নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু ইতিহাস জানি: ফালুন গং ও স্যান ইয়ান

০৮ ই মে, ২০২৩ সকাল ৯:২৫




বেশ কয়েক বছর আগে কানাডার চায়না টাউনে ঘুরতে গিয়েছিলাম। সেখানের প্রায় প্রতিটা মোড়ে মোড়ে বেশ কিছু লোক লিফলেট বিলি করছিল। আমিও একটা নিলাম। যেহেতু পড়তে পছন্দ করি তাই বাসে আসতে আসতে ৫/৬ পাতার লিফলেট পড়ে সেই প্রথম ফালুন গং (Falun gong বা Falun Dafa)) নিয়ে জানলাম এবং রীতিমত শকড্ হলাম। কারন লিফলেটে ফালুন গং দাবী করছিল তাদের হাজার হাজার অনুসারীদের চায়না সরকার ধরে নিয়ে বিনা বিচারে জেলে ভরে তাদের অঙ্গ-প্রতঙ্গ কেটে নিয়ে তাদের মেরে ফেলছিল। একবিংশ শতাব্দীতে এসে মানুষের অঙ্গ-প্রতঙ্গ কাটাকাটি শুনে আমি আঁতকে উঠলাম, আরো জানার আগ্রহ বাড়লো।

যাহোক, তারপর ফালুন গং (falun gong) নিয়ে বেশ পড়াশুনা করলাম ও তাদের অঙ্গ সংগঠন ফালুন গং (shen yun) নিয়েও আগ্রহী হলাম।

ফালুন গং অনেকটা ধর্মীয় বা আধ্যাত্বিক দল। ১৯৯২ সালে Li Hongzhi প্রতিষ্ঠা করে ফালুন গং। এরা বুদ্ধ ধর্মে বিশ্বাসী হলেও তাদের ধর্ম পালনে ভিন্নতা আছে, অনেকটা নিউ রিলিজিয়াস মুভমেন্ট। চাইনীজ হাজার বছরের পুরোনো ট্রেডিশান qigong কে ফলো করে ফালুন গং। qigong হলো এক ধরনের মেডিটেশান। সেখানে ফিজিক্যাল মুভমেন্ট, ব্রেথ কন্ট্রোল সহ বিভিন্ন এক্সারসাইজ করা হয় প্রতিদিন। এরা বিশ্বাস করে, এ ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ তাদের মানসিক, শারীরিক প্রশান্তি দিবে, রোগ বালাই থেকে দূরে রাখবে। ১৯৯২ সালে ফালুন গং প্রতিষ্ঠার পর থেকে লাখে লাখে অনুসারী জুটতে থাকে ফালুন গং এর দলে।

১৯৯৩ এর পর থেকে প্রতিষ্ঠাতা Li Hongzhi বিভিন্ন স্থানে তার ধর্ম বা ভাবনা প্রচারনা শুরু করে। চায়নার মানুষও তার এ নতুন ভাবনাকে স্বাগত জানায় ও দলে দলে যোগ দিতে শুরু করে। কারন তখন চায়নাতে মেডিকেল সিস্টেম খুব খারাপ ছিল, চিকিৎসা সেবা ছিল অপ্রতুল। যার কারনে লি এর প্রচারনা "Prevention is better than cure" এ লোকজন বিশ্বাস করে ও দল বেধেঁ জড়ো হয়ে এ ধরনের উপাসনা বা মেডিটেশান করতে। এক সময় লি তার প্রচারনা দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়ে ও জনপ্রিয়তা বাড়তে থাকে।

বলা হয় এক সময় Li Hongzhi ধর্মের বাইরে পলিটিক্সে আগ্রহ শুরু করে ও এন্টি কমিউনিজম নিয়ে তার আগ্রহ বাড়তে থাকে। আর এতেই সমস্যা বাধেঁ চায়না সরকারের। সরকার ফালুন গং কে কাল্ট আখ্যা নিষিদ্ধ করে তাদের সব কাজ কর্ম। আর এ নিষেধাজ্ঞার প্রতিবাদে দলের লোকজন জড়ো হয় ও বিশাল প্রতিবাদ সভা করে। তিয়ানমেন স্কোয়ারের পর ফালুন গং এর এ প্রতিবাদ সভা দ্বিতীয় বৃহত্তম চায়নাতে। আর এতে আরো ক্ষেপে যায় চায়না সরকার। শুরু হয় ধর-পাকড়। এরপর দলে দলে জেলে ভরতে থাকে। জেল জুলুমের ভয়ে পালিয়ে বাঁচে অসংখ্য সদস্য। falun gong লোকজন বিশ্বাস করে মেডিটেশান বা ফিজিক্যাল এক্সারসাইজ করার কারনে তাদের অঙ্গ-প্রতঙ্গ সবচেয়ে বিশুদ্ধ। তাই চাইনীজ সরকার জেলে ভরে তাদের অঙ্গ-প্রতঙ্গই কেটে রাখে। চাইনীজ সরকার বরাবরেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ অভিযোগের পর কানাডা, ইউএস, ইউ এর একটি দল ইনভেস্টিগেশান করে চায়নাতে। যদিও চীনে কোন ইনভেস্টিগেশান কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। তারপর বিষয়টির সত্যতা নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে এখনো।

