নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

২০২১ বইমেলায় প্রকাশিত ব্লগারদের বইয়ের তালিকা

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৮

"সুখে থাকতে ভুতে কিলায়, দুধ বেঁচে মদ খায়"। কথায় কথায় শোলক বলা আমার নানুমনি এ শোলকটা খুব বলতেন। অর্থ্যাৎ নিজেই যেচে নিজের বিপদ ডেকে আনা। আমারো মাঝে মাঝে এরকম ভুতে কিলায় তাই আঁকাইজা কাজে জড়িয়ে যাই।

যাহোক, যা বলছিলাম। এরকম ভুতের কিলটিল খেয়ে আমিও কথা নাই বার্তা নাই বই বের করার জন্য লাফালাফি শুরু করে দিলাম। এবং তা বেরও করে ফেল্লাম যা আগেই ব্লগে জানিয়েছি। তবে এ আনন্দ হটাৎ ই এসে ধাক্কা খেলো। কারন জানা গেল বইমেলা হবে না এবার। আর বইমেলা ছাড়া বই সহজে পাঠকের হাতে পৈাছায় না। ক'জনই আর অনলাইন থেকে বই কিনে পড়ে। বই বের করলাম আর কারো হাতে ঠিকভাবে পৈাছালো না তা ভেবে প্রচন্ড মন খারাপ নিয়ে ক'দিন কাটালাম। এরই মাঝে খবর পেলাম বইমেলা হচ্ছে তবে মার্চ এর মাঝ থেকে। আবারো খুশিতে মনটা ভরে উঠলো।..... সেই আনন্দ, সেই আড্ডা...। যদিও নিজে থাকতে পারি না বহু বছর তারপরও মনে করি সে আনন্দের দিনগুলো।

প্রতি বছরই আমি অনেক ব্লগারকেই মনে করিয়ে দেই বই করার কথা। তবে এবার যেহেতু আমি নিজেই এ পথে হাঁটছি তাই যারা বই বের করেছেন তাদের তালিকা করার চেস্টা করলাম।

আমি জানি আমার এ তালিকায় মাত্র অল্প কিছুই নাম এসেছে। তাই অনুরোধ, যারা বই বের করেছেন বা করবেন তারা কমেন্টে দিলে আমি যোগ করবো এ লিখা, যাতে সবার বই এর নাম থাকে এ লিস্টে। এছাড়াও স্টলের নাম্বার থাকলেও দিতে পারেন।

আসুন দেখি ব্লগারদের বইয়ের তালিকা:

১) কাওসার চৌধুরী : প্রিয় লেখক, অনুবাদক ও গল্পকার কাওসার ভাই এর প্রবন্ধ আসছে এবার বইমেলায়।
কাকতাড়ুয়ার ভাস্কর্য (প্রবন্ধ), উৎস প্রকাশন


২) হাসান মাহবুব : অসাধারন গল্পকার হামা ভাইয়ের বই এবারো আসছে।
বেড়ালতমা- পেন্ডুলাম প্রকাশনী


৩) রফিকুল ইসলাম ইসিয়াক: প্রিয় কবি ইসিয়াক এর প্রথম কাব্যগ্রন্থ আসছে এবার বইমেলায়।
মেঘ ছুঁয়েছে মনের আকাশ, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী


৪) মলাসইলমুইনা: প্রিয় লেখক মলাসইলমুইনা ভাই এর দু'টি বই আসছে এবার। একটি গল্পগ্রন্থ ও অপরটি ইসলামিক বই আসছে এবার বইমেলায়।
আকাশ গঙ্গার তারা, চৈতন্য থেকে স্টল নাম্বার ৩৩২-৩৩৩।


অলৈাকিক কুরআন বিস্ময়কর হাদিস, ঊষার দুয়ার" -এর ১৪৩ নং স্টলে।


৫) ব্লগার অগ্নি সারথি : প্রিয় লেখক অগ্নি সারথি ভাই এর উপন্যাস আসছে এবার বইমেলায়।
অম্যুইং- বেহুলাবাংলা প্রকাশন


৬) Kabir Hossain:
সায়েন্স ফিকশন উপন্যাস "নিউক" এবং "এলিয়েনও সায়েন্স ফিকশনের গল্প"-দুটো বই আসছে জলছবি প্রকাশন থেকে। স্টল ৪৪০।



৭) ফাহমিদা বারী : উপন্যাস আসছে এবার বইমেলায়।
সেদিন গেছে ভেসে, জাগৃতি প্রকাশনী


৮) মৈারি হক দোলা: উপন্যাস আসছে এবার বইমেলায়।
সময়ের স্পন্দন, জনতা প্রকাশনী


৯) নীল আকাশ (Mohiuddin Mohammad Zunaid) ভাই এর উপন্যাসের কাজ চলছে। প্রচ্ছদ পেলেই এখানে বিস্তারিত দেবো।

১০) ডঃ এম এ আলী এর ও বই আসছে না যদিও খুব আশায় ছিলাম এবার নিশ্চয় পাবো। যাহোক, এ তালিকা থেকে উনার নাম কাটা যাচ্ছে না কারন যারা আমরা উনার বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তারা যেন আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে পারে। সময়মত নামধাম জানিয়ে দিবো।

১১) সোহানী: খুব সাধারন মানের লেখকের এবারেই প্রথম প্রকাশনায় হাত রাখা। যা আমি জানিয়েছিলাম আগেই। দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে দাগই ভালো :P
জীবন ও জীবিকার গল্প, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী, স্টল ৩৭।


১২) এন এম শামীম:
কাব্যগ্রন্থ আলোকের অন্তর্ধান, বিসর্গ প্রকাশনী


১৩) জহির আশফাক:
আমি ভুল বানানে উচ্চারিত একজন মানুষ,


১৪) এ.টি.এম.মোস্তফা কামাল: সামহোয়ারের একজন পুরাতন গুনী ব্লগার। উনার ছোট ছোট লিখাগুলোর গভীরতা মাপার ক্ষমতা আমার নেই। এবারের বইমেলায় আসছে উনার বই "বাঙ্গালা রুবাইয়াৎ", ভাষাচিত্র স্টলে। স্টল ৪২৬-২৭-২৮-২৯।


১৫) নুরুন নাহার লিলিয়ান: এবারে প্রকাশ হয়েছে উপন্যাস শিখা প্রকাশনী থেকে "গোপনে সে আমায় ভালোবাসে"।



১৬) চারু মান্নান: "ঢেলে দাও রাত পোহাবার , একচিলতে আলো ", এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে। স্টল- ৩৭।


১৭) এম লোকমান গণি: কচি চেহারার বিড়ম্বনা, পুথিনিলয় প্রকাশনী


১৮) কবি হাফেজ আহমেদ: "মাটি মা" বাংলা সাহিত্যের প্রথম বর্ণপ্যালিন্ড্রোম কাব্যগ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে বেহুলা বাংলা প্রকাশনী হতে। বইটি অমর একুশে গ্রন্থমেলায় ৫২১,৫২২ এবং ৫২৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। বইটিতে ৪৪ ধরণের ৫৫ টি কবিতা প্যালিন্ড্রোম ভার্সনে বাংলা সাহিত্যে প্রথমবারের মতো নিয়ে আসা হলো।


১৯) এম এ হানিফ বলেছেন: প্রথম উপন্যাস আবছায়া (সামাজিক উপন্যাস)। নিম্নবিত্ত একটি পরিবারের জীবন নিয়ে লেখা ।
প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। মলাট মূল্য ১৫০ টাকা ।বিক্রয় মূল্য ১১৫ টাকা ।


২০) কবি কিরমানী লিটন : তিনটি গ্রন্থ আসছে আসন্ন অমর একুশে বইমেলায়...
কিশোর কাব্যগ্রন্থ : স্বপ্ন উড়াই সকাল দুপুর
গল্পগুচ্ছ : ঘুমঘোর
সম্পাদনা কাব্যগ্রন্থ : পঞ্চপ্রদীপ
বইগুলো পাবেন #সপ্তডিঙার (৪৩৩ নং) স্টলে।


২১) এক নিরুদ্দেশ পথিক:


২২) ক্যাপ্টেন আহাব: এবারই এসেছে প্রথম বই "মহৎ রেনেসাঁ শিল্পী টিসিয়ান"
কবির উদ্দিন
গ্রন্থের ধরনঃ জীবনী এবং ইতিহাস
প্রকাশনীঃ দিব্য প্রকাশ
স্টল নাম্বারঃ ২৭৩


২৩) হামিদ আহসান: নির্বাচিত আমেরিকান গল্প, এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে। স্টল- ৩৭।


২৪) রেজা ঘটক: প্রিয় কথাশিল্পী রেজা ঘটকের বই আসছে ৩টি এবার।

সত্য বলা যাবে না, প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ, প্রকাশনা: পাললিক সৌরভ, স্টল নং ২৪


'গপ্পো টপ্পো না সত্যি', প্রচ্ছদ করেছেন শিল্পী নবী হোসেন, প্রকাশনা: এক রঙা এক ঘুড়ি, স্টল নং ২৪

রেজা ঘটক সম্পাদিত 'চিঠির ডায়েরি', প্রচ্ছদ করেছেন ঘুড়ি টিম, প্রকাশনা: এক রঙা এক ঘুড়ি, স্টল নং ২৪


২৫) মোজাম্মেল কবির: মনের ঘরে, এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে। স্টল- ৩৭।


২৬) জিএম হারুন -অর -রশিদ: এবারের বইমেলা ২০২১ তিনটি কাব্যগ্রন্থ আসছে। মনোলীনা, ডাকবাক্স, তুমি ছাড়া আমি এক বিষন্ন চড়ুঁই। শোভা প্রকাশনী।




২৭) রেজওয়ান ইসলাম: গল্প-গ্রন্থ "প্রেম ও অপ্রেমের গল্প" , কারুবাক প্রকাশনীর ৮৬ নং স্টলে।


২৮) মি: বিকেল: বইঃ জোনাকিরা সব ঘুমিয়ে গেছে(ছোট গল্প সংকলন), প্রকাশকঃ শ্রীমতী স্মৃতি দত্ত(ভারত), প্রচ্ছদঃ শিল্পী বিজন বিশ্বাস(ভারত)

(যদিও বইমেলায় বইটি থাকছে না কিন্তু একজন সামহোয়ারের ব্লগার হিসেবে বই এর তালিকায় স্থান পেতেই পারে!!)

