![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ প্রয়াত হয়েছেন গত ৩০ মে। আজ ২২ জুন। ঢাকায় আমরা চলচ্চিত্রকর্মীরা তাঁর স্মরণে নিজস্ব আয়োজনে কিছুই করতে পারি নি। কেউ উদ্যোগি হয়ে করলেনও না! দুঃখজনক তো বটেই... আমরা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি থেকে ঋতুপর্নকে স্মরণে ঢাকায় দুই দিনের একটি আয়োজনের পরিকল্পনা করছি। দুই দিনে থাকবে তাঁর নির্মিত নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী এবং একটি স্মরণসভা... আশা করছি কাল-পরশুর মধ্যে তারিখ-স্থান এবং অন্যান্য তথ্য বিস্তারিত জানাতে পারব।।
২| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৪
পাঠক1 বলেছেন: Hi Mamun could you please give me your e-mail add. or mobile number please.I have some personal talk with you. my e-mail id:[email protected].
Rana (forgotten member of movieana)
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল উদ্যুগ
ভাল ছবি প্রদর্শন হোক মানুষের সামাজিক মেলবন্ধন
শুভকামনা