![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।
আজ বিকাল ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকলের আমন্ত্রণ!
বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত চার মাসব্যাপী 'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩' এর উদ্বোধনী এবং 'চলচ্চিত্র পাঠচক্র ২০১৩' এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনীতে থাকবে:
উজান যাত্রা (প্রামাণ্যচলচ্চিত্র, ২২ মিনিট),
ফাঁদ (কাহিনীচিত্র, ১৫ মিনিট),
নিপাতনে সিদ্ধ (কাহিনীচিত্র, ০৮ মিনিট) এবং
Flowers in the Naked City (কাহিনীচিত্র, ০৮ মিনিট)।
এবং ২০১২ সালে অস্কার পুরস্কারের সেরা চলচ্চিত্র বেন আফ্লেক পরিচালিত 'আরগো' (১২০ মিনিট)।
সকলের জন্য উন্মুক্ত!
©somewhere in net ltd.