নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

এইটা ছবি ব্লগ প্রতিযোগিতা না। Thousand islands ঘুরাঘুরির ছবি........

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৮

ভুয়া মফিজ ভাই বিরিটেন চালায় তয় আমি ক্যানাডা না চালাইলেও অন্টারিও চালানোর মতই কাম করি। তাই কঠিন দৈাড়ের উপ্রে থাকি। এরই মাঝে পাগলা বান্ধবী এ্যালিসার ফোন। এ্যালিসা.. ও হইলো গিয়া অনেকটা আমাগো পদ্মপুকুর ভাইয়ের ঘুরান্টি টিমের লিডার। প্রায় আমাদের কান ধরে কোথাও না কোথাও নিয়া যায়। খাটিঁ কানাডিয়ান হইলে যা হয় আর কি, হঠাৎ তার মাথায় কোথাও যাওয়ার ভুত চাপলে আমাদের কারো রক্ষা নাই। কানের কাছে ঘ্যান ঘ্যান চলতেই তাকে। সকাল থেইকা প্রায় বার দশের ফোন ধরছি তার।

তাইলে তুমি যাইবা না কইলা।

অবশ্যই যামু না, এ উইকে এক হাজার কাজ। তা রাইখা আমারে হাতি দিয়া টাইনাও কোথাও নিতে পারবা না।

দশ মিনিট না যাইতেই আবার ফোন এ্যালিসার।

আবার কি হইলো?

তুমি তো এ ইউকে বিজি? তো শনি রবি বারেতো অফিস নাই এবং সোমবার লেবার ডে সরকারী ছুটি। তারমানে তিনদিন তোমার কাজ নাই তাই সেই হিসাব কইরা আমি এ তিন দিনের জন্য থাইজেন্ড আইল্যান্ড এ কটেজ বুকিং দিয়েছি।

মাথায় পুরাই বাজ!! কেমনে কি?? তুমি আমারে জিগাইবা না বুকিং দেয়ার আগে!! তোমারে না কইলাম আমি ঝামেলায় আছি! এক ক্যাটক্যাটা বুইড়ার ফাইল নিয়া দৈাড়ের উপ্রে আছি!

তুমি সারা জীবনই দৈাড়ের উপ্রে থাকো, ওইটাই তোমার জীবন। তাই এইটা নিয়া প্যারা নেয়ার কিছু নাই। তাইলে রেডি হও কাল বাদে পরশু রওনা দিমু।

মানে কি?? সারাদিন কাজ কইরা ৩ ঘন্টা হাইওয়েতে ১৫০ কিমি স্পিডে আমি ড্রাইভ করতে পারুম না। যদি যাইতে চাও পুরা ড্রাইভিং এর দায়িত্ব তোমার।

ও সব দাঁত বের কইরা হাসি দিয়া কইলো তাইলে রেডি সেট গো.............

৩ দিনের কম করে ৩ হাজার ছবি তুলেছি। এতো ছবি দেয়া সম্ভব নয়। তাই দর্শনীয় স্থান হিসেবে ছবি ও পোস্ট ২ পর্বে দিলাম। আশা করি সবাই খুব বেশী বিরক্ত হবেন না এতো ছবি দেখে।

ডে ওয়ান:

Gananoque city, কানাডার ফ্রান্স কলোনির পুরোনো একটি শহর। লরেন্স নদী ও থাউজেন্ড আইল্যান্ডের কারনে জনপ্রিয় টুরিস্ট সিটি। সারা শহর জুড়ে পুরোনো ঐতিহ্যের ছোয়া, চমৎকার অভিজ্ঞতা।








Thousand islands, সেন্ট লরেন্স নদীতে প্রায় ১৮৬৪ টি ছোট বড় আইল্যান্ড নিয়েই Thousand islands। এর কিছু মালিকানা কানাডার কিছু আমেরিকার। অনেক যুদ্ধের ইতিহাস এ নদীকে ঘিরে, তাই নদীর নীচে আছে অনেক শিপরেক। আমি সিটি শিপ ক্রুজের আড়াই ঘন্টার প্যাকেজ নিয়েছিলাম যা পুরো দ্বীপগুলো ঘুরে ইউএস পর্যন্ত গিয়েছিল। প্যান্ডেমিকের কারনে আমরা বোল্ট প্রাসাদে নামতে পারিনি কারন ওটার মালিকানা ইউএস এর।

