নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
যারা এখনো বিদেশে আসার জন্য কাথাঁ বালিশ গোছান নাই তারা এই লিখা পইড়েন না.. একমাত্র যারা মনস্থির করতে পারছেন না আসবেন কি আসনে না তাদের জন্য এ লিখা............. তবে কতিপয় ব্লগার বৃন্দের এইখানে আসা অতীব জরুরী.....কারন নিম্নে দৃষ্টব্য...
গত এক বছর ধরে এ লিখাটা লিখবো লিখবো করে লিখছিলাম না কারন এমনিতেই সামুতে ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি তাই আবার কোন বির্তকিত বিষয় নিয়ে লিখে মোষের বদলে সিংহ আনতে চাইনি
যাইহোক শিরোনাম দেখে বুঝতেই পারছেন কঠিন এবং গুরুগম্ভীর বিষয় নিয়ে এবার আসলাম বাট আগেই বলে নেই আমি সমাজ বিজ্ঞানী বা কোন গবেষক নই ....। আমার একান্তই চিন্তা-ভাবনা, চারপাশের পরিবেশ, লোকজন ও আমার সাথে তাদের আচরন থেকেই এ বনের মোষ তাড়ানোর চেস্টা..... তাই এটি সম্পূর্ন আমার নিজস্ব উপস্থাপনা। ভালো লাগলে ভালো... চা কফি নিয়া পড়েন আর ভালো না লাগলে আরো ভালো.... মুড়ি খাইয়া কবিতা পড়েন আর একটা ঘুম দেন
যাইহোক যা বলছিলাম......আমাদের দেশের অনেকের ধারনা হলো কোনরকমে প্লেনের চাক্কা ধরে যদি বিদেশে আসা যায় তাহলে সব সমস্যার সমাধান...বিদেশে ডলার উড়ে বাতাসে.... প্রাইম মিনিস্টারের পাশের বাসাটা কেনা কোন ব্যাপারই না .. .. বাট ভাই ও বোনেরা একটু মনে রাখেন দেশে যে রকম কস্ট করেছেন এর থেকে কম নয় অনেক অনেক অনেক বেশীই কস্ট আপনাকে এখানে করতে হবে....... তারপরেও সবাই আসে ও কম বেশী ভালো থাকে।
এখন প্রথমেই প্রশ্ন কেন আসবেন কানাডা!!!! নিজের বাবা-মা, ভাই-বোন, আত্মীয়, বন্ধু-বান্ধব, নিজের পরিবেশ, নিজের শিকড় ছেড়ে কেন এখানে আসবেন????? হাঁ আসবেন কারন ..............
১) এ দেশ আর মনুষ্য বাসের উপযোগী নেই। প্রথমে দিলাম নদী, তারপর রাস্তা, তারপর সমুদ্র, তারপর সুন্দরবন,সংস্কৃতি, দেশের চাকরীর বাজার,.... আর বিনিময়ে নিচ্ছি ইয়াবা, ডাইল, হিরোইন, হিন্দি কুটনামী সিরিয়াল, কাপড় খোলা সিনেমা, বাকী আর আছে কি আমাদের!!!! আমরাতো কোনরকমে খেয়ে গেলাম আর আমারে সন্তানরা কি খাবে..... ওই ইয়াবা, ডাইল, হিরোইন!!!!! যদি ভবিষ্যত প্রজন্মকে ওই ইয়াবা, ডাইল, হিরোইন হতে বাচাঁতে চান তাহলে চলে আসেন ।
২) দেশে সরকার আপনাদের ভালোবেসে মমি করে রাখার ব্যবস্থা করে রেখেছে। তাই দিনের পর দিন মাছ, মাংস, ফল, সব্জী সব কিছুতে ফরমালিন দেয়ার ব্যবস্থা করে রেখেছে। তাই ফরমালিন খেয়ে যদি মমি হতে না চান তাহলে চলে আসতে পারেন, মজাদার আম হয়তো পাবেন না বাট ফ্রেস আপলে পাবেন ।
৩) আপনার মেয়েদেরকে যদি হিন্দি সিরিয়ালের দেখে দেখে, তাদের মতো কুটনৈতিক বানিয়ে শাশুড়ি-ননদদের জব্দ করার মন্ত্র দিতে না চান তাহলে চলে আসেন। কুটনৈতিক বউ হবে না বাট নায়লা নাইম হলে ও হতে পারে ।
৪) আপনি লাল নীল সাদা কালো কোন নির্দিস্ট দলের পতাকা তলে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি না থাকেন তাহলে টেন্ডার, ব্যবসা, লাইসেন্স একটা ও আপনার নাগালে নাই.... কি আর করা চলে আসেন। এখানে একটাই পতাকা লাল আর সাদা..... এ নিয়ে কোন ঝামেলা নেই....!!!!
৫) সরকারের বিরুদ্ধে জ্বালাময়ি বক্তৃতা দিয়ে এখন সরকারী চামচা+মাস্তানদের রোষানলে থেকে পালাতে চান.... চলে আসেন। কোন মান্তানের ভাত নাই এখানে..........
৬) সীসা বিহীন বাতাসের একটু নি:শ্বাস নিতে চান, দূষণবিহীন নদীর পাড়ে একটু বসতে চান কিংবা লোকালয়ের বাইরে কোথাও হারিয়ে যেতে চান.... তাহলে আসতে পারেন।
৭) আপনার নামের শেষে কি বিশেষ উপাধি আছে তাহলে ঠিক আছে... প্রমোশন, পোস্টিং সব আপনার... না নেই তাহলে আপনার ডিমোশন হবার আগে এসে পড়েন।
৮) নিরবিচ্ছিন্নভাবে কবিতা লিখতে চান.... প্রকৃতি নিয়ে, রাজনীতি নিয়ে....সাইবার আইন নাকি কি জিনিস আছে... এর থেকে বাচঁতে চান......... কোন বাধাঁহীনভাবে লিখতে চাইলে চলে আসেন আটঘাট বেধে......
৯) চুরি, স্মাগলিং, ২২ টা খুন করে, টেন্ডারবাজি করে অনেক টাকা কামিয়েছেন, দেশে টাকা রাখা সেইফ মনে করছেন না.... ওকে এবার একটু শান্তিতে বাস করতে চান.... নো প্রবলেম এখানে টাকা ইনভেস্ট করবেন, বাড়ি কিনবেন আর চলে আসবেন.... কানাডায় টাকা ইনভেস্ট করলেই সিটিজেনশীপ ফ্রি.............
১০) যা কামিয়েছেন এবং আরো কামাতে চান... কিন্তু চান না আপনার ভবিষ্যত প্রজন্মকে এ পথে আনতে, সুন্দর পরিবেশে তাদের সুন্দর ভবিষ্যত গড়তে চান... নো প্রবলেম পাঠিয়ে দেন তাদের এখানে.....
১১) ফার্মগেট, মিরপুর আর গুলিস্তান বা কোথাও একটু হাটার উপায় নেই.... দেশে মানুষ এখন পোকামাকড় থেকে ও বেশী। তাহলে আর কি করা চলে আসেন.....
১২) বাসার উত্তরে সারা রাত উচ্চ শব্দে মাইকে হিন্দি গানের সাথে ডিজে নাচ কারন হলুদিয়া পার্টি হচ্ছে. দক্ষিন দিকে ওয়াজ সাহফিলে আপনাদের আখের গোছানো ব্যবস্থা হচ্ছে, পূর্ব দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে গান বাজিয়ে দেশ উদ্ধার করছে, পশ্চিম দিকে বাতের তেল বিক্রি চলছে.......... আপনি পাগলাগারদের টিকেট কাটা ছাড়া ও আরেকটা উপায় আছে... এখানে চলে আসা।
১৩) প্রমাণিক ভাই গুলিস্তান আর গোরস্থান চিনতে পারছে না........ ওকে এখানে এ ঝামেলা নাই.....। চলে আসেন বন্যা খরা নিয়ে কোন সমস্যা নাই।
১৪) গাজী ভাই গাজী ভাই ব্লগময় বক্তৃতা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে.... কারন ওনারে সাইবার আইনে ধরার কোন উপায় নাই.........আইনের ভয়ে আগেই ভাগছে।
১৫) আলী ভাই আলী ভাই দারুন সব লিখা দিচ্ছে, সকল তথ্য সহজেই পাচ্ছেন.......... ওকে আপনি ও লিখতে চান... চলে আসেন। লাইব্রেরী বা রেফারেন্স ইউজের এমন সুযোগ দেশে পাবেন না নিশ্চিত.......
১৬) জী ভাই জী ভাই বিশাল লিখা দিয়ে সবাইকে চিন্তার খোড়াক জৃুগিয়ে নিজে একটা লম্বা ঘুম দেন.... ওকে এ ই সময়টা আসতে পারন.... এতো অসাধারন সুন্দর জায়গা বেহেস্ত ছাড়া পাইবেন না সেটা বলতে পারি........... তারপর নতুন লিখার রসদ ও পেয়ে যাবেন নিশ্চিত...
১৭) গেম চেঞ্জার গেম চেঞ্জার ব্রাদার হোটেলে ফাও খাইয়া ইংরেজীতে চোটপাট কইরা বিল না দিয়া ভাগছে...... হাহাহা... তারে আরো ভালো ইংরেজী শিইখা আরো নিখুতভাবে হোটেলে ফাও খাওনের এ্যাকশানের এর জন্য আসে পারেন........
১৮) কি করি আজ ভেবে না পাই কি করি ব্রাদার ইদানিং ছ্যাকামাইসিন খেয়ে ছড়া লিখছেন সাথে অন্য কারো রান্না ঘরে স্পাইগিরি করার চেস্টা করছেন.... আরো্ সঠিক ট্রেনিং দিয়ে বাকি সবার রান্না ঘরে স্পাইগিরি উপযুক্ত হবার জন্য আসার উপদেশ দিতে পারি.......
১৯) শায়মা আপু শায়মা আপুনির ধৈর্য্য দেখে ও বিভিন্ন বিষয়ে কঠিন পারদর্শী ... তার উপযুক্ত স্থান অবশ্যই এখানে। ( আমি অন্তত এক বেলা ফ্রি খেতে পারবো উপদেশের বিনিময়ে.......)
২০) জুনাপু ও বোকাভাই.. বোকাভাই জুনাপু... তাদের নিত্য নতুন ঘোরাঘুরির পোস্টের জন্য এখানে আসা বাধ্যতা মূলক..........
২১) গিয়াস ভাই গিয়াস ভাই বাত্তি দিয়ে দেশে গুনীজন খুঁজেছেন........ উনার এ খোঁজ পর্ব সহজ করার জন্য এখানে আসার পরামর্শ থাকলো....