২৯) দীপংকর চন্দ: অনতিকথন প্রণতিকথন, প্রকাশক: জাগৃতি প্রকাশনী, প্রচ্ছদ ও অলংকরণ: তানভীর খন্দকার, লায়লা নাহার, স্টল নাম্বার: ১৫৪-১৫৫-১৫৬


৩০) শেহজাদ আমান: অনুবাদে দুটো বই বেরিয়েছে। অন্বেষা প্রকাশন থেকে।
অনুবাদ বইঃ 'দ্য মার্শিয়ান', মূল্যঃ ৪৭০


'আর্টেমিস,' লেখকঃ অ্যান্ডি উইয়ার। লেখকঃ অ্যান্ডি উইয়ার। মূল্য: ৪০০ টাকা।


৩১) শেরজা তপন: রুস্কাইয়া ব্লদা Russian Dish



সব ব্লগাররা আশা করি ব্লগারদের বই কিনবেন, উৎসাহ দিবেন ও ভবিষ্যতে নিজের বই বের করা নিয়ে আরেকবার ভাববেন।

অপেক্ষায় সবার...........

ভালো থাকুন।

মন্তব্য ২০৫ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (২০৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



লেখকদের অভিনন্দন।
সামুর জন্য গৌরবের বিষয়।

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৩

সোহানী বলেছেন: আমি এর কৃতিত্ব অবশ্যই সামহোয়ারকে দিবো। লেখকদের এ বন্ধন অনেকাংশে সম্ভব হয়েছে সামহোয়ারেরই জন্য।

আপনি ভালো থাকুন।

২| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন: দারুণ ভালো লাগছে আপু। আমি বইমেলা বই কিনবো বলে টাকা গুছিয়ে রেখেছি। বইমেলা থেকে বই কেনার মজাই আলাদা। ঘুরবো আর কিনবো। ২৫শে মার্চ বইমেলায় যাচ্ছি থাকবো এক রঙা এক ঘুড়ির স্টলে টানা তিনদিন।
আপনার বইটা তখনই সংগ্রহ করবো।
শুভকামনা রইলো।

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৪

সোহানী বলেছেন: ধন্যবাদ ইসিয়াক। এবার হয়তো দেখা হবে না কিন্তু ভবিষ্যতে অবশ্যই দেকা হবে।

৩| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সামুতে এত লেখক।সত্যি গর্বের বিষয়।খন্দকার নাইমুল ইসলাম ও ড,খন্দকার নাইমুল ইসলাম কি একই ব্যক্তি ।

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৬

সোহানী বলেছেন: হাঁ, একই ব্যাক্তি। খন্দকার নাইমুল ইসলাম ও ড: খন্দকার নাইমুল ইসলাম ও মলাসইলমুইনা একই ব্যাক্তি।

৪| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি ব্লগারদের জন্য আ্নন্দদায়ক্ । যাদের বই প্রকাশিত হলো তাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা আর আপনাকেও কৃতজ্ঞতা ্

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: আপনার বইয়ের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আশা করি শীঘ্রই জানাবেন।

৫| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৫

মলাসইলমুইনা বলেছেন: সোহানী,
আমিতো আপনার খইভাজা পোস্টে মজা করে একটা মন্তব্য করবো ভেবেছিলাম এরই মধ্যে এই পোস্ট ! দিলেনতো মজাটা ভণ্ডুল করে ।এই পোস্টতো খইভাজা টাইপ না মোটেই। বিরাট গবেষণাধর্মী হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই ।যাক এই পোস্টের কারণে সামনের একমাস আপনার নিয়মিত ব্লগে আসতেই হবে ।ব্লগার আর ব্লগের জন্য শিরোপা জেতার মতোই আনন্দের ব্যাপার হবে আপনার প্রতিদিন ব্লগে আসাটা । আপনার পাঠকদের একটা মেসেজ দিতে চাই। বিখ্যাত লেখিকা ফাহমিদা বারীর বই কেনার জন্য যখনি আপনারা চৈতন্যের স্টলে যাবেন সেখানে অমূল্য তার বই কেনার সাথে সাথে অবহেলায় এই নগন্য নব্য লেখকের গল্পের বইটাও তাহলে কিনে ফেলবেন ।অতি হালকা বই ব্যাগে নিলে কোনোই ভার বাড়বে না বা কাঁধ টসে যাবে না সেই নিশ্চয়তা দেয়াই যাচ্ছে । আর অন্য রুটে বইমেলায় ঢুকলে একরঙা ঘুড়ির স্টলে থেমে যখন আমাদের প্রিয় ব্লগার সোহানীর বইটা কিনবেন সবাই সেই সাথে ডানে বা বায়ে তাকালেই চৈতন্য-র স্টল চোখে পড়বে । তখন সোজা এগিয়ে গিয়ে যা করতে হবে তাতো একটু আগেই বললাম একবার ! আগের মতোই শারীরিক সুস্বাস্থের নিশ্চয় এবারও দেয়া থাকলো । সব নব্য আর অ-নব্য ব্লগ গ্রন্থাকারদের শুভেচ্ছা । কা _ভা, এই পোস্ট এখুনি স্টিকি করুন প্লিজ ।

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩২

সোহানী বলেছেন: খই ভাজা শেষ হয় নাই এখনো, এইটা চলমান।

ডানে বা বায়ে তাকাবে না, সোজা আপনার বই ই কিনতে যাবে ব্লগাররা।

কা _ভা ভাই নিজেই এরকম একটি পোস্ট নিয়ে আসবে শীঘ্রই।

৬| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৪০

নেওয়াজ আলি বলেছেন: পেপারে দেখলাম বইমেলা আবার পিছানো হতে পারে

১৭ ই মার্চ, ২০২১ রাত ৮:৩২

সোহানী বলেছেন: তাই নাকি!!!!

৭| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার খবর, চমৎকার সংকলন।
মহামারির বাধা পেরিয়ে আসা ২০২১ এর বইমেলায় সামু'র যেসব স্বনামধন্য লেখকের বই প্রকাশিত হচ্ছে, তাদের প্রত্যেক কে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশাকরি তাদের এ সাফল্য অন্যদেরকেও অনুপ্রাণিত করবে, নিয়মিত লিখে যাবার জন্য এবং বই প্রকাশের জন্য।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৫

সোহানী বলেছেন: আপনার কি কোন বই আসছে এবার?

৮| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন !!
ড: এম এ আলী ভাইয়ার বই প্রকাশের খবর টা নতুন!!
আমি আনন্দিত!
সবার জন্য শুভ কামনা আপু

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৬

সোহানী বলেছেন: ড: এম এ আলী ভাইয়ার বই এর নামের অপেক্ষায় আছি।

৯| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সবাইকে অভিনন্দন। সকলের জন্য শুভকামনা রইলো।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৭

সোহানী বলেছেন: ধন্যবাদ

১০| ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪২

নতুন নকিব বলেছেন:



লাইকসহ প্রিয়তে রেখে দিলাম পোস্ট। অনেক অনেক ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৭

সোহানী বলেছেন: আপনিও এ পথে তাড়াতাড়ি হাটুন। নেক্সট্ বছরের পোস্ট আপনি দিবেন।

১১| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০২

ডার্ক ম্যান বলেছেন: বিগত বছরের ধারাবাহিকতায় বই মেলায় এবারো আমার কোন বই প্রকাশিত হচ্ছে না

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৮

সোহানী বলেছেন: আপনি জানেন না জাতি কি হারাচ্ছে!! তাই তাড়াতাড়ি এ পথে আসুন!!

১২| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:




ধন্যবাদ, আপু। কখনো বই বের হবে এমনটা গত পাঁচ বছর আগেও কল্পনা করিনি। মনের আনন্দ থেকেই বিভিন্ন মাধ্যমে লিখতাম। এভাবেই একদিন সামহোয়্যারইন ব্লগের সন্ধান পাই। ব্লগে এসে এতো ভালো কিছু লেখা পড়ি, যা আমার ভাবনার জগৎকে প্রসারিত করতে সাহায্য করে। একেকটা নিক যেন একেকটা প্রতিভার ভান্ডার। 'চাঁদগাজী' নিকটা সবচেয়ে আকৃষ্ট করেছিল। সেফ হওয়ার আগে তিনি আমার বিভিন্ন লেখায় কমেন্ট করতেন। পরবর্তীতে বিভিন্ন লেখায় মন্তব্যে উনার সাথে অনেক যুক্তি পাল্টা যুক্তি হতো। এগুলো ছিল আমার লেখনীকে আরো শানিত করার রসদ। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় চাঁদগাজীকে। এখন বুঝতে পারি তিনি কেন এতো কঠিন কমেন্ট করতেন। আর 'সোহানী' নিকের প্রেমে পড়েছিলাম উনার চমৎকার সব ফিচার পড়ে। এখন অবশ্য ফেইসবুকে পরিচয় আছে। একদিন কথা বলার সৌভাগ্য হয়েছে এই গুণী মানুষের সাথে। আমার পরম শ্রদ্ধেয় একজন ব্লগার। এছাড়া আরো অন্তত বিশ-পঁচিশজন গুণী ব্লগার আছেন যাদের লেখা ও কমেন্ট আমাকে লিখতে শিখিয়েছে। আমি আলাদা করে নাম নিচ্ছি না, প্রিয় কেউ বাদ পড়ে যাওয়ার ভয়ে।

এবারের বইমেলায় প্রিয় ব্লগারদের যারা বই লিখেছেন সবার প্রতি শুভ কামনা রইলো। বইগুলোর লিস্ট করছি। বইমেলা থেকে লেখকদের অটোগ্রাফ সহ কিনবো। আমি বইমেলায় ২৫, ২৬ এবং ২৭ মার্চ 'উৎস প্রকাশন' এর স্টলে থাকবো। এসময় প্রিয় ব্লগারদের একটি মিলনমেলা হলে খুশি হবো। আশা করি জাদিদ ভাই সাড়া দেবেন। (ধন্যবাদ)

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪০

সোহানী বলেছেন: আশা করি জাদিদ ভাই এমন একটি মিলনমেলার আয়োজন করবেন।

আনন্দমুখর হোক বইমেলার দিনগুলো।

১৩| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৯

বিবেকহীন জ্ঞানি বলেছেন: ইন শ আল্লাহ বরাবরের মতোই সব কয়টি বই কেনার পন করে ফেল্লুম।
লেখকদের জানাই এই তীব্র গরবে এক গ্লাস তাজা লেবুর শরবতের অভিনন্দন

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪০

সোহানী বলেছেন: গরম!! এখানে মাইনাস ৯!!!!!!