Falun gong বা Falun Dafa এর প্রতিষ্ঠাতা Li Hongzhi এর জীবন খুব একটা জানা যায় না। যে বায়োগ্রাফি ছাপা হয়েছিল এবং Falun gong এর ওয়েবসাইটে তাকে নিয়ে যা লিখা ছিল তা উইড্রো করা হয়। তাকে নিয়ে Falun gong খুব একটা প্রচার করতে চায় না। ৭১ বছরের লি ১৯৯৬ থেকে বাস করছে আমেরিকার নিউইয়র্কে। প্রথম থেকেই লি দাবী করে আসছে তার অনেক আধ্যাতিক ক্ষমতা আছে যেমন ইনভিজিবল ক্ষমতা, রোগমুক্তির ক্ষমতা। যদিও চায়নিজ সরকারী ওয়েবসাইটে Li Hongzhi এর বায়োগ্রাফি আছে ও তাকে খুব সাধারন নিম্নবিত্ত্ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ হিসেবেই চিহ্নিত করেছে। তার জন্ম পরিচয় পরিবর্তনেরও অভিযোগ এনেছে সে ওয়েবসাইটে।

Shen Yun Ad

লি ব্যাক্তি জীবনে কি ছিল সেটা এখন মূখ্য বিষয় না। আমেরিকার নিউইয়র্কে বসবাসের পর থেকে লি অনেক কিছু প্রতিষ্ঠা করে Falun gong এর আওতায়। বিভিন্ন মিডিয়া চ্যানেল, সংবাদপত্র এর পাশাপাশি শুরু করে একটি পারফরমেন্স আর্ট গ্রুপ যার নাম Shen Yun। সিম্ফনি কনসার্ট এর সাথে চমৎকার নাচের পারফরমেন্স পরিবেশন করে এ দল। সাথে বিভিন্ন ইতিহাস, গল্প, রুপকথা তুলে ধরে এ সিম্ফনি কনসার্ট। শুরুর খুব অল্প দিনেই জনপ্রিয়তা পায় এ পারফরমেন্স আর্ট গ্রুপ। বিশেষকরে স্ক্রিন থেকে লাইভে আসার কৈাশলটা অসাধারন। এবং সেটা তারা প্যাটেন্ট করে নেয়। সারা বিশ্বেই চলে তাদের পারফরমেন্স।

যা বলছিলাম, এতো এতো ইতিহাস পাতিহাস পড়ে ইচ্ছে হলো Shen Yun এর একটা স্টেজ শো দেখার কিন্তু যে দাম টিকেটের চিন্তায় করা যায় না......। যাহোক, শখের তোলা আশি ট্যাকা তাই সাহস করে টিকেট বুকিং দিলাম তিন মাসে আগেই মেয়ের জন্মদিনের গিফ্ট হিসেবে। কারন আমি যে সিটিতে থাকি সেখানে তারা ৩ টা স্টেজ শো করবে বছরে, সহজে টিকেট পাওয়া যায় না। ধর্ম নিয়ে তাদের কি বিশ্বাস তাতে আমার কিছু যায় আসে না কিন্তু দেখলাম অবিশ্বাস্য একটা শো। নাচ, গান, নাচের ভঙ্গীতে শারীরিক বিভিন্ন কসরত, পুরো তিন-সাড়ে তিন ঘন্টা পিন পতন নিরবতায় দেখলাম শো।। এবং নতুন একটি বিষয় যেমন স্টেজের পর্দা থেকে স্টেজে নেমে আসা পারফরমেন্স আর্ট দেখলাম।