২২) হামা ভাই হামা ভাই ভয়ংকর থ্রিলার গল্পের প্লট খোজাঁর জন্য এখানে আসতে পারেন.... কিছুদিন আগে এখানে এক নার্স ১৫-২০ টা খুন করেছে তার ১০-১৫ বছরে চাকরী জীবনে ... জাস্ট ফর ফান.......
২৩) বিথী আপু বিথী ফুলের ছবি তুলতে চান,,.... এখানে আসেন.... ফুল কত প্রকার কি কি তা না দেখলে বিস্বাশ করবেন না.........
২৪) সেলিম ভাইয়ের সেলিম ভাই ইদানিং কবিতাতো দেখি সাইবার আইনের পাশ দিয়া যাইতাছে....... ভালোই ভালোই ভাইজান আইসা পড়েন...
২৫) সোনাবীজ ভাই সোনাবীজ ভাই মাঝে মাঝে খুবই বিরক্ত হোন হঠাৎ গজানো লেখকদের নিয়ে.... যাহোক কিছুটা হাওয়া বদল করে মেজাজ ঠান্ডা রাখতে পারেন..........
২৬) ভিগু ভাই বিদ্রোহী ভৃগু ইদানিং মেয়রদ্বয়কে লাল কার্ড দেখাইয়া নিজেই এখন লাল কার্ড এর খাওয়ার ভয়ে পালায়ে আছে..... ভাইজান তাড়াতাড়ি আইসা পড়েন........ এইখানে লাল নীল যে কার্ডই দেখান কোন সমস্যা নাই.....
২৭) মোস্তফা পলাশ ভাইতো পলাশ ভাই নিজেইকানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর চেলা হিসেবে যোগ দিয়েছেন এখানে..... ভবিষ্যত চেলা হইতে চাইলে বা তার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে এইখানে আসা ছাড়া গতি নাই...... তবে অফ টপিক এইখানে্ এইরকম ছবি ঝুলাইয়া কোন ফায়দা করতে পারবেন না........ না টেন্ডার না চান্দা... আফসোস পলাশের লাইগা... দেশে এইরকম ছবি ঝুলাইয়া কত টেন্ডার দখলে নিতে পারতো......
উনার সাথে ফটোক দেখেন.......
২৮) কাভা ভাই ...কাল্পনিক_ভালোবাসা এইখানে আইসা পড়েন.......সামুর ব্লগারদের বকেয়া বিল দেয়ার জন্য হাত থেইকা বাঁচাবেন.............. সেই যে নোটিশ কইরা ভাগলেন টাকা দিমু কইয়া,... আমিতো টিকেট বুকিং দিয়া বইসা আছি..........
২৯) তবে হেনা ভাই আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম কোনক্রমেই চিকিৎসার জন্য কানাডায় আইসেন না এই একটা জিনিস আমি অন্তত পছন্দ করি না.......... (আপনার সুস্থতা কামনা করছি দ্রুত ফিরে আসুন ব্লগ জগতে)।
এরকম হাজার কারনের একটা ও যদি থেকে থাকে তাহলে সময় থাকতে আখের গোছান ব্লগার ভাই আপুরা ... আসেন আমরা নতুন কানাডা সিন্ডিকেট গড়ি ....................... কারন কানাডায় এবার ইমগ্রেশান ল অনেক শিথিল করেছে......সময় থাকতে এপ্লাই করেন......
ঘুরাঘুরির কিছু গাইডেন্স আছে জী ভাই, জুনাপু আর বোকা ভাইয়ের জন্য...... ...
জীবন যেখানে যেমন......আসেন এই গরমে একটু নায়াগ্রা ঘুরে আসি.....
বি:দ্র: এই লিকাখানির প্রথম ভার্সন কিছুদিন আগে ব্লগে দিয়েছিলাম কিন্তু কিছু কঠিন দেশপ্রেমী ব্লগার আমাকে এই মর্মে জেরা সহ ঝাড়ি দিয়াছেন যে আমি নাকি দেশের সকল মাথাগনকে দেশ পালানোর কু-পরামর্শ দিচ্ছি (পড়তে হবে সু)........ তাই আগেরখানি উইদ্র করিয়া ব্লগের কিছু মাথাকে সাথে নিয়া এইখানে আরেকখান সামু সিন্ডিকেট গড়িবার প্রয়াসে আবারো লিখাখানা দিলাম..........
......... ভালো থাকেন !!!!!!!!
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
সোহানী বলেছেন: ধন্যবাদ তালুকদার ভাই... আপনার মনের কথা টের পেয়েছিলাম আগেই......
২| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
আমি চির-দুরন্ত বলেছেন: ফ্রিতে যাওয়ার ব্যবস্থা আছে নাকি??? অথবা ডিঙ্গি নাও টাও নিয়া???
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সোহানী বলেছেন: আছে..... এ্যাপ্লাই করেন ওয়েবসাইট দেইখা..... ভুলে ও দালালদের খপ্পরে পড়বেন না.... তবে রিফিউজি হিসেবে আসতে পারেন... নেক্সট পর্বে আসবো এ বিষয় নিয়ে....
৩| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২৮
কাউয়ার জাত বলেছেন: সবার আগে কানাডা যাওয়া উচিত দেশে যাদের ফাসীর আদেশ হইছে তাদের।
অবশ্য আমাদের প্রধানমন্ত্রী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হইয়া এই পাইলট প্রকল্প হাতে নিয়েছিলেন যে এদেশের ডেথ সেনটেন্স পাওয়া আসামীদের কানাডায় পুনর্বাসন করবেন। কিন্তু দুর্নীতির অভাবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
সোহানী বলেছেন: ভালো খবর..... ডেথ সেনটেন্স পাওয়া আসামীদের কানাডায় পুনর্বাসন করবেন।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯
আখেনাটেন বলেছেন: ঠান্ডার দেশে গরমের লোক শেষে আবার গরমটাই না বাড়িয়ে দেয়।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
সোহানী বলেছেন: সেটা আর বলতে.... অলরেডি অনেক কিছুই শুরু হয়েছে। যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলংকা থাকবে সেখানে ঝামেলা বাধবেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই.......
৫| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঙ্গালীদের বেশী সুযোগ দিলে উপরের যে কারণে তারা কানাডা যাবে
কয়েকদিনের মধ্যে সেই সব কারন সেখানে দেখা দিবে তা বলা যায়।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
সোহানী বলেছেন: হাহাহাহা ঠিক নুরু ভাই.......সেটা আর বলতে.... যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলংকা থাকবে সেই সব কারন সেখানে দেখা দিবেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই.......
৬| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪
জুন বলেছেন: সোহানী আমার যে থাইল্যান্ডেই ভালোলাগে । মোটামুটি আইনের শাসনেই আছি। ছিনতাইকারী নাই । দু একটা হাল্কা চেন চুড়ি পরে একা একা সারা রাত ঘুরলেও কারো সমস্যা হয়েছে শুনি নাই ।
তাছাড়া দেশী আবহাওয়া। শোল মাছ,পাবদা মাছ সাথে টেংরা মাছ তরি-তরকারী শাক সব্জী পলপ্রুটস ও বেশিরভাগ দেশী দেশী
এসব কি কানাডায় পাওয়া যাবে
তাছাড়া মুঞ্চাইলেই ২ ঘন্টা ১৫ মিনিট জার্নিতে দেশে ফিরতে পারি।
১৪/১৫ ঘন্টা প্লেন জার্নির কথা মনে হলেই দম বন্ধ হয়ে আসে
আর ঐ দেশের উপরে উত্তর মেরু ছাড়া আর কোন দেশ নেই, ঠান্ডায় বুড়ো বয়সে বাতে ধরবে যে । তখন আর ঘুর ঘুর ক্যামনে কি
তারপরও ঐ বেহেস্তে থাকার জন্য আমাকে মনোনীত করায় এক কাভার্ড ভ্যান ধৈন্যা পাতা
+
২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১১
সোহানী বলেছেন: জুনাপু... এখানে গায়ে শ'ভরি গয়না পরে ঘুরলেও সমস্যা নেই। আর দেশী ফ্রেস শোল মাছ,পাবদা মাছ সাথে টেংরা মাছ তরি-তরকারী শাক সব্জী পলপ্রুটস পাবেন না তবে বছর দু'য়েক আগের ফ্রিজিংটা পাবেন। আমার আগের লিখা পরলেই এ নিয়ে বিস্তারিত পাবেন।
বলেন কি প্লেন জার্নি খারাপ লাগে !!!!!! আমারতো মনে হয় জীবনটা প্লেন জার্নিতে কাটাতে ও আমার কোন আপত্তি নেই.......
আর ঠান্ডা... ওটা যে কি আনন্দের বিষয় সেটা এখানে না আসলে বুঝবেন না। আমরা খুব বরফকাল এনজয় করি.........
৭| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৬
ক্লে ডল বলেছেন: খুউউব খ্রাপ কথা!! আপনার এ প্রয়াস যেন ব্যর্থ হয়।
তাঁরা কানাডা চলে গেলে সামু যে অসহায় হয়ে যাবে যে
৩০ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৪৫
সোহানী বলেছেন: আরে সামু অসহায় হবে না, কত অসবে কত যাবে,,,,... সো নো চিন্তা ডু ফূর্তি...
৮| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫
কানিজ রিনা বলেছেন: ভাই সোহানী মেয়ে চেষ্টা করছে কানাডা বা অন্য়দেশে নিজের যোগ্য়তায় সুন্দর করে জীবন কাটাতে। স্কলার নিয়ে বাইরে লেখা পড়া করে দেশে এসে মনে হচ্ছ গোড়ার ঘাস কাটার চাকরীও জোটানো মুশকিল
যদিও জুটবে হয়ত
ঘারে ধাক্কা নামক অস্মানকে ভয় পায়। খুলিয়া বলিলে সম্মান হানি হইবে নিজের জম্ম দাতা পিতার। তাই তোমার লেখা পড়ে কিছুটা নিশ্চিত হলাম। দেশের অসম্মান সুখের থেকে বিদেশে খেয়ে পড়ে সসম্মানে বেঁচে
থাকতে পারলেই ভাল। যেখানে নিজের পিতা সন্তানের সম্মান রাখেনা। যেমন হুমায়ুন স্য়ার। ধন্য়বাদ তোমাকে।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৯
সোহানী বলেছেন: আপু, ভার্চূয়াল জগতে নিজের পরিচয় বা ব্যাক্তিগত বিষয় টানতে পছন্দ করি না। তারপরও বলি সত্যিকারের জীবন খুঁজে পাবে এখানে। হয়তো অনেক কঠিন পরিশ্রম করতে হবে তারপরও রাতে ঘুমাতে পারবে, রাত দু'টোয় রাস্তায় হাটতে পারবে কেউ ফিরে তাকাবে না, জব না থাকলে ও না খেয়ে মরবে না। দেশের রাজকীয় জীবন থেকে এখানের সাধারন জীবন ও অনেক অনেক ভালো। সত্যিকারের নিজেকে খুজেঁ পাবে.........
