নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

শীতের দেশে ফুলের ডাক.........

২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:০৭

কানাডা মানেই বরফের স্তুপ নয়, অবিশ্বাস্য সুন্দর সব ফুলের সমারোহ বটে। বছরের ৬/৭ মাস বরফের নীচে থাকলেও মাত্র ৩/৪ মাস সামারে যা ফুল দেখা যায় তা অবিশ্বাস্য। আমি যেখানেই যাই ফুল দেখলেই ক্লিক করি। তাই এ হাজার ফুলের মাঝে কিছু অংশের ছবি নিয়ে আসলাম। আসেন মারামারি কাটাকাটি বাদ দিয়া ফুলের ছবি দেখি.....

বি:দ্র: ফুলের নাম জানিতে চাহিয়া লজ্জা দিবেন না :P । নামে নয় ফুলের সৈান্দর্য্যে বিশ্বাসী B-)) B-)) .......

১)
২)
৩)
৪) ৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১)
১২)
১৩)
১৪)
১৫)
১৬)
১৭)
১৮)
১৯)
২০)
২১)
২২)
২৩)
২৪)
২৫)
২৬)
২৭)

আর হাঁ, কিছু আমার বাগান আর টবের ফুলের ছবিও আছে।

মন্তব্য ৫১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোহানী আপা, নাম জানতে চাচ্ছি না, আমি নিজেও তেমন একটা ফুলের নাম জানিনা।
ছবির কালেকশান খুব সুন্দর হয়েছে, শুধু কিছু ছবি দেখতে ৪৫ ডিগ্রি এঙ্গেলে মাথা বাঁকা করতে হচ্ছে এই যা।


২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৬

সোহানী বলেছেন: হেহেহেহে ভাইজান, সেই দু:খের কথা আর কইয়েন না। দোষ কারে দিমু জানি না, ল্যাপটপ, মোবাইল নাকি সামুরে :( !! জানি না .. কারন সামুতে আপলোডের কোন ছবিই ঠিকভাবে সোজা হয় না। যতই টানা হ্যাচরা করি না কেন..........

২| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ফুলেল পোস্ট ফুলেল শুভেচ্ছা।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩০

সোহানী বলেছেন: ফুলেল শুভেচ্ছা শব্দটা.. শুধুমাত্র নুরু ভাইয়ের কপিরাইট ;)

অনেক ধন্যবাদ কবি ভাই।

৩| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ফুলের ছবি। চোখ জুড়িয়ে গেলো।
শুভকামনা।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

সোহানী বলেছেন: মাধুরিমাকে এর সৈান্দর্য্য দেখাতে বেড়িয়ে যেতে পারেন।

৪| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: ফুল গুলো সুন্দর।
আসলে ফুল মানেই স্বচ্ছ আনন্দ।

সব দেশের ফুলই সুন্দর।
আমাদের দেশেও নানান রকম ফুল ফুটে। এত েত ফুল নামও জানি না।

আমাদের দেশে ফল আছে। সমস্ত ফল গাছে আগে ফুল হয়। তার পর ফল। মানে ফুল থেকে ফল। এমন কোনো গাছ নেই যা সরাসরি ফল হয়। আগে ফুল। তারপর ফল।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

সোহানী বলেছেন: ঠিক রাজিব ভাই... ফুল মানেই স্বচ্ছ আনন্দ। সমস্ত ফল গাছে আগে ফুল হয়। তার পর ফল।

কানাডার প্রকৃতি অসাধারন সুন্দর। একেক সিজনে একেক রকমর সুন্দর। এমন কি বাসার পাশেও যদি আপনি হাটেন তাহলে ও আপনি অপার মুগ্ধতা নিয়ে হাটবেন। আর সামারে সেই সৈান্দর্যের সাথে যোগ হয় ফুলের সৈান্দর্য্য। আপি অনেক দেশই ভ্রমণ করেছি কিন্তু সবচাইতে আমার কাছে কানাডার সৈান্দর্য্যই বেশী ভালোলেগেছে।

৫| ২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ফুল। নাম দিয়া কাম কি। সৌন্দর্য আর শালীনই পরিচয়

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

সোহানী বলেছেন: জ্বী সেটাই কথা... নাম দিয়া কাম কি। সৌন্দর্য আর শালীনই পরিচয়।

৬| ২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর সব ফুল।
বেশীর ভাগই অচেনা

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

সোহানী বলেছেন: এর অনেকগুলোই দেশে পাওয়া যায়। তবে আমি এখানে জংলী ফুলের ছবিই বেশী এনেছি।

৭| ২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৬

ঢাবিয়ান বলেছেন: দুই চোখা জুড়ায়ে গেল আপুমনি।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

সোহানী বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই....

