|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোহানী
সোহানী
	আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
আমাদের সময় ছোটবেলায় স্কুলে ভর্তির সাথে সাথেই আদর্শলিপি ধরিয়ে দিতো শিক্ষকরা। স্কুলে প্রতি ক্লাসেই সুর করে পড়তাম, "আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়।" নীতিকথাগুলো শুধু যে পড়তাম তাই নয়, প্রতিদিন হাতের লিখা লিখতে হতো একেকটা নীতিকথা দিয়ে. "অহংকার পতনের মূল" কিংবা "ব্যবহারই বংশের পরিচয়".... এরকম হাজারো বাক্যে ভরে যেত আমাদের খাতার পাতার পর পাতা। লিখতে লিখতে আর ক্লাসে সুর করে পড়তে পড়তে মাথায় গেথেঁ যেত সেসব কথা।
যাহোক, আমার এ নীতি বাক্য পড়ে ভাই-বোনরা ভয় পাওয়ার কোন কারন নাই। আমি আপনাদেরকে নীতিকথা শেখানোর জন্য এ পোস্ট লিখতে বসি নাই। আসলে হঠাৎই ব্যাস্ততার মাঝে ব্লগে ঢুকে দেখলাম ব্লগে আমি ১৪ বছরে পা দিয়েছি। অনেক হাসি আনন্দ ঝগড়া হাউকাউ করে কাটিয়ে দিলাম ব্লগে পুরো ১৪টি বছর। হারিয়েছি প্রিয় অনেক মুখকে আবার পেয়েছি অনেক নতুন মুখকে। কারো জন্যই ব্লগ থেমে থাকেনি। সময় সে অভাব ঠিকই পুরন করে নিয়েছে। হয়তো আগের মতো সেই জমজমাট ভাবটা নেই কিন্তু টিকেতো আছি। আর কালের সাক্ষী হয়ে আমিও আছি আপনাদের সাথে এতগুলো বছর। 
 
১৪ বছরের পদার্পণ উপলক্ষ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুন পরিবেশনা............। কাল হঠাৎই কিছু ডকুমেন্ট খুঁজতে যেয়ে এগুলো পেলাম। তখনই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখা যাক তাহলে!!!
  
   
 
  
 
  
 
  
 
  
  

 
  
  
   
 
আসলে, ব্লগার নয়নের এভাবে হঠাৎ করে না ফেরার দেশে চলে যাবার কারনে মন খারাপ থাকলেও তা থেকে বের হয়ে আসার চেস্টা করছি। আর সে চেস্টা থেকে এ ফান পোস্টটা দিলাম। জীবন কখনই কারো জন্য, কোন কিছুর জন্যই থেমে থাকবে না। জীবনকে এগিয়ে নিতেই হবে। আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন।
 ৬৮ টি
    	৬৮ টি    	 +১৪/-০
    	+১৪/-০  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২২
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২২
সোহানী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে নয়নের এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে নাড়া দিয়েছে।
২|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:১৮
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিও তোমায় ধরলুম বলে  
 
তের বছর পাঁচ মাস চলিতেছে - - -
কিন্তু কেমতে ধরুম
তুমিতো আর আমার জন্যি থামতে পারবে না...
এ ব্যবধান বুঝি ঘুচিবার নয়
রেললাইন সম চিরদিন একই রয়!!! হা হা হা
দারুন সব কালেকশন! হা হা হা
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৩
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৩
সোহানী বলেছেন: বুঝলা সিনিয়র বলে কথা........ সমীহ করে চলবা 
৩|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:২২
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:২২
তারেক ফাহিম বলেছেন: জীবনতো থেমে থাকে না।
কারো অনুপস্থিতে কিছু থেমে থাকে না।
১৫ বছরের পদার্পন শুভ হোক।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৪
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৪
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিম।
৪|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৪৪
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: শিক্ষায়ই মানুষকে জ্ঞায়ানী করে তোলে।   
   
   
      