আপু, অনেক চেস্টা করেছিলাম সত্যিকারে দেশের জন্য কিছু করতে, নিজের দু'পয়সার জন্য পুরো দেশকে বিকিয়ে দিতেও কেউ ভাবে না। লজ্জা পাই এসব নিয়ে..... একা আমি কিছুই করতে পারবো না বা পারিনি... কিছু করা মানে উল্টো নিজের জীবনটাই রিস্কের মধ্যে ফেলা। অনেক কিছুই লিখেছিলাম বাট মুছে দিলাম.... পূর্ব জন্মের কথা মনে করতে চাই না। পরে কখনো কথা হবে। কোন কিছু জানতে চাইলে আমাকে মেইল করতে পারেন..... মেইল নাম্বার দিবো পরে.....
৯| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪২
সেতু আমিন বলেছেন: কানাডা যাওয়ার স্পন্সর আপনি করতেছেন নাকি?
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০
সোহানী বলেছেন: আরে নাহ.... মি: ট্রুডো আছে না... আমার নায়ক সেই আপনাদের জন্য সব সহজ ব্যবস্থা করে রেখেছে.....
১০| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার খুব মন চায়তাছে আপু, কেমনে যামু কানাড়া!!!
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৩
সোহানী বলেছেন: নয়ন ভাই... নো প্রবলেম.... এখন ভিসা অনেক সহজ। খোঁজ খবর নিতে থাকেন.......
১১| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫
চেংকু প্যাঁক বলেছেন: হ, কানাডায় গিয়া না খাইয়া শুকাইয়া মরার বুদ্ধি। একবেলা ঐদেশে একটা রুটি খাইতে যেই খরচ, সেই টেকা দিয়া দেশে দশবেলা মাছ গোসত দিয়া ভাত খাওন যায়, লগে ডাইল ভাজি ফ্রি।
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪০
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... এইটা সত্যি তবে ডলাররে ৬০ দিয়া গুন দিরে না খাইয়া থাকতে হবে। আমি যখন প্রথমবার সুইজারল্যান্ডে গেছিলাম তখন আমারো একই অবস্থা হইছিল... ১০০ টাকা দিয়া গুন দিয়া ভালো কিছু কিনতে পারি নাই। পরেরবার থেইকা এ সমস্যা গেছে গা........ এখন ১ ডলার মানে এক টাকাই মনে হয়...... ৬০ টাকা না। তাই গতকাল এক দেশী লাউ কিনছি ১১ ডলার দিয়া মানে ৬৬০ টাকা..........হাহাহাহা। এরকম গুন দিলে আপনার মতো ও না খাইয়া থাকতে হবে.......
১২| ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: কানাডায় সামুর সিন্ডিকেট........ হায়, হায়, হায় !! কি কথা শুনাইলেন, আর যামু না কানাডা......
তাইলে,খমাখা কানাডায় যেয়ে আর কানা হয়ে লাভ নেই !!
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬
সোহানী বলেছেন: আঙ্গুর ফল টক আর কি...............
১৩| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
নীলপরি বলেছেন: যারা এখনো বিদেশে আসার জন্য কাথাঁ বালিশ গোছান নাই তারা এই লিখা পইড়ের না --
তাও পড়লাম ।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৯
সোহানী বলেছেন: কি আর করা.... প্রস্তুতি নেন কাথাঁ বালিশ গোছানোর......
১৪| ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৭
নেক্সাস বলেছেন: কিন্তু যাওয়ার উপাই কি ভাই?
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
সোহানী বলেছেন: গুগুল মামারে জিগান..... যাহোক আসুম পরের পর্বে এ নিয়ে।
১৫| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অসাধারন প্রস্তাব! আপনার ভাগানোর তালিকায় নাম দেখে অত্যন্ত প্রীত বোধ করছি।
লাল কার্ডের জ্বালা কেউেতো অন্তত বুঝলো
আপনি যা যা বলেছেন তা অাক্ষরিক সত্যি!
আচ্ছা সবাই যদি পালাই- কি হবে আপু দেশটার???
হায়েনা শকুনেরা আরো ছিড়ে ছিড়ে খাবে! সোমালীয়ার মতো দুর্ভিক্ষ অনাহারে লাখো মানুষের মাঝে শত হাজার পাউন্ডের জন্মদিনের কেক হবে! ----
একজন, মাত্র একজন নেতা যদি দাড়িয়ে যায়- ইয়াহিয়া ভুট্টো যদি পালাতে বাধ্য হয়- তবে এরা আর কোন স্যার!
আপনি আমাদের জন্য দেশবাসীর জণ্য দোয়া করবেন।
নিরন্তর ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাঝে কিছু বদলাতে না পারলেও সে চেষ্টা অটুট রেখে...
ও আমার দেশের মাটি
তোমার পরে ঠেকাই মাথা
গাইতে গাইতে যেন দেশটার বুকেই শেষ নি:শ্বাস ত্যাগ করতে পারি।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
সোহানী বলেছেন: বিভৃ, ভালো লাগলো অসাধারন কিছ কথন। হয়তো একদনি কেউ দাঁড়াবে মাহাথি বা লী কুয়ান কিংবা রাজা ভুমিবল অথবা কোন মৈালানা ভাসানী কিংবা কোন মুজিব। সে আশায়তো আছি। তখন ডাকুন আমাদের সব ফেলে আসবো.... শুধু একটু সামাজিক নিরাপত্তা দেন, সৎ ভাবে বাচাঁর পথ দেন... দেখবেন আমি একা না অধিকাংশই ছুটে আসবে।
ভাই, আমরা পালাইনি নষ্টদের সাথে পেরে উঠছিলাম না, কেউই পারে না। কারন সৎ ভাবে বাচাঁর পথ নেই দেশে ........ যাদের ক্ষমতা আছে তারা চলে যায় আর যারা পারে না তারা পড়ে পড়ে মার খায়।
যাইহোক....... বাস্তবতা কিন্তু অনেক অনেক কঠিন...
অনেক ভালো থাকেন.........
১৬| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪
গেম চেঞ্জার বলেছেন: পিলিনে উঠুম কখন ভাবতাসি! পিলিনে উঠুম কখন ভাবতাসি!
ফাও খাওয়া নিয়া একটা থিওরিটিক্যাল পোস্ট দিতে পারি!
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮
সোহানী বলেছেন: ভাবেন আর কাথাঁ কম্বল গোছান............ আর ফাও খাওয়া নিয়া ব্যাপক গভেষনা করেন.......
১৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫
গেম চেঞ্জার বলেছেন: পিলিনে উঠুম কখন ভাবতাসি!
ফাও খাওয়া নিয়া একটা থিওরিটিক্যাল পোস্ট দিতে পারি!
(আগের কমেন্টে সামু গোলমাল করে ফেলসে! ডিলিট প্লিজ।)
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯
সোহানী বলেছেন: নো প্রবলেম.........
১৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
পলাশ ভাইরে কাইত করে রাখিছেন.. তাই সিধা কইরে দিনু হা হা হা
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০
সোহানী বলেছেন: ওকে ঠিক কইরা দিমুনে.......
১৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
কানাডা সুন্দর দেশ; ওরা ৫৭ ইত্যাদি নিয়ে মাথা ঘামাবার সময় পায় না; মানুষকে কাজ করে সম্পদ উৎপন্ন করতে হয়।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩
সোহানী বলেছেন: হাঁ ঠিক তাই.... অন্তত আম্রিকা থেকে হাজার গুন ভালো.........
২০| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:০০
নাগরিক কবি বলেছেন:
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৪
সোহানী বলেছেন:
২১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০
মনিরা সুলতানা বলেছেন: খুব ভালো পরামর্শ দিছেন আপা ..
সবাই চলে গেলে আমরা মজা কইরা থাকমু
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫
সোহানী বলেছেন: হেহেহেহেহে... তার আর বলতে....
২২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৪
সনেট কবি বলেছেন: দেশটা আর বাসযোগ্য নেই। বেশী বেশী লোক বাইরে গেলে সরকারও খুশী। কারণ এতে বেশী বেশী রেমিটেন্স মিলে। আর কানাডা এক বিরাট দেশ। বাংলাদেশের সব লোক নিলেও স্থানের অকুলান হবে না। দোয়া করি সেখানে আরেকটা বাংলাদেশ তৈরী হোক। হতভাগ্য জনগন অন্তত সেখানে গিয়ে শান্তিতে থাকুক।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১
সোহানী বলেছেন: হতভাগ্য জনগন অন্তত সেখানে গিয়ে শান্তিতে থাকুক.............. সনেট কবি ভাই, এর চেয়ে বড় আশীর্বাদ আর নেই। সেটা কেউ স্বীকার করুক আর নাই করুক...........
অনেক ভালো থাকুন...........
২৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
বেশ রম্য আর মজা করে লিখলেও , লেখাটি বাস্তবতা থেকে উৎসারিত নিঃসন্দেহে । দেশের অনাচার - অনিয়ম- অবিচার- অসাম্য - অসভ্যতায় অনভ্যস্থ আপনার মনের কোথাও যেন অনেক পুঞ্জীকৃত হতাশা থেকে লিখেছেন । হালকা চালে আপনি কঠিন রেসের এক ঘোড়া ছুটিয়েছেন । সকল প্রতিকুলতা পেছনে ফেলে সে ঘোড়া যেন শেষ প্রান্তের ফিতেটি বুকে ছুঁইয়ে যেতে পারে বিজয়ীর বেশে !