১৪| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: সামুর সকল লেখক-পাঠক এবং যে সব লেখকদের বই প্রকাশিত হচছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও বইয়ের সাফল্য কামনা রইল।

আমার মনে হয় সামুতে যত লেখকের লেখা প্রকাশ হচছে তা আর কোন ব্লগে বা গ্রুপে নেই।সামু সব জ্ঞান-গুনীদের মিলনমেলা।আর সেই মিলনমেলায় এসব জ্ঞান-গুনীদের সাথে একই গ্রুপে আছি ভাবতেই ভাল লাগছে।

আবারো সকল লেখকের বইয়ের সাথে সাথে সোহানী বনি'র বইয়ের জন্য শুভকামনা রইল।জয়তু "জীবন জীবিকার গল্প"।

আসুন সকলে বই কিনি,বই পড়ি এবং প্রিয়জনকে বই উপহার দেই ।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪১

সোহানী বলেছেন: আপনি নিজেই অনেক ভালো লিখেন। পরের বছর নিশ্চয় আপনার বই পাবো।

১৫| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: উপরে উল্লেখিত গুণী ব্লগারদের প্রথমেই অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমন একটা পোস্ট দিয়ে ব্লগার সংকলন দেওয়ার জন্য। মলাটবন্দি সামুর সমস্ত কবি সাহিত্যিকদের জন্য রইলো মুগ্ধতা ও শুভেচ্ছা।
অতিমারীর কারণে এবার আর সম্ভব হলো না। আগামী বছর আপনাদের সৃষ্টি সশরীরে সংগ্রহ করার চেষ্টা করবো।
শুভেচ্ছা নিয়েন আপু।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪২

সোহানী বলেছেন: আপনার অপেক্ষায় বাংলার বইমেলা। আমিও চেস্টা করবো আগামী বছর জয়েন করতে।

১৬| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: অন্যান্য বছর তো আরো বেশী বই বের হয়। এ বছর এত কম কেন?

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৩

সোহানী বলেছেন: আরো বই আছে। খুজেঁ ফিরছি। লিলিয়ান সহ আরো অনেকের বই এর নাম খুঁজছি।

১৭| ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫১

ভুয়া মফিজ বলেছেন: যাদের যাদের বই এবারের বইমেলাতে প্রকাশিত হচ্ছে, তাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর শুভ কামনা। :)

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৩

সোহানী বলেছেন: আপনার খুচরা লেখা না পুরা লেখাই চাই পরের বছর।

১৮| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২১

অব্যক্ত কাব্য বলেছেন:





আমি থাকছি কাব্যগ্রন্থ "আলোকের অন্তর্ধান"
নিয়ে।

এন এম শামীম
গ্রন্থের ধরনঃ কাব্যগ্রন্থ
প্রকাশনীঃ বিসর্গ
প্রকাশকালঃ ২০২১

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৪

সোহানী বলেছেন: এড করেছি।

১৯| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২২

অব্যক্ত কাব্য বলেছেন: ভাই, পোস্টে সংযুক্ত করে নিলে উপকৃত হবো

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৪

সোহানী বলেছেন: দিয়েছি।

২০| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯

নেয়ামুল নাহিদ বলেছেন: লেখকদের অভিনন্দন। সবার বইয়ের জন্য শুভকামনা। রকমারি থেকে কয়েকটা অর্ডার করবো।

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৫

সোহানী বলেছেন: ধন্যবাদ। রকমারীতে ২৫% ডিসকাউন্ট দিচ্ছে আমার বই। মনে হয় ১৬৫ টাকা এখন।

২১| ১৭ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪০

ওমেরা বলেছেন: সবার জন্য শুভ কামনা। সহ ব্লগার হিসাবে আমি তো সবার কাছে সৌজন্য কপি দাবী করতেই পারি, তাই না আপু? :D

১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৫

সোহানী বলেছেন: বইমেলায় যেয়ে দাবী করতে হবে। অনলাইনে হবে না .....................

২২| ১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭

কাছের-মানুষ বলেছেন: চমৎকার। আমি আনন্দিত আপনি ব্লগারদের বই নিয়ে পোষ্টটি দিয়েছেন দেখে। আমার প্রথম সায়েন্স ফিকশন উপন্যাস বের হচ্ছে এবার, আপনার পোষ্টটিতে স্থান দিয়েছেন দেখে ভাল লাগল।

আপনাকে ও অন্যান্য ব্লগার যারা এবার বই প্রকাশ করেছে তাদের সবার প্রতি শুভকামনা এবং অভিনন্দন রইল।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৬

সোহানী বলেছেন: আমি অপেক্ষায় ছিলাম অন্য কেউ দেয় কিনা কিন্তু কেউ দিলো না, তাই বাধ্য হয়েই ঢোল নিয়ে বসলাম।

২৩| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১০:২৬

আমি তুমি আমরা বলেছেন: যাদের বই প্রকাশিত হতে যাচ্ছে তাদের সবার জন্য শুভকামনা রইল।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৬

সোহানী বলেছেন: আপনার অনুগল্প নিয়ে কবে আসবেন?

২৪| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: ব্লগার আরজু পনি আগে প্রতি বছর এই পোস্ট গুলো দিতো । আমার বইমেলা থেকে কেনার অনেক বই এই লিস্ট থেকেই তৈরি হত । আগে কত ব্লগারদের বই বের হত । সেই তুলনাতে এইবার দেখি বইয়ের সংখ্যা অনেক কম !


কষ্টসাধ্য পোস্টের জন্য ধন্যবাদ । দেখা যাক এই তালিকা থেকে কত গুলো আমার ঘরে আসে !

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৪৮

সোহানী বলেছেন: তুমি যে বইগুলা সংগ্রহ করবা তা আমি জানি। কিন্তু কথা হলো তোমার বই কবে আসবে???????

২৫| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: সামু ব্লগ থেকে একটা স্টল নিলে ভালো হতো। আমরা ব্লগাররা সেই স্টোলে বসে চা খেতাম।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৩

সোহানী বলেছেন: এটাইতো বলতে চাই জাদিদ ভাইকে। এরকম কিছু করা খুব দরকার।

২৬| ১৮ ই মার্চ, ২০২১ রাত ২:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বইমেলা ব্লগারদের একটি মিলনমেলা,
এতে বেশ কিছু ব্লগারদের বই থাকবে অত্যন্ত খুশীর খবর,
আর তা আগাম ঘোষনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।

..............................................................................................
মেলা চলাকালীন মেলার কোন একষ্টলে ব্লগারদের "গেট টুগেদার "
করতে পারেন , যা আরও প্রানবন্ত হবে ।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৪

সোহানী বলেছেন: গেট টুগেদার কিন্তু ক'বছর ধরে হচ্ছে। এবারও নিশ্চয় হবে।

২৭| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৮:৩৩

মলাসইলমুইনা বলেছেন: সোহানী,
প্লিজ কষ্ট করে আমার বইয়ের স্টল দুটোর নাম্বার দুটো আপনার পোস্টে যোগ করে দেবেন ।
'আকাশ গঙ্গার তারা' চৈতন্যের স্টলে পাওয়া যাবে ।চৈতন্যের স্টল নাম্বার ৩৩২-৩৩৩।
মুসলিম ভিলেজ' প্রকাশনী থেকে প্রকাশিত "অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস" বইটা পাওয়া যাবে " ঊষার দুয়ার" নিউজ এজেন্সি ও প্রকাশনীর স্টল নাম্বার ১৪৩-এ। অনেক ধন্যবাদ নেবেন ।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৪

সোহানী বলেছেন: আপডেটেড।

২৮| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:২৫

পদ্মপুকুর বলেছেন: অভিনন্দন সবাইকে। দুটো বই পড়ে ফেলেছি, বাকিগুলোও পড়বো ইনশাআল্লাহ।

১৯ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৫

সোহানী বলেছেন: নেক্সট বছর আপনি এ পোস্ট দিবেন। কারন তখন আপনার নিজের বই এর প্রচারের জন্য বাধ্য হয়ে....... ;)

২৯| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: বই মেলায় যেয়ে বই কেনা হবেনা তবুও সকল লেখক লেখিকাদের জন্য শুভ কামনা।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৩

সোহানী বলেছেন: কেন? বই মেলা মানেই তো ব্লগারদের মিলনমেলা।

৩০| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: প্রতি বছর ফেব্রুয়ারিতে সামুর লেখকদের প্রকাশিত বই নিয়ে একটা পোস্ট থাকে, একমাস জুড়ে তা আপডেট হয়, এবার কেউ কিছু লিখছেনা দেখে ভাবছিলাম এবার বোধহয় জানাই হবে না...