যাহোক .. ১৫ বছরের পদার্পনে অভিনন্দন রইলো এই তিন বছরের বাচ্চার পক্ষ থেকে ।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৫
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৫
সোহানী বলেছেন: এই তিন বছরের বাচ্চা ৩০ পর্যন্ত থাকুক এ কামনায়!!
৫|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৪৪
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা শুভ ব্লগিং
আমার হয়েছে ১১ বছর
হাসির খোরাক সকালবেলা থ্যাংকিউ সো মাচ
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৬
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৬
সোহানী বলেছেন: তুমি ১১ হলেও অনেক এ্যাকটিভ। আমি সময় করতে পারি না।
৬|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৪৫
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
বইনা কালেকশগুলোন চুন্দর হইছে।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৬
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৬
সোহানী বলেছেন: হাহাহা থ্যাকংস!!!
৭|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৫৩
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:৫৩
অপু তানভীর বলেছেন: সবাই দিন দিন বুড়োই হয়ে যাচ্ছে । আমিও হয়ে যাচ্ছি । এসব ভাবলে ভাল লাগে না । 
যাই হোক বর্ষপূর্তিতে শুভেচ্ছা !
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৮
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:২৮
সোহানী বলেছেন: আমার কিন্তু ভালো লাগে। নিজে বয়স্কদের কাতারে দাড়াচ্ছি ভাবতেই ভালো লাগে। কালই আমার মেয়ে জানতে চাইছিল আমার ফিলিং, আমি বলেছিলাম দারুন লাগছে।
৮|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১১:১৮
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১১:১৮
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
আপনি আর বৃদ্ধদের খাতায় নাম লেখালেন কই ?  
  
ব্লগে মাত্র ১৪ বছর, মানে ব্লগে আপনি সাওয়ার এ্যান্ড স্পাইসি ফোরটিন। আর দুবছরর পরে সুইট সিক্সটিন হবেন।   
  
"ব্লকে' এখনও আপনি " চেমি পাকা" , আরো কয়েক বছর গেলে " পারমেন পাকা" হতে পারবেন!  
 
"শিক্ষায়ই মানুষকে জ্ঞায়ানী করে তোলে" তাই "আচমকা ডানে মোড়" নিলে তবেই জ্ঞায়ানের " লিপ" এ উঠতে পারবেন। আর তখনই বোঝা যাবে "ভংসের পরিচয়"।
 ক'দিন থেকে আমারও ভালো লাগছেনা, " নয়ন" এর মৃত্যুর খবর শোনার পর থেকে। তার উপর আপনিও জানান দিয়ে গেলেন, সময় কতো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ভয় হয় ..... বড় ভয় ...........
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:৩২
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৫:৩২
সোহানী বলেছেন: হাহাহাহাহা আপনার কমেন্টস পড়ে হাসছি...। 
তাহলে আমি এখন চেমি পাকা,  সুইট সিক্সটিন হলেই পারমেন পাকা হবো 

"নয়ন" এর মৃত্যুর খবর আমাদের ভীষনভাবে নাড়া দিয়েছে। এভাবে গুট করে এরকম একটি তরুন চলে যাওয়া অনেক কস্টের......
৯|  ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১১:৫৬
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১১:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: 
সনেট সোহানী মিল
    - সনেট কবি
সনেট সোহানী মিল চৌদ্দ বছরের
ব্লগীয় জীবন জুড়ে কাব্যিক সময়
হয়ে আছে  অনেকের সাথে স্মৃতিময়
আপনার উপস্থিতি ছন্দময় জানি।
হে বোন এমন করে দীর্ঘ প্রহরের
আপনার ব্লগযাত্রা থাকুক অক্ষয়
বহুকাল সকলের করে মন জয় 
তাতে যেন থাকে লোক কষ্টের আসানি।
অকারণ বিরক্তির অনেকেই আছে
আপনি তেমন নন বৈশিষ্ঠে আপন
সেজন্যই নিবেদন আপনার কাছে
এমনি অটল থেকে গড়ুন আসন।
আপনার বেঁচে থাকা হোক বহুকাল
আনন্দের যেন কোন রোদেলা সকাল।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:০৬
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:০৬
সোহানী বলেছেন: ওওও সনেট কবি, অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই আপ্লুত। অসম্ভব ভালো লাগছে।
 এখনিই শেয়ার করছি সবার সাথে..........
১০|  ১১ ই জানুয়ারি, ২০২২  দুপুর ১:০৫
১১ ই জানুয়ারি, ২০২২  দুপুর ১:০৫
শায়মা বলেছেন: ১৪ বছরের শুভেচ্ছা আপুনি! 
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১১
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১১
সোহানী বলেছেন: ধন্যবাদ শায়মা.......
১১|  ১১ ই জানুয়ারি, ২০২২  দুপুর ২:৫৮
১১ ই জানুয়ারি, ২০২২  দুপুর ২:৫৮
মুজাহিদুর রহমান বলেছেন: আমি একেবারেই নির্লজ্জ বলে আমার পরিসংখ্যান শেয়ার করতে পারলাম।   
 
