায়িক বিহেব তার (অামার কেটকেট শোনার পর ও) তাহার সহিত অনেকক্ষন কথা বলিলাম। তারপর তাহার প্রফেশনাল কাহিনী শোনার পর ভদ্রলোক তার কিছু পার্সোনাল দু:খগাথা বললো। খুব বেশী আগ্রহ না দেখাইয়া, বিদায় করিলাম। আজ সকালে তার কাগজ পত্তর দেখিয়া আমার কানাডিয়ান কলিগরে কইলাম Sebastian নামে কি জানি এক নায়কের কাগজ পত্তর নিয়া ঝামেলায় আছি। শুইনা আমার কানাডিয়ান কলিগতো চেয়ার থেইকা পড়ে কি ধরে.... কি কও Sebastian এখানে???? B:-)
আমি কইলাম কেন কি হইছে?? B:-)
ও কইলো, ওরে তুমি চিনবার পারো নাই????? :(( তুমি কি আবুল বিড়ি...????
অত:পর তাড়াতাড়ি আমারে লিখা সকল লাভ ইমেইল (অফিসিয়াল লেটার) খুলিয়া তাহার ওয়েব সাইট পাইলাম ও গুগুল মামারে জিগাইলাম। এবং সামুতে লিখিতে বসিলাম.... ;) ;) B:-/ B:-/

তাহার ওয়েব সাইট ......... Sebastian Maclean

মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: টাক!!!!!!!!!!!!! ;)

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: আরে এখানকার পপুলার নায়করাইতো টাক ......;););)

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


প্রসেসর শ্লো, ইনটেল লাগান

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

সোহানী বলেছেন: যা বলছেন গাজী ভাই.... আসলেই সময় হইছে আপডেট করার....

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: দুপুরে টাক নিয়ে একটা পোস্ট এ এনার ছবি দেখছিলাম!!!!!!!

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

সোহানী বলেছেন: আহারে... খালি তার টাক নিয়া পড়লেন, তার কাম দেখলেন না.....

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

হাতুড়ে লেখক বলেছেন: এই ঘটনা হাছানি?
তাইলে আমার কাছে আসতে বইলেন। হাত দেখে দিমু। তাবিজ ফ্রি।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

সোহানী বলেছেন: আচ্ছা কমুনে তারে.... ঠিকানা আর আমার ফি ২০০ ডলার রাইখা যান....

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-) B-)

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

সোহানী বলেছেন: হাসেন কেন রে ভাইজান...........

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭

হাতুড়ে লেখক বলেছেন: আচ্ছা কমুনে তারে.... ঠিকানা আর আমার ফি ২০০ ডলার রাইখা যান....

বাসা নং- মনে নাই, রোড নং-আমার হেতি জানে, সেক্টর নং-কইতাম পারি না, মুত্তরা, ঢাকা-৪৫০০।

কাইল পহেলা বৈশাখ। ব্যাংক বন্ধ। ডলার ট্রাংকে। আপতত পানি পড়া পাঠিয়ে দিমুনে আপনার ঠিকানায়। B-)

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: আচ্ছা আচ্ছা দেন.. জ্বিন ভুতের আছড় কি যায় এতে?

৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অরে পরে বার এই ফুলটা দিয়েন।



১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

সোহানী বলেছেন: পাগলে পাইছে... একটা গোলাপের দাম ১২ ডলার। আমি তারে কি ফুল দিমু সে আমারে ডলার দিয়া দৈাড়ায়ে কুল পায় না...

৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কিছু দিন আগে আমারে এক ভদ্রলোক বলে ভাই মিডিয়া কাজ করবেন নাকি( ভুয়া লোক তাও আবার ফেসবুকে) ! কইলাম হয় কমু ,আগে পাগলা কুত্তা কামড়ানোর ইনজেকশন দেন, তাতে যদি আরাম বোধ করি, তাহলে মিডিয়াতে কাজ করমু ! একারণে হাসি গো বুবু ।

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: ও আচ্ছা আচ্ছা আচ্ছা .......তাই নাকি। আহারে অল্পের জন্য নায়ক হইলে না....

৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

উম্মে সায়মা বলেছেন: ইয়াল্লাহ কি বলেন আপু :-B চাঁদগাজী ভাইয়ের মন্তব্যে লাইক ;)

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: ইয়াল্লাহ কি কইলেন সায়মা আপু.... তয় আপডেট এর চিন্তা আমি করতাছি।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একজন সেলিব্রেটিকে পেয়েও সামান্য খাতির করেননি জেনে আপনার ওপর রাগ হচ্ছে। অত বড় মাপের মানুষ হয়েও কত বিনয়ী দেখুন। ওদের কাছে সত্যিই আমাদের অনেক কিছু শেখার আছে।

আর একটা কথা। টাক মাথার নায়ককে আমার খুব পছন্দ। কারণ বলতে পারবো না। তবে আমার নিজের মাথায় চুল না থাকাটা একটা কারণ হলেও হতে পারে।

ধন্যবাদ বোন সোহানী।

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০০

সোহানী বলেছেন: হেনা ভাই এইটা বাংলাদেশ না কানাডা।যেহেতু কোন পলিটেকেল ধাক্কা নাই তাই সব কিছু নিয়মের মধ্যে চলে।

সত্যিই কানাডিয়ানদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিনয় কত প্রকার তা আমি কানাডিয়ানদের কাছে দেখেছি।

... সে আমার ক্লায়েন্ট এবং সে সেলিব্রেটি হোক বা না হোক সব ক্লায়েন্টই আমার কাছে সমান। তাই বাড়তি খাতিরের কোন সুযোগ নেই।

টাকতো এখন ফ্যাশান...............

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: হাহাহা..........মজা পেলাম।

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

সোহানী বলেছেন: হায় হায় তাই নাকি!!!!

১২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮

মধ্য রাতের আগন্তক বলেছেন: সোহানী, হাউ ফানি !! :)

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

সোহানী বলেছেন: কেমনে??

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫১

ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, বেশ মজা পেলাম

গাজী ভাইয়ের কথার সাথে একমত হয়ে, আপু আপনি RAM বাড়ান গতি বাড়বে। :D

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

সোহানী বলেছেন: হ্যা আপডেট দিসি.............

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০২

সচেতনহ্যাপী বলেছেন: বিদেশী টাকে কি দেশী গন্ধ!! ভুল না হলে??

১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: মানে কি??? বুঝি নাই???

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

পিকাচু বলেছেন:
ঠিকই আসে, চেনার মতো এমন কিছু করেও নাই! /:)

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২২

সোহানী বলেছেন: ও আচ্ছা, তাও কথা...

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২

রেজা এম বলেছেন: ইহা একটি বিড়ম্বনা পুস্টো ;) B-)

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৩

সোহানী বলেছেন: ঠিক তাই.........

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯

নিষাদ খান বলেছেন: মাথা কি হ্যাং হয়ে গেছিলো?

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৪

সোহানী বলেছেন: আরে হ্যাং না.... আমি আবার নায়ক রাজ রাজ্জাক ছাড়া কাউরে চিনি না.....

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

রাসেল ০০৭ বলেছেন: তাকে চিনেননাই দেইখ্যা এমন কাটখোট্টা বিহেভ করতে পারসেন । চিনলে অন্য সবার মত আপনিও কাইত হইয়া যাইতেন । B-) :D :#)
ফান করলাম ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২২

সোহানী বলেছেন: একবারে খাঁটিঁ কথা....... চিনলেতো ৭ বার সালাম দিয়া বসাইতাম..... পরবর্তী ছবি নিয়া বিশাল ডিসকারসান করিতাম কাম কাইজ ফালাইয়া.... আর ক্যাট ক্যাট করিতাম না। (নতুন ছবি আসছে তার আফগান সোলজারের জীবন নিয়ে)