আর আমাকেও সামুর কানাডা সিন্ডিকেটের সদস্য বানাতে নেমন্তন্ন করেছেন । বেহেস্তি নেমন্তন্ন ! জুন যেমন থাইল্যান্ডে র বেহেস্তে থেকেও দেশের আনাজপাতির স্বাদ ভুলতে চান না , তেমনি আমিও বলি - এই পোড়ার দেশটাই আমার বেহেস্ত । একটুখানি বৃষ্টিতেই জমে ওঠা রাস্তার পানিতে প্যান্টালুন ভিজিয়ে , বাঁশের-চটের নীচে গুটিসুটি দিয়ে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুকে চুমুকে যে মজা তা বেহেস্তের শরাবন তহুরাতেও নেই । অসাধারন অনিয়মের ভেতরেও যে কতো অনিয়মিত শৃঙ্খলা তা দেখতে দেখতেই মাথায় নতুন নতুন লেখার রসদ জমে যায় রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তুপের মতো । সেখান থেকে আতরের গন্ধ হয়তো বেরোয় না সত্য কিন্তু শ্রমক্লান্ত শরীরি ঘামের চেনা ঘ্রানটি উঠে আসে দিব্যি । এমন নরক ছেড়ে বেহেস্ত কি ভালো লাগবে ? সুদৃশ্য ষ্ফটিক স্বচ্ছ কাচের পানপাত্রে ফরাসী শরাব পান করে তো খৈয়াম হওয়া যায়-ই কিন্তু পান্তা পঁচা ধেঁনো খেয়ে দরদী শায়র হয়ে উঠতে পারে কয়জনা ? এই পোড়ার বয়সে আমিও না হয় থেকে গেলুম এই ভীড়ে - এই দঙ্গলের দেশে !
ক্ষতি কি ? কানাডা মাইগ্রেশানের লম্বা ঝামেলা থেকে বেঁচে গিয়ে গুলিস্থানের মোড়ে বসে বিড়িতে কয়েকটা সুখটান দেয়া ভালোনা ???????
( আমরা সদলবলে আপনার বাড়ীতে সামু সিন্ডিকেটের ঠাঁই গাঢ়া থেকে আপনাকে বাঁচিয়ে দিলুম । হা......হা...হা.... )
৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৭
সোহানী বলেছেন: (আপনার মন্তব্যের উত্তর দিতে হলে রীতিমত গবেষনা করতে হয়ে।)
ক'জন পারে আপনার মতো চিন্তা করতে। কেউ হয়তো বাঁশের-চটের নীচে গুটিসুটি দিয়ে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুকে বেহেস্তের শরাবন তহুরাতে আনন্দ পান আবার কেউ স্বয়ং বেহেস্তের শরাবনের মাঝে ও কোন আনন্দ পান না। সেটা সম্পূর্ন ব্যাক্তি ভালোলাগা মন্দ লাগার উপর..... তারপর ও বলবো, কেউ একজন অন্যায়ের প্রতিবাদ করছে আর চারপাশ থেকে তাকে চাবুক দিচ্ছে... তারপর ও সে ঘুরে দাড়াচ্ছে...... কিন্তু কতকাল???? এক সময় সে নি:শেষ হবে নতুবা সব কিছু গুটিয়ে নিবে..... এ দু'টো ছাড়া কোন পথ যে নেই তার।
অসাধারন অনিয়মের ভেতরেও যে কতো অনিয়মিত শৃঙ্খলা তা দেখতে দেখতেই মাথায় নতুন নতুন লেখার রসদ জমে যায় আবার অসাধারন নায়াগ্রার জলরাশির পাশে বসে ও দারুন কাব্যগাথা লেখা যায়। দু'টোরই দরকার...... ভালোবাসর কাব্য বেচেঁ থাকার রসদ জোগায় আবার নজরুলেন প্রতিবাদী কাব্য কারাগারের মাঝে নতুনভাবে বাচাঁর পথ দেখায়।
২৪| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ২:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিশনটা কি দাঁড়াল ? বুঝতে পারছি না !!!
দেশের কারও প্রতি একহাত!?
নাকি কানাডায় ক্যু করার মতলব?
আমার কাছে দেশ বাপদাদার শান্তিময় ভিটাবাড়ী
বিদেশ হোলো খোলা জানালা।কানাডা যাবার আমন্ত্রন ছিলো কিন্ত্ যাওয়া হয় নাই
তবে জাপান,সিঙ্গাপুর,মালয়শিয়া ঘুরেছি
জীবনের জন্য অনেক কিছু উপাদান আছে,ভালো লাগে মাঝে মাঝে মনে হয় থেকে যাই
৭ দিন পর মনে হয় নাহহ , আমার দেশ আমার প্রিয়তমা
সো আমি ......না ভোট দিলাম....................................................................
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১১
সোহানী বলেছেন: মিশনটা আর কি হবে..... লেজকাটা শেয়ালের গল্পটা জানেন নিশ্চয়।
আর কানাডায় ক্যু করা লাগবে না কয়েক প্রজন্ম পর দেখবেন আমাদের পোলাপান কানাডার নেতৃত্বে।
বাপদাদার ভিটাবাড়ীতে শান্তিতে থাকতে পারলে বিদেশ আসবেন কেন...... আপনারা থাকেন আর আমরা রেমিটেন্স পাঠাবো তারপর আতি পাতিরা সেই টাকায় কানাডায় বাড়ি কিনবে আর বছর বছর বাড়ির দাম বাড়াবে... বাকি আমরা কানাডায় মাথার ঘাম ফেলে ও একটা বাড়ির বুকিং দিতে পারবো না.........
২৫| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৮
মোস্তফা সোহেল বলেছেন: এই দেশে এমনিতেই আছি জ্বালায় আবার এই সব কথা বলে জ্বালাটা আরও বাড়িয়ে দিলেন সোহানী আপু।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১২
সোহানী বলেছেন: হাহাহাহাহা......... তাইতো পরামর্শ দিচ্ছি সময় থাকতে আইসা পড়েন.............
২৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতি উত্তরের আঙ্গুর ফল টক আর কি............. ইহা শুনিয়া প্ররাণে পেলুম ব্যথা !
কি আর করা এখন রজনীকান্ত সেনের ছড়া পড়ুন......
বাবুই পাখিরে ডাকি,বলিছে চড়ুই,
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে,
তুমি কত কষ্ট পাও রোদ,বৃষ্টি,ঝড়ে,
বাবুই হাসিয়া কহে,সন্দেহ কি তাই ?
কষ্ট পাই,তবু থাকি নিজের বাসায়,
পাকা হোক,তবু ভাই,পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাঁচা
ভালো থাকুন, আপু ।
৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১৫
সোহানী বলেছেন: পরানে ব্যথা পাইয়েন না...... আপনি ওখানে নিজ হাতে কাঁচা ঘর বানান । ঠিক একইভাবে এখানে ও আমরা নিজ হাতে কাঁচা ঘর বানাবো....... কি আর করা.........
২৭| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৪
বিজন রয় বলেছেন: আমি ভাই দেশ চাড়তে পারবো না।
৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
সোহানী বলেছেন: নো প্রবলেম.... মুড়ি বাতাসা খাইয়া কবিতা পড়েন.............
২৮| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক কোনদিক বরাবার হাঁটলে কানাডা পৌঁছাব বলে দিয়েন।
দেশে ফেরার চিন্তা করছি। আর আপনি কানাডার জন্য প্রলুব্ধ করেন
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০
সোহানী বলেছেন: সোজা উত্তর... নর্থ পুলের দিকে.............
প্রলুব্ধ করলাম কই...... দিশে ফিরেন .....................ও ভালো থাকেন..............
২৯| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কানাডা যামু না!! হাহ!!!
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০
সোহানী বলেছেন: আচ্ছা যাইয়েন না.......................
৩০| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
কাছের-মানুষ বলেছেন: দেশ থেকে কানাডা যাওয়া উচিৎ বেশী করে অন্তত চালের দাম কমবে তাতে দেশে।
সুন্দর পোষ্ট । পড়ে আনন্দ পেলাম।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০১
সোহানী বলেছেন: এইটাইতো বলছি..............বেশী করে কানাডা আসেন চালেন, চালের উপর চাপ কমান.... চালের দাম ১০ টাকা হবে.....................
৩১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ২:৫৬
দেশী পোলা বলেছেন: কানাডা বিশাল ঠান্ডা, সামারে গিয়াও সুয়েটার পরে ঘুরতে হয়, এর চাইতে মেক্সিকোতে লুঙি পরে জীবন যাপন অনেক বেহতর
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৯
সোহানী বলেছেন: একেবারেই ঠিক না। এখন সামার, গরমে ভর্তা হচ্ছি... তবে উইন্টার অবশ্যই মজার......
৩২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৫২
পাকাচুল বলেছেন: ঠান্ডাটাই সমস্যা। সারাবছর যদি সামার থাকতো। এখনো মন বসাতে পারলাম না।
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:১০
সোহানী বলেছেন: কি যে বলেন পাকাচুল ভাই, ঠান্ডার যে কি মজা সেটা না আসলে টের পাবেন কেমনে.... বরফ না পরলেতো আমাদের ভালোই লাগে না..... বরং সামারের গরশ অসহ্য।
৩৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৩:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাত কালো কাজল কালো
কালো নারীর কেশ,
কত মুনি ছেড়েছে এই
নারীর তরে দেশ। ..........।
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:১২
সোহানী বলেছেন: হায় আল্লাহ.... সে তো হাজার বছর আগের কাহানি... এখন কেউ নারীর তরে দেশ ছাড়ে না... নারীরে দেশ ছাড়া করে.....
কি ফুল দিলেন বুঝবার পারতাছি না..........
৩৪| ০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:১৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"গতকাল এক দেশী লাউ কিনছি ১১ ডলার দিয়া মানে ৬৬০ টাকা..........হাহাহাহা।"
লাউ এর কথা মনে কইরা দিলেন ক্যা পোষ্টে পোরা ১০১ টা মাইনাস আমেরিকায় ১৫ দিনের ট্রেনিং করে জুনের ১৭ তারিখ কানাডা ফিরে কোন নার্সারিতেও লাউ এর চারা খুঁজে না পেয়ে মাননীয় স্পীকার হয়ে গেছি এই সিজনে। টমাটোও লাগইতে পারি নাই; চোরের অত্যাচারে বেগুন লাই নাই এইবার।
তয় কৃষক পলাশ মিয়ার বাগানে পুইশাক, ঢেঁড়স, লালশাক, বগুড়ার লাল আলু, জালি কুমড়া, ও লে-টুস গাছ গুলা যথাবিহিত সৌন্দর্য বর্ধন করিতেছে
"এইরকম ছবি ঝুলাইয়া কোন ফায়দা করতে পারবেন না........ না টেন্ডার না চান্দা... আফসোস পলাশের লাইগা... দেশে এইরকম ছবি ঝুলাইয়া কত টেন্ডার দখলে নিতে পারতো......"