  
 
আমি লেখক তো নই ই, এমনকি নিয়মিত পাঠকও নই।   
 
তবুও ১০ বছর কম সময় না !
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১২
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১২
সোহানী বলেছেন: হায় হায় ১০ বছরে ১টা পোস্ট!!!!!!!!!! বলেন কি!!!!
১২|  ১১ ই জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:০৮
১১ ই জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:০৮
ওমেরা বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপু ।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১৩
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১৩
সোহানী বলেছেন: ধন্যবাদ ওমেরা।
১৩|  ১১ ই জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:১৬
১১ ই জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:১৬
কুশন বলেছেন: 
অভিনন্দন।
১৪ বছর সামুতে আছেন, সামুর ব্লগারদের ব্লগিং'এর মান কতটুকু ভালো দিকে গেলো? আপনি প্রবাসে থাকেন, সেই সংস্কৃতির শিক্ষিতদের সাথে আমাদের শিক্ষিতদের কি মিল ও গরমিল দেখছেন? আপনি বর্তানে যেই সমাজে আছেন, সেই সমাজের শিক্ষিতরা ১৪ বছরের কতটুকু কি করলেন, সামুর ব্লগারদের ধ্যান-ধারণার কি পরিবর্তন লক্ষ্য করলেন আপনি!
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১৯
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:১৯
সোহানী বলেছেন: প্রথম প্রশ্ন: ১৪ বছর সামুতে আছেন, সামুর ব্লগারদের ব্লগিং'এর মান কতটুকু ভালো দিকে গেলো?
উত্তর: প্রথমত: আমি মান বিচার করি না। ব্লগ হলো ওপেন ডায়রী, যার যা ইচ্ছে লিখবে। সেটার মান যাচাই করা কখনই উচিত নয়।
দ্বিতীয় প্রশ্ন: আপনি প্রবাসে থাকেন, সেই সংস্কৃতির শিক্ষিতদের সাথে আমাদের শিক্ষিতদের কি মিল ও গরমিল দেখছেন?
উত্তর: এটা জ্ঞানীদের প্রশ্ন, আমার মতো অ-জ্ঞানী এর উত্তর জানে না।
তৃতীয় প্রশ্ন: আপনি বর্তানে যেই সমাজে আছেন, সেই সমাজের শিক্ষিতরা ১৪ বছরের কতটুকু কি করলেন, সামুর ব্লগারদের ধ্যান-ধারণার কি পরিবর্তন লক্ষ্য করলেন আপনি!
উত্তর: এ প্রশ্নে কি বলতে চেয়েছেন তা বুঝতে পারিনি। আর  সামুর ব্লগারদের ধ্যান-ধারণার পরিবর্তন লক্ষ্য করার মতো যথেস্ট সময় আমি ব্লগে দেই না। তা থাকলেও আমি তা নিয়ে মাথা ঘামাই না।
আশা করি আমার অবস্থান বুঝতে পেরেছেন জেরী!
১৪|  ১১ ই জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:২৬
১১ ই জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:২৬
খায়রুল আহসান বলেছেন: একনাগাড়ে একটি লেখালেখির প্লাটফর্মে ১৪+ বছর ধরে সক্রিয়ভাবে ব্লগিং চালিয়ে যাওয়া সামান্য কথা নয়। আর আপনি তো যেমন তেমনভাবে এ ব্লগে উপস্থিত নেই, একেবারে ফ্রন্টলাইনে আছেন। অভিনন্দন আপনার এ অসামান্য অর্জনে। আপনার লেখায় যে সহমর্মী মন এবং স্পষ্টবাদী ও প্রতিবাদী মনোভাবের পরিচয় পাওয়া যায়, তা অব্যাহত থকুক আরও অনেক যুগ ধরে।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৭
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৭
সোহানী বলেছেন: খায়রুল ভাই, এ ব্লগে লেগে থাকার কারিগর আপনারা। আপনাদের ভালোবাসায় বাধ্য হই ব্লগে আসতে। আর আমার মাঝে ধৈর্য্য জিনিসটা মনে হয় যথেস্ট আছে..........হাহাহাহাহা। 
আসলে আমি খুব সামান্য একজন মানুষ। কিছু করার ক্ষমতা নেই বলে ব্লগে লিখে মনের দু:খ দূর করি।
আপনিও একজন চমৎকার ব্লগার। সবাই এক বাক্যে তা বলবে। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এ জীবনে।
১৫|  ১১ ই জানুয়ারি, ২০২২  রাত ৮:২৪
১১ ই জানুয়ারি, ২০২২  রাত ৮:২৪
এপোলো বলেছেন: ১৪ বছরের শুভেচ্ছা। ১৫তম বছর আরও ভালো যাক।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৭
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৭
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৬|  ১১ ই জানুয়ারি, ২০২২  রাত ৯:১৮
১১ ই জানুয়ারি, ২০২২  রাত ৯:১৮
মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!! বিশাল ব্যাপার আপু , কত এলো কত গেলো ......।
বর্ষপূর্তির শুভেচ্ছা আপু 
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৮
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৮
সোহানী বলেছেন: কত এলো কত গেলো কিন্তু তেলাপোকা বেচেঁ রইলো............ 