নীচে তাদের নিয়ে কিছু লিংক দিলাম যা থেকে আমি তথ্য সংগ্রহ করেছি। আর আপনারা চাইলেও জানতে পারেন শেন ইয়ান নিয়ে। ও একটা ইউটিউব থেকে পারফরমেন্স লিংক দিলাম। ভিডিও করা নিষেধ ছিল বলে কোন ভিডিও করিনি।

ভালো থাকেন সবাই আর আনন্দে কাটুক জীবন।

সোহানী
মে ২০২৩

https://en.wikipedia.org/wiki/Shen_Yun#:~:text=Shen Yun was founded in,of his followers also reside.
https://faluninfo.net/what-is-falun-gong-falun-dafa/?gclid=CjwKCAjw_YShBhAiEiwAMomsEE8m6LJhfuNEYaLjPInSdxSvRGq8BeSaHyLdZlfHCSkJeWPi7JyVvBoCwO4QAvD_BwE
https://www.peoplesworld.org/article/shen-yun-the-falun-gong-cults-anti-communist-propaganda-roadshow/#:~:text=Shen Yun: The Falun Gong cult's anti-communist propaganda roadshow,-February 11, 2022&text=The Falun Gong (Falun Dafa,communist business and propaganda empire.
https://www.shenyunperformingarts.org/our-story

মন্তব্য ২৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২৩ সকাল ১০:১৪

কামাল১৮ বলেছেন: দলবদ্ধভাবে ধর্ম পালন চীনে নিষিদ্ধ।মোসলমাদের উপরও এমন নির্যাতন হয়।নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার সময় এমন অনেক কিছু হয়।চীনাদের বক্তব্য এটা তাদের আভ্যন্তরিন বিষয়।

০৯ ই মে, ২০২৩ ভোর ৬:২০

সোহানী বলেছেন: হুম চীনে এরকম নিষেধাজ্ঞার আওতায় অনেকেই। যাহোক, সেটা তাদের নিজস্ব ব্যাপার।

২| ০৮ ই মে, ২০২৩ সকাল ১১:০০

রানার ব্লগ বলেছেন: যুগে যুগে নতুন যেকোন বিশ্বাসের উপর আঘাত এসেছে । এটাই স্বাভাবিক । সেই আঘাত সহ্য করে যে বিশ্বাসবোধ টিকে গেছে উহাই পরবর্তিতে ধর্ম হিশাবে প্রতিষ্ঠা পেয়েছে ।

০৯ ই মে, ২০২৩ ভোর ৬:২১

সোহানী বলেছেন: নতুন যেকোন বিশ্বাস নিয়ে প্রচারনা চালালে এমনটাই স্বাভাবিক।

৩| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১:১২

ভুয়া মফিজ বলেছেন: আমি পরথমে পড়লাম, ফালগুন গং..........বুঝেন অবস্থা!!! তা কত্যিপক্ষ কাটা অঙ্গ-প্রত্যঙ্গগুলি কি করছিল? হ্যারা তো আবার সবই খায়। পলিটিকসে আগ্রহ নিয়াই তো হ্যাগো সব্বোনাশটা হইলো। আমাগো ইউনুস ভাইজান উহাদেরকে দেইখা কিছুই শিখলো না। আফসুস আর আফসুস!!! :(

০৯ ই মে, ২০২৩ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: হ.... আমাগো ইউনুস ভাইজান উহাদেরকে দেইখা আসলেই কিছুই শিখলো না। একারনেইতো ধরা খাইছে!!

আপনের মনেতো অনেক বসন্ত, তাই যেখানে সেখানে ফাল্গুন দেখেন। এইদিকে আমাগো অবস্থা চৈত্র মাস ;)

যাগ্গা, গোপন কথা হইলো.... বিশ্বে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসায় এক নাম্বার চীনারা। দুই নাম্বার মার্কেটে হাত-পা-কিডনি-লিবার-চোখ-নাক যাই চান কেন সাপ্তাহেই তা জোগাড় করা যায় চীনে যদি টাকা থাকে। এখন কন, এইগুলা আসে কোত্থেইকা !!!!!!!!!!!!!!!! চিন্তার বিষয় বাট কিছু কওয়ার নাই। তাগোরে কেউ সবক দিতে আসলে যে গুতা খায় তাতে জীবন যায় যায় অবস্থা। আম্রিকা/কানাডার অবস্থা দেখেন না............ :(

৪| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: বিশ্বের বেশ কিছু দেশেই এরকম নাচ গান হয় ধর্মের নামে।

০৯ ই মে, ২০২৩ ভোর ৬:৩০

সোহানী বলেছেন: আমার এ লিখায় ধর্মের নামে নাচ গান নিয়া কিছু বলি নাই!!