এইডা একটা কাজ করলেন আপু, ভাবছিলাম এই ছবি দেখাইয়া দেশে গিয়া আদম ব্যবসা শুরু করুম ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কানাডা নিয়া আসার লোভ দেখাইয়া ব্যাংক লুটে ও দুর্নীতির টাকা গুলো মাইরা দিয়া রবিনহুডের মতো দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করুম; আপনি হাটে হাড়ি ভাইঙ্গা দিয়া পাকা ধানে মই দিলেন আপনার ভাগ্য যে কানাডায় আছেন দেশে থাকলে নারায় গঞ্জের নুর হোসেনের মতো সরকারি বাহিনীরে ঠিকা দিয়া গুম করাইয়া বুড়িগঙ্গার কালো পানিতে ..... হে হে হে
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২০
সোহানী বলেছেন: হায় আল্লা কি কন.... লাউ এর চারা খুঁজে পান নাই.... বাংলা দোকানে না পেলে চাইনীজে খোঁজ নেন। আমার অফিস অজিংটনে, সেখানে কিছু চাইনিজ দোকান আছে। আমিতো সব চারাই সেখান থেকে নিসি। আর চোর বেগুন চুরি করে.... কস্মিমকালে ও শুনি নাই.... ৯১১ কল দেন...... কেনা তো দূরে থাক আমারে কেউ ঘরে পৈাছায়ে দিলে ও আমি খাই না।
ওকে ওকে কৃষক পলাশ মিয়া, আসতাছি আমার লালশাক আর লাল আলু চাই। আলুরতো ফলন হবার কথা এই সময়....
হায় হায় কন কি... কানাডা নিয়া আসার লোভ দেখাইয়া ব্যাংক লুটে ও দুর্নীতির টাকা গুলো মাইরা দিতে চান, এতটুকু ঠিক আছে কারন চোরের উপ্রে বাটপারি দেশে চলে কিন্তু দেশে ভুলেও রবিনহুড হইতে পারবেন না....কারন তার আগেই গুম....তারপর হাড্ডি গুড্ডি এসিডে গলাবে... বোকার মতো বুড়িগঙ্গার কালো পানিতে ফেলবে না। আর আমিতো এভাবে জনসম্মুখে গুম হওয়া দেখতে চাই না তাই এ অকাজটা বাধ্য হয়ে করলাম।
৩৫| ০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:২২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"অনেক কঠিন পরিশ্রম করতে হবে তারপরও রাতে ঘুমাতে পারবে, রাত দু'টোয় রাস্তায় হাটতে পারবে কেউ ফিরে তাকাবে না, জব না থাকলে ও না খেয়ে মরবে না। দেশের রাজকীয় জীবন থেকে এখানের সাধারণ জীবন ও অনেক অনেক ভালো। সত্যিকারের নিজেকে খুঁজে পাবে........."
আপু,
২০০৮ সালে প্রথমবার দেশের বাহিরে (ইতালিতে পোষ্ট গ্রাজুয়েট করার জন্য) যাওয়ার জন্য বিমানে উঠার পূর্বে বড় মামা বলেছিল যে উদ্দেশ্যে যাচ্ছ তা শেষ করেই চলে আসবো; গত ৮ বছরে এমন কোন দিন বাদ যায় নি যেদিন আম্মা বলেনি দেশে চলে আয়। সেই একই মানুষগুলো গত কিছুদিন থেকে বলতেছে দেশে ফিরে আসার কথা মুখে নিবি না। দেশে যারা আছে তাদের যত জনকে পারিস বিদেশে নিয়ে যা; বা যত টুকু পারিস বিদেশে যেতে সাহায্য কর।
জনগণের ট্যাক্সের টাকায় কেনা পুলিশের রাবার বুলেট ও কাঁদনে গ্যাস দিয়ে জনগণের চোখ অন্ধ করে দেওয়া হয়; সচেতন মানুষকে অনুভূতিহীন করে দেওয়ার জন্য ৫৭ ধারা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়; ৫৭ ধারার ভয়েও যদি মুখ ও কলম বন্ধ না রাখে তবে গুম করে, খুন করে, লাশ সিমেন্টের বস্তায় ভরে ইটে বেধে নদিতে ডুবাইয়া দেওয়া হয়। এটাই বাংলাদেশ দেশ; যে দেশে ফেসবুকে মরা ছাগলের খবর শেয়ার করার কারণে সাংবাদিককে গ্রেপ্তার হতে হয়
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫
সোহানী বলেছেন: পলাশ ভাই, দেশে মানুষ মরে ভুত হয়ে যাচ্ছে সেখানে ছাগল নিয়ে রাজনীতিতো মামুলি ব্যাপার।
ভাইরে কম দু:খে দেশ ছাড়ি নাই। দেশে ডলারে বেতন ড্র করতাম। যা পেতাম তা কানাডার মতো জায়গায় স্বপ্নেও ভাবি না। তারপর ও কোন দু:খ নেই। প্রানভরে নি:স্বাস নিতে পারি, রাত ১১ টায় নিশ্চিন্ত মনে বাসায় ফিরি, যেখানে খুশি বেড়িয়ে পরি বাচ্চাদের নিয়ে...... কোথাও কোন কিছু নিয়ে টেনশান নেই। অফিস পলিটিক্স নেই, পলিটিকেল ধাক্কা নেই, দুটাকার কেরানী যে আগে রুমে ঢুকতে ৫বার ভাবতো তার দাপটের ভয় নেই...... । আহ্ এ জীবনই অনেক দিন ধরে চাচ্ছিলাম.... গোষ্টি কিলাই দেশের রাজকীয় জীবন। পান্তা ভাত খেয়ে শান্তির ঘুম দিব, পোলাও খেয়ে ঘুমহীন রাতের দরকার নেই।
৩৬| ০২ রা আগস্ট, ২০১৭ ভোর ৬:২৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আপু, কি নিকৃষ্ট একটা দেশে বসবাস করেন আপনি আর সেটা নিয়া আবার সিন্ডিকেটবাজি করেন সামুতে ছ্যা ছ্যা জাত-মান তো সবই গেলো বলে
আপনি যেই দেশে বাস করেণ বর্তমানে সেই দেশের প্রধানমন্ত্রীর কোন সম্মান আছে? মান থাকলে তো ঠিকই ৫৭ ধারায় মামলা করে দিতেন ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে যে কিনা আপানর হিরু প্রধানমন্ত্রীর ছবি যুক্ত মুজা বাণিজ্যিক ভাবে বিক্রি করছে বাংলা লিং দামে
কিছুদিন পূর্বে কানাডার প্রধানমন্ত্রী বিদেশ সফরে গিয়েছিল আয়ারল্যান্ড; দুই প্রধানমন্ত্রীর অফিসিয়াল মিটিং এ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে কানাডার জাতীয় পতাকা-যুক্ত মুজা পড়ে বসে থাকতে দেখা গেছে।
ফকির লালন সাই এর কথায় বলতে হয়
"জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা"
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭
সোহানী বলেছেন: হায় হায় এইটা কি দেখাইলেন... ট্রুডো না আমিই মানহানীর মামলা করুম ভাবতাছি................
প্রেসিডেন্ট মানেই গম্ভীর, রাশভারী .... বুশ কিংবা ট্রাম্পের মতো। আর এ ধারনার প্রথম পরিবর্তন আনেন ওবামা। আর এর আধুনিকরন করেছে ট্রুডো। একজন প্রেসিডেন্ট মজা করে, আধুনিকভাবে বা সব কিছু সহজভাবে নেয়ার ট্রেন্ড মনে হয় সেই চালু করেছে। নাফটা বাতিল হচ্ছে প্রায়, নিশ্চয় জানেন। আমি তাকিয়ে ছিলাম ট্রুডো সরকার কি ডিশিসান নেয়.... দেখলাম চমৎকার সব স্টেপ নিচ্ছে...... কোন তাড়াহুড়াে নই। সঠিক অর্থনৈতিক ডিসিশানই নিচ্ছে যেখানে কানাডা সর্ব্বোচ্য রেজাল্ট পাবে।
লাভ ইউ মি: প্রধানমন্ত্রী...........
৩৭| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এই মাত্র এই সংবাদ পরতেছিলাম Canada carves out more European cheese for retailers after EU concerns
ট্রুডুর অর্থনৈতিক পলিসিগুলো খুবই কাজে দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর তো সরাসরি স্বীকার করেছে ট্রুডুর চাইল্ড সাবসিডি পলিসির কারণে লো-ইনকাম ক্যাটেগরির মানুষের কনজামশন বেড়েছে; যার ফলে ইকোনোমিক গ্রোথ বৃদ্ধি পেয়েছে। নাফটার ব্যাপারটা আমিও খুবই মনোযোগ দিয়ে দেখতেছি।
আজকে আর একটা ভাল সংবাদ পড়লাম, সেটা হলও আমেরিকার সাথে সফট লুম্বার মানে কাঠ আমদানি-রপ্তানি নিয়ে গত কিছুদিন থেকে চলে আসা সমস্যা সমাধানে দুই দেশ একমত হয়েছে।
কানাডিয়ান ডলার গত ১ মাসে যে হারে চাঙ্গা হয়েছে আমেরিকার ডলারের বিপরীতে তাতে করে কপাল পুড়েছে আমার আমেরিকা থেকে ১৭ জুনে ট্রেনিং করে ফেরত আসলেও ট্রাভেল ক্লেইম করি নাই এখনও (ট্রেনিং এর সকল খরচ বহন করেছে আমেরিকার ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশন); এখন যে মার্কিন ডলার পামু তা কানাডিয়ানে কনভার্সন করলে পুরাই ধারা খাওয়া
০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯
সোহানী বলেছেন: যেটা খেয়াল করেছি, ট্রুডু কোন গোয়ার্তুমি ডিসিশান চাপায় না। কমিটিরি উপর ছেড়ে দেয়, তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয় যার কারনে কোন ডিসিশান হাসিনা বা ট্রাম্পের মতো এককভাবে হয় না। এবং নিজের উপর চাপ কম থাকে। কারন সে জানে জোর করে তার ক্ষমতা ধরে রাখার প্রয়োজন নেই, এমনিতেই মানুষ তার পক্ষে থাকবে। দিনের পর দিন ক্ষমতা ধরে রাখার লোভ মনে হয় আমাদের এশিয়ানদের আছে আর মুসলিমদের আছে।
যাই হোক ছোট বুদ্ধিতে বড় কথা বলি, কানাডিয়ান অর্থনৈতিক পলিসি নিয়ে কিছুটা হতাশা ও আছে। যেমন, লাখ লাখ ইমিগ্রান্ট আনছে যদিও তাদের সর্ব্বোচ্চ করছে কিন্তু কোন জব মার্কেট তৈরী না করে, ভবিষ্যত জব অপর্চুনিটি তৈরী না করে তাদের আমদানী করে মিলিয়ন ডলার ব্যায় করছে তাদের জন্য। তারউপর রিফিউজি, ওকে ওদেরকে সময়ের প্রয়োজনে সাহায্য করছে কিন্তু যে পরিমান মাসিক ভাতা দিচ্ছে তা আমরা রাত দিন পরিশ্রম করেও এর ৪ ভাগের এক ভাগ ইনকাম করতে পারি না। আমি যে সেক্টরে কাজ করি সেখানে আমি প্রায় রিফিউজি ডিল করি। বিশ্বাস করেন এরা কেউই কাজ করে না বা কাজ করতে চায় না। সবাই স্যোসাল খায়। প্রশ্ন করি মাঝে মাঝে, কেন কাজ করে না, ওদের উত্তর- কাজ করলে এর অর্ধেক ও পাবো না। অথচ একজন ইমিগ্রান্ট কিন্তু এ পরিমান সাহায্য পায় না। যেখানে ইমিগ্রান্ট হতে হলে সর্ব্বোচ্চ ডিগ্রি সহ অনেক যোগ্যতা লাগে আর রিফিউজি হতে হলে শুধু অবৈধভাবে ঢুকতে হয়।
আবার ধরেন ৪ মাস সামার.... বিশাল ভূসম্পদ, ডেইরী প্রডাক্টের জন্য দারুন সুযোগ। কিন্তু সব কিছু আমদানী করে আম্রিকা থেকে... ডিম, দুধ, ফল, সব্জী.... কোন মানে হয়। স্যোসাল বন্ধ করে এসব খাতে ইনভেস্ট করে ওদেরকে কাজে লাগানো যায়। এতে সব দিক সামাল দেয়া যায়, আম্রিকার উপর ডিপেনডেন্সি কমে যায়।
ফ্রিতে কনভার্সান রেট লস থেকে বাঁচার বুদ্ধি দেই। একটা ইউএস এ্যাকাউন্ট খুলেন টিডি বা অন্য ব্যাংকে। তেমন কোন ডকুমেন্ট লাগে না। তারপর ট্রাভেল ক্লেইম করবেন ইউএস ডলারে। টিডি বা অন্য ব্যাংকে প্রতিদিন কনভার্সান রেট আপডেট দেয়। যখনই দেখবেন উপরের দিকে জাস্ট ওয়ান ক্লিক করে ট্রান্সফার করে নিবেন রেগুলার এ্যাকাউন্টে। এবার পরামর্শ ফি দেন.....
