![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
লাগাতার হরতাল এবং অবরোধে দিন আনে দিন খায় মানুষদের প্রাণ ওষ্ঠাগত। এখন নিয়মিত ভালো মাপের দিন আনে দিন খায় গোত্রের লোকজন হলো 'টকশো বিজ্ঞরা'। সকল টেলিভিশন চ্যানেলের নির্বাহী প্রধানদের কাছে অনুরোধ মার্কা-মারা টকশো বিজ্ঞদের পাশাপাশি সাধারণ দিন আনে দিন খায় লোকজনদেরও এমন নিশ্চিত এবং নির্ভার কামাইয়ের সুযোগ দেয়া হোক। তাতে সকলে মিলেমিশে খেয়ে পড়ে বেঁচে থাকার পথ হয়; এই আর-কী!
বি.দ্র. 'টকশো বিজ্ঞ'দের যে মাপের বিজ্ঞতা তা সাধারণ মানুষদের চেয়ে খুব উচ্চ বলে আমি মনে করি না!
©somewhere in net ltd.