৮| ২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন ফুলেল হোক আমাদের অনাগত দিন
করোনার ভয় কেটে হেসে উঠুক মন।

++++

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

সোহানী বলেছেন: জ্বী ভৃগু, জোর করে হাসার চেস্টা। সারাদিন এ আতংক আর ভালোলাগছে না।

৯| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আহ। অসাধারণ।

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪০

সোহানী বলেছেন: সত্যিই। মালয়শিয়ার ফুলের ছবি চাই......

১০| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: তোমার আপলোড করা ছবিগুলোর কিছু এমন বাঁকা - এটা অনেকদিন থেকেই লক্ষ্য করেছি।

ছবিগুলোর রেজুলেশন কত? আর সাইজ এবং ডিভাইসটা বলো। দেখি সমস্যা কার! সামুর নাকি মোবুর (মোবাইল :P )

পোস্টে ভালোলাগা...

২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

সোহানী বলেছেন: থ্যাংস..

রেজুলেশন: ৪০৩২*৩০২৪
এ্যাপেচার: এফ১.৭
আইএসও:৫০
ফোকাল ল্যাংথ: ১/৫০৯ এস
মোবাইল: স্যামসাং ৮+

ক্যামেরা : কেনন ( অল্প কিছু তোলা বাট কত রেজুলেশন তুলেছি মনে নেই, এডজাস্টেড ক্যামেরা বলে প্রয়োজনে এডজাস্ট করে নিয়েছিলাম)

১১| ২৭ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপু চারিদিকে অবিশ্বাস্য রকমের শ্মশানের শান্তির মাঝেও আপনার ব্লগে সে যেন একটু স্বস্তি পেলাম। হ্যাঁ আপনার নির্দেশিকা মেনে ফুলের সৌন্দর্য উপভোগ করেছি।নাম জানতে চেয়ে আপনাকে বিব্রত করবো না। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা নিয়েন।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাই। অনেকদিন ধরেই ফুলের পোস্ট দিবো দিবো করে দেয়ার সময় হয়ে উঠছিল না। নেওয়াজ আলী মনে হয় ভিন্ন পোস্ট দিতে বলেছিল। সে কারনে দু:শ্চিন্তা কিছুটা সিন্দুকে তুলে রেখে এই পোস্ট দিলাম।

১২| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: সোহানী,





ফাঁকিবাজীর ফুলেল পোস্ট। ফুলের নাম জানেন না আবার বলেছেন, যেখানেই যান ফুলে ক্লিক করেন! :(
আরে নাম জানা লাগে ? একটা না একটা আবোল তাবোল নাম দিয়ে যেতেন, দেখতেন নাম নিয়ে কতো হৈ-চৈ.। নাম নিয়ে মারামারি লেগে যেতো আর পোস্ট ফাঁটাফাঁটি। :P
কোনটা যে আপনার টবের, কোনটা যে ববে'র, কোনটা যে জেনা'র জানা হলোনা! B-)

যাক ছবি দেখে বোঝা গেলো, কানাডা বরফের স্তুপই নয়, ফুলেরও স্তুপ.....................।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৩

সোহানী বলেছেন: এইটা ভালো কথা বলেছেন। নাম দিলেইতো হলো। আমার দেয়া ভালোবাসার নাম। তাতে কার কি আসে যায়......হাহাহা। মারামারি ফাটাফাটি যাই লাগুক তাতে কিছু যায় আসে না, ভালোবাসার নাম বলে কথা :P

ওওওও.... অলসতা B-)) । ভুয়া মফিজ ভাইয়ের মতো কুমির হয়ে যাচ্ছি দিন দিন ঘরে থাকতে থাকতে। সারাদিন এ রুম থেকে ও রুমে গড়াগড়ি....

আচ্ছা ভাগ করে দিচ্ছি.... একটু না হয় কষ্ট করলাম আপনার জন্য ফাকিঁবাজি পোস্টে!!!

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:১১

সোহানী বলেছেন: টবের : ১১, ১২, ১৫, ১৯, ২১
ববের (প্রতিবেশী): ৯,১৮,২২
জেনা (ফুল শপ): ৭,১৩,২০

বাকিগুলো বন বাদারের। বেশীর ভাগই পথের জংলী বনের তোলা ........