অপূর্ব প্রাকৃতিক সৈান্দয্যের এ ৬ স্কয়ার ফুটের দ্বীপের মালিকানা পেতে মাত্র ৩ মিলিয়ন ডলার হলেই চলবে। তবে এটা পেন্ডামিকের আগের হিসেব, এবার যা বাড়ির দাম বেড়েছে তাতে তো মনে হয় ৩০ মিলিয়ন মাত্র!!!











আজ এ পর্যন্ত, পরের পর্বে বাকি ছবি.................

বি:দ্র: কিছু ছবি ঘাড় বাঁকা করিয়া দেখিতে হইবে। ছবি সোজা করিবার কোন মন্ত্র আমার জানা নাই। দেখি ভুয়া মফিজ ভাই যদি দয়াপরবশত: গতবারের মত ঠিক করিয়া দেয় :P

উৎসর্গ: সকল ঘুরান্টি পাবলিক............

মন্তব্য ৪৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ঘাড় বাঁকা করিতে গিয়া ব্যাথা হইয়া গিয়াছে - এখন হিটিং প্যাডে তা দিচ্ছি ! =p~
আপনি ছবিগুলো যেকোনো ফটো এপ্সে খুলে টুল থেকে (অথবা এডিট থেকে) ৯০ ডিগ্রি দক্ষিণে রোটেট করে সেভ করুন - আমাদের আর ৯০ ডিগ্রি ঘাড় ত্যাড়া করে দেখার করসৎ করতে হবে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

সোহানী বলেছেন: ভাইজান, সময় নাই!! মনে করছিলাম ভ্রমণ সিরিজ দিমু কিন্তু শুধু ছবি দিয়া ফাঁকিবাজি পোস্ট দিসি। আপাতত: হিটিং প্যাড দিয়া দেখেন, পরের টা ঠিকঠাক কইরা দিমু নে!!!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০২

অপু তানভীর বলেছেন: জীবনে কাজ কর্ম আর ব্যস্ততা থাকবেই । তাই বলে সারা জীবন কাজ করেই কি যেতে হবে ! আপনার বান্ধুপি একটা কাজের কাজ করে চলেছে । আমার ফ্রেন্ড সার্কেলেও এমন একজন আছে । কাজ আছে কাজ আছে বলে সে কোথাও যেতে চায় না । তবে বন্ধুরা ঠিকই তাকে নিয়ে যায় । আসলে আমিই সেই একজন ! :D

ছবি আরও কিছু যুক্ত করেন । ভিড্যু থাকলে সেইটাও আপলোড দিয়েন !

ফটো ব্লগ ভালা পাইলাম !

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫

সোহানী বলেছেন: হাহাহাহা......... তুমিতো দেখি আরেক আইলসা। বউ পোলাপান এখনো নাই, তেল নুনের হিসাব নাই... তারপরও এরকম আইলসা হইবা!! আমার মতো বয়স হইলেতো তুমারে হাতি দিয়া টানতে হইবো মনে হয় :D:D:D:D.........

২ ট্যারা বাইটের হার্ডডিস্ক শেষ। এত ছবি নিয়া কই যামু, তাই চিন্তা করতাছি!!!

থ্যাংকু থ্যাংকু

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর আপুনি
কিন্তু ছবিগুলা ঠিক কইরা দিলে ভালা হইতো

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

সোহানী বলেছেন: ওইটা মফিজ ভাইয়ের দায়িত্ব!! :P

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ছবি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

সোহানী বলেছেন: ধন্যবাদ ব্রো!!