যাক, অবশেষে কষ্টসাধ্য আর সময় খাওয়া সেই পোস্ট আপনার থেকে পাওয়া গেল। ধন্যবাদ আর অভিনন্দন! আশাকরি এই পোস্ট স্টিকি হবে।

নাইমুল ইসলাম যেমন জানিয়েছেন, তেমনি সকল লেখক যদি মন্তব্য করে নিজেদের স্টল নং জানিয়ে দেন, তবে খুঁজে পাওয়া সহজ হবে।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৫

সোহানী বলেছেন: আসলে আমি অপেক্ষায় ছিলাম কেউ দেয় কিনা। কিন্তু কারো সাড়া না পেয়ে নিজেই দিলাম। ফেবুতে কাভা ভাই মাসখানেক অগেই নোটিশ করেছিল। বইগুলোর কপি আমি সেখান থেকেই নিয়েছি। তাই স্টল নাম্বার জানা নেই।

৩১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: "আপনার কি কোন বই আসছে এবার?" - না, এবারে আমার নতুন কোন বই প্রকাশিত হচ্ছে না।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৫

সোহানী বলেছেন: আমিতো ভেবেছি এবার করোনায় আপনি অবসর। কয়েকটা বই এ হাত দিবেন নিশ্চিত।

৩২| ১৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:০০

মলাসইলমুইনা বলেছেন: সোহানী,
খই ভাজার না একটা জরুরি কাজই করার জন্য এই রিকোয়েস্ট : আমার "অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস" বইটা পাওয়া যাবে 'মুসলিম ভিলেজ' প্রকাশনীর পরিবেশক " ঊষার দুয়ার" -এর ১৪৩ নং স্টলে । মুসলিম ভিলেজের স্টল থাকবে না বই মেলায় ।আবারো ধন্যবাদ ।

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩৬

সোহানী বলেছেন: ঠিক করে দিয়েছি।

৩৩| ২০ শে মার্চ, ২০২১ রাত ১২:০৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২০ শে মার্চ, ২০২১ সকাল ৮:৩২

সোহানী বলেছেন: কামাল ভাই, আপনি মন্তব্যের ঘরে বই এর ছবিটা দেন, আমি আপনার লিখা থেকে কপি করতে পারবো না।

৩৪| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:২০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব পরিশ্রমিক পোস্ট।পোস্টের জন্য ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০২১ রাত ১:৫৮

সোহানী বলেছেন: ধন্যবাদ মামা.........

৩৫| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:২৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এই অধমের বইটি কি আপনার পোস্টে জুড়ে দেবেন ?
https://www.somewhereinblog.net/blog/KAMAL5648/30316970

২২ শে মার্চ, ২০২১ রাত ১:৫৯

সোহানী বলেছেন: প্রকাশনী কি ঠিকভাবে দিয়েছি?

৩৬| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:২৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

২২ শে মার্চ, ২০২১ রাত ১:৫৯

সোহানী বলেছেন: এডেড!

৩৭| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:২৯

আমি সাজিদ বলেছেন: অভিনন্দন সবাইকে।

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০০

সোহানী বলেছেন: সবাইকে অভিনন্দন।

৩৮| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৮

ডাব্বা বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন। কিছু বই আমিও সংগ্রহ করার চেষ্টা করবো। অভিনন্দন জানাই সমস্ত লেখকদের। আন্তরিকভাবে আপনাদের সাফল্য কামনা করছি।

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০০

সোহানী বলেছেন: আমি জানি ব্লগাররাইতো ব্লগারদের বই সংগ্রহ করবে ....... ভালো থাকুন।।

৩৯| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৫১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০১

সোহানী বলেছেন: করেছি।।

৪০| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৫২

ডঃ এম এ আলী বলেছেন:




অসুস্থতার জন্য দিন কয়েক ব্লগে বিচরণ করতে পারিনি বলে
এই মুল্যবান পোষ্টটি দেখতে বিলম্ব হয়ে গেল । এর মাঝে
দিন দুয়েক হসপিটালে কাটিয়ে এসেছি । আমার জন্য
দোয়া করবেন ।

এই বই মেলা উপলক্ষ্যে ব্লগারদের প্রকাশিত বই এর তালিকায় ১০ নম্বরে
আমার বিষয় কথামালা সম্পর্কে সবিনয়ে জানাতে চাই যে এই বইমেলায়
বিবিধ কারণে আমার কোন বই থাকছেনা । আমার একটি বই প্রকাশের
জন্য এখনো মুদ্রনালয়ে গড়াগড়ি খাচ্ছে করোনাকালীন স্লথগতির কারণে ।
এই বই মেলাকালীন সময়ে বইটি প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই ।
তাই অনুরোধ রইল ১০ নং তালিকাটি সংশোধন করে দেয়ার জন্য ।

বই মেলা উপলক্ষ্যে প্রকাশিত সকল সন্মানীত ব্লগারের বই এর সার্বিক সাফল্য
কামনা করছি, সে সাথে সকল গুণী লেখদের প্রতি রইল প্রাণধালা অভিনন্দন ।

ইনসাল্লাহ চেষ্টা করব সকলের বই সংগ্রহে নেয়ার জন্য ।

শুভ কামনা রইল ।

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০১

সোহানী বলেছেন: ব্যাখ্যা লিখায় দিয়েছি। আপনার নাম কাটাকাটির প্রশ্নই উঠে না।

৪১| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৪

কাছের-মানুষ বলেছেন: চমৎকার পোষ্টটি ষ্টিকি হয়েছে।

আমার বইয়ের ষ্টল নাম্বারটি একটু করে দিয়েন, স্টল নাম্বার ৪৪০।

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০২

সোহানী বলেছেন: এডেড।

৪২| ২২ শে মার্চ, ২০২১ রাত ১২:১৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজীন নুর ,বই মেলায় কয়েক জন ব্লগারের সাথে আলাপ করেই অভিজিত বাঁচতে পারলো না,স্টল করলে কল্লা আরো বেশি পরতে পারে।

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০২

সোহানী বলেছেন: :( :( :( :(

৪৩| ২২ শে মার্চ, ২০২১ রাত ১:৩৪

স্প্যানকড বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে! ধন্যবাদ, আপনাকে।

২২ শে মার্চ, ২০২১ রাত ২:০৩

সোহানী বলেছেন: ঘুরে আসুন বইমেলায়। আনন্দ আরো বেড়ে যাবে।

৪৪| ২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫৫

নয়া পাঠক বলেছেন: সময় করে একদিন যেতে হবে প্রাণের মেলায়। আর চেষ্টা থাকবে সহব্লগারদের বইগুলো সংগ্রহ করার। তবে একটি দিনের একটি সময় ঘোষণা দিয়ে ব্লগারদের একটা আড্ডার ব্যবস্থা করা যেতে পারে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:০৮

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ

৪৫| ২২ শে মার্চ, ২০২১ সকাল ৯:১১

এমএলজি বলেছেন: https://www.rokomari.com/book/114408/kochi-cheharar-birombona

পুথিনিলয় প্রকাশনী

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:০৯

সোহানী বলেছেন: একটু কষ্ট করে বইটির ছবি কমেন্টের ঘরে দিন, রকমারী থেকে ছবি কপি করা যাচ্ছে না।

৪৬| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: পৌছানো

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১০

সোহানী বলেছেন: B:-) B:-) B:-)

৪৭| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৬

ফয়সাল রকি বলেছেন: অভিনন্দন সবাইকে।
সংগ্রহ করার চেষ্টা করবো।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ

৪৮| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ধন্যবাদ আপু।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১১

সোহানী বলেছেন: ধন্যবাদ

৪৯| ২২ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বইমেলায় এবার করোনা আশংকা বেশি। তা না হলে এবারও টুগেদারের ব্যবস্থা করন যাইতো। কী কন আপু?

তা আপনি বইমেলায় আসবেন কবে?

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১২

সোহানী বলেছেন: সামাজিক দূরত্ব বজায় রেখে টুগেদারের ব্যবস্থা করা যেতেই পারে।

আমি যাচ্ছি না এবার। আশা করি সামনের বার যাবো।

৫০| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:
সকলকে শুভেচ্ছা। আশা করি সবার বই পাঠক সমাদৃত হবে।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১২

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার বই কই??

৫১| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১৩

সোহানী বলেছেন: ধন্যবাদ

৫২| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন:

"মাটি মা" বাংলা সাহিত্যের প্রথম বর্ণপ্যালিন্ড্রোম কাব্যগ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে বেহুলা বাংলা প্রকাশনী হতে। বইটি অমর একুশে গ্রন্থমেলায় ৫২১,৫২২ এবং ৫২৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। বইটিতে ৪৪ ধরণের ৫৫ টি কবিতা প্যালিন্ড্রোম ভার্সনে বাংলা সাহিত্যে প্রথমবারের মতো নিয়ে আসা হলো।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১৩

সোহানী বলেছেন: এডেড!