১৩| ২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৮

ভুয়া মফিজ বলেছেন: ফুলের সৌন্দর্যে যতোটাই মুগ্ধ, পোষ্টের ফাকিবাজীতে ততোটাই............থাক, কিছু কমু না। কইলেই কইবেন..............! :(

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৩

সোহানী বলেছেন: হাহাহাহা...... আমিও ভাই আপনার মতো মফিজ কুমির হইয়া যাইতেছি দিন দিন :P

কি করিয়া গড়াগড়ি করিয়া দিন কাটে তা ভেবে আমিও অবাক!! একটা দিন শেষ!!!!!!!!

১৪| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

করুণাধারা বলেছেন: এখন ছবি মানেই অনেকগুলো শিং বেরোনো গোলকের ছবি; দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। এর মাঝে এই ফুলের ছবি দেখে চোখ জুড়ালো, হোক না অনামী!

বেশি ভালো লেগেছে গোলাপের ছবি, ঘাসফুলের ছবিগুলোও দারুন!!

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:১৭

সোহানী বলেছেন: আপু সে কারনেই একটু ভিন্ন পোস্ট দিলাম। উৎকন্ঠায় দিন কাটে, আর কত দিন এরকম নার্ভের উপর প্রেশার যাবে!

কানাডার সামার মানে চারপাশে হলুদ ঘাসফুল। যা ড্যান্ডিলায়ন নামে পরিচিত। ছবির ১৬ নং ফুল। এটা এতো বেশী হয় যে পুরো মাঠ জুড়ে হলুদ আর হলুদ। তবে এটি থাকলে অন্য কোন গাছ হয় না। তাই বাগানে এটাকে তুলে ফেলি।

১৫| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:০৪

মা.হাসান বলেছেন: দুই নম্বর ফুলটার নাম করোনা ফুল, ভুয়া কুমির ভাই কয়দিন আগে এই ফুলের ছবি পোস্ট করছিলো।

গুল ছাড়িলেন মনে হয়, কয় দিন আগে ঢাকায় আসিয়াছিলেন, তখন ঢাকা হইতে তোলা মনে হইতেছে। কানাডায় তো নাকি খালি বার্গার আর চিপসের দোকান , ফুলের বিজ কোথায় পাইলেন? ভিসা পাঠান , যাইয়া না দেখিলে বিশ্বাস করতাম না।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:২৭

সোহানী বলেছেন: হাহাহাহা...... ঠিক মফিজ ভাই ওইটারে করোনা নামে চালায়ে দিসিল। ওইটা Dandelion... ২ ও ১৬ নাম্বারটা। বুড়া হয়ে গেলে হলুদটা সাদা হয়ে যায়।

হেহেহেহে....... কানাডার বার্গার না পিৎজার দোকানে ভর্তি। এরা কেমনে এতো পিৎজা খায় আল্লাহ মালুম। ঢাকার ফুলগুলা দিমু নে। আপনার আসার দরকার নাই, আমিই যামুনে প্রমান নিয়া B:-/ । খালি টিকেটটা পাঠান ভিসার দরকার নাই......

১৬| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: + সুন্দর
কিন্তু কানাডার আসল সৌন্দর্য আর্কটিক তুন্দ্রা এলাকায়।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩০

সোহানী বলেছেন: সত্যিই তাই। কানাডা যে এতো সুন্দর তা না দেখলে বিশ্বাস করতাম না। আমি সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটা ইউরোপ কান্ট্রি ঘুরেছি কিন্তু কানাডার সৈান্দর্য্য অন্যরকম। এই সামারে বের হবার চিন্তা ছিল কিন্তু হয়ে উঠলো না.......

১৭| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩০

ভুয়া মফিজ বলেছেন: হাহাহাহা...... আমিও ভাই আপনার মতো মফিজ কুমির হইয়া যাইতেছি দিন দিন 'কুমীর' ব্যাপারটা মনেহয় ছোয়াচে। 'কুমীর মফিজ' ভূবনে আপনাকে স্বাগতমঃ। মহিলা মফিজ কুমীর বোধহয় আপনিই প্রথম। তবে আপনাকে ভাড়দের আড্ডার মধ্যমণি হিসাবে দেখতেই আমার বেশী ভালো লাগতো।



শুনলাম ব্লগের বিবেকখ্যাত মুরুব্বীকে আপনি নাকি পছন্দ করেন না।

তারপরেও উনি আপনাকে এই আড্ডায় শামিল না করাতে আমি যারপরনাই হতাশ। এটাকে স্বজনপ্রীতি বোধহয় বলা যায় না। তাহলে কি বলা যায়?