৩৮| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩
বাকি বিল্লাহ বলেছেন: মুনডাই খারাপ কইরা দিলেন সোহানী আপা...
০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০১
সোহানী বলেছেন: কেন রে ভাই.............. আসছি পরামর্শ নিয়া নেক্সট্ এ.............
৩৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৭
শায়মা বলেছেন: ১৯) শায়মা আপু শায়মা আপুনির ধৈর্য্য দেখে ও বিভিন্ন বিষয়ে কঠিন পারদর্শী ... তার উপযুক্ত স্থান অবশ্যই এখানে। ( আমি অন্তত এক বেলা ফ্রি খেতে পারবো উপদেশের বিনিময়ে.......)
না!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি যাবোনা!!!!!!!!!!!
আমি গেলে সামুর কি হবে!!!!!!!!!
তবে আমার কয়েকটা নিকস পাঠিয়ে দিতে পারি!
০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৮
সোহানী বলেছেন: হায় আল্লাহ... সত্যিইতো সামুর কি হবে..... কিন্তু আমার কি হবে!!!! ভাবছিলাম প্রতিবেশী হয়ে দু'এক বেলা ফ্রি খাওয়াবেন... !!!!!!
ডরাইছি........ আমার নিকের দরকার নাই... পলাশরে পাঠান কিংবা গাজী ভাই বা অন্য কাউরে পাঠান........
৪০| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩২
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
শায়মা আপু বলেছেন:
আমি যাবোনা!!!!!!!!!!!
আমি গেলে সামুর কি হবে!!!!!!!!!
তবে আমার কয়েকটা নিকস পাঠিয়ে দিতে পারি!
আপু, আপনারে প্লিজ লাগে, আমারে ১ ডজন নিক না দিয়া যাবেন না কিন্তু সেলিব্রেটি হইবার চাই; নিজের পোষ্টে মাল্টি দিয়া মন্তব্য করে
০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৫:২৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... তুমি ভাইজান এমনিতেই সেলিব্রেটি, মাল্টি নিকের দরকার নাই.......
যাহোক মাল্টি নিকের ধারনা আগে ছিল না এখন দেখি এতো বিশাল কিছু.......... এতো লিখালিখি মাল্টি নিক নিয়ে.........
৪১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সোহানী। আপনার রসালো লেখা পড়ে খুব ভালো লাগল। তবে গুলিস্থান পানিতে তলিয়ে গোরস্থান হলেও এটার মধ্যে একটা মজা আছে। অন্তত সাঁতার কাটার প্রাকটিসটা চালু থাকে। কানাডা গেলে সেই প্রাকটিস বন্ধ হয়ে যাবে। কাজেই কানাডার চেয়ে এদেশের পঁচা পানিও অতি উত্তম মনে করি। অতএব গুলিস্থানের পঁচা পানি রেখে কানাডা যাওয়া সম্ভব না।
০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৫:৩১
সোহানী বলেছেন: কানাডা গেলে কোনভাবেই সাঁতার প্রাকটিস বন্ধ হয়ে যাবে না কারন এখানে স্কুলে সাঁতার শেখা বাধ্যতামূলক। আর সামারে সাঁতার করাতো ক্রেজ..... কেন এইবার অলিম্পিকে কানাডার Penny Oleksiak কয়টি মেডেল পেয়েছে ভুলে গেছেন। আমি দেশে মাঝে সাজে যেতাম সুইমিং পুলে আর এখানে সামারে প্রায়... তাই আবারো ভেবে দেখতে পারেন..............
৪২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... হাসতে হাসতে পরান যায়
//কুটনৈতিক বউ হবে না বাট নায়লা নাইম হলে ও হতে পারে//
আমি ভেবেছিলাম কানাডা যাবার বিপক্ষে কিছু বলবেন... তা না করে পাঠক পাগল বানালেন...!
০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৪
সোহানী বলেছেন: ও মইনুল ভাই... আপনি কোথায়???? আপনিতো এ টিমের লিডার। অনেকদিন লিখা দেন না বলে ভুলেই গেছি টিমের লিডারের নাম নিতে।
বিপক্ষে তো লিখবোই আগে আপনাদেরকে এক করি.....
যাহোক, কেমন আছেন আর খুব ব্যাস্ত নাকি!!!!
৪৩| ০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৪:০৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
আজকের বিবিসি সংবাদ
How Canada became an education superpower
০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৫:৫০
সোহানী বলেছেন: লিখাটায় শতভাগ সহমত। পলাশ, আমার ছেলে এখন মিডল স্কুলে। আমি জানি কিভাবে ওরা পড়ছে এবং সবকিছুর মূলে মাইগ্রেটেড ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, চায়না সহ অন্যান্য এশিয়ান কান্ট্রি। কারন একমাত্র আমরাএশিয়ানরাই বাচ্চাদের ব্যাপারে সিরিয়াস।
পিউর কানাডিয়ান বা ইউরোপের কান্ট্রি আমাদের মতো বাচ্চাদের ব্যাপারে সিরিয়াস না। ওরা বুঝে গেছে একসময় দেশকে দাঁড় করাতে হলে এ ধরনের নেক্সট জেনারেশান দরকার। আম্রিকা ডিভি দিয়ে সারা বিস্ব থেকে লেবার আর সন্ত্রাসী নিয়ে এসেছে আর কানাডা সারা বিশ্বের মাথাগুলো আনছে।.... একেই বলে ভুল দেখে শিক্ষা নেয়া...........
৪৪| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
সামু কর্পোরেসনের রেজিস্ত্রেশন কানাডায় হলে ভালোই হতো
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৪
সোহানী বলেছেন: হবে হবে.... তবে মনে হয় আম্রিকায় আগে..
৪৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
"At university level, Canada has the world's highest proportion of working-age adults who have been through higher education - 55% compared with an average in OECD countries of 35%."
Migrants coming to Canada, many from countries such as China, India and Pakistan, are often relatively well-educated and ambitious to see their children get into professional careers.
Prof Jerrim says these families have an immigrant "hunger" to succeed, and their high expectations are likely to boost school results for their children.
Prof Booth from the University of Toronto also points to the high expectations of these migrant families.
"Many families new to Canada want their children to excel at school, and the students are motivated to learn,"
চরম সত্য কথা। আমাদের দক্ষিণ এশিয়ার ইমিগ্রান্ট ফ্যামিলি গুলো যেমন করে সকাল-সন্ধ্যা বাচ্চাদের নিয়ে পড়াতা বসায় ও বাচ্চাদের হোম-ওয়ার্ক করায় তার সিকি ভাগ যত্নও নেয় না সাদারা।
আপনারে চুপি-চুপি কই আপু,
কানাডার বিশ্ববিদ্যালয় গুলোতে একটা বিজ্ঞান ক্লাব আছে যার নাম "Let's Talk Science"। আমি গত ৪ বছর ধরে এই ক্লাবের সদস্য। আমাদের কাজ হলও স্কুলে-স্কুলে কিন্ডারগার্ডেন থেকে শুরু করে গ্রেড-১২ পর্যন্ত ছেলে-মেয়েদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা দেওয়া। কানাডার স্কুল গুলোর ভিতরে আমার নিজেরই আসতে ইচ্ছে করে না। তাদের সুযোগ-সুবিধা দেখে। আগামী সপ্তাহেই ৩ টা স্কুলে যাবো বাচ্চাদের বিজ্ঞান শেখাতে (৮, ৯, ১০) ।
অনেকদিন থেকে ভাবতেছিল কানাডায় বাচ্চাদেশে বিজ্ঞান শেখানোর অবিজ্ঞতা নিয়ে একটা ব্লগ সিরিজ লিখবো; তয় সময় করে উঠতে পারতেছী না।
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭
সোহানী বলেছেন: আরে তাই নাকি... আমার ছেলেকে তোমার চেলা বানাতে হবে। ওর ধ্যান জ্ঞান শুধু সাইন্স নিয়ে।
তুমিতো শুধু বিজ্ঞান বলো আর আমি বলি ম্যাথ। ওটার অবস্থাতো আরো ভয়াবহ। ক্লাস ৫ এ যোগ বিয়োগ শেখায়। তারপর হঠাৎ হাই স্কুলে উঠলেই কঠিন সব ম্যাথ। কোন সামন্জস্য নেই। যার দরুন পোলাপান ফেইল করে গণ হারে হাই স্কুলে। আমার ছেলে তার ক্লাসের ছেলেপেলেদের ম্যাথ আর সাইন্স পড়ায়। বুঝো তাদের ঠেলা.... কানাডা সরকার জানে পিউর কানাডিয়ানরা নিজেদের লাইফের প্যাচাল/ক্যাচাল সামলাতেই জীবন যায়। যে বিয়া করে সে একরকম ধরা খায় আর যে বিয়া না করে সে আরেক রকম ধরা খায়। বহুত ক্যাচাল.... এ ক্যাচাল নিয়ে আগেও কিছু সিরিজ লিখেছিলাম, আবারো লিখবো ভাবছি।
সিরিজটা টা লেখ.. এখনতো সামার। সামার কোর্স না নিলেতো ফ্রি আছো, তাই না।
৪৬| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭
এডওয়ার্ড মায়া বলেছেন: মুড়ির ঠোঙ্গা লইয়া পুষ্ট পড়তে বসছিলাম -ক্যাম্নে ক্যানাডা যামু ঐটাই জানতে পারলাম না
কতক মহান ব্লগারদের খুশির ডিব্বা হাতে ধরাই দিলেন -সেটাই উপভোগ করিলাম
০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০০
সোহানী বলেছেন: হায় হায় কন কি..... তাই নাকি...... "কতক মহান ব্লগারদের খুশির ডিব্বা হাতে ধরাই দিলেন -সেটাই উপভোগ করিলাম ".....