৫| ০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সম্পূর্ণ অপরিচিত অজানা একটি বিষয় আমার জন্য!!

১০ ই মে, ২০২৩ ভোর ৫:৪০

সোহানী বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই। আপনি প্রতিদিন অজানা বিষয় জানান আমাদের, আর আমরাতো সামান্যই জানালাম......... :``>>

৬| ০৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন কিছু জানলাম।

১০ ই মে, ২০২৩ ভোর ৫:৪০

সোহানী বলেছেন: ধন্যবাদ চুয়াত্তর ব্রাদার।

৭| ০৮ ই মে, ২০২৩ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: সোহানী,




"ফালুন গং" এর কথা আগেও জানা ছিলো এইটুকু যে, এটা একটা ধর্মীয় সংঘ যাদের উপর চীন সরকার অত্যাচার-জুলুম করছে ।
আপনার কাছ থেকে "ফালুন গং" এর বিশদ কিছু জানা গেলো যা আগে জানা ছিলোনা।

ধন্যবাদ সোহানী এই লেখাটির জন্যে।

১০ ই মে, ২০২৩ ভোর ৫:৪১

সোহানী বলেছেন: ইয়াহু............... আমি কিছু জানাতে পেরেছি আপনাকে :P :P :P :P :P

৮| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার এ লিখায় ধর্মের নামে নাচ গান নিয়া কিছু বলি নাই!!

হ্যাঁ সেটা ঠিক।
আমি বলতে চেয়েছি, এরকম নাচ অনেকে দেশসে নাচা হয়। যেমন ধরুন কোরিয়া, চীন, থাইল্যান্ড ইত্যাদি দেশে। লকজন টিকিট কেটে এইসব নাচ দেখে এবং মুগ্ধ হয়।
ভারতের দেরাদুন অঞ্চলে এরকম নাচ হয়।

১০ ই মে, ২০২৩ ভোর ৫:৪২

সোহানী বলেছেন: ওকে........................

৯| ১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১৫

শেরজা তপন বলেছেন: হায় হায় ফলুন গং সম্বন্ধে কোন জ্ঞানই তো ছিল না আমার। কত কিছু জানলাম আমি আপনার কাছ থেকে ধন্যবাদ - আরো কত কিছুই না জানার বাকি আছে!! যেগুলো এখনো জানিনা সেগুলো তাড়াতাড়ি জানান

১৭ ই মে, ২০২৩ ভোর ৬:১৭

সোহানী বলেছেন: হাহাহাহা ..... আপনি যা জানেন তার সিকি ভাগইতো আমি জানি না। কেমনে আপনারে নতুন কিছু জানামু ;)

ফালুন গং যে খুব একটা বিশ্বের মনোযোগ পেয়েছে তা কিন্তু না। কিছু ভক্ত আছে যারা এন্টি কমিউনিস্ট। কিন্তু চীনের ধাতানীর ভয়ে এরাও খুব একটা সাপোর্ট করে না ফালুন গংকে। এমন কি তাদের পত্রিকা কানাডায় নিষিদ্ধ ছিল কারন তারা এতো বেশী প্রপাগান্ডা রিপোর্ট দেয় যে চীনারা ক্ষেপে বোম। এমন কি আমার ছেলেও ওদেরকে সাপোর্ট করে না। এ নিয়ে বেশ তর্ক-বিতর্ক গেছে আমাদের। কারন আমার ছেলের বেশ কয়টা চীনা বান্ধবী আছে কিনা :P

১০| ১৪ ই মে, ২০২৩ রাত ১২:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ গুরুত্বপুর্ণ সমসাময়িক একটি বিষয়ের ইতিহাস চর্চা আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করেছে ।
ফালুন গং এর আন্তর্জাতিক প্রভাব প্রনিধান যোড়্য ।
ফালুন গং-এর বিরুদ্ধে চীনা সরকারের সকল প্রচার মাধ্যম তথা টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এবং ইন্টারনেট
বৃহৎ আকারের প্রচার চালিয়ে বলছে ফালুন গং সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে, ফালুন গং এর
কার্যক্রম প্রতারণামূলক এবং বিপজ্জনক এবং বিজ্ঞান বিরোধী এবং সর্বোপরি অগ্রগতির জন্য হুমকি স্বরূপ ।
যুক্তি দিয়ে বলেছে যে ফালুন গং এর নৈতিক দর্শন মার্কসবাদী সামাজিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