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: যে ছবিটা উল্টা করে দিয়েছেন সেইটা সবচেয়ে সুন্দর। একবার ডানে একবার বামে ঘুরিয়ে ছবি দেয়ার জন্য অনেক ধন্যবাদ। কারণ আমার ডাক্তার যে ঘাড়ের ইক্সারসাইজ দিয়েছে সেটা করা হয়ে গেলো। ছবি দেখতে দেখতে ঘাড় ব্যথা আরও বেড়ে গেছে তাই পোস্ট আর আজকে পড়তে পারলাম না। ছবি ঠিক না করলে কখনই পড়বো না বলে ঠিক করেছি। বাকি আপনার মর্জি। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

সোহানী বলেছেন: হায় হায়...... এতো বড় থ্রেট!!! আচ্ছা আচ্ছা......... নেক্সট্ আবার যুদ্ধে নামবো!!!

আমার ল্যাপিতে ঠিকই দেখায় কিন্তু আপলোডের পর উল্টায়ে যায়। আবার ঠিক কইরা দিলেও একই থাকে.... বিশাল এক প্যারা।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকটা ছবির আসল রূপ দেভতে হলে ঘাড় বা মনিটর উলটাইতে হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

সোহানী বলেছেন: হায় হায় সবাই দেখি আমারে দৈাড়ের উপ্রে রাখছে উল্টা ছবি নিয়া। এতো দেখি মহা মুসিবত!

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৮

জুন বলেছেন: স্থান কাল সব কিছু দেখে মুগ্ধ হোলাম কিন্ত কোন পাত্রের দেখা পেলাম না ;)
এইসব অপরুপ লোকেশনে নায়ক নায়িকা না থাকলে কি মানায় সোহানী সাথে এউকগা গান :`>
যাই ঘাড়ে জামবাক মালিশ করি :(
+

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

সোহানী বলেছেন: হাহাহাহা....... জামবাক মালিশ শেষে আবার একটু বইসেন। চেস্টা করুম ঠিক দিতে। কিন্তু পরের পর্ব দিতেইতো ভয় লাগতাছে...।

প্রাকৃতিক সৈান্দর্যের কাছে নায়িকা ফেইল। তাই লজ্জায় নিজের কোলাব্যাঙ এর ছবি দিতে চায় নাই। ;);););)

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

লর্ড ভ্যারিস বলেছেন: মোবাইল ফোনে ব্রাউজার দিয়ে ছবি আপলোড করা যায়না কেন? কেউ জানেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

সোহানী বলেছেন: আমি কম জানা পাবলিকরে ভাই!!!

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২

মিরোরডডল বলেছেন:




সোহানী আপু ছবি দিবে, আর সেখানে বাঁকা ছবি থাকবে না , তাই কি হয় ? হয়েছে কখনও ? ;)

বিলিভ ইট অর নট আপু, শিরোনাম দেখে পোষ্ট পড়ার আগেই আমি সিওর ছিলাম, ওখানে কিছু বাঁকা ছবি থাকবেই । :)

স্পেলিং ঠিক করে নিও । ইউকে না উইকে হবে ।

জায়গাগুলো অনেক সুন্দর আপু :)


০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

সোহানী বলেছেন: হাহাহাহাহা........ তা আর বলতে!! এ ছবি বাঁকা নিয়া কম কসরত হয় না!!

থ্যাকস্, ঠিক করে দিয়েছি। জায়গাগুলো আসলেই অসাধারন।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

মিরোরডডল বলেছেন:

সেকেন্ড লাস্ট ছবিটা বেস্ট ।
মন ওখানে যেতে চায় ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১

সোহানী বলেছেন: পুরো দ্বীপ জুড়েই এরকম ছোট ছোট বাড়ি। তবে তুমি না কিনতে রেন্ট করতে পারো। বিশেষ করে আম্রিকার সাইডে প্রচুর ট্যুর কোম্পানী আছে তার ব্যাবস্থা করে। দারুন অভিজ্ঞতা হবে নিশ্চয়। ছবি পোস্ট দিতে ভুলবা না কিন্তু............। আর আমারে যদি সাথে রাখতে চাও আমি না করুম না B-)) B-)) B-))