২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৩

সোহানী বলেছেন: হেহেহেহে কুমীর ভাই, একটা জিনিস খেয়াল করেছেন বেচারা/বেচারী এলিয়ানা সিম্পসনের চাঁদগাজী ভাইয়ের প্রতি ভালোবাসার আকুতি। আহারে, এরপরও যদি চাঁদগাজী ভাই এর মন না গলে তাহলে বলবো উনি পাত্থর হ্ণদয়ের।

আসেন আড্ডাখানার প্রতিষ্ঠা উপলক্ষে একটা গান শুনি.....
আহা কি আনন্দ.....

১৮| ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০১

মলাসইলমুইনা বলেছেন: ঘটনা কি ? এই ফুলেল পোস্টে এতো এতো ভুয়া ভুয়া কথাবার্তা কি লইয়া ? কমফোর্টারের নিচে লক ডাউনের জীবন তবুও ফুলের সৌরভ পাওয়া গেলো পোস্ট থেকে । এমন পরম সৌন্দর্যের দরকার আছে এই চরম জীবনে ।পোস্ট সৌন্দর্য হয়েছে ।

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৯

সোহানী বলেছেন: করোনা জীবনে একটু ক্যাচালের ছোয়ার আশায় ম্যাভাই। B:-/

কমফোর্টারের নীচে কেন... আপনাদের ওয়েদারতো অনেক ভালো এখন। আমাদেরই প্লাস ৩/৪ প্রায়। তবে দু:খে আছি, এ বছর এখনো কোন গাছ লাগাতে পারি নাই। দোকান বন্ধ তাই চারা বীজ মাটি কিছুই পাচ্ছি না।

এমন পরম সৌন্দর্যের দরকার আছে এই চরম জীবনে... সে আর বলতে নাইমুল ভাই!! বন্দী থাকতে থাকতে শরীরে শিকড় গজাচ্ছে।

১৯| ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

শের শায়রী বলেছেন: ১২ নাম্বার ছবিতে রিমোট কন্ট্রোল, বই, আরো কি সব হাবিজাবি দেখা যায় ৭ নাম্বারে মনে হয় দোকানের সীল ছাপ্পড় দেখা যায় কোনা কাঞ্চি দিয়া......... বুড়া হইয়া গেছি কিন্তু এখনো শকুনের নাহান চোউক....

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২৫

সোহানী বলেছেন: ও মাই গড! শকুন কারে বলে, কত প্রকার, কি কি!!!!! তয় এর উত্তর কিন্তু ১২ নং মন্তব্যে দেয়া আছে!

টবের : ১১, ১২, ১৫, ১৯, ২১
ববের (প্রতিবেশী): ৯,১৮,২২
জেনা (ফুল শপ): ৭,১৩,২০

ও হাঁ, ১২ নং ছবির টিউলিপ কিন্তু ড: এম এ আলী এর পরামর্শে লাগিয়েছিলাম। দারুন ফুল ফুটেছিল।
৭ নং হলো ভ্যালেইন্টাইন ডে তে দোকানে সাজানো গোলাপ। হাজার রংয়ের গোলাপ দেখে মাথা খারাপের জোগাড় হয়।

২০| ২৮ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: সোহানী,



প্রতিমন্তব্যে বলেছেন - নাম দিলেইতো হলো।
তা আমিই কিছু নাম দিয়ে দিচ্ছি--
একদম উপর থেকে <<<<
২ নং ----------- সাদা রেশমী মিঠাই ফুল।
৩ নং ---------- খিচুড়ি ফুল ( হরেক কিসিমের তো তাই!)
৬ নং ----------- বেগুন ফুল ( রং বেগুনী তো.....)
৭ নং ----------- রুহুআফজা ফুল ।
৮ নং ---------- রাঁধুনী হলুদের গুড়া ফুল।
৯ নং -----------ছয়পাপড়ি ( সোনপাপড়ি না কিন্তু!) ফুল।
১৫ নং --------- বেগুনমুখি ফুল ( সোনালী রং হলে সূর্য্যমুখি হতো..)
১৯ নং --------- কচুশাক ফুল। ( পাতাগুলো কচু পাতার মতো কিন্তু ডায়েটিং করা..)
২৬ নং --------- ছানার গোল্লা ফুল।
:) :D :P :( :|| :#) :(( :(( :((

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৩

সোহানী বলেছেন: হাহাহাহাহা......... আপনার প্রতিভায় আমি মুগ্ধ (অবশ্য সবসময়ই B:-/ )। নামগুলো পছন্দ হয়েছে। তবে ২ নং টা ভুয়া মফিজ ভাই করোনা নামে আগেই সনাক্ত করেছে।