১৭|  ১১ ই জানুয়ারি, ২০২২  রাত ১০:১৮
১১ ই জানুয়ারি, ২০২২  রাত ১০:১৮
জটিল ভাই বলেছেন: 
১৪-তে বুড়ি,
১৮-তে ছুড়ি।
তারপরই কুড়ি! 
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৯
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:২৯
সোহানী বলেছেন: হাহাহাহাহা ওকে ঠিক আছে!!!! 


১৮|  ১২ ই জানুয়ারি, ২০২২  রাত ১:১৫
১২ ই জানুয়ারি, ২০২২  রাত ১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন আপু। ব্লগ দীর্ঘায়ু লাভ করুক, আপনি আরো ৮০ বছর ব্লগিং করুন, এই দোয়া করি।
কালেকশনগুলো মজার। আমাদের সার্বিক মানদণ্ডের একটা চিত্র বলা যায়।
নয়ন ভাইয়ের মৃত্যুটা আমাদেরকে কাঁপিয়ে দিয়েছে ও পুরো ব্লগ জুড়ে একটা শোকের আবহ সৃষ্টি করেছে। তাকে নিয়ে ব্লগারদের স্বতঃস্ফূর্ত পোস্টগুলো তার প্রতি ব্লগারদের ভালোবাসা ও তার জনপ্রিয়তাকে নির্দেশ করে। তিনি আমারও প্রিয় ব্লগার ছিলেন, এবং আমাকেও তিনি ভালোবাসতেন ও সমীহ করতেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
মানুষ সারাজীবন শোকে ডুবে থাকতে পারে না, পারা উচিতও না, তাহলে জীবন স্থবির হয়ে যাবে। শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হয়।
শোক কাটিয়ে ওঠার আপনার প্রচেষ্টা ভালো লাগলো আপু, সাধুবাদ জানাই।
ভালো থাকবেন।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৩৭
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৩৭
সোহানী বলেছেন: নয়নের মৃত্যু আমাদেরকে বিশাল ধাক্কা দিয়েছে। আর আমার কাছে নিজের কাছে নিজেকে অপরাধী করেছে। বার বার মনে হচ্ছিল একটু যদি কথা বলতাম ছেলেটার সাথে তাহলে হয়তো ছেলেটিকে এভাবে হারিয়ে যেতে হতো না। বিশ্বাস করবেন কিনা জানি না, ওর সাথে কথা বলে কেন যেন ওর মাঝে মৃত্যুর ছায়া দেখতে পেয়েছিলাম। এরকম আমি আর কারো মাঝে দেখিনি এ পর্যন্ত। হয়তো তার শোকতাপের ভাষাই এমন ছিল..........।
"মানুষ সারাজীবন শোকে ডুবে থাকতে পারে না, পারা উচিতও না, তাহলে জীবন স্থবির হয়ে যাবে। শোক কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে হয়।"....... আমরা ফিরে আসবো কিন্তু তারপরও নয়নের স্মৃতি আমাদেরকে কম বেশী কাঁদাবে।
আরো ৮০ বছর!!!! হাহাহা আমার নাতি পুতিকে যোগ করতে তাহলে............
আপনিও একজন অসম্ভব গুনী ব্লগার। আপনার কাছেও শিখছি অনেক কিছু।
১৯|  ১২ ই জানুয়ারি, ২০২২  রাত ৩:৫৫
১২ ই জানুয়ারি, ২০২২  রাত ৩:৫৫
সোবুজ বলেছেন: আমি যখন ব্লগে ১৪ পার করবো তখন আমার বয়স হবে ৯০।দেখি কতো দুর যেতে পারি।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৩৮
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৩৮
সোহানী বলেছেন: বলেন কি!! আপনিতো তাহলে অনেক সিনিয়র ব্লগার!!
দেখি আমার বাবাকে যোগ দেয়াতে পারি কিনা..............
২০|  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৪:০০
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৪:০০
নেওয়াজ আলি বলেছেন: জীবন কখনোই কারো জন্য, কোনো কিছুর জন্যই থেমে থাকবে না। তাই শত ঝড়ঝঞ্ঝাতেও জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাই।
  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৩৯
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৩৯
সোহানী বলেছেন: সেটাই যে সত্য........... "জীবন কখনোই কারো জন্য, কোনো কিছুর জন্যই থেমে থাকবে না। তাই শত ঝড়ঝঞ্ঝাতেও জীবনকে আমরা এগিয়ে নিয়ে যাই।"
২১|  ১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৫৪
১২ ই জানুয়ারি, ২০২২  ভোর ৬:৫৪
গরল  বলেছেন: বনফুলের অভিনন্দন
 