৫৩| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০

এম এ হানিফ বলেছেন: আমার প্রথম উপন্যাস আবছায়া (সামাজিক উপন্যাস)। নিম্নবিত্ত একটি পরিবারের জীবন নিয়ে লেখা ।
প্রকাশ করেছে কাকলী প্রকাশনী।
পাওয়া যাচ্ছে প্যাভিলিয়ন ১৪ তে (কাকলী প্রকাশনী)।
মলাট মূল্য ১৫০ টাকা ।
বিক্রয় মূল্য ১১৫ টাকা ।



পুরো উপন্যাস জুড়ে থাকছে একটি নিম্নবিত্ত পরিবারের বেচে থাকার লড়াই, সংগ্রামের বাস্তব চিত্র। পরাগ আলীর অদূরদর্শীতা, সংসারের প্রতি উদাসীনতা, ঋণের প্রতি মোহ, সংসার চালানোয় অদক্ষতা ও কর্মহীনতা কিভাবে একটি পরিবারের জীবনকে দূর্বিষহ করে তোলে তার একটি বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে উপন্যাসে। সেই সাথে বোরহান সাহেবের মত অর্থ ও প্রভাবশালী ব্যক্তির অর্থ ও ক্ষমতা কিভাবে একটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনকে প্রভাবিত করে, অন্ধকারের দিকে ঠেলে দেয় তারই প্রতিচ্ছবি এই উপন্যাস ।

২২ শে মার্চ, ২০২১ রাত ৮:১৩

সোহানী বলেছেন: এডেড!

৫৪| ২২ শে মার্চ, ২০২১ রাত ৮:২১

মলাসইলমুইনা বলেছেন: সোহানী,
প্রথম ধন্যবাদ আমার নিজের পক্ষ থেকে I আর সেকেন্ড থ্যাংকসটা, একটা কমপ্লিট পোস্ট করার পরেও ব্লগারদের বই নিয়ে আপনাকে দেয়া জরুরি ইনফোগুলো অতিরিক্ত খেটে নিয়মিত ভাবে পোস্টে জুড়ে আপডেট করে দেবার জন্য। ব্লগীয় লেখককুলের (আমিও আছি সেই দলে) বিরাট উপকার হলো তাতে নিঃসন্দেহে। জাদিদ সাহেবকেও ধন্যবাদ লেখাটা স্টিকি করে দেবার জন্য। লেখা স্টিকি করে দেবার জন্য সহজেই ব্লগারদের বই সম্পর্কে জানতে পারছি আমরা।সব ব্লগ গ্রন্থকারের জন্য শুভেচ্ছা ।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫১

সোহানী বলেছেন: কাভা ভাই পোস্টটা স্টিকি করে আমার দায়িত্ব বাড়ায়ে দিলো। এখন একটু পরপরই অফলাইনে চেক করতে হয়, ফেবু ম্যাসেন্জার চেক করতে হয় :(( :(( :(( :(( :((

৫৫| ২২ শে মার্চ, ২০২১ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন আয়োজন।
বরাবরের মতোই এবারের বইমেলায় ব্লগারদের বই খুঁজতে আর চিন্তা করতে হবে না।
এক ক্লিকেই সব মিলে যাবে :)

সবার জন্য শুভকামনা আর কষ্টকর আয়োজনের জন্য স্পেশাল ধন্যবাদ রইলো।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫২

সোহানী বলেছেন: তোমার খবর বলো। তোমার বই এর আপডেট কবে পাবো?

৫৬| ২২ শে মার্চ, ২০২১ রাত ১০:২৩

এমএলজি বলেছেন: পুথিনিলয় প্রকাশনী।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫২

সোহানী বলেছেন: এডেড......

৫৭| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৮

এক নিরুদ্দেশ পথিক বলেছেন:
https://sharebiz.net/বাংলাদেশ-অর্থনীতির-৫০-ব/?fbclid=IwAR2s2HEdWf_ciDrYa-AuDL7ZKvTeAIgfXko88sBWJ-y4gBk8H--Mm4iVFKw

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৩

সোহানী বলেছেন: এড করেছি........

৫৮| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: সোহানী,




সন্দেহ নেই '"সামু" ব্লগটি লেখকদের ও বই প্রকাশকারীদের প্রসূতিকাগার।
সব বই প্রকাশকারীদের বইয়ের সাফল্য কামনার সাথে আশা করবো আগামীর বই লিখিয়েরা আরও তেজস্বী, আরও ঋদ্ধ হবেন !

এই কষ্টসাধ্য কাজটি কাউকে না কাউকে করতেই হতো- আপনি করেছেন তাই অল ক্রেডিট গো'জ টু ইয়্যু এবং ব্লগাররাও আপনার কাছে কৃতজ্ঞ ।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৪

সোহানী বলেছেন: ক্রেডিট পরে... আগে বলেন আপনার বই কবে আসবে??? নেক্সট বইমেলায় বই সহ এমন পোস্ট চাই ই চাই!!!!!

৫৯| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:০০

জুন বলেছেন: কবে যে এমন তালিকায় নিজের একটা বই এর ছবি দিতে পারবো জানিনা সোহানী /:)
সব্বার বই বিপুল পাঠক প্রিয়তা লাভ করুক সেই প্রত্যাশা রইলো :)
সবার লেখা বই এর সংবাদ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫

সোহানী বলেছেন: অব্যশই পারবেন। দেখুন আপুনি, শুরু করে দেন দেখবেন শেষ হয়ে গেছে। অথবা যা আছে হাতের কাছে তা দিয়েই আগে শুরু করেন। তারপর ধীরে সুস্থ্যে বাকিগুলো বের করবেন!!!

৬০| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৯

মলাসইলমুইনা বলেছেন: সোহানী,

একটা কনফেশন করেই ফেলি তাহলে । আমি জানি না কিন্তু আরো অনেকেই হয়তো আপনার পোস্টটাকে স্টিকি করার কথা জাদিদ সাহেবকে বলতেই পারেন । কিন্তু আমিও জাদিদ সাহেবকে একটা ইমেইল করে বলেছিলাম আপনার লেখাটাকে যেন স্টিকি করেন উনি । সেই মেইলটা করার ঘন্টা দুই পরেই ওমেরা আমাকে জানিয়েছিল আপনার পোস্টটা স্টিকি করেছে । এখন এই পোস্ট ল্যাপটপে ক্ষনে ক্ষনে আপডেট করতে করতে যখন হাতের আঙ্গুল ব্যাথা হবে তখন শুধু জাদিদ সাহেবকে না আমার মুণ্ডুপাত করারও নাগরিক অধিকার আপনাকে দেয়া হলো । নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সে অধিকার,কোনো অসুবিধে নেই ।

ও ভালো কথা জুনকে বলবেন যে তার পুরোনো লেখাগুলোর থেকে অল্প কয়েকটা শুধু কাটপেস্ট করে নতুন একটা ফাইল করে যে কোনো প্রকাশককে পাঠালেই তার দরজায় প্রকাশকদের ভিড় লাগবে ।অমন অমূল্য ভ্রমণকাহিনীগুলো বইয়ের মলাটে একসাথে করতে এই জাহান আর অন্য জাহানেও কোনো প্রকাশক থাকলে তারা বই বের করার জন্য লাইন দেবে তার বাসার সামনে । আমি সিরিয়াস ।

২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬

সোহানী বলেছেন: হাহাহাহা তাইতো বলি এর পিছনে নটঘট কে বাঁধিয়েছে :P

আরে বইলেন না, জুন আপুরে আলসেমি ধরছে। উনি একবার হু বললেই সব হয়ে যায়। কিন্তু উনি হু বলার মতো কষ্টই করতে চান না.............। আমিও সিরিয়াস!!!!!!

৬১| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একুশ বই মেলায় প্রকাশিত
সকল গ্রন্থাকার. প্রকাশক,
পাঠক ও সুভানুধ্য্যয়ীদের জন্য
প্রানঢালা অভিনন্দন।

২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৬

সোহানী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৬২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৩

ফেরদাউস আল আমিন বলেছেন: ঢাকার বাইরে একুশ বই মেলা কেন করা হয় না? আমার প্রস্তাব ৫ বছরে একবার ঢাকা য় একুশে বিমেলার আয়োজন হবে। বাকি চার বছর চক্রাকারেঃ-

১। চট্টগ্রাম
২। সিলোট
৩। খুলনা
৪। বগুড়া বা রাজশাহী

তে করা উচিত।

যা হোক সকল লেখক বা সকল গ্রন্থাকার. প্রকাশক,
পাঠক ও পড়ুয়াদের জন্য শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন।

২৫ শে মার্চ, ২০২১ ভোর ৬:১৫

সোহানী বলেছেন: আসলেই। সব বিভাগেই হওয়া উচিত। কিন্তু আমিতো জানি চট্টগ্রাম, সিলোট, রাজশাহীতে হয়!

৬৩| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:০১

শায়মা বলেছেন: ২১ এর মাঝে ১৯ জনই তো আমাদের চিরচেনা ভাইয়া আপুনিদের বই!!!

আর বাকি দুজনকে কম কম চিনি।

যাইহোক ভেরি গুড ওয়ার্ক। এই লিস্টি প্রিন্ট করে বইমেলায় পাঠায় দিলেই চলবে।

অবশ্য যাকে পাঠানো হবে তাকে সেকেন্ড ডোজ টিকা দিয়ে নিলেই ভালো হয়।:)

২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৪

সোহানী বলেছেন: সেকেন্ড ডোজ টিকা দিয়ে যেতে হলেতো এপ্রিল শেষ। .........হাহাহাহা

তারপরও বইমেলার আনন্দ কখনো কমে না। তুমি কখন যাবা আমাকে জানাবা ইনবক্সে।

৬৪| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: অপু তানভীর ভাইয়া যে পরিমান বই এর পাঠক ও ক্রেতা তাতে সে যেদিন বই বের করবে সেই বই এর জন্য আমি এই প্রচার পোস্ট দেবো। রোজ রোজ হররোজ! যেন কেউ একজন ব্লগারও তার বই না মিস করে ! :) :) :)

২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৫

সোহানী বলেছেন: আমি অপুর ২০টা বই কিনবো ও সবাইরে বিলাবো..........হাহাহাহা

আর সাথে একটা ঢোলতো নিবই। তোমার সাথে বাজানোর জন্য.............

৬৫| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আর পোস্টের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ ভাই। আপনার নাম নিয়ে আমি বরাবরেই পেরেশানীতে থাকি.........