আমার মেয়ে ঠিক এ কাজ করে। কারো নাম জানে না বা কোন কিছুর নাম জানা নেই, নিজেই একটা নাম দিয়ে দিব্যি চালিয়ে যায়। আপনি ধরতেই পারবেন না তার চাপাবাজি B:-) । (মায়ের সাথে তুলনা কইরেন না, মা নিতান্ত আলাভোলা)।

২১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৩

জুন বলেছেন: সোহানী আপনাকেও নাম না জানা লাল ফুলের শুভেচ্ছা :)

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪

সোহানী বলেছেন: ফুলেল শুভেচ্ছার প্যাটেন্ট নুরু ভাইয়ের কিন্তু B:-/ ..

চমৎকার ফুলে ভালোলাগা।

২২| ০১ লা মে, ২০২০ ভোর ৪:০১

ভুয়া মফিজ বলেছেন: আপনে খেয়াল করছেন কিনা জানি না, আমি এত্তো এত্তো ফটো সামু'তে আপলোড করি, আমার কোন ফটোই কাইত হয় না। এই কাইত না হওয়ার মোক্ষম টোটকা আমার জানা আছে। আমার নিজস্ব আবিস্কার। :)

প্রাচীণ পক্ষী আপনের সমস্যার সমাধান কি করে, দেখি আগে........না হইলে কমু নে। এইটা কইতে গেলে অনেক ডিটেইল টাইপ করতে হইবো যেইটা আমার মতো আইলসার জন্য বেশ কঠিন। তার চেয়ে ভালা, হ্যার দাওয়াই এর অপেক্ষা করা। ;)

০২ রা মে, ২০২০ রাত ৩:৫৪

সোহানী বলেছেন: এইখানে কঠিন রাগের ইমো হপে.... X(( X(( । আকবরের কুড়ের বাদশার গল্প জানেন নিশ্চয়... । আপনিতো দেখি তাদেরকেও ছাইড়া গেছেন!!!

প্রাচীণ পক্ষী ঘুম দিসে রোজা রাইখা.....। ঈদের চাঁদ উঠলে আসবো |-) |-)

২৩| ০২ রা মে, ২০২০ রাত ৯:৫৭

মিরোরডডল বলেছেন: আপু বন বাদারের ফুলগুলোই সবচেয়ে সুন্দর ।
পথ চলতে পথের পাশে পথের বাঁকে উকি দেয়া ঝোপ ঝাড়ের জংলি ফুল আমার খুব প্রিয় :)

০৩ রা মে, ২০২০ রাত ১২:১৮

সোহানী বলেছেন: আমার সাথে যেই বিরক্ত হয় পথ চলতে চলতে ছবি তোলা দেখে। আমি নিজের ছবি তুলতে পছন্দ করি না কিন্তু চারপাশের ছবিতে ভর্তি আমার মোবাইল।

২৪| ০৩ রা মে, ২০২০ রাত ১২:৫৬

চাঙ্কু বলেছেন: ফুলগুলো সৌন্দর্য আছে!

০৩ রা মে, ২০২০ রাত ২:০২

সোহানী বলেছেন: ধন্যবাদ

২৫| ২২ শে জুন, ২০২০ দুপুর ২:১০

খায়রুল আহসান বলেছেন: মারামারি কাটাকাটি বাদ দিয়ে ফুল দেখার এ ফুলেল আহ্বানের জন্য আপনার মুখে ফুলচন্দন পড়ুক! অসাধারণ সব ফুলের সমাহার নিয়ে সাজিয়েছেন আপনার এ পোস্ট, দেখে নয়ন জোড়া জুড়িয়ে যায়! প্রতিটি ছবির নীচে যদি দুই একটি কথা জুড়ে দিতেন, তাহলে আরো যে কত ভাল হতো!
ফুলের জন্য ভাল লাগা + +।

২৯ শে জুন, ২০২০ ভোর ৬:২৮

সোহানী বলেছেন: হাহাহা...... তারপরও মারামারি কাটাকাটি চলে।

সাজানো গোছানো ফুল নয়, বনে বাদাড়ে ঘুরে ছবি তুলতে আমার ভালোলাগে। কিন্তু ছবি এতো বেশী তুলি যে ঠিক করে গুছিয়ে পোস্ট দিতে পারি না।

আসলে এটা ফাকিঁবাজি পোস্ট। সময় নিয়ে যখন লিখবো তখন ছন্দ কবিতা বা কোন কিছু লিখবো।

++ এর জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.