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



আপনার কাম হইলো সেবাষ্টিয়ান নামের লোকটির “সেবা” করা । Maclean এর কাগজপত্র Clean করা । কিন্তু অফিসের কাম ফালাইয়া তাহার ঘরবাড়ীর খবর নেওয়া অফিসের আদব কায়দার বাইরে । আবার কায়দা করিয়া তাহার ঠিকানা দেওয়ার লোভ দেখাইয়া ২০০ ডলার চান্দাও চাহিয়াছেন ।
কোন কোন ধারার, কতটি অপরাধ সংগঠিত হইয়াছে ? নাকি এখানেও ছাড় দেয়া হয় ? ;) :(
কানাডীয় আইনে কি আছে কহিতে পারিবোনা তবে বাঙালীর মান বিদেশেও সমুজ্জ্বল রাখিয়াছেন বিধায় সাবাস জানিবেন । এখন বলিবেন , বাঙালীর মান কিভাবে রাখিলেন ? ঐ যে চান্দা চাওয়ার অভ্যাসটি কানাডায় বসিয়াও চালু রাখিয়াছেন , এতেই মান রাখা হইয়াছে । :P
ব্লগার গিয়াস উদ্দিন লিটনের “ বিদেশে বাঙালীর উত্তরাধিকার....” পোষ্টের পর্বে আপনার নাম খানি তুলিবার এই ফিকিরখানি মন্দ নহে । B:-/

তবে পোস্টের শিরোনামে আক্ষেপের সাথে মিলাইয়া এই গানখানি গাইবার চাই--
“ চিনিলেনা তাহারে ( আমারে ) কি , চিনিলেনা...........” :((

আর শেষে “ বিদায় নেবার আগে বলে যেতে চাই , আপনার (তোমার) ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই .........” :)

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৭

সোহানী বলেছেন: হেহেহেহে ... আরে চান্দাতো আমি দেশীয় টাকায় দেশীয় ভাইয়ের কাছে চাইলাম তাই দেশীয় ধারায় এটা কোন অপরাধই না। ভুলেও কানাডিয়ান আইনে চাইবো না কারন ০ টলারেন্স ফর এনি চান্দা অর এনিথিং।

ব্লগার গিয়াস উদ্দিন লিটনের “ বিদেশে বাঙালীর উত্তরাধিকার....” পোষ্টের পরবর্তী পর্বে আমার নাম না দিয়ে যাবে কই B:-/ B:-/ B:-/ বিদেশে বসে বাঙালীর মান বিদেশেও সমুজ্জ্বল রাখার চেস্টা করে যাচ্চি.........:) দরকার হলে কিছু ডলার অগ্রিম পাঠায়ে দিবো। দেখবেন আমার নাম লিটন ভাইয়ের পোস্ট সহ দৈনিক পেত্তম আলোর ফ্রন্ট পেজে B:-/ B:-/

আমি তার ঘরবাড়ীর খবর নিলাম কই সেইতো আমারে তার হাড়ির খবর দিলো.... । তবে এতো কথা বলে.... বাইরে কঠিন চেহারার মানুষ হলেও খুবই সহজ সরল।

তবে একটু তাজ্জব হলাম, আমাদের দেশে সাধারনত ম্যানেজার বা এজেন্ট সব কাজ ডিল করে কিন্তু তার ম্যানেজার বা এজেন্ট থাকা সত্বেও নিজেই সব কিছু ডিল করছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম সে বললো, নিজের পার্সোনাল বিষয় নিজে ডিল করতে পছন্দ করে।

২০| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আপনার গল্পে কি দেশী বাস্তবতা??

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৮

সোহানী বলেছেন: সত্যিই এবার রেম, প্রসেসর পাল্টাতে হবে.........

অনেকটা, কারন বিদেশে থাকলে ও দেশি মানসিকতাতো কোনক্রমেই পাল্টানো যায় না............... তাই না!!

২১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২১

সচেতনহ্যাপী বলেছেন: :-P আসলেও।। কারন এখন উইন্ডোজ ১০ আর আইফোন ৭ !!পুরানো ইউজারদের জন্য =p~ ।।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৪

সোহানী বলেছেন: হাহাহাহা......... সেটা আর বলতে.......... মেনে নিলাম!!!