৬৬| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৬

সোহানী বলেছেন: ধন্যবাদ মাইদুল!

৬৭| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:০৫

ক্যাপ্টেন আহাব বলেছেন: বইমেলায় এসেছে আমার প্রথম বই "মহৎ রেনেসাঁ শিল্পী টিসিয়ান"


কবির উদ্দিন
গ্রন্থের ধরনঃ জীবনী এবং ইতিহাস
প্রকাশনীঃ দিব্য প্রকাশ
স্টল নাম্বারঃ ২৭৩


২৭ শে মার্চ, ২০২১ রাত ১:২৫

সোহানী বলেছেন: এডেড

৬৮| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১১:০৬

ঢুকিচেপা বলেছেন: সবার জন্য শুভকামনা রইল।
অনলাইনে কিছু বই সংগ্রহ করবো তার মধ্যে আপনারটাও থাকছে।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১:২৬

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬৯| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: লেখকেরা সমাজের দর্পন। সবার বই কিনতে না পরলেও কিছু বই কিনবো। ব্লগারদের বই আমার প্রথম পছন্দ।

২৭ শে মার্চ, ২০২১ রাত ১:২৬

সোহানী বলেছেন: আপনার বই আসছে না?

৭০| ২৭ শে মার্চ, ২০২১ ভোর ৬:২৯

মিরোরডডল বলেছেন:



এতো দেখছি বিশাল আয়োজন ।
আপু তোমাদের সবাইকে অভিনন্দন ও শুভকামনা ।


৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫২

সোহানী বলেছেন: তোমাকেও ধন্যবাদ।

৭১| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ৯:৫৮

ফাহমিদা বারী বলেছেন: অনেক অনেক ভালোবাসা সোহানী আপা। আমার বইয়র নামটিও পেলাম। সেই সাথে বেশ কিছু ব্লগারের আসল নাম জানা গেল :) সকলের যাত্রা শুভ হোক।

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫২

সোহানী বলেছেন: ভালো থাকো। ও বইয়ের জন্য শুভকামনা।

৭২| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৫

নীলসাধু বলেছেন: হামিদ আহসান

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৩

সোহানী বলেছেন: এড করেছি।

৭৩| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৭

নীলসাধু বলেছেন: রেজা ঘটক এর বই

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৩

সোহানী বলেছেন: এড করেছি।

৭৪| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৮

নীলসাধু বলেছেন: মোজাম্মেল কবির

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৩

সোহানী বলেছেন: এড করেছি।

৭৫| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪৪

সিগনেচার নসিব বলেছেন: সবার জন্য শুভকামনা
বইগুলো সব পাঠক প্রিয় হোক
পোস্টের জন্য ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৩

সোহানী বলেছেন: ধন্যবাদ

৭৬| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টি স্টিকি করার জন্য কর্তৃপক্ষ কে আন্তরিক ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৪

সোহানী বলেছেন: আপনি কই? আপনার না আমাকে ছবি পোস্ট করার কথা!!!!!!!!!

৭৭| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা রইল

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৪

সোহানী বলেছেন: ধন্যবাদ

৭৮| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৮:৫০

আখেনাটেন বলেছেন: গুণী ব্লগারদের বইয়ের বিরাট আয়োজন। ভালো লাগল। :D

আমগোর লেখা যে কবে জাতে উঠব, খোদা মালুম? :((

শুভকামনা সকলের জন্য........

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৫

সোহানী বলেছেন: শুধু ইচ্ছে করেন, দেখবেন জাতে উঠে গেছে.............

৭৯| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: এবারের বইমেলা ২০২১ এক জন্য আমার তিনটি কাব্যগ্রন্থ।
বই তিনটি শোভা প্রকাশনী থেকে বের হবে
সবগুলোর প্রচ্ছদ করেছে প্রিয় শিল্পী Abu Layes Nixon

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৫

সোহানী বলেছেন: এড করেছি।

৮০| ২৮ শে মার্চ, ২০২১ রাত ১২:১৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: এবারের বইমেলা ২০২১ এক জন্য আমার তিনটি কাব্যগ্রন্থ।
বই তিনটি শোভা প্রকাশনী থেকে বের হবে
সবগুলোর প্রচ্ছদ করেছে প্রিয় শিল্পী Abu Layes Nixon

৩০ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৫

সোহানী বলেছেন: এড করেছি।

৮১| ২৮ শে মার্চ, ২০২১ ভোর ৪:০৬

রোকসানা লেইস বলেছেন: বাহ অনেক ব্লগারের বই মেলার মাঠ দখল করে আছে দেখছি। সবার জন্য অনেক শুভ কামনা রইল। পাঠকের হাতে যাক লেখকদের বই এই কামনা।
ধন্যবাদ সোহানী আমার বইয়ের এ বছরের প্রকশ, খবর জানতে চাওয়ার জন্য।
আমি প্রতিবছর বই করি না। ধীরে ভিন্ন অঙ্গিকের লেখাগুলোই মাঝে মধ্যে মলাট বন্দী করতে চাই আমি। অনেক বছর বাদে গতবার বই প্রকাশ করেছিলাম। খুব ইচ্ছা ছিল মেলায় থাকব। কিন্তু করোনা সে আশার মুখে ছাই দিয়ে সব ভণ্ডুল করে দিল।
টিকেট কেটেও দেশে যাওয়া হলো না। শুধু প্রথম বই প্রকাশের সময় মেলায় নিজে থাকতে পেরেছিলাম। আর অবাক হয়ে উপভোগ করেছিলাম অচেনা লেখক আমার লেখা বইও অনেকে পাঠক কিনেছিল।
গতবারের বইটি ব্লগের সহ ব্লগার নীল সাধু করেছেন অনেক ভালোবেসে। জেনেছিলাম ভালো বিক্রি হয়েছিল করোনা কালেও ।

শুভকামনা সোহানী

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫০

সোহানী বলেছেন: আপনি চমৎকার লিখেন। ও দীর্ঘদিন লিখালিখির জগতে। তা্ই অচেনা কথাটা ঠিক নয়।

অনেক ভালো থাকুন।

৮২| ২৯ শে মার্চ, ২০২১ ভোর ৪:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: শুভ কামনা সবার জন্য।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫০

সোহানী বলেছেন: ধন্যবাদ

৮৩| ২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫০

কেএসরথি বলেছেন: বই দেখলেই, হাত নিশপিষ করে। আজ কত বছর হলো বই পড়া হয় না। সব ছেড়ে-ছুড়ে জঙ্গলে চলে যাব একদিন।

:(

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫০

সোহানী বলেছেন: হাহাহা চলে আসুন।

৮৪| ২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৫

রেজা ঘটক বলেছেন: বিলম্বিত অমর একুশে বইমেলা ২০২১-এ রেজা ঘটকের বই:
১. সত্য বলা যাবে না
প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ
প্রকাশনা: পাললিক সৌরভ, স্টল নং ২৪


২. 'গপ্পো টপ্পো না সত্যি'
প্রচ্ছদ করেছেন শিল্পী নবী হোসেন
প্রকাশনা: এক রঙা এক ঘুড়ি, স্টল নং ২৪

৩. রেজা ঘটক সম্পাদিত 'চিঠির ডায়েরি'
প্রচ্ছদ করেছেন ঘুড়ি টিম
প্রকাশনা: এক রঙা এক ঘুড়ি, স্টল নং ২৪

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫১

সোহানী বলেছেন: যোগ করেছি।

৮৫| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৮

Smart বলেছেন: অনেক ধন্যবাদ সবাইকে। খবর পড়তে ক্লিক করুন: smartnews smartnews

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫১

সোহানী বলেছেন: ধন্যবাদ

৮৬| ৩০ শে মার্চ, ২০২১ রাত ২:৪২

রেজওয়ান ইসলাম বলেছেন: আমার গল্প-গ্রন্থ "প্রেম ও অপ্রেমের গল্প" পাওয়া যাচ্ছে কারুবাক প্রকাশনীর ৮৬ নং স্টলে এবং রকমারিডটকম-এ।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫১

সোহানী বলেছেন: যোগ করেছি।

৮৭| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭

মানিক_চন্দ্র_দাস বলেছেন: অভিনন্দন সবাইকে।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫২

সোহানী বলেছেন: ধন্যবাদ

৮৮| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১:৪৯

মি. বিকেল বলেছেন:

বইঃ জোনাকিরা সব ঘুমিয়ে গেছে(ছোট গল্প সংকলন)
প্রকাশকঃ শ্রীমতী স্মৃতি দত্ত(ভারত)
প্রচ্ছদঃ শিল্পী বিজন বিশ্বাস(ভারত)
প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২০ ভারতে এবং ৪ ফেব্রুয়ারি ২০২১ বাংলাদেশে।

সার-সংক্ষেপঃ আমার লেখা এই বইটিতে ১৪টি ছোট গল্প রাখা হয়েছে। যার বেশিরভাগ থ্রিলার-ধর্মী। বইটি এই বই মেলায় প্রকাশ পেলেও দূর্গ মিডিয়া(ভারত) প্রকাশন এবং বইটির প্রকাশক স্মৃতি দত্ত বইটির ডিস্ট্রিবিউশন চ্যানেল এখনো চালু করেনি। তবে সৌজন্য সংখ্যা দেওয়া হচ্ছে। সামু থেকেই শেখা, এখান থেকেই লেখায় হাতে খড়ি। তাই তালিকায় নামটি পেলে ধন্য হবো।

ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১:৫২

সোহানী বলেছেন: যোগ করেছি।

৮৯| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: পাঠপ্রতিক্রিয়াঃ

জীবন ও জীবিকার গল্প...
লেখকঃ সোহানী

আমাদের সহব্লগার সুলেখক সোহানীর লেখা চৌদ্দটা চমৎকার গল্প নিয়ে গল্পগ্রন্থ 'জীবন ও জীবিকার গল্প'।