আসুম নেক্সট্ পোস্টে ক্যাম্নে ক্যানাডা যাইবেন..................
৪৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
রম্য আকারে লেখা রচনাটি পাঠে মনে হল লেখাটির ভিতরে আছে দেশে বিদ্যমান অনেক অনাচার , অবিচার , অসাম্য ও সভ্যতা বর্জিত বিষয়াবলীর দিকে অঙ্গুলী নির্দেশ । এ লেখাটিযে দেশের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য সকলের প্রতি একটি অাহ্বান সে কথাটিই মনে বেশী করে বাজছে । কামনা করি আমরা যে যেখানেই থাকিনা কেন নীজ নীজ সাধ্যমত দেশের মঙ্গলের জন্য যেন কাজ করে যেতে পারি । কামনা করি ভিসামুক্ত বিশ্বের, যেন যে কেও সহজেই যার যার পছন্দমত দেশে গিয়ে নীজের ভাল লাগা ও না লাগার সমন্বয় সাধন করতে পারেন সহজেই , সমগ্র বিশ্বটাই যেন হয়ে উঠতে পারে শান্তির জায়গা । তবে নীজের মাতৃভুমির চেয়ে বেশী শান্তির জায়গা দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয়না । দিন শেষে যেন শান্তির খুঁজে নীজ মাতৃভুমের প্রতি সকলে আকৃষ্ট হতে পারেন সে কামনাই করি , আর এ লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকেই কাধে কাধ রেখে কাজ করে যেতে হবে, দেশে সুখ শান্তি একদিন প্রতিস্ঠিত হবেই । দেশের মঙ্গল কামনায় আপনি যেভাবে লেখালেখি করে যাচ্ছেন আশা করি তা আরো বেগবান হবে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ৮:২৪
সোহানী বলেছেন: সত্যিই তাই নিজ মাতৃভুমির চেয়ে বেশী শান্তির জায়গা দুনিয়ার আর কোথাও পাওয়া যাবে না কিন্তু গুটি কয়েক লোভী মানুষের জন্য দেশটাই ধ্বংসের দ্বারপ্রান্তে।
দিন শেষে যেন শান্তির খুঁজে নীজ মাতৃভুমের প্রতি সকলে আকৃষ্ট হতে পারে সে কামনা প্রত্যেকেরই করি কিন্তু যাদের দায়িত্ব দেশটা শান্তির নীড় বানানোর তারাই জাহান্নামের নীড় বানাচ্ছে। আর চাইলেই দলমত নির্বিশেষে সকলকেই কাধে কাধ রেখে কাজ করে যাওয়া সম্বব নয়। যাদের কাধে কাধ রেখে কাজ করার কথা তারা পিস্তল নিয়ে ধাওয়া করে........ দেশে সুখ শান্তি প্রতিস্ঠিত হবে কিভাবে???
ধন্যবাদ আর্শীবাদের জন্য। আমরা না পারি হয়তো কেউ পারবে.......... সে আশায় আলী ভাই।
৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:১৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য ।
ভাল কথা বলেছেন আমরা না পারলেও কেও হয়ত পারবে ,
যে পারবে তার প্রতি রইল সক্রিয় সমর্থন ও আর্শীবাদ ।
শুভ কামনা রইল ।
০৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪২
সোহানী বলেছেন: ধন্যবাদ আলী ভাই, হাঁ সে দিকেই তাকিয়ে আছি...... হয়তো কেউ আসবে ত্রাতা হিসেবে।
৪৯| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫
রাতু০১ বলেছেন: অভিবাসী হতে চাওয়া মানুষের একটি জীবন কেটে যাবে স্বদেশ-বিদেশের দোলাচলে, তার পরও এই দুই বিকল্পের কোনটি শ্রেয়তর, সেটি বুঝে ওঠার জন্য হয়তো কেউ কেউ একবার ভাগ্যান্বেষণের চেষ্টা করে দেখবেন কানাডায়, যার বিনিময় হবে একটা জেনারেশন। খুবই সুন্দর পোষ্ট। শুভকামনায়।
১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
সোহানী বলেছেন: ধন্যবাদ রাতু।
সত্যিই তাই স্বদেশ-বিদেশের দোলাচলে মানুষের একটি জীবন কেটে যাবে অনায়াসে। আমাদের প্রজন্ম এ দু'নৈাকায়ই পা দিবে কারন আমাদের প্রধান শিকড় এখানে। তারপর একসময় সে শিকড় অনেক সরু হয়ে যাবে...... পরবর্তী প্রজন্মের আর কোন দোলাচল থাকবে না।
৫০| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭
একলা ফড়িং বলেছেন: আমি সামুর ছোট ব্লগার। বয়স যদিও নেহাত কম না! প্রায় সাড়ে চার বছর। কিন্তু বয়স হইলেও বুদ্ধি হয় নাই। তাই আমি এখনও জানি না সামু সিন্ডিকেটটা আসলে কি শুধু শুনেই গেলাম! যাই হোক, এই সিন্ডিকেট বোঝার জন্য হইলেও আমিও কানাডা আসতে চাই!!
১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১
সোহানী বলেছেন: সিন্ডিকেট বোঝার জন্য কানাডা আসার দরকার নেই, একটু বেশী সময় সামুতে থাকেন দেখবেন এবং বুঝবেন।
৫১| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৫
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
কানাডা আইলে আরও দেখতে পাইবেন
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
সোহানী বলেছেন: ওরে পলাশ ভাই, আর কইও না... এই স্কুয়ারালগুলা এমন ঝামলো করে... পিকনিকে বন বাদাড়ে যাইয়া ও একটু শান্তি নাই... দৈাড়ের উপ্রে রাখে।
একমাত্র মনে হয় কানাডায় মানুষ স্কুয়ারালগুলারে ভয় পায় আর বাকি দেশে মানুষরে স্কুয়ারালগুলা ভয় পায়। যেভাবে এগুলা চড়ে বেড়ায়....... সবচেয়ে ভালোলাগে সকালবেলা যখন ক্যাম্পাসে যাই কিছু মানুষ ব্যাগ ভরে বাদাম নিয়ে এগুলারে খাওয়ায়। আর এগুলার চারপাশে ঘুরি একটু ও পাত্তা দেয় না.......
ও ভালো কথা, তুমি কি ব্লু মাউন্টেন গেছো? এই উইকে যাব... কি কি দেখার আছে??
৫২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:০৭
জাহিদ হাসান বলেছেন: আপনাগো কানাডাতেই এইবার আসতে হইবো রিফিউজি হইয়া।
দেশে ভয়াবহ বন্যা, সেশনজট,অবিচারের কারনে আর বাচঁতে পারতেছি না।
দেশে যা আছে বাড়ি, জমিজমা সব বেচে দিয়ে বিদেশ পাড়ি জমামু। রিফিউজি হয়ে বিদেশ পড়ে থাকমু।
তাও অন্তত ভাল।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
সোহানী বলেছেন: হেহেহেহেহে.... আগেই কইছিলাম ভাই............ দেশে দুই শ্রেনী থাকবে। এক যারা শুধু খাবে, দুই যারা তাদেরকে তেলের উপ্রে রাখবে..........
৫৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:২২
জাহিদ হাসান বলেছেন: তিন বছর পরে আমি অনার্স শেষ করে কানাডাতেও স্টুডেন্ট ভিসা চাইবো। যদি কানাডা দেয় তবে লেখাপড়া শেষ করে কানাডাতে ইমিগ্রেশন চাইবো। আশা করি সফল হবো। কারন কানাডা অনেক মানুষকে জায়গা দিয়েছে , আরেকজন উচ্চশিক্ষিত ছেলেকে জায়গা দিলে ক্ষতি কি?
যদি সত্যিই কানাডা আমাকে ইমিগ্রেশন দেয় তবে মৃত্যুর আগ পর্যন্ত আমি কানাডাকে ভালোবেসে যাবো। কানাডাকেই নিজের মাতৃভূমি বলে মনে করবো।
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭
সোহানী বলেছেন: আমার সেকেন্ড পোস্টটা দেখেন............কাজে লাগবে।
৫৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । আপনার লেখাই বলে আপনি কতটা রসিক প্রকৃতির লোক ! এতো মজা করে কেউ লিখতে পারে ! আপনিই তার প্রমাণ । এখানের লেখকদের সংযুক্তিটুকু লিখাটিকে আরো রসবোধ ও ভিন্ন মাত্রা দিয়েছে । অসাধারণ !
তবে কানাড়ার লোভনীয় অফারে কেন যেন উচ্ছ্বসিত অনুভূতি পাচ্ছি না !!!
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩২
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন। শুধুমাত্র আপনাদের এতো ভারী ভারী কথা আমাকে ব্লগে আসতে বাধ্য করে। কি যে ব্যাস্ততার মধ্যে দিন পার করি তা আর নাই বললাম............