  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৯:৫৮
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৯:৫৮
সোহানী বলেছেন: চমৎকার ফুল। অনেক ধন্যবাদ!
২২|  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৭:৪৯
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৭:৪৯
কুশন বলেছেন: 
একজন লেখক হিসেবে, ১৪ বছরের ব্লগীয় অভিজ্ঞতা বলতে গিয়ে আপনি যেই লেভেলের ব্যাপার নিয়ে ছবি ইত্যাদি যোগ করেছেন, ইহার কোন মান আছে বলে মনে হচ্ছে না।
  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৯:৫৯
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: একদম ঠিক বলেছেন। আমার রুচি অত্যন্ত নিম্নমানের, এর চেয়ে বেশী কি ই বা আশা করতে পারেন।
২৩|  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৮:০৭
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৮:০৭
করুণাধারা বলেছেন: চোদ্দ বছরে বৃদ্ধ!! অন্তত কুড়ি না হলে কি বুড়ি বলা যায়!
বর্ষ পূর্তিতে অভিনন্দন আর শুভকামনা।
  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:০০
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:০০
সোহানী বলেছেন: ওওওও আপু আপনি কোথায় হারালেন। আপনাকে খুজেঁ আমি হয়রান!!!
২৪|  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৯:৫৫
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ৯:৫৫
সেডরিক বলেছেন: অভিনন্দন।   
 