প্রথম গল্প পার্ভাট এর ব্রকলিন - বিল- জ্যাকি উন্নত দেশের নাম চরিত্র হলেও নিম্ন আয়ের দেশের প্রতিনিধিত্ব করে। ওরা দামী গাড়ি বাড়িতে পৃথিবীর আদিমতা বর্জিত হতে পারেনি, যা বিশ্বজুড়ে নির্মম বাস্তবতা।

'একজন হাফ মানুষের গল্প'র জহির সাহেব চরিত্রটি বাংলাদেশের সব অফিসের সব চাইতে ভাল কিন্তু ভাগ্যবঞ্চিত কর্মচারীর কমন চরিত্রের একটি। ব্যতিক্রম শুধু বাস্তবের জহীর সাহেবেরা বস হারুন সাহেবের সামনে কিছুই বলতে পারেন না।

প্রত্যেকটা গল্পে সমাজে প্রচলিত কঠিন বাস্তবতা চোখে আংগুল দিয়ে দেখিয়েছেন। লেখকের গল্প বলা/লেখা স্বচ্ছ, সরল এবং সাবলীল- যা নবীস পাঠকদের জন্য অনুকূল। লেখক বলেছেন - ছোট গল্প। কিন্তু ছোট গল্পের সারমর্ম হচ্ছে, "শেষ হইয়াও হইল না শেষ"! অর্থাৎ পাঠক গল্প পড়ে শেষ করার পরও কৌতূহলী করবে- তারপর কি হলো.....? কিন্তু লেখক সেই কৌতূহল পাঠকের জন্য অবশিষ্ট রাখেননি, তিনি সবটুকুই বলে দিয়েছেন। মনে হয়েছে, লেখকের গল্পগুলো অতি দ্রুত শেষ করার তাড়না কাজ করেছে

আমার কাছে মনে হয়েছে, চৌদ্দটি গল্পের প্রায় সবগুলোই গতানুগতিক গল্প কিম্বা ঘটনা বর্ণনা। গল্পের শুরু পড়লেই শেষটা কি হবে তা আগাম বোঝা যায়- যা লেখকের লেখায় মুন্সীয়ানার অভাব কিম্বা কৌসুলির ঘাটতি। অথচ, গত এক যুগেরও বেশী সময় যাবত সোহানী ব্লগ লেখায় কুশলি, অভিজ্ঞতালব্ধ লেখক হিসেবে পাঠকপ্রিয়তায় সম্মানজনক অবস্থান ধরে রেখেছেন নিজগুণে। কিন্তু জীবন ও জীবিকার গল্প প্রত্যাশা পুরণে কিছুটা ব্যার্থ হয়েছেন। আশা করি পরবর্তী প্রকাশনায় পাঠক প্রত্যাশা পূরণ করবেন।

বইটির ভূমিকা লিখেছেন আমাদের সুপরিচিত সহ ব্লগার আহমেদ জী এস। তিনি নিজে কষ্ট করে কিছুই লিখেননি। লেখকের বক্তব্যই কপি পেস্ট করেছেন মাত্র! ফলতঃ পাঠক একই লেখা দুইবার পাঠ করেছেন।

বই আর খবরের কাগজের পার্থক্যটা বুঝে বইয়ের কাগজ বাছাই করা উচিৎ। খবরের কাগজ পড়ে ফেলে দেয়, বই পড়ে সংরক্ষণ করে। বইয়ের কাগজ আরও একটু ভালো হতে পারতো। বইয়ের প্রচ্ছদ ও মলাট দৃষ্টিনন্দন হলেও বইয়ের বাধাই যাচ্ছে তাই!

বইটির প্রকাশকাল ফেব্রুয়ারী ২০২১ লেখা থাকলেও বইটি পাঠকদের হাতে পৌঁছেছে বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারী ২০২১!জীবন ও জীবিকার গল্প...
লেখকঃ সোহানী

আমাদের সহব্লগার সুলেখক সোহানীর লেখা চৌদ্দটা চমৎকার গল্প নিয়ে গল্পগ্রন্থ 'জীবন ও জীবিকার গল্প'।

প্রথম গল্প পার্ভাট এর ব্রকলিন - বিল- জ্যাকি উন্নত দেশের নাম চরিত্র হলেও নিম্ন আয়ের দেশের প্রতিনিধিত্ব করে। ওরা দামী গাড়ি বাড়িতে পৃথিবীর আদিমতা বর্জিত হতে পারেনি, যা বিশ্বজুড়ে নির্মম বাস্তবতা।

'একজন হাফ মানুষের গল্প'র জহির সাহেব চরিত্রটি বাংলাদেশের সব অফিসের সব চাইতে ভাল কিন্তু ভাগ্যবঞ্চিত কর্মচারীর কমন চরিত্রের একটি। ব্যতিক্রম শুধু বাস্তবের জহীর সাহেবেরা বস হারুন সাহেবের সামনে কিছুই বলতে পারেন না।

প্রত্যেকটা গল্পে সমাজে প্রচলিত কঠিন বাস্তবতা চোখে আংগুল দিয়ে দেখিয়েছেন। লেখকের গল্প বলা/লেখা স্বচ্ছ, সরল এবং সাবলীল- যা নবীস পাঠকদের জন্য অনুকূল। লেখক বলেছেন - ছোট গল্প। কিন্তু ছোট গল্পের সারমর্ম হচ্ছে, "শেষ হইয়াও হইল না শেষ"! অর্থাৎ পাঠক গল্প পড়ে শেষ করার পরও কৌতূহলী করবে- তারপর কি হলো.....? কিন্তু লেখক সেই কৌতূহল পাঠকের জন্য অবশিষ্ট রাখেননি, তিনি সবটুকুই বলে দিয়েছেন। মনে হয়েছে, লেখকের গল্পগুলো অতি দ্রুত শেষ করার তাড়না কাজ করেছে

আমার কাছে মনে হয়েছে, চৌদ্দটি গল্পের প্রায় সবগুলোই গতানুগতিক গল্প কিম্বা ঘটনা বর্ণনা। গল্পের শুরু পড়লেই শেষটা কি হবে তা আগাম বোঝা যায়- যা লেখকের লেখায় মুন্সীয়ানার অভাব কিম্বা কৌসুলির ঘাটতি। অথচ, গত এক যুগেরও বেশী সময় যাবত সোহানী ব্লগ লেখায় কুশলি, অভিজ্ঞতালব্ধ লেখক হিসেবে পাঠকপ্রিয়তায় সম্মানজনক অবস্থান ধরে রেখেছেন নিজগুণে। কিন্তু জীবন ও জীবিকার গল্প প্রত্যাশা পুরণে কিছুটা ব্যার্থ হয়েছেন। আশা করি পরবর্তী প্রকাশনায় পাঠক প্রত্যাশা পূরণ করবেন।

বইটির ভূমিকা লিখেছেন আমাদের সুপরিচিত সহ ব্লগার আহমেদ জী এস। তিনি নিজে কষ্ট করে কিছুই লিখেননি। লেখকের বক্তব্যই কপি পেস্ট করেছেন মাত্র! ফলতঃ পাঠক একই লেখা দুইবার পাঠ করেছেন।

বই আর খবরের কাগজের পার্থক্যটা বুঝে বইয়ের কাগজ বাছাই করা উচিৎ। খবরের কাগজ পড়ে ফেলে দেয়, বই পড়ে সংরক্ষণ করে। বইয়ের কাগজ আরও একটু ভালো হতে পারতো। বইয়ের প্রচ্ছদ ও মলাট দৃষ্টিনন্দন হলেও বইয়ের বাধাই যাচ্ছে তাই!

বইটির প্রকাশকাল ফেব্রুয়ারী ২০২১ লেখা থাকলেও বইটি পাঠকদের হাতে পৌঁছেছে বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারী ২০২১!

৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:২৯

সোহানী বলেছেন: সবাইকে টপকিয়ে আপনার উত্তর দিচ্ছি। একটু সময় করে ফিরে আসবো সবার মন্তব্যে। তার জন্য ক্ষমাপ্রার্থী।

প্রিয় জুল ভার্ন ভাই, অনেক অনেক ধন্যবাদ আমার বইটি পড়ে পাঠপ্রতিক্রিয়া জানানোর জন্য। শুধু অনুরোধ করবো, আপনি যদি আলাদাভাবে একটি পোস্ট দেন এ নিয়ে তাহলে খুব ভালো হয়। আপনার অভিযোগগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ হয়।

আর এ লিখাটি ব্লগারদের বইয়ের তালিকা হিসেবে রাখলে কি ভালো হয় না। সবার মাঝে শুধুমাত্র আমার বইটি নিয়ে আলোচনা করতে আমার কাছে কাছে অস্বস্তি লাগছে। যেহেতু পোস্টটা আমার লিখা তাই কিছুটা পক্ষপাত বলেই মনে হয়।

অনেক ভালো থাকেন।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:৪৪

সোহানী বলেছেন: আমার বইটি নিয়ে ব্যাখ্যা আমি দিয়েছি অন্যপ্রকাশের সাথে বই নিয়ে আড্ডায়। নীচে লিংক দিলাম:

অন্য আড্ডাঃ একুশের বইমেলা লেখক ও বই পরিচিতি প্রিয় বন্ধুরা, অন্য আড্ডায় আজকের অতিথি পাঠকপ্রিয় গল্পকার সোহানী…

৯০| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৯:৫১

এমএলজি বলেছেন: আজকাল দালাল, আমলা আর কর্পোরেট লেখকদের ভিড়ে জাতলেখক অবলুপ্তপ্রায়। সে কারণে আপনার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আমার বইটি (কচি চেহারার বিড়ম্বনা) কারো পড়ার সুযোগ হয়ে থাকলে অন্ততঃ দুচার লাইনের একটা রিভিউ আশা করছি। অশেষ ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:৪৬