কেন ভাই কানাডার লোভনীয় অফার কিন্তু সত্যিই লোভনীয়। আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। পৃথিবীর যেকোন বাসযোগ্য স্থানের মধ্যে এটি সেরা। যদিও এবার জার্মান প্রথম হয়েছে বাট আমার জার্মান এ আমার যাতায়াত আছে তাই বলছি, সত্যিই অসাধারন একটি দেশ এটি।
৫৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
কানাডা নিঃসন্দেহে আমজনতা ফ্রেন্ডলি একটি দেশ । সবদিক থেকে খুব সমৃদ্ধ একটি দেশ । আর তাদের সবচেয়ে বড় সফল্য রেসিজমকে জয় করা ।
তবে আমার কাছে সুইজারল্যান্ড বেশি ভাল লাগে ।
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৩
সোহানী বলেছেন: সুইজারল্যান্ড এ আপনি গেছেন কিনা জানি না আমার সুইজারল্যান্ড সম্পর্কে অভিজ্ঞতা হলো ওটা টুরিস্টদের জন্য ঠিক আছে যাদের পকেটে অঢেল টাকা তবে সাধারনের জন্য মারাত্বক কস্টলি শহর। তারউপর ইংরেজী চলে না ...... চলাফেরা খুবই ঝামেলা। এবং সুইজারল্যান্ড এর আনাচে কানাচে ও ঘুরেছি বাট আমার কাছে বেস্ট মনে হয়েছে কানাডা সবদিক থেকে............
৫৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, আপনার কথা ঠিক । ইকোনমিক এবং ভাষাগত দিক থেকে কানাডা সবচেয়ে ভালো। তাহলে প্রথমে কানাডা গিয়ে টাকা পয়াসা উপার্জন করে জার্মান হয়ে সুইজারল্যান্ডে গিয়ে উড়িয়ে আসবো, এভাবে রোলিং হতে থাকবে!! হা হা হা।
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১
সোহানী বলেছেন: সেটাইতো বললাম....যাদের পকেটে অঢেল টাকা তাদের জন্য সুইজারল্যান্ড । তবে ভাইজান কানাডায় টাকা পয়না উপার্জন কইরা উড়াইতে চাইলে একখান কতা আছিল....... এইটা সর্বোচ্ছ দূরহ কাজ। টাকা পয়সা উপার্জনের সবচেয়ে সহজ জায়গা বাংলাদেশ। বিশ্বাস করেন আর নাই করেন....................
৫৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। দারুন হিউমারাস লেখা। তবে বোন, আমাকে কানাডায় যেতে যে কারণে নিষেধ করেছেন সেটা একটু রিভিউ করা যায় না? ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সাহেব দেশের বাঘা বাঘা ডাক্তার আর হাসপাতালের চিকিৎসা নিয়ে এক মাসেও সুস্থ হতে পারেননি। শেষে লন্ডনে গিয়ে জানতে পারলেন যে দেশের ডাক্তাররা তার রোগই ধরতে পারেনি। তার মাথার ভেতরের রক্তনালীতে ইনফেকশন হয়েছে। লন্ডনে চিকিৎসা করে তিনি এখন সুস্থ হবার পথে।
মনে রাখবেন, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সাহেবের কথা বলছি। নিশ্চয় দেশে তিনি সর্বোচ্চ মানের চিকিৎসাই পেয়েছেন। তারপরেও তার এই অবস্থা। তাহলে আমাদের মতো মফিজদের অবস্থা কী ভেবে দেখুন।
ধন্যবাদ বোন সোহানী।
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪০
সোহানী বলেছেন: ওরে হেনা ভাই কি কমু কন...........
যখন আনিসুল হক সাহেবর মতো কেউকেটা লন্ডনে চিকিৎসা করান তখন সর্ব্বোচ্চ চিকিৎসা হয়। কিন্তু দেশে কেন রোগই ধরতে পারলো না তা নিয়ে একটু চিন্তায় ... মনে হয় প্রাইভেট মেডিকেলের ডাক্তাররা দেখেছিল....
হেনা ভাই, আমার ফ্যামিলির মোটামুটি সবাই ডাক্তার। তাই তারা কি ধরনের ট্রিটমেন্ট করে জানি, তাই এখানে এসে রীতিমত ভয় পেয়েছি। যেমন ধরেন, আমার কঠিন রোগ হলো হঠাৎ। গেলাম তাই একজন ওয়াক ইন ক্লিনিকে বা হসপিটালে। ৬ ঘন্টা ওয়েটিং এর পর একজন নার্স দেখে ডাক্তারের রেফারেন্স দিল। আরো ৮ ঘন্টা ওয়েট করে সে দেখলো। তারপর টেস্ট ফেস্ট করে ধরতে পারলো না, রেফারেন্স করলো বিশেসজ্ঞ এর কাছে। এবং তার সাক্ষাতের ডেট পেলাম ২০২২ সারের মে মাসে..............হাহাহাহাহাহা... এটাই কানাডার ট্রিটমেন্ট।
তারপর সে দেখার অাগে যদি মরে যাই ঠিক আছে......... আ না মরলে সে টিপে টুপে বলবে সব ঠিক আছে...... ভিটামিন খাও। এতোদিন ধরে যেহেতু মরো নাই তুমি ফিট..........হাহাহাহা..... এটা জোক না সত্য।
৫৮| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
তাহলে কানাডায় প্রথমে সিটিজেনশীপ নিয়ে বাংলাদেশে এসে টাকা পয়াসা উপার্জন করে কানাডা হয়ে জার্মান সুইজারল্যান্ডে ঘুরতে যাবো !
একটু মজা করলাম ।
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১
সোহানী বলেছেন: এইবার লাইনে আছেন.......... মজা না এটাই সত্য।
কানাডায় সিটিজেনশীপ নিলে সবই করতে পারবেন। দেশে যেয়ে মাস্তানী করলে কানাডা সরকারই আপনাকে বাচাঁবে.......... একদম ঠিক কথা।
৫৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমারাআসার দাওয়াত পাইতে পারি কি....
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা............ আপনিতো সবসময় আমন্ত্রিত তবে নিজ উদ্যোগে। পরের লিখায় আসার পদ্ধতি আছে............
৬০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আফা, অনার্স শেষের পর যাওনের উপায় কি?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭
সোহানী বলেছেন: অনার্স শেষ কেন যেকোন সময়ই আসতে পারেন। তবে মূল বিষয় হচ্ছে কতটা অর্থ খরচ করতে পারবেন আর কত তাড়াতাড়ি পার্সপোট পাবেন।
এখন যদি অনার্স শেষ করেই আসতে চান তাহলে আপনাকে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে হবে। আর সে জন্য যেকোন কলেজ বা ইউনিভার্সিটিতে এডমিশান নিতে হবে। তার জন্য যা যা যোগ্যতা লাগে তা তাদের ওয়েসাইটে পাবেন। কিন্তু আসল বিষয় হলো এখানে ইর্ন্টান্যাশনাল স্টুডেন্ট ফি ন্যাশনাল স্টুডেন্ট থেকে ৩/৪ গুন বেশী তার উপর সপ্তাহে ২০ ঘন্টার উপর কাজ করতে পারবেন না। তাই এ বিশাল ফি সহ থাকা খাওয়ার খরচ কুলাতে পারলে আসতে পারেন। এখন আপনি বুঝে নেন কি করবেন। আমার পরবর্তী লিখায় এ সম্পর্কে বলা আছে।
ভালো থাকুন।
৬১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
ফয়সাল রকি বলেছেন: নাহ... দেশই ভাল মনে হচ্ছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
সোহানী বলেছেন: তাহলে এ লিখা আপনার জন্য নয় !!!!!!
৬২| ০২ রা মে, ২০১৯ সকাল ১০:৪০
আর্কিওপটেরিক্স বলেছেন: আসি, কি বলো
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৭
সোহানী বলেছেন: আসো আসো চইলা আসো....। এখানে ইন্জিনিয়ারদের ব্যাপক ডিমান্ড...........
৬৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: পোস্টটা লেখার প্রায় ৫ বছর পর আজ পরিসংখ্যান নেয়ার সময় হয়েছে, আপনার এ পোস্ট পড়ে মোট কতজন বাংলাদেশি কানাডায় পাড়ি জমিয়েছিলেন! যাদেরকে নাম ধরে ডেকেছিলেন, তাদের মধ্যেই বা ক'জন গিয়েছেন?
মন্তব্য/প্রতিমন্তব্যসহ রম্যরসে ভরা মূল পোস্ট পড়ে অনেক মজা পেলাম। জুন এর রম্য মন্তব্যটা ভালো লেগেছে। বিদ্রোহী ভৃগু, আহমেদ জী এস এবং রাতু০১ এর সিরিয়াস মন্তব্য গুলোও।
এখানে মন্তব্য করে গেছেন, এমন দু'জন ব্লগার ইতোমধ্যে কানাডা নয়, পরপারে চলে গেছেন। তার মধ্যে নাঈম জাহাঙ্গীর নয়ন (১০ নং) জানিয়েছিলেন যে তার খুব মন চাচ্ছিল কানাডা যেতে। অপর জন আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম (৫৭ নং) কে আপনি নিষেধ করেছিলেন অসুস্থতা নিয়ে কানাডা যেতে। কিন্তু উনি সকাতরে আপনাকে সেই সিদ্ধান্তটি রিভিউ করার অনুরোধ জানিয়েছিলেন! দু'জনেই আজ ব্লগে অনুপস্থিত, আর কোনদিন এখানে আসবেন না। উভয়ের জন্য মাগফিরাত কামনা করছি এবং জান্নাত নসীবের দোয়া করছি।
পোস্টে প্লাস। + +
৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪৩
সোহানী বলেছেন: আমার জানা মতে আমার এখানকার লিস্টেড পারসন না হলে ও কিন্তু বেশ ক'জন আমেরিকা কিংবা অন্য দেশে পড়ি জমিয়েছেন!!
মনটা আবারো খারাপ হলো এ দু'জনের কথা মনে পড়ে। আহা, আর কখনই তারা কমেন্টস করবে না। একদিন আমি ও হারিয়ে যাবো। তারপর আমার আপনার মতো কেউ কি আমাকে মনে করবে? ইদানিং খুব ভাবি এসব নিয়ে। ........
সরি অনেকদিন পর উত্তর দিলাম। সবকিছু নিয়ে একটু ব্যাস্ততায় যাচ্ছে। আর আবারো অসংখ্য ধন্যবাদ পুরোনো লিখা পড়ার জন্য। আমার কারনে নিজের লিখাগুলো পড়ার সুযোগ পাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:২২
এম আর তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন। ভাবতেছিলাম এমন কিছু একটা লিখবো কিন্তু লেখাটি পড়ে মুগ্ধ হলাম।