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

ভুয়া মফিজ বলেছেন: আমি বিরিটেন চালাইলেও আপনে অন্টারিও চালাইতে পারবেন না। এই জন্য বিশেষ অনুমোদনের দরকার। আর এই অনুমোদন আপনেরে দিবো আমাগো বলগের একমাত্র শমসের ভাই। আপনে হ্যার কাছ থিকা আগে পারমিশান লন, হ্যারপরে অন্য কথা। আর ডেরাইভিং স্কিল রপ্ত করনের লাইগা আপনেরে আগে গাড়ি চালায়া সাউথ ক্যারোলাইনা যাইতে হইবো। এর আগে আপনে গাড়ি চালানোর বিষয়ে শিশু গোত্রীয়! এইটা মনে রাখবেন!!! =p~

ছবিগুলি চমৎকার হইছে বলাই বাহুল্য। :)

ছবি সোজা করনের উপায়ঃ
সব ছবি যেমন আছে, তেমনই আপলোড করেন আগে। প্রিভিউতে দ্যাখেন, কোনটা কোনটা ব্যাকা হইছে।

প্রত্যেকটা ব্যাকা ছবির ক্ষেত্রেঃ ছবি ওপেন করেন। তারপরে এডিট অপশানে গিয়া ছবিরে এক চক্কর রোটেট কইরা আবার আগের ফর্মে আনেন (তিনবার রোটেট ক্লিক করলেই হইবো। মনে রাখবেন, আপনে ছবিরে সোজা দেখলেও সামু ব্যাকা দেখে, কাজেই নিজের সোজা ছবি দেইখা বিভ্রান্ত হওয়া যাবে না)। সেইভ করেন। আগের লিঙ্ক মুইছা আবার আপলোড করেন। আশা করি, ঠিক হইবো। তারপরেও কোন সমস্যা হইলে জানায়েন।

****পরবর্তীতে কন্সালটেন্সি ফি প্রযোজ্য!! :-B

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

সোহানী বলেছেন: হাহাহাহা............ আমি সব কিছু চালানো ছাইড়া দিলাম আপনার কথা শুইনা। সাউথ ক্যারোলাইনা যাইয়া ডেরাইভং স্কিল রপ্ত!!!!! আমি নাই!! হাসতে হাসতে অজ্ঞান।। এমনিতেই ডেরাইভিং মানেই আমার কাছে ভীষন প্যারা। তার চাইতে পাশে বইসা গান শুনতে শুনতে যেতে খুবই ভালা লাগে। এইরকম থ্রাট দিলে স্টিয়ারিং এ হাত দিতেই তো ভয় লাগবো।

বেশ কবার করার পর ক্ষ্যামা দিসি। যেই লাউ সেই কদু!! কিছুতেই ছবি সোজা হয় না। দেখি আবার ট্রাই করুম।

"****পরবর্তীতে কন্সালটেন্সি ফি প্রযোজ্য!!.............. ঠিক, ফি তো আমি নির্ধারন করুম :-B" :-B"

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯

ভুয়া মফিজ বলেছেন: সংশোধনীঃ তিনবার রোটেট ক্লিক করলেই হইবো। থুক্কু..........তিনবার না, চাইরবার রোটেট এ ক্লিক করবেন।

****সংশোধনীতে ফি প্রযোজ্য নহে!! B-)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

সোহানী বলেছেন: হাহাহাহা....... না হইলে আপনার খপর আছে। এতো সময় শ্রম দিমু তার লাইগা উল্টা ফি দিবেন!! :-B"

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সোহানী বলেছেন: আগে আমার কষ্টের ফি দেন!! এই নিয়া চারবার চারবার কইরা কয়েকবার আপলোড দিলাম। কিন্তু একই অবস্থা। কোন চেইন্জ নাই। একই রকম বাঁকা। অন্য কোন তড়িকা থাকলে কন, এইটা ফেইল!!!!!

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ঘোরাঘুরির ছবি দেখে ভাল লাগল।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪

হাবিব বলেছেন: ছবিগুলো সুন্দর, কিন্তু ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে আমার!! ....... :(

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

সোহানী বলেছেন: জামবাক লাগাও সাথে হিটিং প্যাড। আমি আসতাছি বাকি ছবি নিয়া........