সোহানী বলেছেন: সত্য। এতো এতো লেখক এখন। তবে একদিকে আমার ভালোলাগে যে সবাই কথা বলছে। বিশেষ করে মেয়েরা।

আপনার বইটি কালেকশানে কিভাবে পাবো। আপনি কি কানাডায় থাকেন? আমাকে জানাবেন।

৯১| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৩:২০

দীপংকর চন্দ বলেছেন:

অনতিকথন প্রণতিকথন

প্রকাশক: জাগৃতি প্রকাশনী
স্টল নাম্বার: ১৫৪-১৫৫-১৫৬

প্রচ্ছদ ও অলংকরণ: তানভীর খন্দকার, লায়লা নাহার


আমি যদিও ব্লগার নেই এখন, তবু ব্লগারদের কাছে ক্ষমাপ্রার্থনাপূর্বক ভাগ করে নিতে এলাম একান্ত নিজস্ব ভালোলাগার রেশটুকু। মনে প্রাণে চাই ব্লগ তার স্বমহিমায় উজ্জ্বল থাকুক। ভালো থাকুক ব্লগাররা।

শুভকামনা জানবেন। অনেক অনেক অনেক।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১১

সোহানী বলেছেন: প্রশ্ন? কেন ব্লগার নেই? আপনি চমৎকার লিখেন, আশা করি ব্লগেই থাকবেন আমাদের মাঝে।

৯২| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১:২৭

শাহজাহান সাঈফ বলেছেন: সব বই তো এক সাথে কিনতে পারব না, তবে কিছু বই এবং প্রকাশনীর নাম নোট করে রাখলাম। সময় করে একবার নিয়ে আসব।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১১

সোহানী বলেছেন: বই আমরা কম বেশী কিনি। কিন্তু ব্লগারদের বই কেনার আনন্দ অন্য রকম।

ভালো থাকুন।

৯৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:৩২

ঢুকিচেপা বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

সোহানী বলেছেন: ওএমজি!! ঢুকি কালেকশান দেখে খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ সব প্রিয় লেখকদের বই সংগ্রহের মাঝে আমাকে স্থান দেবার জন্য।

সবসময়ই ভালো থাকুন।

৯৪| ০৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২১

শেহজাদ আমান বলেছেন: আমার অনুবাদে দুটো বই বেরিয়েছে। অন্বেষা প্রকাশন থেকে। দুটোই অনুবাদ বইঃ 'দ্য মার্শিয়ান' ও 'আর্টেমিস,' লেখকঃ অ্যান্ডি উইয়ার। মূল্যঃ দ্য মার্শিয়ানঃ ৪৭০ ও আর্টেমিসঃ ৪০০ টাকা। আমার অনুবাদে দুটো বই বেরিয়েছে। অন্বেষা প্রকাশন থেকে। দুটোই অনুবাদ বইঃ 'দ্য মার্শিয়ান' ও 'আর্টেমিস,' লেখকঃ অ্যান্ডি উইয়ার। মূল্যঃ দ্য মার্শিয়ানঃ ৪৭০ ও আর্টেমিসঃ ৪০০ টাকা।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

সোহানী বলেছেন: চমৎকার এড করেছি।

৯৫| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

শেরজা তপন বলেছেন: অবশেষে আমার ও একখানা বই প্রকাশ হল। সামুর কেউ একজন বলল; এখানে এসে বই এর নাম-ধাম এন্ট্রি করে যেতে তাই এখানে আসা। অবশ্য এর আগেও কয়েকবার এখানে এসে ঢুঁ মেরে গেছি- অন্য ব্লগারের প্রকাশিত বই দেখতে

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৫

সোহানী বলেছেন: আপনি একজন চমৎকার লেখক। আপনার বইটির নামটি খুব টানছে। কবে কালেকশানে আনতে পারবো জানি না। তারপরও আগ্রহ থাকলো।

৯৬| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৮

শেরজা তপন বলেছেন: তাই কি-জেনে আনন্দিত ও আপ্লুত হলাম।
নামের সাথে লেখাগুলো টানলেও জানাতে ভুলবেন না। ভাল থাকুন নিরন্তর। এমন একটা মহৎ কর্মের জন্য সবিশেষ ধন্যবাদ আপনার নিশ্চিত প্রাপ্য।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সোহানী বলেছেন: আমি বইটি পড়ার জন্য খুবই আগ্রহী। কিন্তু সংগ্রহ করা একটা কঠিন কাজ। দেশ থেকে কেউই বই আনতে চায় না।

৯৭| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৪

এস সুলতানা বলেছেন: অনেক দিন থেকেই তো আছি এই ব্লগের সাথে। অথচ আজও প্রথাম পাতায় লেখা প্রকাশ হলো না। এর কারণ কি জানতে পারি কী?

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

সোহানী বলেছেন: দু:খিত। নিজের লিখার পাশাপাশি সবার লিখায় করুন। ব্লগ কর্তৃপক্ষকে একটি মেইল করুন। আশা করি ঠিক সমাধান হবে।

৯৮| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০২

মলাসইলমুইনা বলেছেন: ঢুকিচেপা,
হাহাহা ---করেছেন কি ব্লগখ্যাত সব লেখকদের বইয়ের সাথে সাথে আমার বইয়ের ছবি ! আপনাকে যে কেউ মানসন্মান হানির মামলার আসামি করেনি এখনো তাতেই আমি খুশি । কখনো যদি বইটা পড়েই ফেলেন তখন কেমন লাগবে জানি না কিন্তু সবার সাথে এই বেলা ফটোটা দিয়ে দেওয়ার ভুলটাতো আর ডিলিট করা যাবে না ---তাই এই বেলাতে আনন্দটুকু উপভুক্ত করে নেই ! করোনার এই বিষন্ন বেলায় অসাধারণ আনন্দের উপলক্ষ্য হলো আপনার এই ফটো। অনেক ধন্যবাদ নিন আর ভালো থাকুন ।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

সোহানী বলেছেন: হেহেহে........ গুনীজনকে চেনানোর জন্য ঢোলের দরকার হয় না।

৯৯| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮

মা.হাসান বলেছেন: গত দু বছর মাহবুবুল আজাদ ভাই ভুতের কিল খেয়ে এবছর মনে হয় রেস্টে আছেন।

সরকারের কাছে আকূল আবেদন , মদের উপর শুল্ক কমানো হোক যাতে দুধ বেঁচে মদ খাওয়া সহজ হয়।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

সোহানী বলেছেন: মাহবুবুল আজাদ ভাই এর কোন সাড়াও দেখছি না। ক'জনকে দেখেছি যে বই বের করেছেন কিন্তু বলার পরও উনারা এখানে ছবি বা বইএর নাম দেন নি। কেন জানি না। আমি উনাদের লিখা থেকে ছবি কপি করতে পারছি না তাই এড করতে পারছি না।

"সরকারের কাছে আকূল আবেদন , মদের উপর শুল্ক কমানো হোক যাতে দুধ বেঁচে মদ খাওয়া সহজ হয়।"............হাহাহাহা

১০০| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৬

মা.হাসান বলেছেন: বেশ কজন লেখক দেখছি এবারই প্রথম বই বের করেছেন। আমার নিজের মনে হচ্ছে এবছর বইয়ের সংখ্যা কম।
ফয়সাল রকি ভাই মনে হয় একটা বই বের করেছেন, মেলা শুরুর আগেই বের করেছেন বলে হয়তো নাম দেন নি। ওনাকে অনুরোধ করবো পারলে নাম দিতে।
মাহবুবুল আজাদ ভাইয়ের বই পড়ে ভালো লেগেছিলো, এবার ওনাকে দেখছি না, দেখলে ভালো লাগতো।
ডঃ এম এ আলী এবং জনাব খায়রুল আহসানের বই আসলে ভালো লাগতো।
নীল আকাশ ভাইয়ের বইয়ের এখনো খবর দেখছি না।
গিয়াস উদ্দিন লিটন এবং ভৃগু ভাইয়ের বই আসবে ধারণা করেছিলাম, কিন্তু কোনো খবর দেখছি না। কাজী ফাতেমা ছবি আপার যে গতিতে লেখেন তাতে তো বছরে চার-পাচটা বই হয়ে যাবার কথা। ওনারও কোনো খবর দেখছি না।
ব্লগার সামিয়া এবং শায়মা আপুর কাছেও অনুরোধ থাকলো- পরের মেলায় বই চাই। যারা লিখেছেন সবার বইয়ের বহুল প্রচার কামনা করি।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১

সোহানী বলেছেন: এরকম অনেকই এবার বই বের করনেনি। মনে হয় বইমেলা নিয়ে অনিশ্চিয়তায় এ কাজে হাত দেননি।

আর বরোনার কারনেই আমি কিছুটা সময় পেয়েছি বলেই এ পথে হেটেছি।

১০১| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৯

মা.হাসান বলেছেন: প্রায় ১০০টি মন্তব্য পড়ে জাবা দেয়া এবং কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে ছবি এবং তথ্য নিয়ে পোস্টে অ্যাড করা সময় সাপেক্ষ কাজ। পোস্ট লেখার পর শুধু এসবেই কম পক্ষে দশ ঘন্টা সময় লেগেছে। কষ্ট করে এই দায়িত্ব নেবার জন্য অনেক ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২

সোহানী বলেছেন: আর কইয়েন না ভাই.. এইখানে উত্তর দিতে যাইয়া অনেক লিখায় উত্তর দিতে দেরী হচ্ছে। আর একটু বেশী দৈাড়ের উপ্রে আছি ক'দিন!!

১০২| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১১

রক্ত দান বলেছেন: সব লেখকের প্রত্যাশা পূরণ হোক। আপনার জন্য শুভ কামনা।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.