অপর দিকে ফালুন গং ও তার নৃত্য দল শেন ইউন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য স্থানে বিভিন্ন প্রচার কার্যক্রম
সম্প্রসারিত করতে পেরেছে । তারা চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তাদের মতামত এবং তাদের বিবর্তনবিরোধী
অবস্থানের জন্যও ব্যাপক পরিচিতি পায় । একটি রাজনৈতিকভাবে অতি-ডান মিডিয়া সত্তা হিসাবে এটি বিস্তার
লাভ করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র তত্ত্ব, যেমন QAnon এবং অ্যান্টি-ভ্যাকসিন ভুল তথ্য প্রচারের জন্য এবং
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্পের জন্য বিজ্ঞাপন তৈরি করার বিষয়েও উল্লেখযোগ্য ভাবে মনোযোগ
আকর্ষন করেছে । এটি ফ্রান্স এবং জার্মানিতে উগ্র ডানপন্থী রাজনীতিবিদদের প্রচারের জন্য ইউরোপেও মনোযোগ
আকর্ষণ করেছে ।

বহুমুখী কার্যক্রম ও নীতি আদর্শ নিয়ে চলা ফালুন গং এর বিষয়ে সচেতনতা সৃজনে পোষ্টটি ভাল ভুমিকা রাখবে
বলে মনে করি ।

তথ্যবহুল পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম ।

শুভেচ্ছা রইল

১৭ ই মে, ২০২৩ ভোর ৬:২৮

সোহানী বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র তত্ত্ব, যেমন QAnon, অ্যান্টি-ভ্যাকসিন ভুল তথ্য প্রচারের জন্য বা ট্রাম্পের জন্য বিজ্ঞাপন তৈরি করার বিষয়ে জানা ছিল না। তাদের মিডিয়া ট্রাম্প সাপোর্ট করে বাকি পুঁজিবাদদের মতো কারন ফালুন গং এখন পুরোপুরি ব্যাবসায়ী।

আর চীনা সরকার কখনই শিকড় বাড়তে দেয় না। একটু দেখলেই উপড়ে ফেলে। ফালুন গং যেভাবে বিস্তার শুরু করেছিল দেশে বিদেশে তাতে চীনা সরকার ক্ষেপবেই। একটার পর একটা বিদেশ শো করেই যাচ্ছিল তাদের নেতা। তার উপর সুযোগ বুঝে এন্টি চীনা দেশ বা গ্রুপ তাদেরকে সাপোর্ট দিচ্ছিল। কাজেরই তারা চীনের ধাক্কা খাবে সেটাই স্বাভাবিক।

রাজনীতি চর্চা বাদ দিয়ে তাদের শো এর কথা যদি বলি তাহলে বলবো চমৎকার একটি পারফরমেন্স। কিন্তু এ শো তে কিন্তু চীনা সরকারকে ধুয়ে দিয়েছে.................হাহাহাহা। অন্তত ৩/৪ টা খন্ড নাটিকা ছিল চীনের বিরুদ্ধে।

অনেক অনেক ধন্যবাদ তথ্যসমৃদ্ধ মন্তব্য ও প্রিয়তে নেবার জন্য। অনেক অনেক ভালো থাকুন আলী ভাই।

১১| ১৯ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৩

আমি সাজিদ বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই।

১২| ০৯ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার জন্য এটা একেবারেই অজানা একটা বিষয় ছিল। এই কাল্ট বা ধর্মগোষ্ঠি কিংবা তাদের নৃত্য দল শেন ইউন সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না।
মন্তব্যগুলো পড়ে বুঝলাম, আমার মত আরও অনেক পাঠকেরও একই অবস্থা!
পোস্টে প্লাস। + +

১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৮

সোহানী বলেছেন: আসলে এক চায়নাতেই এরকম বিতাড়িত অনেক গ্রুপ আছে। চায়না চায় না সবাই এদেরকে জানুক। তাই সাধারন আমরা খুব কমই জানি সে সব গোষ্ঠি বা দলকে। চায়নার এরকম নিষেধের বেড়াজালে খুব কমই আমরা খুব কমই জানতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.