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪

আহমেদ জী এস বলেছেন: সোহানী,





ল্যাহায় যেমুন ত্যাড়াবেড়া কতার ছন্ধ দ্যাহা যায় , হেইরাম ফটুকগুলাও ত্যাড়া। :| আন্নে এই ত্যাড়া ফটু পোস্টাইন্না দিয়া আর এই জম্মে বাইরাইতে পারলেন না ? :((
আলীফ-লায়লার হাযার রাইতের গল্পের লাহান হাযার দ্বীপের ফটুক দেলেন । কিছু ফটুক দেইখ্যা মোগে দ্যাশের বইন্নায় ভাইস্যা যাওয়া গেরামের কতা মোনে হৈলো। :P
ঘাড়ে জুনএর লাহান টাইগার বাম লাগাইছি । হেইডার ফজিলত থাকতে থাকতে বাহীডাও পোস্টাইয়া ফালান। :P

টেবিল টক ষ্টাইলে লেখা। সুন্দর হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪০

সোহানী বলেছেন: আমি অজ্ঞান আছি আপাতত:, জ্ঞান ফিরার অপেক্ষায়।...........হাহাহাহা "ফটুক দেইখ্যা মোগে দ্যাশের বইন্নায় ভাইস্যা যাওয়া গেরামের কতা মোনে হৈলো।"

এইটা দেইখা ইউএস কানাডা কচু গাছে গরায় দড়ি দিবে। যে দ্বীপ নিয়া বছরের পর বছর মারামারি করছে ভাগাভাগি নিয়া তার এরকম বিশ্লেষন!!!............ হলিউড এর বিলিয়নিয়ার নায়ক নায়িকারা এইগুলা কিনে মেইনলি। তারাও আরেকদফা বিষ খাবে.........।

দেখি ছবি সোজা করা ট্রাই দেই।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন: এ্যালিসারে ভালোবাসা !
আমার ও একটা এ্যালিসা চাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪

সোহানী বলেছেন: সত্যিই আমার জীবনে এরকম কিছু মানুষ বরাবরেই আশীর্বাদ। বাসার যেকোন পার্টিতে ও কে দেখে সবাই এক বাক্যে বলে, এরকম একটা বান্ধবী দরকার............হাহাহাহাহা

তবে ওর সাথে আমার পরিচয় পুরোপুরি কাকতলীয়।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: ৬ স্কয়ার ফুট দ্বীপের মালিকানা ৩ মিলিয়ন( ৩০ ও হইতে পারে)!!!!!!!!!
কি কন ৬ স্কয়ার ফুটেতো খালি খাড়ানোর যায়গা মিলবে হাত পা ও ছড়ানো যাবে না :(
সব ছবিই চমৎকার কিন্তু ঘাড় ব্যাথা দেখে বেশী ঘুরাইতে পারলাম না
এই রমকম একটা বান্ধবী হইলে আর কি চাই :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭

সোহানী বলেছেন: সেটাইতো কথা!! এখানে ১৮৬৪ টি দ্বীপ আছে ছোট বড় মিলিয়ে। বেশীর ভাগইতো দেখলাম একটা বাড়ি আর চারপাশে একটু জায়গা, ব্যাস। মনে হয় ৮০০ এর মতো একটু বড়। বাকিগুলো খুবই ছোট।

আপনাদের ঘাড় ব্যাথার কধা মাধায় রেখেই কয়েকবার ট্রাই দিলাম কিন্তু কোনভাবেই ছবিগুলা সোজা হয় না। কি যে মুসিবত!!!!

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু ছবিগুলো আগেই দেখেছি। কিন্তু বাঁকা ছবিগুলো এখানে প্রথম দেখছি।ব্লগে বাঁকা ছবি একমাত্র আমিই দিতে পারি।আপনি এর আগেও একবার চেষ্টা করেও সব দিতে পারেননি।আজ আবার চেষ্টা করলেন কিন্তু সবছবি বাঁকা দিতে ব্যর্থ হয়েছেন। ভেঙে পড়বেন না। আবার চেষ্টা চালিয়ে যান আগামীতে আমার মত সবইগুলো বাঁকা দিতে পারবেন।

ভূয়া ভাইয়ের ফাঁদে পা না ফেলার জন্য সতর্ক করে দিলাম। একবার আমাকেও পরামরশো দিয়েছিলেন।বলেন কিনা ঘুরতে। আমি সারাদিন ধরে ঘুরে গেছি। কিন্তু ছবি সোজা হয়নি।তারপর থেকে পোস্ট দেওয়ার সময় আর ঘুরি না।