২২| ০১ লা মে, ২০১৭ রাত ২:২৩

আমি তুমি আমরা বলেছেন: মজা পেলাম।

০১ লা মে, ২০১৭ রাত ৯:৫৫

সোহানী বলেছেন: আরে আপনি অনেকদিন পর!! আমিও মজা পেলাম কারন সে সত্যিই দারুন পার্সোনালিটি সর্ম্পন মানুষ। আমি আমার দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বল্লাম যদিও সে আমাদের দেশের সাথে পরিচিত না তবে সে স্লাম ডগ দেখেছে তাই ইন্ডিয়ার সাথে গুলায়ে ফেলছে (মোস্ট পিপল তাই করে)। তাই সুযোগ বুঝে নিজের দেশের গুরগান গাইলাম আর কইলাম স্লাম ডগ এর ওইসব প্রবলেম আমাগো না... আমরা বহুত ভালা মানুষ।

২৩| ০১ লা মে, ২০১৭ রাত ১০:২২

সাহসী সন্তান বলেছেন: পোস্টের শিরোণাম দেখলেই বোঝা যায় ইহা একটি সোহানী পরিবেশনা! এমন ভাবে হাউমাউ কৈরা 'হায় হায়' কর্তে থাকেন যে, মাঝে-মাঝে কনফিউশনে পইড়া যাই না জানি কিয়েত্তে কি হইছে! লগে কৈরা তো ফায়ার সার্ভিস আনোনেরও পিলান কর্ছিলাম! ;)

যাউকগা, তয় এত্তবড় ক্লায়েন্ট পাইছেন তো আমগোরে কি একটু খাওয়াইবেন-টেন না? আর পরবর্তিতে এই ক্লায়েন্ট বা এইধরনের কোন ক্লায়েন্ট আপনার কাছে আসলে তাগোরে ভুলেও বেল তলায় যাইতে নিষেধ কইরা দিয়া উহা সম্পর্কে কিছু উপকারিতা এবং অপকারিতা কইয়া দিয়েন! :P

যদিও কানাডায় বেল গাছ আছে কিনা তাহা জানা নাই! পোস্ট ভাল্লাগছে! গাজী ভাইয়ের পরামর্শটা মাইনা নিলে ভালা কর্বেন! মুরুব্বি মানুষ, ভুল পরামর্শ দেবেন্না! ;)

০২ রা মে, ২০১৭ রাত ১০:০১

সোহানী বলেছেন: পোস্টের শিরোণাম দেখলেই বোঝা যায় ইহা একটি সোহানী পরিবেশনা!
;) B-)) =p~ ;) B-)) =p~ ;) B-)) =p~ ;) B-)) =p~ ;) B-)) =p~ .... নামখান পসন্দ হইছে... আসিতেছে দূর্বার গতিতে সোহানী পরিবেশনা......:P:P:P

এমন ভাবে হাউমাউ কৈরা 'হায় হায়' কর্তে থাকেন যে, মাঝে-মাঝে কনফিউশনে পইড়া যাই না জানি কিয়েত্তে কি হইছে!
কনসাইন দেহি...হাউমাউনাউ না করলে আপনি কি উকিঁ দিতেন ;) :`> :P ;) :`> :P ;) :`> :P ;) :`> :P

লগে কৈরা তো ফায়ার সার্ভিস আনোনেরও পিলান কর্ছিলাম! ;)
ওরে কে কোতায় আঁচো আমারে বাচাঁও..... কানাডায় ফায়ার সার্ভিস কলের যথাযথ যুক্তিসজ্ঞত কারন না দর্শাইলে ৬ হাজার ডলার জরিমানা.... আপনিতো ডাইকায় খালাস তয় জরিমানাটা গুনবো কেডা?????

এত্তবড় ক্লায়েন্ট পাইছি..... তারউপ্রে দেশে ভবিষ্যতে ভ্রমণের প্রস্তাবও দিলাম..... বলাতো যায় না বাংলা সিনেমা দেইখা অনুপ্রানিত হইয়া ইনভেস্ট ও করতে পারে..................... হের লাইগা পর্যটন মন্ত্রী + সিনেমা মন্ত্রী অন্তত একখান দেশরত্ন খেতাব দিবে সেই আশায় বইসা আছি ..................তাই আপনারাইতো খাওয়াইবেন... ঠিকানা দিমুনে পাঠায়ে দিয়েন!!!! ;););)

বেল নাই বাট ম্যাপল আছে..... আচ্ছা আমাগো দেশে যাওনের আগে নিষেধ করুমনে।

গাজী ভাই মুরুব্বি মানুষ ..... উনার পরামর্শতো ফেলতে পারি না তাই মাথা পেতে নিলাম.....;););)

২৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা হয়েছিল দৃষ্টি বদল,
যেখানে আলো ছিল ঝলমল ।
রেম, প্রসেসর ফাঁকে ফাঁকে হয়েছিল মন অদলবদল,
আঁকা ছিল সোহানীর মনে প্রেমের রঙমহল !!!...................................