আপনাকে কি তাহলে আপু ডাকবো, আন্টি ডাকবো নাকি দাদুমনি ডাকবো? 
  ১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:০১
১২ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:০১
সোহানী বলেছেন: আপাতত: আন্টি ডাকেন, আরো বছর দুয়েক পর দাদুমনি ডাইকেন................ 
২৫|  ১৩ ই জানুয়ারি, ২০২২  রাত ১২:১৯
১৩ ই জানুয়ারি, ২০২২  রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে অনেক হাসলাম।
  ৩১ শে জানুয়ারি, ২০২২  ভোর ৬:৪৯
৩১ শে জানুয়ারি, ২০২২  ভোর ৬:৪৯
সোহানী বলেছেন: ধন্যবাদ
২৬|  ১৭ ই জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৩২
১৭ ই জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুরুব্বী আসসালামু আলাইকুম। সিনিয়র সিটিজেনশিপ প্রাপ্তিতে পার্টি হওয়া উচিত ছিল, দাবী রইলো
ব্লগীয় এই পথচলা দীর্ঘায়ু পাক, এই কামনা রইবে। ভালো কাটুক সারাটি দিন, প্রতিটি ক্ষণ। একরাশ শুভকামনা।
অট: পোস্টটি যেদিন প্রকাশ, সেদিনই পড়েছিলাম, অফলাইনে। তাই দেরীতে উইশ করা, আন্তরিকভাবে দুঃখিত।  
  ৩১ শে জানুয়ারি, ২০২২  সকাল ৭:০৪
৩১ শে জানুয়ারি, ২০২২  সকাল ৭:০৪
সোহানী বলেছেন: ওলাইকুম সালাম!! তো পার্টি হবে!! হাজির বিরিয়ানীর দোকানে!
দেখতে দেখতে সময় কিভাবে যে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। যখন টের পাই তখন দেখি মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল...........।
নো প্রবলেম, উইশ দেরিতে হলেও সমস্যা নেই। আমিও আন্তরিকভাবে দুঃখিত দেরীতে উত্তর দেবার জন্য। আসলে কিছুটা ব্যাস্ততায় দিন কাটছে। তাই ব্লগে কম আসা হয়। তোমার কিছু লিখা পড়া বাকি আছে, সময় করে পড়বো। তবে তোমাকে দেখে ভালো লাগছে।
২৭|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:১৪
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন: 
১৪ বছর পুর্তীতে শুভেচ্ছা । 
বুড়ী হতে আরো কয়েক কুড়ি 
বছর  পাড়ি দিতে হবে । 
এখনো কৈশোরেই আছেন। 
সামুতে পথ চলা আরো মসৃন ও 
সমৃদ্ধ হোক এ কামনাই রইল । 
 টুকরো ছবিগুলি বেশ কিছু 
পথ নির্দেশনা দেখিয়েছে ,
ছবি দেখে বুজহ সুজন 
জীবন হতে হবে কেমন। 
শুভেচ্ছা রইল 
  ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২  রাত ৮:৪৪
১৩ ই ফেব্রুয়ারি, ২০২২  রাত ৮:৪৪
সোহানী বলেছেন: ধন্যবাদ আলী ভাই। ছবিগুলো কিছুটা মন ভালো করার জন্য কিছুটা আমার সামাজিক অবস্থা ফুটিয়ে তোলার জন্য। যারা দেশে থাকে তারা অনেক ছবির মর্মটা বুঝতে হয়তো ব্যার্থ হবে। তারপরও দিলাম, কোন একদিন ব্যাখা করবো।
আপনার বইয়ের খবর কি? এবার কি আসবে?
২৮|  ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১:২৬
১৫ ই ফেব্রুয়ারি, ২০২২  দুপুর ১:২৬
মলাসইলমুইনা বলেছেন: ব্লগে আর্কিওলজিকাল রুইনের মতো প্রাচীন থেকে প্রাচীনতর হন আর সেই রকমই মিলিয়ন বিলিয়ন ডলার দামি দামি আপনার লেখাগুলো আমাদের জন্য ক্লান্তিহীন লিখতে থাকুন । ও আচ্ছা শুভেচ্ছা স্বাগতমও নিন গ্রেট ব্লগ এচিভমেন্টের জন্য ।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৫৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২  রাত ৯:৫৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা...........ধন্যবাদ ব্রাদার। আমার অখ্যাদ্য লিখা দিয়ে বিরক্ত করে যাবার আবারো পণ করছি   
 