ভালো থাকবেন আপু।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৫৭

সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... আমিও ভুয়ার কথায় বিভ্রান্ত হয়ে ঘুরছি ঘুরছি আর ঘুরছি। কিন্তু কিছুতেই কিছু হবার নয়। এই দুক্ষ ভুয়া বুঝবে না রে ভাই বুঝবে না। তাই চেস্টা করা বৃথা......... :P

এখন থেকে নো চেস্টা, আপনার কথা মত সবগুলোই বাঁকা হইবে......................

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ছবি গুলো দেখলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৫৭

সোহানী বলেছেন: ধন্যবাদ

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১

ঢুকিচেপা বলেছেন: ঘাড় শুধু বাঁকা করে হয়নি ৩৬০ ঘুরাতে হয়েছে এবং পরের পর্ব দেখার জন্য ঘাড়টাকে ৩৬০ মুডেই রেখে দিলাম।
ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
ছবি আপুর টিউটোরিয়াল অনুযায়ী ছবিগুলো বড় করতে পারলে চমৎকার লাগতো দেখতে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৫৯

সোহানী বলেছেন: হাহাহা...... আমি বরই বিপদে আছি সবার ঘাড় বাঁকা করার জন্য। কিন্তু কোন কাজেই হচ্ছে না। সবখানে ঠিক দেখায় কিন্তু একমাত্র সামুতেই বাঁকা। এর কোন মানে হয়!!!!!!!!!!!!!

সময় নাইরে ভাই। কোন রকমে সর্টকাটে পোস্ট দেই............

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:৪৬

ভুয়া মফিজ বলেছেন: আপনের কথা-বার্তা সন্দেহজনক। ১৩তে আমারে কইলেন,
লেখক বলেছেন: আগে আমার কষ্টের ফি দেন!! এই নিয়া চারবার চারবার কইরা কয়েকবার আপলোড দিলাম। কিন্তু একই অবস্থা। কোন চেইন্জ নাই। একই রকম বাঁকা। অন্য কোন তড়িকা থাকলে কন, এইটা ফেইল!!!!! আর ১৫তে জী এস ভাইরে কইলেন, দেখি ছবি সোজা করা ট্রাই দেই।। মানে কি? আগে আমারে ফেইল কয়া পরে জী এস ভাইরে ট্রাই দেওনের কথা কইলেন যে বড়?

এই লন, একটা স্যাম্পল। সবগুলি সোজা করনের টাইম নাই। আর আপনের এই সমস্যার পার্মানেন্ট সমাধানটাও দরকার।

কন দেখি, আপনে কি দিয়া এডিট করেন? উইন্ডোজের ডিফল্ট ফটো এডিটর নাকি থার্ড পার্টি এ্যপ?

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:১৪

সোহানী বলেছেন: আপনারে দিয়া শার্লকহোমসগিরি হইবে না এইটা বুঝলাম। মিয়া ভাই মন্তব্যের সময়টা চেক করলেই টের পাইবেন, আপনার পাজেল মিলবে!!!

আমিও একটা সমাধান চাই। এ সমস্যা আমার আদিকাল থেইকা। আগে স্যামসাং ইউজ করতাম, তখন ৯০% ই বাঁকা আসতো। এখন এ্যাপল ১০ ইউজ করি সেইটার অবস্থাতো দেখলেন। সামু ছাড়া কিন্তু কোথাও বাঁকা নাই।

উইন্ডোজের ডিফল্ট ফটো এডিটর ইউজ করি। নো থার্ড পার্টি এ্যপ!!!

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৮

নীল-দর্পণ বলেছেন: জুমে ট্রেইনিং এ আছি কিছুক্ষণের মাঝেই মহাপরিচালক স্যারের সেসন শুরু হবে তাতেকিছু যায় আসে না, ভাবলাম ঘুরান্টির পোস্ট বলে কথা এই পোস্ট না পড়ে যাওয়াই যাবে না। ছবিগুলো দারুন লেগেছে। ভাগ্যিস মোবাইলে ছিলাম নয়ত ডেক্সটপ বা ল্যাপতপে থাকলে কিছু ছবি দেখতে তা উল্টানো লাগতো! =p~

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮

সোহানী বলেছেন: বাঁচাইলা মোবাইলে দেইখা। সবার কমপ্লেইন এর পেইন নিতে নিতে আমি দফারফা..........হাহাহা

কিন্তু এভাবে মিটিং ফাকিঁ!!!! ..............