২৭ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সোহানী বলেছেন: হা হা হা হয়েছিল দৃষ্টি বদল............... দু:খিত হয়নি কোন দৃষ্টি টু দৃষ্টি বদল... হয়েছিল শুধু কাগজ বদল সাথে কিছু ডলার।

রেম, প্রসেসর ফাঁকে ফাঁকে হয়েছিল মন অদলবদল,
আঁকা ছিল সোহানীর মনে প্রেমের রঙমহল !!!................ আহারে সাক্ষাত বাংলা সিনেমা... কিন্তু কি থেইকা কি হইলো এমন রং বদলের চান্স থাকিবার পর ও কেন যে হইলো না। অথচ দেখেন বাংলা সিনেমায় একটুস খানি ধাক্কা খাইয়া দু একখান কাগজ পরিয়াই গান শুরু হইয়া যায়... আমার বেলায় এতো দিস্তা দিস্তা কাগজ বিনিময় হইয়াও কিছুই হইলো না... এইটা কিছু হইলো.............

বাট ছবিখান জম্পেশ হইছে............

২৫| ২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ........................ শীতের কাঁপুনি সব গিয়ে রক্তে মেশে
ভালোবাসা বেঁচে থাকে নিঃশ্বাসে,
যদি পেতাম সেই চেনা ক্ষন গুলো
উড়িয়ে দিতাম ভুলের সব এলোমেলো ধুলো ! " ......................................

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০২

সোহানী বলেছেন: ও মাই গড এতো অসাধারন কবিতা এত্তো পরে দেখলাম...... সরি..।

অসংখ্য ধন্যবাদ।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১০

তপোবণ বলেছেন: ব্লগে ঘুরতে এসে "একটি সোহানী পরিবেশনা"য় মুগ্ধ হলাম। সকল মন্তব্যকারী ও এর জবাব খুব এনজয় করলাম। ধন্যবাদ সবাইকে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

সোহানী বলেছেন: আরে আরে অনেকদিন পর এরকম একটা আজাইড়া পোস্টে উকিঁ দেয়ার জন্য ধন্যবাদ তপোবণ।.......

২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে পাইবে ভাই
বাজায়ে দেখ তাই
পাইলে পাইতে পার
ভালোবাসার অমূল্য রতন
........................................................................................................
যা বেঁচে থাকে সোহানীর বিশ্বাসে !!!

১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৩

সোহানী বলেছেন: ছবিটা অসাম...........................

২৮| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক কাজটিই করেছিলেন। আইনের চোখে সেলিব্রিটি আর নন-সেলিব্রিটি, সবাই সমান।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৫

সোহানী বলেছেন: বাড়তি সুযোগ সুবিধা কেউই আশা করে না কিন্তু সেলিব্রেটিরা নিশ্চয় মনে মনে চায় চারপাশের সবাই একটু তাকাক তার দিকে...।

কেমন আছেন আপনি? এতো ব্যাস্ততা হঠাৎ বেড়ে গেছে যে ব্লগে আসতেই পারি না।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩২

এস এম মামুন অর রশীদ বলেছেন: If what you said is precisely what had happened, the guy's behavior had been funny and unusual. "Do you know me?" does not go with a civilised standard if the qiestion is meant for some undue advantage.

২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬

সোহানী বলেছেন: may be or may not be!

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন:





আহারে বেচারা!!
হেরে একটু চা কফি অফার করলে পারতেন। =p~ =p~ =p~

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩২

সোহানী বলেছেন: আরে চা কফি এখানে ফ্রি-ই থাকে। কিন্তু বেচারা মনে হয় সত্যিই দু:খ পেয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.