আপনার খবর কি? কই হারালেন!!!!!!!!!!
২৯|  ০৬ ই মার্চ, ২০২২  বিকাল ৩:৩৩
০৬ ই মার্চ, ২০২২  বিকাল ৩:৩৩
প্রত্যাবর্তন@ বলেছেন: that's the spirit
  ০৭ ই মার্চ, ২০২২  ভোর ৪:১৭
০৭ ই মার্চ, ২০২২  ভোর ৪:১৭
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।
৩০|  ২৮ শে মার্চ, ২০২২  সকাল ৭:৪৪
২৮ শে মার্চ, ২০২২  সকাল ৭:৪৪
রোবোট বলেছেন: আমি আপনার চেয়ে সামান্য বড়। ২০০৭এ মনে হয়।
  ০৩ রা এপ্রিল, ২০২২  সকাল ৮:৩৮
০৩ রা এপ্রিল, ২০২২  সকাল ৮:৩৮
সোহানী বলেছেন: স্বাগতম মুরুব্বি ভাই   ..........
 ..........
৩১|  ০৩ রা এপ্রিল, ২০২২  দুপুর ১:০৪
০৩ রা এপ্রিল, ২০২২  দুপুর ১:০৪
প্রামানিক বলেছেন: ব্লগে চৌদ্দ বছরে পা রাখায় অভিনন্দন জানাই।
  ০৯ ই এপ্রিল, ২০২২  সকাল ৮:৫৩
০৯ ই এপ্রিল, ২০২২  সকাল ৮:৫৩
সোহানী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩২|  ১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ১:৫৮
১৭ ই এপ্রিল, ২০২২  দুপুর ১:৫৮
শার্দূল ২২ বলেছেন: আমার কাছেও কিছু মজার ছবি আছে বাট দিতে পারছিনা, কিভাবে ছবি এড করে ভুলে গেছি, 
আসল কথায় আসি সোহানী । ১৪ বছর ব্লগিং জীবন সোহানীর, সেই ১০/১২ বছর আগের সোহানী এখন অনেক পরিবর্তন। কল্পনা করলে যা ভেসে আসে তা হলো সোহানীর মাথার চুলে পাক ধরেছে, চলনে বললনে একটা মুরুব্বী মুন্সিয়ানা ভাব আসছে, তবে আপনার এই মুন্ষিয়ানা ভাবটা শুরুতেও ছিলো, মেপে হিসেব করে কথা বলা আগেও অনেকটা এমনি ছিলো। 
ভালো থাকবেন শেষ পর্যন্ত
  ১৮ ই এপ্রিল, ২০২২  রাত ২:০৮
১৮ ই এপ্রিল, ২০২২  রাত ২:০৮
সোহানী বলেছেন: আরে ছবি পোস্ট করবেন... সোজা ক্যামারা আইকনে ক্লিক!! হয়ে গেল পোস্ট। তাড়াতাড়ি করেন.....।
হাহাহাহাহা........... আমি মনে হয় আসলেই সবসময় মুরুব্বী ভাব ধরে চলি   । আপনার কমেন্টস এর পর ভাবতে বসলাম। দেখলাম আসলেইতো আপনি ঠিক বলেছেন
 । আপনার কমেন্টস এর পর ভাবতে বসলাম। দেখলাম আসলেইতো আপনি ঠিক বলেছেন   
 
অনেক অনেক ধন্যবাদ বিষয়টি ধরিয়ে দেবার জন্য।
৩৩|  ১৮ ই এপ্রিল, ২০২২  ভোর ৫:১৭
১৮ ই এপ্রিল, ২০২২  ভোর ৫:১৭
রোবোট বলেছেন: বাই দি ওয়ে, সেইকালে কিন্তু মানুষ আমাকে মুরুব্বী বলেই ডাকতো (কেউ কেউ মানতোও)।
  ২৩ শে এপ্রিল, ২০২২  সন্ধ্যা  ৭:৫৪
২৩ শে এপ্রিল, ২০২২  সন্ধ্যা  ৭:৫৪
সোহানী বলেছেন: হাহাহাহাহা ওকে মুরুব্বী  
৩৪|  ২৬ শে মে, ২০২২  বিকাল ৩:৪৪
২৬ শে মে, ২০২২  বিকাল ৩:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: এমা! এই পোস্টে আমার কমেন্ট নেই কেন? আপু মহা ভুল হয়েছে।কখন যে চোখ ফসকে চলে গেল লক্ষ্য করেনি।
চৌদ্দ বছরের মাইলফলক অতিক্রম করার জন্য শুভেচ্ছা জানবেন।ব্লগবৃদ্ধা হিসেবে রইলো কুর্নিশ। ছবিগুলো মজার ছিল আপু।
  ০১ লা জুন, ২০২২  সকাল ৮:৫৪
০১ লা জুন, ২০২২  সকাল ৮:৫৪
সোহানী বলেছেন: আরে আমিইতো নিয়মিত নই, আপনাকে কি বলবো। এতো কিছু বিজি যে ঠিকভাবে কিছুই করা হয় না........।
ব্লগবৃদ্ধা হিসেবেতো দেখি আমি একাই রয়ে যাচ্ছি আর কাউকেতো দেখিছি না।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:১৬
১১ ই জানুয়ারি, ২০২২  সকাল ১০:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে নয়নের জন্য খুব খারাপ লাগছে তবুও আপনি সচেতনামানুষ হিসাবে অনেক শুভ কামনা জানাই ভাল থাকবেন