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি পোস্ট লিখেছেন! লেখার স্টাইলটা ভালো, পোস্ট পড়তেও যেমন মজা লাগলো, পোস্টের ছবিগুলো দেখতেও তেমনি সুন্দর, চোখ দুটো জুড়িয়ে গেল! + +

শুরুতেই টেবিলের উপর দণ্ডায়মান, তপস্যারত গাঙচিলটিকে দেখে আমার গত বছরের অস্ট্রেলঙিয়া-নিউযীল্যান্ড সফরের কথা মনে পড়ে গেল। সেখানে যখনই কোন সাগর সৈ্কতে গিয়েছি, সেখানেই অজস্র সংখ্যায় এদের দেখা পেয়েছি।

নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। আমি তো বলবো আপনার বান্ধবী এ্যালিসা আপনাকে জোর করে বের করে নিয়ে গিয়ে আপনাকে এবং সেই সাথে পরোক্ষভাবে আমাদেরকেও অনেক আনন্দ দিয়েছে।

মিরোরডডল বলেছেন: সেকেন্ড লাস্ট ছবিটা বেস্ট। মন ওখানে যেতে চায় - আমার সেকেন্ড লাস্ট ছবিটা ছাড়াও, থার্ড, ফোর্থ, ফিফথ লাস্ট ছবিগিলোর জায়গাতেও মনটা যেতে চায়।

পোস্টে পঞ্চদশতম ভাললাগা। + +

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯

সোহানী বলেছেন: একদম ঠিক। ও প্রায় এ কাজ করে। একটু আগেই আমাকে ফোন দিয়ে বলে তার গাড়ির ব্রেক নস্ট তাই গ্যারেজে আছে। এবং আমাকে ১০ মিনিট সময় দিয়েছে তাকে সেখান থেকে নিয়ে যেতে..........হাহাহাহা। এরকম কাজকর্ম প্রায় করে, নোটিশ ছাড়া কাজ। আমি সবকিছুই প্রি-প্লান এ করার চেস্টা করি কিন্তু ও একেবারে আমার উল্টো। আর সে কারনেই আমাদের ভালো আন্ডারস্টেন্ডিং।

তবে এবারের ট্যুরটা বাচ্চারা দারুন এনজয় করেছে। করোনার কারনে গত বছর থেকে ঘুরাঘুরি বন্ধ তাই এটা এ সামারের শেষ সুযোগ ছিল।

এখানে গাংচিল, কানাডিয়ান গুজ ছাড়াও অসংখ্য হাঁস চারপাশে। যেহেতু কেউ এদের ডিস্টার্ব করে না তাই এরা খুব আরামেই থাকে। আমি জানি না এখন সোনাদিয়া দ্বীপে কোন গাংচিল আছে কিনা কিন্তু ছোটবেলায় যখন দেখানে ঘুরতে যেতাম সেখানে হাজার হাজার গাংচিল দেখেছি। এতো এতো গাংচিল আমি আর কোথাও দেখিনি।

আপনি তো কানাডায় ঘুরতে আসবেনই, তাই আপনার ছেলেকে বলবেন আগে থেকেই কটেজ বুকিং দিয়ে রাখতে। তাহলে অনেক কমে পাবে নতুবা অনেক দাম পড়বে। আর ক্রুজ নিবেন খুব সকালেরটা যখন রোদের তাপ কম থাকে। দারুন সময় উপভোগ করবেন এটা নিশ্চিত।

অনেক অনেক ধন্যবাদ।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলা ভাল্লাগছে, :) সাথে একটু ঘাড়ও ব্যথা হইছে ;)

১২ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

সোহানী বলেছেন: ঘাড়ের ব্যাথার জন্য ছবিগুলা বোনাস ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.